পাকিস্তান সীমান্তে ১৪ ইরানি নিরাপত্তা সদস্য অপহৃত

পাকিস্তান সীমান্তে ১৪ ইরানি নিরাপত্তা সদস্য অপহৃত
পাকিস্তান সীমান্তবর্তী সিস্তান-বালুচিস্তানের লুলাকদান এলাকা থেকে ইরানের নিরাপত্তা বাহিনীর ১৪ সদস্যকে সন্ত্রাসীরা অপহরণ করেছে। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি মঙ্গলবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। খবর পার্সটুডের।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি ইরানি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, অপহৃতদের মঙ্গলবার ভোর ৪টা থেকে ৫টার মধ্যে অপহরণ করা হয়।
পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠী জেইশুল আদল এক টুইটার বার্তায় অপহরণের দায়িত্ব স্বীকার করেছে।
এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এবং ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল প্রেস টিভি জানিয়েছে, বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীরা এ অপহরণের সঙ্গে জড়িত। অপহৃতদের উদ্ধারের জন্য ইরানের নিরাপত্তা বাহিনী প্রস্তুতি নিচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তান সীমান্ত থেকে সশস্ত্র সন্ত্রাসীরা ইরানের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা জোরদার করেছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়ে আসছে ইরান।

বিডি প্রতিদিন/১৮ অক্টোবর ২০১৮/হিমেল

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা