Posts

Showing posts from January 13, 2020

বাগদাদে মার্কিন সেনা অবস্থানে রকেট হামলা

Image
ফাইল ছবি। ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলে মার্কিন সেনারা অবস্থান করছে এমন বিমান ঘাঁটিতে রবিবার রকেট হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন ইরাকি সেনা আহত হয়েছে। তবে মার্কিন সেনাদের হতাহতের খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ইরাকি সেনাদের এক বিবৃতিতে বলা হয়, বালাদ নামে ওই ঘাঁটিতে ৮টি রকেট হামলা চালানো হয়। বাগদাদ থেকে ৮০ কিলোমিটার উত্তরে ঐ ঘাঁটি অবস্থিত। সেনা সূত্র জানায়, বিমান ঘাঁটির রানওয়েতে ৭ টি মর্টার বোমা আঘাত হানে। আহত ৪ ইরাকি সেনাদের মধ্যে দুই জন অফিসার বলে জানা যায়। এই রকেট হামলার পিছনে কারা জড়িত আছে তা ইরাকি সেনাদের বিবৃতিতে বলা হয়নি। এছাড়া ঐ ঘাঁটিতে কত জন মার্কিন সেনা অবস্থান করছেন তাও জানা যায় নি। এছাড়া মার্কিন প্রশাসন থেকেও কোন মন্তব্য পাওয়া যায়নি। গত ৩ জানুয়ারি মার্কিন বাহিনীর হামলায় নিহত হন ইরানের কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানি। এরপরই হামলার প্রতিশোধ নিতে বাগদাদের দুইটি মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। রয়টার্স, আল জাজিরা। ইত্তেফাক/এসআর

পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ডাদেশ বাতিল!

Image
পাকিস্তানের সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফ। ছবি-রয়টার্স পাকিস্তানের সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফকে রাষ্ট্রদ্রোহিতার দায়ে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া বিশেষ আদালতকে অসাংবিধানিক বলে উল্লেখ করেছেন লাহোর হাইকোর্ট। তাছাড়া মোশাররফকে মৃত্যুদণ্ড দেওয়া রায়ের বৈধতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন আদালত। বিশেষ আদালতের বৈধতা চ্যালেঞ্জ করে মোশাররফের আবেদনের প্রেক্ষিতে সোমবার লাহোর হাইকোর্ট এই রায় দিলো। তিনজন বিচারককে নিয়ে গঠিত লাহোর হাইকোর্টের একটি বেঞ্চ মোশাররফের আবেদনের শুনানির পর সোমবার ঘোষণা করে, সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহিতার মামলাটি আইন মেনে প্রস্তুত করা হয়নি। ফেডারেল সরকার এবং মোশাররফের আইনজীবী উভয়ের মতে, হাইকোর্টের এই রায়ের পর, মোশাররফের মৃত্যুদণ্ডাদেশ দিয়ে বিশেষ আদালতের রায়টি বাতিল হয়ে যাবে। তবে মৃত্যুদণ্ডাদেশ বাতিলের ব্যাপারে আদালত কিছু না বললেও এ ব্যাপারে একটি সংক্ষিপ্ত আদেশ শীঘ্রই প্রকাশ করার কথা রয়েছে। আরও পড়ুন:  কত সম্পদের মালিক এনু-রুপন? ১৯৯৯ সালের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অপসারণ করে ২০০৮ সাল পর্যন্ত পাক...

মার্কিন বিমানঘাঁটির ধ্বংস্তূপের ভিডিও প্রকাশ

Image
সংগৃহীত ছবি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে যে  ক্ষয়ক্ষতি হয়েছে, তার প্রথম ভিডিও প্রকাশ করেছে মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন। গত বুধবার ভোরে ইরাকের দুটি মার্কিন বিমানঘাঁটি আল-আসাদ ও ইরবিলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে ৮০ মার্কিন সেনা নিহত ও ২০০ জন আহত হয় দাবি করে ইরান। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের ওই ক্ষেপণাস্ত্র হামলায় তার দেশের একজন সেনাও নিহত হয়নি। তবে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্বীকার করেন তিনি। এরপর ক্ষেপণাস্ত্র হামলায় আল আসাদ বিমাঘাঁটির ক্ষয়ক্ষতির প্রথম ভিডিও প্রকাশ করে সিএনএন। ওই ভিডিওতে দেখা গেছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন সেনাদের ড্রয়িং রুম ও বাসস্থান ধ্বংস হয়ে গেছে। হামলার পর ভবনগুলোতে আগুন ধরে পুড়ে যায়। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান প্রায় দুই ঘণ্টা ধরে ঘাঁটির মার্কিন সেনাদের অংশে হামলা চালায়। এতে ওই ঘাঁটির প্রায় এক-চতুর্থাংশ এলাকা ধ্বংস হয়েছে। ঘাঁটির মার্কিন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল স্টাসি কলেমস্যান দাবি ...

ফিলিপাইনের আগ্নেয়গিরি ঘিরে সতর্কতা, বিমান চলাচল বন্ধ

Image
সংগৃহীত ছবি ভয়ঙ্কার রূপ নিয়েছে ফিলিপাইনের রাজধানী ম্যানিলার অদূরের একটি আগ্নেয়গিরি। এরই মধ্যে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। এটি থেকে খুব শিগগির বড় ধরনের বিস্ফোরণ হতে পারে বলে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। একইসঙ্গে ম্যানিলা বিমানবন্দরের সব ফ্লাইট ওঠা-নামা বন্ধ করে দিয়েছে। রবিবার স্থানীয় সময় বিকেলে রাজধানীর প্রায় ৩৭ মাইল দক্ষিণে দেশটির তাল আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়। এই আগ্নেয়গিরির লাভা থেকে বিপজ্জনক বিস্ফোরণ হতে পারে বলে সতর্কতা জারি করেছেন বিশেষজ্ঞরা। বলছেন, দ্রুত সংশ্লিষ্ট তিনটি শহরের বসবাসকারীদের সরিয়ে নেওয়া হোক। ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকোলজি অ্যান্ড সিজমোলজি জানিয়েছে, আগ্নেয়গিরিটির অগ্ন্যুৎপাতের গতি দ্রুত বাড়ছে। এখনই এর ক্রমাগত অগ্ন্যুৎপাত বা বিস্ফোরণ আশপাশের ছয় থেকে নয় মাইল (১০ থেকে ১৪ কিলোমিটার) পর্যন্ত উদ্যত হচ্ছে। যা গিয়ে ধরছে কুইজন সিটি পর্যন্ত। একইসঙ্গে অনেকদূর থেকে অগ্ন্যুৎপাতের ঘন কালো ধোঁয়া দেখা যাচ্ছে। বিডি প্রতিদিন/ ওয়াসিফ

কানাডায় ‘ভুলে’ নিউক্লিয়ার প্লান্টের জরুরি সতর্কবার্তা!

Image
ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন হামলায় ইরানের জেনারেল কাসেম সোলেইমানি নিহত হওয়ার ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। ইরান-যুক্তরাষ্ট্র ইস্যু নিয়ে যখন বিশ্বে অস্থিরতা, তার মাঝে কানাডার অন্টোরিও প্রদেশে হঠাৎ করেই সকলের মোবাইলে এলো নিউক্লিয়ার প্লান্ট নিয়ে জরুরি সতর্কবার্তা। সতর্কবার্তায় বলা হয়, ‘পিকারিং নিউক্লিয়ার জেনারেশন স্টেশনে কিছু ত্রুটি দেখা দেয়ায় এর ১০ কিলোমিটার এলাকায় থাকা সকলকে নিরাপদ দূরত্বে অবস্থানের জন্য বলা হচ্ছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়।  তবে ২ ঘণ্টা পরে পৃথক এক বার্তায় জানানো হয়, প্রযুক্তিগত ত্রুটির কারণে পূর্ববর্তী বার্তা সকলের কাছে প্রেরণ করা হয়েছে। নিউক্লিয়ার প্লান্টে কোনো ত্রুটি দেখা দেয়নি। হঠাৎ কেন এ ধরনের বার্তা? তার কারণ খুঁজে দেখার জন্য ‘পূর্ণ তদন্তের’ দাবি জানিয়েছেন পিকারিংয়ের মেয়র ডেভ রায়ান। অন্টারিও প্রাদেশিক সরকারের জরুরি বিভাগ থেকে এই বার্তাগুলো প্রেরণ করা হয়।   টুইটারে মেয়র রায়ান লেখেন, সকালে এমন একটি সতর্কবার্তা পেয়ে আপনাদের অনেকের মত আমিও দুশ্চিন্তায় ছিলাম। কোনো বিশেষ পরিস্থিতি সৃষ্টি হয়নি জেনে আমার দুশ্চিন্তা দূর...

কানাডায় ‘ভুলে’ নিউক্লিয়ার প্লান্টের জরুরি সতর্কবার্তা!

Image
ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন হামলায় ইরানের জেনারেল কাসেম সোলেইমানি নিহত হওয়ার ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। ইরান-যুক্তরাষ্ট্র ইস্যু নিয়ে যখন বিশ্বে অস্থিরতা, তার মাঝে কানাডার অন্টোরিও প্রদেশে হঠাৎ করেই সকলের মোবাইলে এলো নিউক্লিয়ার প্লান্ট নিয়ে জরুরি সতর্কবার্তা। সতর্কবার্তায় বলা হয়, ‘পিকারিং নিউক্লিয়ার জেনারেশন স্টেশনে কিছু ত্রুটি দেখা দেয়ায় এর ১০ কিলোমিটার এলাকায় থাকা সকলকে নিরাপদ দূরত্বে অবস্থানের জন্য বলা হচ্ছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়।  তবে ২ ঘণ্টা পরে পৃথক এক বার্তায় জানানো হয়, প্রযুক্তিগত ত্রুটির কারণে পূর্ববর্তী বার্তা সকলের কাছে প্রেরণ করা হয়েছে। নিউক্লিয়ার প্লান্টে কোনো ত্রুটি দেখা দেয়নি। হঠাৎ কেন এ ধরনের বার্তা? তার কারণ খুঁজে দেখার জন্য ‘পূর্ণ তদন্তের’ দাবি জানিয়েছেন পিকারিংয়ের মেয়র ডেভ রায়ান। অন্টারিও প্রাদেশিক সরকারের জরুরি বিভাগ থেকে এই বার্তাগুলো প্রেরণ করা হয়।   টুইটারে মেয়র রায়ান লেখেন, সকালে এমন একটি সতর্কবার্তা পেয়ে আপনাদের অনেকের মত আমিও দুশ্চিন্তায় ছিলাম। কোনো বিশেষ পরিস্থিতি সৃষ্টি হয়নি জেনে আমার দুশ্চিন্তা দূর...

উত্তেজনার মাঝেই ইসরায়েল থেকে ‘স্পাইক’ মিসাইল কিনছে যুক্তরাষ্ট্র!

Image
জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর চরম উত্তেজনা চলছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে। এই উত্তেজনার মধ্যেই ইসরায়েল থেকে দূরপাল্লার ‘স্পাইক প্রিসিশন মিসাইল’ কিনছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র এটিকে তাদের শক্তিশালী এটাক হেলিকপ্টারগুলোতে ব্যবহার করতে চায়। ভবিষ্যতের অভিযানগুলোতে আরও সফলতা নিশ্চিতে এই আপগ্রেশনের পদক্ষেপ হাতে নিয়েছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে এটি কেনার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। খবর জেরুজালেম পোস্টের।  যুক্তরাষ্ট্রের এপাচি হেলিকপ্টারগুলো থেকে ১২ কিলোমিটার দূরের টার্গেট ধ্বংস করা সম্ভব। তবে এতে সন্তুষ্ট নয় দেশটি। যুক্তরাষ্ট্র এখন হেলিকপ্টার থেকে আরও দূরের টার্গেট যেমন, শত্রু ট্যাংক, বাংকার ও সেনাদলের ওপর আঘাত হানার সক্ষমতা চায়। এর জন্য দেশটি বেছে নিয়েছে ইসরায়েলের এই অভিনব উদ্ভাবনকে। স্পাইক হচ্ছে ইসরায়েলের পঞ্চম প্রজন্মের ইলেক্ট্রো-অপটিকাল মিসাইল। এটির রেঞ্জ ২৫ কিলোমিটারেরও বেশি। রাফায়েল প্রতিরক্ষা সিস্টেমের উদ্ভাবন ও কয়েক ধাপে এর উন্নয়ন করেছে ইসরায়েল। এ বছর দেশটি এই মিসাইলের বেশ কয়েকটি সফল পরীক্ষা চালিয়েছে। হেলিকপ্টার থেকে চালানো পরীক্ষাগুলোও সফল হয়েছে। এছা...

আফগানিস্তানে তুষারপাত ও বৃষ্টি, ১৭ জনের মৃত্যু

Image
আফগানিস্তানে বিস্তৃত অংশে গত কয়েক দিন ধরে প্রবল তুষারপাত ও বৃষ্টি অব্যাহত রয়েছে। শনিবার প্রবল শীতে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আফগান আবহাওয়া বিভাগ জানিয়েছে, দেশটিতে চরম আবহাওয়া নতুন কিছু নয়। তবে চলতি বছর আবহাওয়া অতি চরম রূপ ধারণ করেছে। শীতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এখনও মৃতের প্রকৃত সংখ্যা জানার চেষ্টা করছে। বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সামান্য ভুলে বৃষ্টির পানিতে ইসরায়েলের ৮ যুদ্ধবিমান অচল

Image
ভারী বর্ষণে জমে থাকা পানিতে তলিয়ে ইসরায়েলের ৮ যুদ্ধবিমান অচল হয়ে পড়ে আছে। দেশটির বিমানবাহিনী ভুল স্বীকার করে জানিয়েছে, সামান্য ভুলে বৃষ্টির পর যুদ্ধবিমানগুলো সরিয়ে না ফেলায় তা এখন ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়ে আছে।  বিমানবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা জানান, গত বৃহস্পতিবার মাত্র ৩০ মিনিটের ভারী বর্ষণে যুদ্ধবিমানগুলো পানিবদ্ধ হয়ে পড়ে। পরে সেগুলো সরিয়ে না ফেলায় এগুলো অচল হয়েছে। এছাড়া সেখানের রানওয়েও পানিতে ডুবে আছে। স্থানীয় গণমাধ্যম চ্যানেল টুয়েলভ এক প্রতিবেদনে জানিয়েছে, যুদ্ধবিমানগুলো পানি থেকে তুলে এর যন্ত্রণাংশগুলো মেরামত না করা পর্যন্ত তা ব্যবহার করার কোনো সুযোগ নেই। এফ-১৬ মডেলের এসব যুদ্ধবিমানের তিনটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাকি পাঁচটার ক্ষতির পরিমাণ তুলনামূলক কম হলেও তা মেরামতের প্রয়োজন।  সিনিয়র এক বিমান কর্মকর্তার বরাত দিয়ে ঐ প্রতিবেদনে আরও বলা হয়েছে, আটটি যুদ্ধবিমান অচল হয়ে পড়ায় এতে ইসরায়েল এয়ার ফোর্সকে কোনও সংকটে পড়তে হবে না। উল্লেখ্য, গত সপ্তাহে শীতের মধ্যে বন্যায় অন্তত ছয় জনের প্রাণহানি হয়েছে। সূত্র : জেরুজালেম পোস্ট। বিডি-প্রতিদি...

মাটি নয় নারিকেলের ছোবড়ায় বেড়ে উঠছে পেঁপের চারা!

Image
চারার নগর খ্যাত বগুড়ার শাজাহানপুরের শাহ্নগর গ্রামে ট্রে-তে উৎপাদন হচ্ছে উন্নত জাতের হাইব্রিড পেঁপে চারা। মাটির পরিবর্তে ব্যবহৃত হচ্ছে কোকো ডাষ্ট (নারিকেলের ছোবড়া’র ধুলা)। শুধু পেঁপে না বিভিন্ন সবজির চারাও তারা এভাবে করে থাকে।  চারা উৎপাদনের পুরো কাজ চলছে নেট হাউজের ভিতরে। ফলে মাটি ও বায়ুবাহিত রোগ থেকে সম্পূর্ণ মুক্ত থাকছে এসব চারা। প্রতিটি গাছেই পেঁপে ধরবে। এসব চারা গাছ প্রতি পিছ ২০ টাকায় বিক্রি হচ্ছে। চারা উৎপাদনের আধুনিক এই প্রযুক্তি সবজি চাষিদের কাছে যেন এক নতুন দিগন্ত। বগুড়ার শাজাহানপুরে হাইব্রিড পেঁপে চারা উৎপাদন শুরু করেন শাহ্ নগর গ্রামের আমজাদ হোসেন এবং মাদলা গ্রামের রেজাউল করিমসহ কয়েকজন। গত বছর ৮-১০ হাজার চারা উৎপাদিত হয়। এসব চারায় পেঁপে চাষ করে সফলতা পেয়েছেন জোঁকা গ্রামের আবু জাফর মাস্টার, শাহ্নগর গ্রামের আব্দুস সালাম, দুরুলিয়া গ্রামের নজরুল ইসলাম। তারা চলতি বছরেও পেঁপে চাষ শুরু করেছেন। অপরদিকে শাজাহানপুরে উৎপাদিত হাইব্রিড পেঁপে চারা আশপাশের এলাকা ছাড়িয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চলে যাচ্ছে সিলেট, ফেনী, পিরোজপুর, গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায়।  চ...