বাগদাদে মার্কিন সেনা অবস্থানে রকেট হামলা
ফাইল ছবি। ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলে মার্কিন সেনারা অবস্থান করছে এমন বিমান ঘাঁটিতে রবিবার রকেট হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন ইরাকি সেনা আহত হয়েছে। তবে মার্কিন সেনাদের হতাহতের খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ইরাকি সেনাদের এক বিবৃতিতে বলা হয়, বালাদ নামে ওই ঘাঁটিতে ৮টি রকেট হামলা চালানো হয়। বাগদাদ থেকে ৮০ কিলোমিটার উত্তরে ঐ ঘাঁটি অবস্থিত। সেনা সূত্র জানায়, বিমান ঘাঁটির রানওয়েতে ৭ টি মর্টার বোমা আঘাত হানে। আহত ৪ ইরাকি সেনাদের মধ্যে দুই জন অফিসার বলে জানা যায়। এই রকেট হামলার পিছনে কারা জড়িত আছে তা ইরাকি সেনাদের বিবৃতিতে বলা হয়নি। এছাড়া ঐ ঘাঁটিতে কত জন মার্কিন সেনা অবস্থান করছেন তাও জানা যায় নি। এছাড়া মার্কিন প্রশাসন থেকেও কোন মন্তব্য পাওয়া যায়নি। গত ৩ জানুয়ারি মার্কিন বাহিনীর হামলায় নিহত হন ইরানের কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানি। এরপরই হামলার প্রতিশোধ নিতে বাগদাদের দুইটি মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। রয়টার্স, আল জাজিরা। ইত্তেফাক/এসআর