Posts

Showing posts from March 25, 2019

অক্ষয়ের পারিশ্রমিক ৯০ কোটি রুপি!

Image
গায়ে আগুন লাগিয়ে ক্যাম্পে হেঁটে সকলকে চমকে দিয়েছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। ‘দা এন্ড’ নামের একটি ওয়েব সিরিজের প্রোমোশনের জন্যই এই কাণ্ড ঘটিয়েছিলেন তিনি। তবে চমক দেয়া তথ্য হলো এই ওয়েব সিরিজটি করতে অক্ষয় ৯০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন।  বলিউডের ‘খিলাড়ি’ তার ওয়েব অভিষেক ‘দা এন্ড’-র জন্য ৯০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। ২০২১ পর্যন্ত মোট তিনটা সিজনে আসবে এই সিরিজটি।  অক্ষয় কুমারের ‘কেশরী' মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে রাজত্ব করছে। যে ভাবে ছবিটি এগোচ্ছে, তাতে অনেকের রেকর্ড ভাঙতে পারে বলে মনে করছে অনেকেই। এখনও পর্যন্ত প্রথম দুদিনে ছবিটি প্রায় ৩৮ কোটি রুপির ব্যবসা করেছে।  বিডি প্রতিদিন/২৫ মার্চ ২০১৯/আরাফাত

স্কুল শেষে কবরস্থানে কাজ করে ইয়েমেনি শিশুরা

Image
ফাইল ছবি। নীল রঙের ডোরাকাটা শার্ট পরে খালি পায়ে আহমেদ আল-হামাদি স্কুল থেকে গোরস্থানে কাজ করতে যাচ্ছে। ১৩ বছর বয়সী শিশুটি গোরস্থানের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে। সেখানে কবরগুলো পরস্পরের কাছ ঘেঁষে আছে এবং প্রায় প্রতিদিনই সেখানে থাকে শোকার্ত মানুষের ভিড়। যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে হামাদির মতো অনেক শিশুই স্কুল শেষে গোরস্থানে কাজ করে। দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত পরিবারগুলোর শিশুরা বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ এই কাজ করছে। ছোট কাঁধে পানির গ্যালন বহন করে আহমেদ চারাগাছে পানি দেয়। কবরের নামফলক থেকে ধুলো মুছে ফেলার বিনিময়ে মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের কাছ থেকে যা অর্থ পায় তা দিয়ে পরিবারকে সে সহায়তা করে। আহমেদ বলে, ‘আমরা সাধারণত দাফনের জন্য অপেক্ষা করি। দাফন হলে আমাদের আয় হয়। আর যদি কেউ মারা না যায় তবে আমরা গোরস্থানে ঘুরাঘুরি ও খেলাধূলা করি।’ ইয়েমেনের লাখ লাখ শিশুর মতো আহমেদ স্কুলে টিকে থাকার জন্য লড়ে যাচ্ছে। যুদ্ধ, দারিদ্র ও মহামারি আরব বিশ্বের দরিদ্রতম দেশটিতে চরম বিপর্যয় ডেকে এনেছে। প্রেসিডেন্ট আব্দেরাব্বো মানসুর হাদির পক্ষে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেন যুদ্ধে যোগ দিলে পরিস্থিতি প্...

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথম ভোট ৫মে

Image
ময়মনসিংহ। ছবি: ইন্টারনেট ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দ্বাদশ সিটি করপোরেশন হিসাবে গেজেট প্রকাশের পাঁচ মাস পর আগামী ৫ মে ভোটগ্রহণের দিন রেখে তফসিল ঘোষণা হয়েছে। সিইসি কে এম নূরুল হুদার সভাপতিত্বে আজ সোমবার নির্বাচন কমিশনের ৪৬তম সভায় এ সিদ্ধান্ত হয়। পরে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। তফসিল অনুযায়ী, মেয়র ও কাউন্সিলর পদে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নত্র জমার শেষ সময় ৮ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ১০ এপ্রিল ও প্রত্যাহারের শেষ সময় ১৭ এপ্রিল। এই সিটি করপোরেশনের ১৩০টি কেন্দ্রের সবগুলোতেই ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে। আরও পড়ুন:  ইউরোপের বাজার বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ: বাণিজ্য সচিব ইত্তেফাক/এমআই