Posts

Showing posts from July 5, 2022

লুহানস্ক নিয়ন্ত্রণে নেওয়ার পর প্রতিরক্ষামন্ত্রীকে যে নির্দেশ দিলেন পুতিন

Image
  সের্গেই শোইগু (বামে) ও ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডোনবাসের একটি অঞ্চল ‘লুহানস্ক’কে পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়ার। এরপর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযান অব্যাহত রাখতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে নতুন নির্দেশনাও দিয়েছেন।  সোমবার রুশ বাহিনীর হাতে লুহানস্কের সর্বশেষ শহর লিসিচানেস্কের পতনের পর শোইগু পুতিনের সঙ্গে দেখা করতে গেলে তিনি এই নির্দেশ দিন। রুশ প্রেসিডেন্ট বলেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী অন্যান্য ফ্রন্টে অভিযান চালিয়ে যেতে হবে। ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, রাশিয়া বর্তমানে ডোনেটস্ক অঞ্চলের নিকটবর্তী শহরগুলোতে বিমান হামলা জোরদার করেছে। ডোনেটস্ক ও লুহানস্ক ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শিল্পাঞ্চল ডোনবাসের অংশ। প্রেসিডেন্ট পুতিন তার প্রতিরক্ষামন্ত্রীকে বলেছেন, যেসব সৈন্য লুহানস্ক দখল করার অভিযানে অংশ নিয়েছে তাদেরকে এবার বিশ্রামে পাঠাতে হবে। তিনি বলেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী এবার পূর্ব ও পশ্চিমাঞ্চলীয় ব্রিগেডকে অভিযান চালিয়ে যেতে হবে। রাশিয়ার প্রেসিডেন্ট গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার আগে লুহানস্ক ও ডোনেটস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হ...

অর্থনীতিতে সুদিন ফেরাতে ১৮ মাস চাইছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

Image
  শ্রীলঙ্কার নব নিযুক্ত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে এখন বিশ্বাস করেন, বর্তমানে কঠিন সময় পার করলেও অচিরেই ঘুরে দাঁড়াবে শ্রীলঙ্কার অর্থনীতি। তিনি বলেছেন, তার বিশ্বাস তিনি শ্রীলঙ্কার অর্থনীতিতে সুদিন ফেরাতে পারবো। অর্থনীতি স্থিতিশীল অবস্থায় ফেরাতে ১৮ মাস চাইলেন লঙ্কান প্রধানমন্ত্রী। বিক্রমাসিংহে বলেন, ‘২০২৩ সালটা শ্রীলঙ্কার জন্য খুব কঠিন হবে কিন্তু ২০২৪ সালের মধ্যেই সব ঠিক হয়ে যাবে।’ কেন আবার দায়িত্ব নিয়েছেন? সেই প্রসঙ্গে বিক্রমাসিংহে বলেছেন, দেশের খারাপ অবস্থা দেখে তিনি এগিয়ে এসেছেন। তার বিশ্বাস তিনি ভেঙে পড়া অর্থনীতিকে টেনে তুলতে পারবেন। এছাড়াও রাজনৈতিক সংস্কারের ওপরও জোর দিয়েছেন এই বর্ষীয়ান নেতা। বিক্রমাসিংহে বলেন, ‘আমার মনে হয় বিক্ষোভকারী খুব বেশি কিছু চেয়েছেন, তারা কেবল চেয়েছে পরিবর্তন। আর এটা কেবল প্রেসিডেন্টের ক্ষমতা হ্রাস করার বিষয় নয়, গোটা পার্লামেন্টকেই শক্তিশালী করতে হবে। সূত্র:  আল জাজিরা বিডি প্রতিদিন/নাজমুল

ঈদে পর্যটক বরণ, সাজছে রাঙামাটি

Image
  ঈদু উল আযহার ছুটিতে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের পর্যটন মোটলগুলোতে চলছে পর্যটকদের বুকিং। এরই মধ্যে ৭০ভাগ বুকিং হোটেল, মোটেল ও রিসোর্ট বুকিং হয়ে গেছে বলে জানিয়েছে পর্যটন সংশ্লিষ্টরা। তারা বলছেন, একটি রুম খালি থাকা পর্যন্ত নেওয়া হবে অগ্রিম বুকিং।    রাঙামাটি পর্যটন কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বর্ষার শুরু থেকে রাঙামাটিতে পর্যটক আনাগোনা বেড়েছে উল্লেখ্যযোগ হারে। প্রায় প্রতিদিন দূর-দুরান্ত থেকে পর্যটকরা আসছেন।  মনোমুগ্ধকর সব পর্যটক কেন্দ্র, কাপ্তাই হ্রদ, পাহাড়ে পাহাড়ে মেঘ ছুঁয়ে যাওয়ার দৃশ্য, ঝর্ণার জলের স্নিগ্ধতা নিতে বর্ষায় পাহাড়ে পর্যটকদের ভিড় বাড়ে কয়েক গুণ। সেই সাথে যোগ হয়েছে ঈদ। তাই পর্যটন সংশ্লিষ্টরা বলছে, ঈদের কয়েক দিনে পর্যটকদের উপচে পড়া ভিড় হবে পাহাড়ে। আর দেশের নানা প্রান্ত থেকে প্রকৃতির সানিধ্য নিতে আসা পর্যটক বরণে রাঙামাটিও প্রস্তুত হচ্ছে। পর্যটন সংশ্লিষ্টরা ব্যস্ত সময় পার করছেন শেষ মুহূর্তের প্রস্তুতিতে। রাঙামাটি পর্যটন কমপ্লেক্স ব্যবস্থাপক সৃজান বিকাশ বড়ুয়া জানান, ঈদের বাকি মাত্র একদিন। ছুটিও লম্বা। কোন রকম দুর্যোগ না থাকলে এ ঈদের ছুটিত...