Posts

Showing posts from November 2, 2019

কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে ধ্বংস করতে পারে মানবজাতিকে/০৬:২৬, ০১ নভেম্বর, ২০১৯

Image
রোবট। ছবি: সংগ্রহীত কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে মানুষের প্রত্যাশা অনেক। চিকিত্সা বিজ্ঞান থেকে শুরু করে মহাকাশ গবেষণা সব জায়গাতেই হয়তো একদিন কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগান হবে। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর মানুষের এই অতি নির্ভরতাই হয়তো একদিন কাল হয়ে দেখা দিতে পারে। বিশ্বের শীর্ষ কয়েক জন বিজ্ঞানী কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এটি এক সময় হয়তো মানবজাতির জন্য হুমকি হয়ে উঠবে। স্টিফেন হকিং থেকে শুরু করে ইলন মাস্ক—বিশ্বের শীর্ষ কয়েক জন বিজ্ঞানী কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সম্প্রতি নতুন একটি বইতে বলা হয়েছে, রোবট আসলে নিজে থেকে সচেতন হয়ে উঠছে না বা তাদের মধ্যে মানুষের বিরুদ্ধে কোনো মনোভাবও তৈরি হচ্ছে না যেটি ভয়ের কারণ হতে পারে। কিন্তু আসলে এসব যন্ত্রের জন্য নির্ধারিত কাজ সম্পন্ন করার ক্ষেত্রে এগুলো এতটাই দক্ষ হয়ে উঠছে যে, হয়তো দুর্ঘটনাবশত বা অনিচ্ছাকৃতভাবে তাদের ভুল কোনো কাজে লাগানোর মাধ্যমেই আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে। ‘হিউম্যান কম্প্যাটিবল : এআই অ্যান্ড দি প্রবলেম অব কন্ট্রোল’ নামের বইতে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ...

উদ্বোধন হলো দেশের বৃহত্তম ফুড কোর্ট

Image
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সঙ্গে নিয়ে গতকাল ‘মেহেদী ফুড কোর্ট’ উদ্বোধন করেন শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। এ সময় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা প্রমুখ উপস্থিত ছিলেন -বাংলাদেশ প্রতিদিন কেক কেটে, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে রাজধানীতে উদ্বোধন করা হয়েছে দেশের বৃহত্তম ফুড কোর্টের। বসুন্ধরা আবাসিক এলাকার উত্তর পাশে ৩০০ ফুট পূর্বাচল এক্সপ্রেসওয়ে-সংলগ্ন ‘মেহেদী ফুড কোর্ট’ নামের সুবিশাল পরিসরের  এ ফুড কোর্টটি গতকাল উদ্বোধন করেন শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। রংধনু গ্রুপের তৈরি এ ফুড কোর্টে ২১৬টি খাবারের দোকান থাকবে যা পরে আরও বাড়ানো হতে পারে বলে গ্রুপটির পক্ষ থেকে জানানো হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ ছাড়া নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু,...

ডাবল লাইনে ঢাকা-চট্টগ্রাম রেল

Image
লাকসাম থেকে আখাউড়া রেলের ডাবল লাইনের কাজ করছেন শ্রমিকরা -বাংলাদেশ প্রতিদিন পূর্বাঞ্চল রেলওয়ের লাকসাম-আখাউড়া ৭২ কিলোমিটার ডুয়েলগেজ-ডাবল লাইনের নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ৫০৪ কোটি টাকা। আগামী জুনে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের রেল সেক্টরে অভূতপূর্ব সাফল্য অর্জিত হবে। রেল যাতায়াতে সূচিত হবে এক নতুন অধ্যায়। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া যাবে সোয়া তিন ঘণ্টায়। রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত রেলপথের দূরত্ব ৩২৫ কিলোমিটার। এর মধ্যে ডুয়েলগেজ ছিল ১১৮ কিলোমিটার। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরপরই ঢাকা থেকে চট্টগ্রাম পুরো রেলপথকে ডাবল লাইনে উন্নীত করার উদ্যোগ নেয়। এরই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে এ রেললাইনের (ঢাকা-চট্টগ্রাম) ২৫৩ কিলোমিটার ডুয়েলগেজ লাইনে উন্নীত হয়েছে। অবশিষ্ট ছিল লাকসাম থেকে আখাউড়া পর্যন্ত ৭২ কিলোমিটার। আগামী জুনের মধ্যে এ অংশটিও ডুয়েলগেজ-ডাবল লাইনে উন্নীত করার লক্ষ্যে দ্রুতগতিতে নির্মাণ কাজ চলছে। লাকসাম-আখাউড়া রেলপথটি ডুয়েলগেজে উন্...

কে কীভাবে টাকা উড়ায়

Image
এক সন্ধ্যা প্রেম-বিলাসে ৪০ কোটি প্রেমে নাকি মানুষ অন্ধ হয়ে যায়। তাই বলে পছন্দের মানুষটির সঙ্গে প্রেম-বিলাসে এক সন্ধ্যা সময় কাটাতে যদি খরচ হয় ৪০ কোটি টাকার বেশি, তাহলে একটু বেশি বেশি হয়ে গেল মনে হচ্ছে। আমাদের কাছে একটু বেশি শোনালেও হলিউডের তুমুল জনপ্রিয় সুন্দরী মডেল ও অভিনেত্রী কিম কার্দেশিয়ানের সঙ্গে একটু সময় কাটাতে ৪০ কোটি টাকা ঢেলে দিতে একটুও কার্পণ্য  বোধ করেননি রিচার্ড লাগনার। অস্ট্রেলিয়ান এ বিলিয়নিয়ারের আজব বাতিক রয়েছে। প্রতি সন্ধ্যায় একজন সেলিব্রেটির সঙ্গে একটু নাস্তা করা, নাচ-গান না করলে তার চলেই না। তাই বিশ্বের বিভিন্ন নামকরা সেলিব্রেটিদের দাওয়াত করে আনেন তিনি।  সে তালিকায় বহু সুপারস্টার এলেও কিম কার্দেশিয়ান আসার খবরটা চাউর হয় বেশি। কারণ কিম আমন্ত্রণ পাওয়ার পরই জানিয়ে দেন এ ধরনের ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দিতে তাকে কমপক্ষে ৪০ কোটি টাকা দিতে হবে, না হলে তার আশা ছাড়তে হবে। এ কথা শুনে পিছিয়ে থাকার লোক নন রিচার্ড। সুযোগ হাতছাড়া করলেন না। কিম কার্দেশিয়ান তার  অনুষ্ঠানে এলেন। ভালোবাসার কথাও শুনলেন। একসঙ্গে নাস্তা করলেন। ক্যামেরাম্যানদের সামনে হাসিমুখে দাঁড়...

ইন্দো-প্যাসিফিক বিজনেস ফোরামে বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন রাষ্ট্রদূত মিলার

Image
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার। ফাইল ছবি বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার থাইল্যান্ডের ব্যাংককে ৪ নভেম্বর অনুষ্ঠেয় ইন্দো-প্যাসিফিক বিজনেস ফোরামে (আইপিবিএফ) বাংলাদেশে ব্যবসা ও শিল্পখাতের নেতাদের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অনুষ্ঠানটি যুক্তরাষ্ট্রের গতিশীল বেসরকারি খাতের সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলার উপকারিতা এবং উঁচু মানের উন্নয়ন, স্বচ্ছতা ও আইনের শাসনের গুরুত্বকে জোরালোভাবে তুলে ধরবে। এ ছাড়া অংশগ্রহণকারীরা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ব্যবসা-বাণিজ্যের সুযোগ সম্প্রসারণ, বাণিজ্য সহজীকরণ, অবকাঠামোগত উন্নয়ন, অর্থায়ন, স্বচ্ছতা ও জ্বালানি নিশ্চয়তা নিয়ে আলোচনা করবেন। আরো পড়ুন :   মানবপাচার প্রতিরোধে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ইন্দো-প্যাসিফিক অঞ্চলে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের বৃহত্তম উৎস। রাষ্ট্রদূত মিলার ফোরামে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সুযোগগুলো তুলে ধরবেন। ডিজিটাল অর্থনীতি, জ্বালানি ও অবকাঠামোগত উন্নয়নের প্র...

ইরানের নির্মান খাতের উপর মার্কিন নিষেধাজ্ঞা

Image
প্রতীকী ছবি। ইরানের নির্মাণ খাত লক্ষ্য করে তেহরানের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির নির্মাণ খাতে বিপ্লবী গার্ডের সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে ওয়াশিংটন সূত্র। সেজন্য চলমান বিভিন্ন নিষেধাজ্ঞার পাশাপাশি নতুন এই নিষেধাজ্ঞা সংযোজন করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর এএফপি’র। ইরানের পারমাণবিক, সামরিক বা ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কাজে ব্যবহার হওয়া আরো চারটি সামগ্রী এ নিষেধাজ্ঞার লক্ষ্য হবে বলে তারা জানায়। আর কৌশলগত দিক থেকে এসব সামগ্রী খুবই গুরুত্বপূর্ণ। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে মর্গান ওর্তেগাস নামে একজন মুখপাত্র বলেন, ইরানের নির্মাণ খাত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) নিয়ন্ত্রণ করছে সে বিষয়ে নিশ্চিত হওয়ার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এ নিষেধাজ্ঞা আরোপ করেন। আরও পড়ুন:   সাদেক হোসেন খোকার শারীরিক অবস্থা সংকটাপন্ন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু চুক্তি থেকে গত বছর বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়ে নতুন করে একতরফাভাবে তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা শুর...

কাশ্মীরে শান্তি ফেরাতে মোদি কী করছেন!'

Image
মেরকেল-মোদি ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের কাশ্মীরে নিয়ে গিয়ে আন্তর্জাতিক মঞ্চে বার্তা দেয়ার চেষ্টা হয়েছিল। কিন্তু সপ্তাহ কাটতে না কাটতেই ইউরোপের অন্যতম বড় স্বর সেই প্রয়াসে কিছুটা হলেও পানি ঢেলে দিল।  আজ শনিবার জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘ দ্বিপাক্ষিক বৈঠকের পরে এক বিশদ যৌথ বিবৃতি প্রকাশ করে দুই দেশ।  দুই রাষ্ট্রনেতা সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেন, বাণিজ্যিক ও কৌশলগত, দু’টি ক্ষেত্রেই সমন্বয় গভীর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এমনকি পাকিস্তানের নাম না করে আন্তঃসীমান্ত সন্ত্রাসের নিন্দা করেছেন মোদি ও মেরকেল। কিন্তু কূটনৈতিক মৈত্রীর এই তুঙ্গ মুহূর্ত তৈরি হওয়ার পরেই এ দিন রাতে তার সঙ্গে আসা বিদেশি সাংবাদিকদের জার্মান চ্যান্সেলর বলেন, কাশ্মীরের পরিস্থিতি অত্যন্ত নড়বড়ে। সেখানকার উন্নতি প্রয়োজন।  'কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়’ তা স্বীকার করে নিয়ে জার্মান চ্যান্সেলরের মন্তব্য, আমি প্রধানমন্ত্রী মোদিকে জিজ্ঞাসা করব, এলাকায় শান্তি ও স্থিতাবস্থা ফেরাতে তিনি কী পদক্ষেপ করছেন! তাৎপর্যপূর্ণ ভাবে, এমন দিনে নয়াদি...

বাগদাদির সন্ধানদাতা সেই গুপ্তচর পাচ্ছেন ২০০ কোটি টাকা!

Image
আবু বকর আল বাগদাদি আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসপ্রধান আবু বকর আল বাগদাদির সন্ধানদাতা সেই গুপ্তচর পাচ্ছেন যুক্তরাষ্ট্রের ঘোষিত ২৫ মিলিয়ন মার্কিন ডলার! যা বাংলাদেশি মুদ্রায় ২১১ কোটি টাকারও বেশি। বাগদাদির সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) ভেতরেই গুপ্তচর নিয়োগ করেছিল যুক্তরাষ্ট্র। আর সেই গুপ্তচরের সরবরাহ করা তথ্য বিশ্লেষণ করেই সিরিয়ায় অভিযান চালানো হয়।  খবর ওয়াশিংটন পোস্ট ও দ্য ইকোনমিক টাইমসের। প্রতিবেদনে বলা হয়েছে, বাগদাদির চলাফেরা ও কার্যক্রমের ওপর নজর রাখার জন্য আইএসের এক সদস্যকেই গুপ্তচর হিসেবে নিয়োগ দিয়েছিল যুক্তরাষ্ট্র। নিজের কাজ যথাযথভাবেই পালন করেছেন সেই গুপ্তচর, বাগদাদির চলাফেরা সংক্রান্ত খুঁটিনাটি সব তথ্য তিনি সরবরাহ করেছেন মার্কিন কর্মকর্তাদের কাছে। এমনকি বাগদাদির গোপন আশ্রয়স্থলের নিখুঁত তথ্যও পাচার করেছেন তিনি। সেসব তথ্য বিশ্লেষণ করেই শনিবার সিরিয়ায় বাগদাদির বিরুদ্ধে অভিযান চালায় যুক্তরাষ্ট্র। অতর্কিত সেই অভিযানে বাগদাদি নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটি। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, সিরিয়ার ইদলিবপ্রদেশে বাগদাদির বিরুদ্ধে অভিযান চালানোর সময় সেখানেই উপস্থি...

ইংল্যান্ডে লরিতে পাওয়া লাশ ভিয়েতনামিদের

Image
নিহত ব্যক্তিরা সবাই ভিয়েতনামের নাগরিক বলে নিশ্চিত করেছে এসেক্স পুলিশ। ছবি: বিবিসির সৌজন্যে ইংল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর এসেক্সের একটি লরি কনটেইনার (মালবাহী ট্রাক) থেকে উদ্ধার করা ৩৯টি লাশই ভিয়েতনামের নাগরিকদের। পুলিশ গতকাল শুক্রবার এ কথা জানিয়েছে। গত সপ্তাহে লন্ডনের মধ্যাঞ্চল থেকে ২০ মাইল দূরে এসেক্সের গ্রেস শহরের শিল্প এলাকায় একটি রেফ্রিজারেটেড লরির কনটেইনার থেকে ৩৯টি লাশ উদ্ধার করে পুলিশ। মারা যাওয়া লোকজনের মধ্যে ৩১ জন পুরুষ ও ৮ জন নারী। প্রাথমিকভাবে তাঁরা চীনের নাগরিক বলে ধারণা করছিল পুলিশ। এসেক্স পুলিশ জানিয়েছে, ভিয়েতনাম ও যুক্তরাজ্যের বেশ কয়েকটি পরিবারসহ ভিয়েতনাম সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তারা নিশ্চিত হয়েছে যে লাশগুলো ভিয়েতনামের নাগরিকদের। লাশ উদ্ধারের ঘটনার পর যুক্তরাজ্যে ভিয়েতনামি সম্প্রদায়ের একটি সংগঠন ভিয়েতহোম বলেছে, অন্তত ২০টি পরিবারের কাছ থেকে আত্মীয় নিখোঁজ হওয়ার খবর পেয়েছে তারা। ভিয়েতনামভিত্তিক নাগরিক নেটওয়ার্ক হিউম্যান রাইটস স্পেসের কর্মকর্তা হোয়া নিয়েম জানান, ২৬ বছর বয়সী ফাম ট্রা মাই মায়ের উদ্দেশে একটি বার্তা লিখে রেখে গেছেন। লরিটি ...

চা বিক্রি করে স্থাপন করা খালেকের বিদ্যালয়টি এমপিওভুক্ত হলো

Image
কুমিল্লার বরুড়া উপজেলার নলুয়া চাঁদপুর উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন চা বিক্রেতা আবদুল খালেক। ছবিটি গত বৃহস্পতিবার সকালে তোলা। ছবি: প্রথম আলো ষাটের দশকে চা বিক্রি করে ৭ হাজার টাকা জমিয়ে ৫২ শতক জমি কেনেন আবদুল খালেক। এরপর ওই জমি বিদ্যালয়ের জন্য দান করেন। গত সপ্তাহে তাঁর স্বপ্নের বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়। এ খবর পেয়ে খালেক (৯১) আনন্দে আত্মহারা। কুমিল্লার বরুড়া উপজেলার নলুয়া চাঁদপুর গ্রামে ওই বিদ্যালয়ের অবস্থান। বিদ্যালয়ের নাম নলুয়া চাঁদপুর উচ্চবিদ্যালয়। বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালের ১ জানুয়ারি নলুয়া চাঁদপুর উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে বিদ্যালয়টিতে ছয়জন শিক্ষক ও কর্মচারী দুজন রয়েছেন। এর বাইরে খণ্ডকালীন শিক্ষক আছেন চারজন। শিক্ষার্থী আছে ৪৩৭ জন। বিদ্যালয়ে বর্তমানে জায়গার পরিমাণ ৯৩ দশমিক ৫০ শতক। বিদ্যালয়ের টিনশেডের ঘরটি জরাজীর্ণ। তবে নতুন করে একটি চারতলা ও একটি একতলা ভবন হবে বলে শিক্ষকেরা জানিয়েছেন। গত বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা গেছে, আবদুল খালেক লাঠিতে ভর করে শিক্ষক মিলনায়তনে আসছেন। তাঁর পেছনে একদল খুদে শিক্ষার্থী। শিক্ষকেরা তাঁকে এগিয়ে আনেন। এমপিওভুক্ত...

জেএসসি-জেডিসিতে বসেছে সাড়ে ২৬ লাখ শিক্ষার্থী

Image
ফাইল ছবি। জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা আজ শনিবার থেকে শুরু হচ্ছে। এতে অংশ নিচ্ছে ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন। উভয় পরীক্ষাই শুরু হয়েছে সকাল ১০টায়। জেএসসি পরীক্ষা শেষ হবে আগামী ১১ নভেম্বর ও জেডিসি পরীক্ষা শেষ হবে আগামী ১৩ নভেম্বর। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন। এর মধ্যে ছাত্র ১২ লাখ ২১ হাজার ৬৯৫ জন এবং ছাত্রী ১৪ লাখ ৩৯ হাজার ৯৮৭ জন । ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ২ লাখ ১৮ হাজার ২৯২ জন বেশি। আরও পড়ুন:  ট্রাম্পের অভিশংসনের পক্ষে ৪৯, বিপক্ষে ৪৭ শতাংশ মার্কিনি চলতি বছর মোট কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৯৮২টি। মোট ২৯ হাজার ২৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিচ্ছে। এ বছর বিদেশে মোট ৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। প্রতিবন্ধীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট ও অটিস্টিক শিশুদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হবে। এবার জেএসসিতে পরীক্ষার্থীদের সাতটি বিষয়ে ৬৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে। ইংরেজি ছাড়া সব বিষয়ে সৃজনশীল প্রশ্নে ...

মালিতে জঙ্গি হামলায় ৩৫ সেনা নিহত

Image
আফ্রিকার পশ্চিমাঞ্চলীয় দেশ মালিতে জঙ্গি হামলায় নিহত হয়েছেন অন্তত ৩৫ সেনা। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে।  শনিবার দেশটির সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম। খবরে বলা হয়, দেশটির উত্তরাঞ্চলে সামরিক বাহিনীর অবস্থানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে জঙ্গিরা। এতে এই হতাহতের ঘটনা ঘটে। সূত্র: রয়টার্স, দ্য হিন্দু বিডি প্রতিদিন/কালাম

ইমরান খানকে উৎখাতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

Image
সরকারবিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান ও তার সরকারকে হটাতে বিক্ষোভে নেমেছে বিরোধী দলগুলো। এরই মধ্যে প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, ২০১৮ সালে ভোটে ব্যাপক কারচুপির করে ক্ষমতায় এসেছেন ইমরান খান। এমন ভুয়া সরকারের ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই। খবর রয়টার্স, ইন্ডিয়া টুডে ও এনডিটিভি’র। ইমরান খানকে উৎখাতে গত বুধবার লাহোর থেকে শুরু হয় 'আজাদি মার্চ'। এর নেতৃত্বে আছেন দেশটির জামায়াতে উলামায়ে ইসলাম (জেইউআই) পার্টির আমির প্রধান মাওলানা ফজলুর রহমান। আজাদি মার্চের মিছিলে শামিল হয় পাকিস্তান পিপল'স পার্টি (পিপিপি), আওয়ামি ন্যাশনাল পার্টির (এএনপি) নেতারা।  ইমরান খান সরকারকে উৎখাতের সংকল্প নিয়ে এই মহামিছিল বৃহস্পতিবার রাজধানী ইসলামাবাদে এসে পৌঁছায়। জানা যায়, মিছিল যত দেশটির রাজধানীর দিকে পৌঁছায়, ততক্ষণে হাজার হাজার জনতা যোগ দেয়। বিডি প্রতিদিন/কালাম

১৬ মাস পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হল থাইল্যান্ডের সেই গুহা

Image
থাইল্যান্ডের থাম লুয়াং গুহা, যা বিশ্বব্যাপী আলোচিত। এই গুহাটি আলোচনায় আসে ২০১৮ সালের ২৩ জুনের পর থেকে। কেননা, ওই দিন ওই গুহায় দেশটির ১২জন কিশোর ফুটবলার ও তাদের কোচ নিখোঁজ হয়। পরবর্তীতে শ্বাসরুদ্ধর অভিযানের মধ্যে দিয়ে তাদের সবাইকে সফলভাবে উদ্ধার করা হয়। এরপর থেকে পর্যটকদের জন্য বন্ধ ছিল গুহাটি। তবে সম্প্রতি আবারও এটি খুলে দেওয়া হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে আটটা থেকে আনুষ্ঠানিকভাবে গুহার মুখ খুলে দেওয়ার মাধ্যমে এতে প্রবেশ করার অনুমতি পান পর্যটকরা। এর মধ্যে দিয়ে ১৬ মাসেরও বেশি সময় পর গুহায় পা পরে প্রশাসনের বাইরের মানুষদের।  খবর ব্যাংকক পোস্ট, বিবিসি ও দ্য গার্ডিয়ানের। প্রতিবেদনে বলা হয়, এদিন প্রায় দুই হাজার পর্যটক গুহায় প্রবেশ করেন। এজন্য ঘণ্টাব্যাপী লাইনে দাঁড়িয়ে অপেক্ষাও করেন তারা। বিগত প্রায় ১৬ মাসে ১০ লাখেরও বেশি পর্যটক গুহাটিতে বেড়াতে আসেন। তবে তাদের কাউকেই গুহার ভেতরে প্রবেশ করতে দেয়নি কর্তৃপক্ষ। এবার সেটি আবার খুলে দেওয়ার পর প্রতিবার একত্রে ২০ জন পর্যটক গুহার প্রথম চেম্বারটিতে যেতে পারবেন।  ২০১৮ সালে গুহাটিতে বেড়াতে যায় দ্য ওয়াইল্ড বোরস নামের...