ইন্দো-প্যাসিফিক বিজনেস ফোরামে বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন রাষ্ট্রদূত মিলার

ইন্দো-প্যাসিফিক বিজনেস ফোরামে বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন রাষ্ট্রদূত  মিলার
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার। ফাইল ছবি
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার থাইল্যান্ডের ব্যাংককে ৪ নভেম্বর অনুষ্ঠেয় ইন্দো-প্যাসিফিক বিজনেস ফোরামে (আইপিবিএফ) বাংলাদেশে ব্যবসা ও শিল্পখাতের নেতাদের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অনুষ্ঠানটি যুক্তরাষ্ট্রের গতিশীল বেসরকারি খাতের সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলার উপকারিতা এবং উঁচু মানের উন্নয়ন, স্বচ্ছতা ও আইনের শাসনের গুরুত্বকে জোরালোভাবে তুলে ধরবে। এ ছাড়া অংশগ্রহণকারীরা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ব্যবসা-বাণিজ্যের সুযোগ সম্প্রসারণ, বাণিজ্য সহজীকরণ, অবকাঠামোগত উন্নয়ন, অর্থায়ন, স্বচ্ছতা ও জ্বালানি নিশ্চয়তা নিয়ে আলোচনা করবেন।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ইন্দো-প্যাসিফিক অঞ্চলে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের বৃহত্তম উৎস। রাষ্ট্রদূত মিলার ফোরামে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সুযোগগুলো তুলে ধরবেন। ডিজিটাল অর্থনীতি, জ্বালানি ও অবকাঠামোগত উন্নয়নের প্রবৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে প্রাসঙ্গিক চ্যালেঞ্জগুলোর ওপর জোর দেবেন তিনি।
ইত্তেফাক/ইউবি

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা