Posts

Showing posts from August 27, 2017

কঠোর অবস্থানেও রোহিঙ্গা অনুপ্রবেশ রোধ করা যাচ্ছে না

Image
কাগজ অনলাইন প্রতিবেদক:  বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান সত্ত্বেও রোহিঙ্গাদের অনুপ্রবেশ রোধ করা যাচ্ছে না। রাতের অন্ধকারে বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা প্রবেশ করছে। আশ্রয় পাচ্ছে শরণার্থী শিবিরসহ আশপাশের লোকালয়ে। এছাড়া মিয়ানমারের নাগরিক এসব রোহিঙ্গাকে দেশে প্রবেশে সুযোগের পাশাপাশি গোপনে আশ্রয় দেওয়ার জন্য অপেক্ষায় থাকে অনেকে। এদিকে রবিবার বিকেল ৪টায় ঘুমধুম বিজিবি ক্যাম্প ও সীমান্তের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করে বিজিবি সদস্যদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন সাংবাদিকদের প্রেস ব্রিফিং-এ বলেন, আমরা পরিপূর্ণভাবে যেকোন সমস্যা মোকাবেলায় প্রস্তুত রয়েছি। অতিরিক্ত ১৫ হাজার বিজিবি মোতায়েন করা হয়েছে। সীমান্ত দিয়ে রোহিঙ্গাদের কোন অবস্থাতেই বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেয়া হবে না বলে জানান তিনি। - বিজ্ঞাপন - এ সময় বিজিবির মহাপরিচালকের ব্রিফিং এ উপস্থিত ছিলেন, চট্টগ্রামের রিজিওনাল কমান্ডার কর্নেল আলিফ, কক্সবাজারের সেক্টর কমান্ডার আনোয়ারুল আজিম, বান্দরবান জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক, অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, ৩৪ বিজিবির অধিনায়ক লে. ...

লামায় সাজাপ্রাপ্ত ৪ পলাতক আসামি গ্রেপ্তার

Image
লামা (বান্দরবান) প্রতিনিধি : বান্দরবানের লামায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত পলাতক ৪ আসামিসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে লামার আজিজনগর ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে মো. কালু (৪৪), মো. জাহাঙ্গীর (২৯), মো. ইয়াছিন (২৪) ও মো. সেলিম (২৫) বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত। এ ছাড়া মো. ওসমান (২৫) জিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি। লামার ওসি মো. আনোয়ার হোসেন জানান, থানার উপপরিদর্শক কৃষ্ণ কুমার দাসের নেতৃত্বে আজিজনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এ সময় ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত পলাতক আসামি কালু, জাহাঙ্গীর, ইয়াছিন ও সেলিমকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ওসমানকে (২৫) গ্রেপ্তার করা হয়।

দেশে স্বৈরশাসক চেপে বসেছে এদের বিরুদ্ধে লড়াই করতে হবে : ফখরুল

Image
দিনকাল রিপোর্ট : আগামী একাদশ সংসদ নির্বাচনকে সামনে নির্বাচন কমিশন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যে সংলাপ শুরু করেছে তা রাজনৈতিক সংকট নিরসনে কোনো কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময়ে তিনি বলেন, দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করতেই ক্ষমতাসীনরা প্রধান বিচারপতির বিরুদ্ধে বিষোদগার করছে। : গতকাল শনিবার সদ্য কারামুক্ত দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্ল্যাহ বুলুকে নিয়ে বিএনপি মহাসচিব শেরে বাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে এবং নেতা-কর্মীদের নিয়ে পষ্পমাল্য অর্পণ করে তিনি এসব কথা বলেন। এ সময়ে তারা বিশেষ মোনাজাত করেন। তিন মাস কারাভোগের পর উচ্চ আদালতের জামিনে গত ১৮ আগস্ট বরকত উল্লাহ বুলু ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। গত ১৮ মে নাশকতার ১৩ মামলায় বুলু আত্মসমর্পণ করলে জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠায় আদালত। : মির্জা ফখরুল বলেন,  ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে আওয়ামী লীগ যে ধরনের কথা-বার্তা বলছে এবং তারা যে কার্যক্রম করছে- আমি মনে করি তা আইনের শাসনের বিরোধী ও আদালত অবমাননার শামিল। তাদের প্রত্যেকটি নেতা প্রধান...

রায় নিয়ে বাড়াবাড়ির জন্য আ’লীগকে চরম মূল্য দিতে হবে : মোশাররফ

Image
দিনকাল রিপোর্ট : চাপের মুখে প্রধান বিচারপতি পদত্যাগ করলে বিচার বিভাগ ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। একই সঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দিয়ে বিচার বিভাগ ও নির্বাহী বিভাগকে মুখোমুখি দাঁড় করিয়েছেন। এটা দেশের জন্য কখনো মঙ্গলজনক হতে পারে না। এটা অশনি সংকেত। আমরা মনে করছি, বিচার বিভাগকে স্বাধীন রেখে দেশকে অগ্রসর করতে হবে। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে ভিআইপি লাউঞ্জে বিএনপির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বীর উত্তম শহীদ জিয়াউর রহমান’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী নাগরিক দল। : মোশাররফ বলেন, আমাদের দেশে যে তিনটি প্রধান স্তম্ভ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে বিচারবিভাগ। কেউ কেউ প্রধান বিচারপতির পদত্যাগ চাচ্ছেন। অথচ যদি প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে হয়, তাহলে বিচার বিভাগ ধ্বংস হয়ে যাবে। দেশও ধ্বংস হয়ে যাবে। আজ যারা প্রধান বিচারপতির পদত্যাগ চান, জনগণই তাদের (সরকার) পদত্যাগ চাইবে। যারা সংবিধান ও সুপ্রিম কোর্টের রায়ের প্রতি অশ্রদ্ধা দেখাচ্ছেন, একদিন জনতার আদালতে তাদের বিচার হবে। য...

সাবেক থাই প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা এখন দুবাইতে

Image
দিনকাল ডেস্ক : থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা দুবাইয়ে পালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। শনিবার দলের এক সিনিয়র নেতা বার্তা সংস্থা এএফপিকে একথা বলেন। আদালতের রায় এড়াতে তিনি দেশ থেকে এভাবে পালিয়ে যান। ইংলাকের (৫০) বিরুদ্ধে দায়ের করা দায়িত্বে অবহেলা সংক্রান্ত মামলার রায়ের জন্য তার শুক্রবার সকালে উচ্চ আদালতে হাজির হওয়ার কথা ছিল। এ মামলায় তার ১০ বছরের কারাদন্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু তিনি আদালতে হাজির না হয়ে সিনাওয়াত্রা পরিবারের ১৬ বছরের রাজনৈতিক ইতিহাসের অবসান ঘটিয়ে দেশ ছেড়ে চলে যান। পত্র-পত্রিকার খবরে বলা হয়, তিনি স্থলসীমান্ত দিয়ে কম্বোডিয়া হয়ে সিঙ্গাপুর এবং সেখান থেকে দুবাই যান। সম্ভবত আদালতের রায়ের দুই দিন আগেই তিনি দেশ ছাড়েন।  এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছিল। উচ্চ আদালত আগামী ২৭ সেপ্টেম্বর তার অনুপস্থিতিতেই এ মামলার রায় ঘোষণা করবে। : উল্লেখ্য, ২০১৪ সালে এক সামরিক অভ্যুত্থানে ইংলাক সরকারের পতন ঘটে। চালে ভর্তুকি কর্মসূচি বিষয়ে দায়িত্বে অবহেলার অভিযোগে দায়ের করা এ মামলায় ইংলাক অভিযুক্ত হলে তার ১০ বছরের সাজা ...

বাংলাদেশ বনাম অষ্ট্রেলিয়া প্রথম টেস্ট দিনশেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ১৮

Image
বাংলাদেশের ২৬০ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে তিন উইকেটে ১৮ রান করে দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে নেমে মাত্র ১৪ রানে তিন উইকেট হারায় অস্ট্রেলিয়া। ওপেনিং জুটিতে মাঠে নেমেছিলেন ডেভিড ওয়ার্নার ও ম্যাট রেনশো। তবে শুরুটা ভাল করতে পারেননি ওয়ার্নার। দলীয় ৯ রানে অস্ট্রেলিয়ার ইনিংসে প্রথম আঘাত হানেন মেহেদি হাসান মিরাজ। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে ডেভিড ওয়ার্নারকে (৮) এলবিডব্লুর ফাঁদে ফেলেন তিনি। তিন নম্বরে নেমেও ভাল কিছু করতে পারেননি উসমান খাজা। পরের ওভারের প্রথম বলে রান আউট হয়ে সাজঘরে ফেরেন ওসমান খাজা। ব্যক্তিগত ১ রানে সাকিবের ওভারে রান আইট হন তিনি। তাকে ফেরান সৌম্য সরকার। একই ওভারের শেষ বলে সাকিব আল হাসান এলবিডব্লুর ফাঁদে ফেলেন নাথান লিয়ন। তিন ব্যাটসম্যানের কেউই দুই অঙ্ক ছূঁতে পারেননি। দিনশেষে রেনশো ৬ ও অধিনায়ক স্টিভেন স্মিথ ৩ রান নিয়ে অপরাজিত রয়েছেন। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২৬০ রানে গুটিয়ে যায় টাইগাররা। সাকিব আল হাসান করলেন ৮৪ আর তামিম ইকবালের ৭১ রানের সুবাদে এই স্কোর করে তারা। অস্ট্রেলিয়ার পক্ষে প্যাট কামিন্স ৩টি, নাথান লায়ন ৩টি, অ্যাশটন আগার ৩টি ও গ্লেন ম...

ধর্ষণের শিকার শিক্ষিকার বাড়িতে পুলিশি পাহারা

Image
বরগুনার বেতাগীতে শ্রেণিকক্ষে শিক্ষিকাকে গণধর্ষণের ঘটনায় মামলার ১১ দিন অতিবাহিত হলেও এখনও অধরা রয়েছে তিন জন মূল আসামি। সেই শিক্ষিকার বাড়িতে তিন জন পুলিশ সদস্য পাহারা বসালেও আতংক কাটেনি ভুক্তভোগী পরিবারের। ঘটনার প্রধান অভিযুক্ত আসামি সুমন বিশ্বাসকে লক্ষীপুর জেলা থেকে গ্রেপ্তার করলেও মূল ৩ আসামি অধরা থাকাকে রহস্যজনক বলে মনে করছেন স্থানীয়রা। অধরা রয়ে যাওয়া আসামিরা হলেন- আবদুল হাকিমের ছেলে রাসেল, দুলালের ছেলে রেজাউল ও কুদ্দুস কাজীর ছেলে সুমন কাজী। মূল আসামি সুমন বিশ্বাসসহ সকলেরই দলীয় কোনো পদ-পদবি না থাকলেও ক্ষমতাসীন দলের সমর্থক হিসেবে এদের বিভিন্ন সময়ে দেখা গেছে বলে জানা গেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা বেতাগী থানার এসআই মোঃ হুমায়ুন কবির আজ রোববার এ প্রতিবেদককে বলেন, গত বৃহস্পতিবার আসামি হাসান রবিউল ও জুয়েল কাজীর ৩ দিন করে রিমান্ড মঞ্জুর হলেও এখন পর্যন্ত থানায় আনা হয়নি। প্রধান আসামির রিমান্ড মঞ্জুর হলে আগামীকাল সোমবার একত্রে তাদেরকে মুখোমুখি করা হতে পারে। ইতোমধ্যে ৭ জনকে গ্রেপ্তার করলেও মূল আসামি ৩ জন অধরার বিষয়ে জানতে চাইলে বেতাগী থানার অফিসার ইনচার্জ মামুন-অর-রশিদ বলেন, ...

বাংলাদেশ বনাম অষ্ট্রেলিয়া প্রথম টেস্ট ২৬০ রানে থামল টাইগাররা

Image
১০ রানে ২ উইকেট হারানোর পর সাকিব-তামিমর দুর্দান্ত জুটি ম্যাচে ফিরিয়েছিল বাংলাদেশকে। এই দুজন আউট হওয়ার পর আর কেউ দায়িত্ব নিতে পারেনি। মাঝে এক পশলা বৃষ্টি এসে থেমে গেলেও উইকেট বৃষ্টি থামল না। প্রথমদিনেই নিজেদের প্রথম ইনিংসে ২৬০ রানে থেমে যান বাংলাদেশি টাইগাররা। এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। স্বাগতিকদের ব্যাটিং শুরুতেই দুমড়ে-মুচড়ে দেন অজি পেসার প্যাট কমিন্স। দিনের দ্বিতীয় ওভারে দলীয় ১০ রানে সৌম্য সরকারের উইকেট হারায় বাংলাদেশ। দুটি বাউন্ডারির সাহায্যে তিনি ৮ রান করেন। কমিন্সের প্রথম ওভারের পঞ্চম বলে গালিতে থাকা পিটার হ্যান্ডসকম্বের হাতে ধরা পড়েন এই তরুণ ওপেনার। চতুর্থ ওভারে আবারো বল হাতে আসেন কমিন্স। যথারীতি তার করা পঞ্চম বলে উইকেটকিপার ম্যাথু ওয়েডের গ্লাভসে ক্যাচ দেন ইমরুল কায়েস (০)। পরের বলেই সেই ওয়েডের গ্লাভসবন্দি হয়ে কমিন্সের তৃতীয় শিকার হন সাব্বির রহমান (০)। ১০ রানে ৩ উইকেট হারানো দলের হাল ধরেন দুই বন্ধু তামিম ইকবাল এবং সাকিব আল হাসান। দুজনের দারুণ ব্যাটিংয়ে ৩ উইকে...

প্রতিরক্ষা প্রস্তুতিতে ভারতের সব সম্পদ বিনিয়োগ করা প্রয়োজন'

Image
অনলাইন ডেস্ক: প্রতিরক্ষা প্রস্তুতিতে ভারতের সব সম্পদ বিনিয়োগের আহ্বান জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা, অর্থ এবং কর্পোরেট বিষয়কমন্ত্রী অরুণ জেটলি। ডোকলাম নিয়ে যখন চীনের সঙ্গে টানাপড়েন অব্যাহত রয়েছে তখন এ আহ্বান জানালেন তিনি। ব্যাঙ্গালুরে হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড বা এইচএএলের নকশাকরা হালকা যুদ্ধ হেলিকপ্টার বা এলসিএইচের উৎপাদন উদ্বোধন করার সময়ে এ আহ্বান জানান তিনি। তিনি বলেন, ভারতের সব সম্পদ প্রতিরক্ষা প্রস্তুতিতে বিনিয়োগ করা প্রয়োজন। ভূ-রাজনৈতিক দিক থেকে স্পর্শকাতর অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রতিরক্ষা প্রস্তুতির দিক থেকে ভারতের আপোষ করার কোনো সুযোগ নেই। -পার্স টু

'ভারতের আধিপত্য গ্রহণযোগ্য নয়'

Image
রাজা রব্বানি অনলাইন ডেস্ক: পাকিস্তানের সিনেট চেয়ারম্যান রাজা রব্বানি বলেছেন, ভারতের আধিপত্য ও মার্কিন নীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি ভারতের আধিপত্য এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিমূলক মন্তব্যের মোকাবেলায় জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। করাচি প্রেস ক্লাবে গতকাল (শনিবার) গণতন্ত্র বিষয়ক এক সেমিনারে রাজা রব্বানি বলেন, “এই এলাকায় ভারতীয় প্রধানমন্ত্রীকে চৌধুরী বানানোর মার্কিন নীতিকে আমরা কখনই মেনে নেব না।” তিনি বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে বিরাট আত্মত্যাগ করেছে এবং আন্তর্জাতিক শক্তিগুলোকে এ কথা স্বীকার করতেই হবে। গণতন্ত্র সম্পর্কে পাক সিনেট চেয়ারম্যান তার ভাষায় বলেন, গণতন্ত্র হচ্ছে সব সমস্যার সমাধান এবং অগণতান্ত্রিক সরকারগুলো সবসময় দেশকে ধ্বংস করেছে। তিনি জানতে চান, “পাকিস্তানের বিমানবন্দর মার্কিন সরকারকে ব্যবহার করতে দিয়েছে কে? কোনো গণতান্ত্রিক সরকার এ অনুমতি দেয় নি; এ সুযোগ দিয়েছে একজন সামরিক স্বৈরশাসক।” রাজা রব্বানি বলেন, কিছু উগ্রবাদী শক্তি দেশের ঐক্য নষ্ট করছে এবং অন্যের এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে দেশের গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করার...

বিচারপতি মানিকের বক্তব্য সংবিধান লঙ্ঘনের শামিল : ফখরুল

Image
ফাইল ফটো অনলাইন ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিচার বিভাগ নিয়ে সাবেক বিচারপতি শামসুদ্দিন  চৌধুরী মানিকের বক্তব্য সংবিধান লঙ্ঘনের শামিল। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাঁর সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে ফখরুল এ মন্তব্য করেন। গতকাল শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় ষোড়শ সংশোধনীর রায় ও রায়ের পর্যবেক্ষণ নিয়ে প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। তিনি বলেন, প্রধান বিচারপতি এস কে সিনহার বাংলাদেশে থাকার কোনো অধিকার নেই। 'ষোড়শ সংশোধনী মামলার সঙ্গে সম্পৃক্ত না এমন অনেক কথা তিনি অবজারভেশনে বলেছেন, প্রধান বিচারপতির কাজ রাজনীতি করা না। যে প্রধান বিচারপতি রাজনীতি করে সেটা তাঁর অযোগ্যতা', বলেন মানিক। ২৫ দিনে ৪০০ পৃষ্ঠার রায় কোনোভাবেই লেখা সম্ভব নয় দাবি করে মানিক বলেন, ‘উনি মাত্র ২৫ দিনের মধ্যে ৪০০ পৃষ্ঠার কথা লিখেছেন, যেটা ইমপসিবল (অসম্ভব), যেটা হতে পারে না। এটা তাঁর...

অপকর্মে করিতকর্মা ভারতের ধর্মগুরু রাম রহিম সিং

Image
ভারতের যে বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংকে শুক্রবার হরিয়ানার একটি আদালত ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত করেছে, যা নিয়ে হরিয়ানা আর পাঞ্জাবে রীতিমতো যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে, তিনি সত্যিই একটি বর্ণময় চরিত্র। হরিয়ানা-পাঞ্জাবে অন্তত পাঁচ লাখ সরাসরি ভক্ত আছে গুরমিত রাম রহিমের। তাদের দাবি, সারা বিশ্বে তাদের গুরু রাম রহিমের ছয় কোটি ভক্ত আছে। তবে বিতর্ক সব সময় রাম রহিম সিংকে তাড়িয়ে বেরিয়েছে বা তিনি নিজেই বিতর্কের জন্ম দিয়েছেন। গুরমিত রাম রহিম সিং ডেরা সাচা সৌদা নামের একটি সম্প্রদায়ের নেতা—হরিয়ানার সিরসায় তাঁর প্রকাণ্ড হাইটেক আশ্রম। তাঁকে সব সময় ঘিরে থাকে সশস্ত্র ব্যক্তিগত রক্ষীর দল। শিখ, হিন্দু, মুসলিম সব ধর্মের চেতনার মিশেলেই তৈরি হয়েছে তাঁর ধর্মীয় সম্প্রদায়। ডেরা সাচা সৌদার প্রতিষ্ঠা হয়েছিল ১৯৪৮ সালে। শাহ মস্তানা নামের এক ধর্মগুরু এর পত্তন করেন। বর্তমান প্রধান গুরমিত সিং ১৯৯০ সালে সম্প্রদায়ের নেতৃত্বের ভার নেন। তিনি একাধারে ধর্মপ্রচারক, সমাজ সংস্কারক, গায়ক, সিনেমার নায়ক ও পরিচালক। অনেক চলচ্চিত্র তিনি তৈরি করিয়েছেন, আর সেই সব ছবিতে নিজেই নানা রকম স্টান্ট দেখান তিনি। সেগুলো হ...