লামায় সাজাপ্রাপ্ত ৪ পলাতক আসামি গ্রেপ্তার
লামা (বান্দরবান) প্রতিনিধি : বান্দরবানের লামায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত পলাতক ৪ আসামিসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে লামার আজিজনগর ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে মো. কালু (৪৪), মো. জাহাঙ্গীর (২৯), মো. ইয়াছিন (২৪) ও মো. সেলিম (২৫) বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত। এ ছাড়া মো. ওসমান (২৫) জিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি।
লামার ওসি মো. আনোয়ার হোসেন জানান, থানার উপপরিদর্শক কৃষ্ণ কুমার দাসের নেতৃত্বে আজিজনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এ সময় ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত পলাতক আসামি কালু, জাহাঙ্গীর, ইয়াছিন ও সেলিমকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ওসমানকে (২৫) গ্রেপ্তার করা হয়।
Comments