Posts
Showing posts from January 22, 2019
পুড়ে মরলেন ২৭ জন, পাকিস্তানে বাস-ট্যাংকার সংঘর্ষ
- Get link
- X
- Other Apps
পাকিস্তানের বেলুচিস্তানে বাস-ট্যাংকার সংঘর্ষের পর মুহূর্তেই উভয় যানবাহনে আগুন ধরে যায়। ছবি: ডন। পাকিস্তানের বেলুচিস্তানে বাস-ট্যাংকার সংঘর্ষে আগুনে পুড়ে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬ জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। সংঘর্ষের পর মুহূর্তেই উভয় যানবাহনে আগুন ধরে যায়। খবর পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের। পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় ২৯ জন যাত্রী ও ৪ জন স্টাফ নিয়ে করাচি থেকে পাঞ্জগুর নামক স্থানে যাওয়ার পথে লাসবেলা-ক্রস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতদের করাচিতে নেয়া হয়েছে। লাসবেলার পুলিশ কমিশনার শাব্বির মেঙ্গাল বলেন, অতিরিক্ত গতির যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি তেলের ট্যাংকারকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। তিনি বলেন, ওই সংঘর্ষে বাস ও তেল ট্যাংকারে আগুন ধরে যায়। অধিকাংশ যাত্রীর শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। তাদেরকে এখন চেনারও উপায় নেই। আরও পড়ুনঃ জেলেদের জালে ৪০ বছর বয়সী কচ্ছপ, শরীরে স্যাটেলাইট ট্রান্সমিটার হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায়ই ১৪ জনের মৃত্যু হয়। স্থানীয় হাসপাতালে পুড়ে যাওয়া ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা না থাকায় মৃতের সংখ্যা ...
কলকাতায় মোদির ব্রিগেড সমাবেশ স্থগিত
- Get link
- X
- Other Apps
নরেন্দ্র মোদি বিজেপি আগামী ৮ ফেব্রুয়ারি পূর্বঘোষিত ব্রিগেড মহাসমাবেশ করছে না। গতকাল সোমবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এ তথ্য জানান। তবে ওই দিন পশ্চিমবঙ্গের আসানসোলে জনসভা হবে বলে জানান তিনি। দিলীপ ঘোষ বলেছেন, এত অল্প সময়ে এত বড় মহাসমাবেশ করা কঠিন। তাই তাঁরা আপাতত এই সমাবেশ স্থগিত করে ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আসানসোলে সভা করবেন। আগামী মার্চ মাসে এই ব্রিগেডে মহাসমাবেশ করবে বিজেপি। রাজ্য বিজেপি সূত্রে আরও বলা হয়েছে, আসানসোল ছাড়াও বিজেপি আরও দুটি সমাবেশ করবে প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে। একটি হবে ২৮ জানুয়ারি শিলিগুড়িতে। আরেকটি ৩১ জানুয়ারি ঠাকুরনগরে। গত শনিবার কলকাতা শহরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে অনুষ্ঠিত হয় ব্রিগেড মহাসমাবেশ। মোদিবিরোধী ২৩ দলের নেতারা কলকাতার এই সমাবেশে যোগ দেন। এতে লাখো মানুষ যোগ দিয়ে আওয়াজ তোলে ‘আর নয় মোদি, চাই ধর্মনিরপেক্ষ প্রধানমন্ত্রী’, ‘২০১৯, বিজেপি হবে ফিনিশ’ ইত্যাদি স্লোগান। তৃণমূলের এই মহাসমাবেশের পর বিজেপি জানায়, তৃণমূলের চেয়ে বেশি মানুষ উপস্থিত করে তারা দেখিয়ে দেবে তাদের শক্তি। আগামী ৮ ফেব্রুয়ারি কলকাতায় ব্রিগেড সমাবে...
কলকাতার বইমেলায় বাংলাদেশের ৪১ প্রকাশনা সংস্থা
- Get link
- X
- Other Apps
বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড সংবাদ সম্মেলন করে। কলকাতা, ভারত। ছবি: ভাস্কর মুখার্জি ভারতের কলকাতার ঐতিহ্যবাহী আন্তর্জাতিক বইমেলা শুরু হচ্ছে ৩১ জানুয়ারি, যা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। এই মেলায় বাংলাদেশ থেকে ৪১টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। সোমবার বিকেলে কলকাতার এক অভিজাত হোটেলে বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার সভাপতি প্রবীর কুমার মজুমদার, সাধারণ সম্পাদক ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়, বইমেলার অধিকর্তা সুধাংশ দে প্রমুখ। এবারও বইমেলা বসবে কলকাতার সল্টলেকের সেন্ট্রাল পার্কে। বইমেলা উদ্বোধন করবেন গুয়াতেমালার প্রখ্যাত সাহিত্যিক অধ্যাপক ইউডা মোরেস। অতিথি হিসেবে থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গুয়াতেমালার ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত জিয়োবান্নি কাসতিয়ো। এ ছাড়া বইমেলায় বিভিন্ন দেশের কবি, সাহিত্যিক, সাংবাদিকসহ বিশিষ্টজনেরা অংশ নেবেন। বইমেলায় ভারত ছাড়াও ব্রিটেন, আমেরিকা, রাশিয়া, ভিয়েতনাম, জাপান, চীন, ইরান, কোস্টারিকা, স্পেন, স্কটল্যান্ড, অস্ট...
ভিকারুন্নিসা ছেড়ে অন্য স্কুলে সেই অরিত্রীর বোন
- Get link
- X
- Other Apps
অরিত্রী অধিকারী ভিকারুন্নিসা ছেড়ে অন্য স্কুলে ভর্তি হলো অভিমান করে আত্মহত্যাকারী সেই অরিত্রী অধিকারীর বোন ঐন্দ্রিলা। অরিত্রীর বাবা দিলীপ অধিকারী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, “আমার ছোট মেয়ে ঐন্দ্রিলাকে ভিকারুন্নিসা ছেড়ে অন্য স্কুলে ভর্তির ব্যবস্থা করতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের কাছে একটি আবেদন করেছিলাম। পরে বোর্ডের পক্ষ থেকে ফোন দিয়ে নতুন স্কুলে ভর্তির বিষয়ে নিশ্চিত করা হয়েছে। এরই মধ্যে ভর্তি সংক্রান্ত সব আনুষ্ঠানিকতাও শেষ করেছি।” তিনি আরও বলেন, “ছোট মেয়েটি আর সেখানে (ভিকারুন্নিসা) যেতে চাচ্ছে না। ওরা দুই বোন একসঙ্গে স্কুলে যাতায়াত করতো। কিন্তু এখন সেখানে তার আর যেতে ইচ্ছা করছে না। আবার অনেকে নানা ধরনের কথা জিজ্ঞেস করে। তাই সবদিক বিবেচনা করে ভিকারুন্নিসা ছেড়ে অন্যত্র ভর্তি করানোর সিদ্ধান্ত নিই।” উল্লেখ্য, অরিত্রী অধিকারী গত বছরের ৩ ডিসেম্বর আত্মহত্যা করে। বিডি প্রতিদিন/কালাম
যুদ্ধের দিকেই যাচ্ছে ইরান-ইসরায়েল!
- Get link
- X
- Other Apps
ইরান-ইসরায়েলের সাম্প্রতিক উত্তেজনায় দেশ দু'টি যুদ্ধের দিকেই যাচ্ছে! ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে যে, তারা সিরিয়ার ইরানি লক্ষ্যবস্তুতে আঘাত করা শুরু করেছে। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানিয়েছে, তারা কুদস বাহিনী, যারা ইরানিয়ান রেভুলশনারি গার্ডের এলিট ফোর্স তাদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। একদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, যারাই ইসরায়েলের ক্ষতি করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধেই পাল্টা ব্যবস্থা নেয়া হবে। অন্যদিকে যুদ্ধের জন্য ইরান প্রস্তুত বলে জানিয়েছে ইরানের বিমানবাহিনী প্রধান ব্রিগেডিয়ার জেনারেল। এছাড়া, সিরিয়ায় অবস্থিত ইরানি লক্ষ্যবস্তুগুলোতে রবিবার মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত টানা বিমান হামলা চালায় ইসরায়েলের সামরিক বাহিনী। ইসরায়েলের ওপর হামলায় ইরানকে চরম মূল্য দিতে হবে বলেও সতর্ক করে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এদিকে, ইসরায়েলি অভিযানে ইরানি বাহিনী ও সিরিয়ার বিমান বাহিনীর লক্ষ্যবস্তুতে হামলায় রবিবার রাতে ৪ সিরীয় সেনাসহ কমপক্ষে ১১জন নিহত হয়। যদিও সিরিয়ার গণমাধ্যম দাবি করেছে, 'একটি ইসরায়েলি বিমান আক্র...
চীনে অস্ত্রের ঝনঝনানি
- Get link
- X
- Other Apps
দুই আসনের যুদ্ধবিমান নতুন বছরের প্রথম মাস জানুয়ারি শুরুর সঙ্গে সঙ্গেই চোখধাঁধানো নতুন অস্ত্রসম্ভারে নিজেকে সমৃদ্ধ করার বিষয়টি উন্মোচন করেছে চীন। দেশটির সেনাবাহিনী যেসব অস্ত্রের কথা প্রকাশ করেছে, এর সবই অত্যাধুনিক।বেশ আড়ম্বরপূর্ণভাবে এরই মধ্যে এসব অস্ত্রের কোনো কোনোটির পরীক্ষাও সম্পন্ন হয়েছে। কিন্তু নতুন প্রযুক্তির এ অস্ত্রগুলো যুদ্ধক্ষেত্রে কতটা সফল হবে, তা নিয়ে প্রশ্ন থাকছেই। চীনের নতুন অস্ত্রসম্ভার নিয়ে গত মঙ্গলবার এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা বলেছে, কিছু অস্ত্রপ্রযুক্তিতে চীনই এখন ‘বিশ্বের নেতৃত্বে’। নতুন বছরে উন্মোচন করা চীনের এসব নতুন অস্ত্রের কয়েকটি হলো: দ্য মাদার অব অল বম্বস (এমওএবি) চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত পত্রিকা গ্লোবাল টাইমস চলতি জানুয়ারির শুরুতে বলেছে, চীন তার ‘মাদার অব অল বম্বস’-এর নতুন সংস্করণের পরীক্ষা চালিয়েছে। এটি পারমাণবিক বোমার ক্ষেত্রে দ্বিতীয় শক্তিধর। সামরিক বিশ্লেষক ওয়েই ডংজুকে উদ্ধৃত করে পত্রিকাটি বলেছে, ‘এই বোমা অতি সহজে ও পুরোপুরিভাবে স্থলভাগের সুরক্ষিত লক্ষ্যবস্তু যেমন মজবুত ভবন, দুর্গ ও প্রতিরক্ষা ঘাঁটি গু...
তানজানিয়ায় মালবাহী দুই জাহাজে অগ্নিকাণ্ডে নিহত ১১
- Get link
- X
- Other Apps
তানজানিয়ায় মালবাহী দুইটি জাহাজে আগুন ধরে ১১ জন নিহত হয়েছেন। সোমবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় ক্রিমিয়ার নিকটবর্তী কেরচে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই জাহাজের ১৪ নাবিককে উদ্ধার করা হয়েছে। খবর বিবিসি'র। রাশিয়ার সামুদ্রিক সংস্থাটির মুখপাত্র অ্যালেক্সি ক্র্যাভচেনকো জানায়, এক জাহাজ থেকে অন্য জাহাজে জ্বালানী স্থানান্তর করার সময় দুইটি জাহাজে আগুন ধরে যায়। এতে জাহাজ দু’টিতে থাকা সদস্যরা প্রাণ বাঁচাতে পানিতে লাফিয়ে পড়ে। এদের মধ্যে ঘটনাস্থলেই ১১ নিহত হয়। এছাড়া ১৪ নাবিককে উদ্ধার করা হয়। জাহাজ দু’টিতে ভারতীয় ও তুর্কি নাগরিকসহ মোট ৩১ জন সদস্য ছিল। বাকিদের কোনো সন্ধান পাওয়া যায়নি। তাদের খোঁজ চলেছে। বিডি প্রতিদিন/হিমেল