ভিকারুন্নিসা ছেড়ে অন্য স্কুলে সেই অরিত্রীর বোন

ভিকারুন্নিসা ছেড়ে অন্য স্কুলে সেই অরিত্রীর বোন
অরিত্রী অধিকারী
ভিকারুন্নিসা ছেড়ে অন্য স্কুলে ভর্তি হলো অভিমান করে আত্মহত্যাকারী সেই অরিত্রী অধিকারীর বোন ঐন্দ্রিলা।
অরিত্রীর বাবা দিলীপ অধিকারী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, “আমার ছোট মেয়ে ঐন্দ্রিলাকে ভিকারুন্নিসা ছেড়ে অন্য স্কুলে ভর্তির ব্যবস্থা করতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের কাছে একটি আবেদন করেছিলাম। পরে বোর্ডের পক্ষ থেকে ফোন দিয়ে নতুন স্কুলে ভর্তির বিষয়ে নিশ্চিত করা হয়েছে। এরই মধ্যে ভর্তি সংক্রান্ত সব আনুষ্ঠানিকতাও শেষ করেছি।”
তিনি আরও বলেন, “ছোট মেয়েটি আর সেখানে (ভিকারুন্নিসা) যেতে চাচ্ছে না। ওরা দুই বোন একসঙ্গে স্কুলে যাতায়াত করতো। কিন্তু এখন সেখানে তার আর যেতে ইচ্ছা করছে না। আবার অনেকে নানা ধরনের কথা জিজ্ঞেস করে। তাই সবদিক বিবেচনা করে ভিকারুন্নিসা ছেড়ে অন্যত্র ভর্তি করানোর সিদ্ধান্ত নিই।”
উল্লেখ্য, অরিত্রী অধিকারী গত বছরের ৩ ডিসেম্বর আত্মহত্যা করে।
বিডি প্রতিদিন/কালাম

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা