Posts

Showing posts from January 15, 2019

এক ঝলক (১৫ জানুয়ারি ২০১৯)

Image
শীতের সকালে চালের নিচে এসে বসেছে জোড়া চড়ুই। বোয়ালখালী, দীঘিনালা, খাগড়াছড়ি, ১৫ জানুয়ারি। ছবি: পলাশ বড়ুয়া

এক ঝলক (১৫ জানুয়ারি ২০১৯)

Image
বোরো চারা রোপণে ব্যস্ত কৃষক। খোকশাহাঁটা গ্রাম, ধুনট উপজেলা, বগুড়া, ১৪ জানুয়ারি। ছবি: সোয়েল রানা

সুপ্রিমকোর্টেও রথযাত্রার অনুমতি পায়নি বিজেপি

Image
লোকসভা নির্বাচনের আগে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের তিনটি জায়গা থেকে রথযাত্রা বা গণতন্ত্র বাঁচাও যাত্রা করতে চেয়েছিলো বিজেপি। ফাইল ছবি। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপিকে রথযাত্রার অনুমতি দেয়নি দেশটির সুপ্রিমকোর্টও। মঙ্গলবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেন। খবর এনডিটিভির। রথযাত্রা পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে রাজ্য সরকার যে যুক্তি দেখিয়েছিলো তার পক্ষেই রায় গেলো সর্বোচ্চ আদালতের। লোকসভা নির্বাচনের আগে রাজ্যের তিনটি জায়গা থেকে রথযাত্রা বা গণতন্ত্র বাঁচাও যাত্রা করতে চেয়েছিলো বিজেপি। সেই কারণেই যাত্রার পরিকল্পনা করা হয়। কিন্তু যাত্রার অনুমতি দেয়নি রাজ্য সরকার। পরে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকেও রথযাত্রার অনুমতি না পেয়ে সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চে মামলা দায়ের করে বিজেপি। এবার সেখানেও ধাক্কা খেতে হল বিজেপিকে। এ ঘটনাকে বিজেপির জন্য বড় ধাক্কা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই রায় জানার পর সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, রাজ্য সরকার প্রথম থেকেই ভয় পেয়েছিল এবং আদালতেও সেটাই বলে...

পকেটে পিস্তল নিয়েই বিমানে করে যুক্তরাষ্ট্র থেকে জাপান!

Image
যুক্তরাষ্ট্র থেকে জাপান চলে গিয়েছেন তিনি পকেটে পিস্তল নিয়েই ! অথচ আটলান্টা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় ধরাই পড়েনি কিছু। গত ৩ জানুয়ারির এই ঘটনার পরে নড়ে বসেছে যুক্তরাষ্ট্রের ‘ট্রান্সপোর্টেশন সিকিয়োরিটি অ্যাডমিনিস্ট্রেশন’ (টিএসএ)।  সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘‘টিএসএ নিশ্চিত, ওই ব্যক্তির নিরাপত্তা পরীক্ষায় গাফিলতি ছিল। কারণ যাত্রীটি আগ্নেয়াস্ত্র নিয়ে হার্টসফিল্ড-জ্যাকসন অ্যাটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মমাফিক নির্দিষ্ট মানের টিএসএ চেকপয়েন্ট দিয়েই গিয়েছিলেন।’’ ডেল্টা এয়ারলায়েন্সের বিমানে জাপান গিয়েছিলেন ওই যাত্রী। বন্দুকের ব্যাপারটা ধরতে পেরে তারাই টিএসএ-কে জানায়।  গত দু’সপ্তাহ ধরে মার্কিন সরকারের শাটডাউন চলছে। বিনা বেতনে টিএসএ কর্মীদের কাজ করতে হচ্ছে। একটি মার্কিন সংবাদমাধ্যমেই সম্প্রতি দাবি করা হয়েছে, অন্তত ৪টি বড় বিমানবন্দরের কয়েকশো টিএসএ কর্মী অসুস্থ জানিয়ে ছুটিতে রয়েছেন। টিএসএ অবশ্য শাট ডাউনের জন্য নিরাপত্তা ব্যবস্থায় খামতির অভিযোগ মানতে নারাজ। তাদের দাবি, কর্মীরা স্বাভাবিক ভাবেই কাজ করছেন। তারা এ-ও জানিয়েছে, পিস্তল নিয়ে বিমানে ওঠার ঘ...

সৌদিতে যাচ্ছে কানাডার অস্ত্র, ব্যবহার হতে পারে ইয়েমেনে

Image
কানাডা থেকে সৌদি আরবের পথে ট্যাংক এবং সাঁজোয়া যানের একটি বিশাল চালান পাঠানো হয়েছে। ছবি: সিবিসি। কা নাডা থেকে সৌদি আরবের পথে ট্যাংক এবং সাঁজোয়া যানের একটি বিশাল চালান পাঠানো হয়েছে। ইয়েমেনের বিরুদ্ধে বর্বর সৌদি আগ্রাসনে এগুলো ব্যবহার করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  খবর কানাডার সংবাদমাধ্যম সিবিসির। সৌদি আরবের সঙ্গে কানাডার ১,৩০০ কোটি ডলারের অস্ত্রচুক্তি স্থগিত করতে অটোয়া প্রস্তুত রয়েছে বলে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঘোষণা দেওয়ার পরও এসব সামরিক অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ করা হলো। কানাডার অস্ত্র নির্মাতা সংস্থা ‘জেনারেল ডাইনামিক ল্যান্ড সিস্টেম’ সৌদি আরবকে ৭৪২টি ট্যাংক ও সাঁজোয়া যান দেওয়ার চুক্তি করেছে। দারিদ্রপীড়িত ইয়েমেনের বিরুদ্ধে যখন সৌদি আরব বর্বর সামরিক আগ্রাসন অব্যাহত রেখেছে রিয়াদ সরকারকে তখন কানাডা এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিচ্ছে। ২০১৪ সালে মার্কিন কোম্পানি জেনারেল ডাইনামিকের কানাডা শাখা এই চুক্তি করেছিল। রবিবার একটি কার্গো জাহাজ ট্যাংক ও সাঁজোয়া যান নিয়ে কানাডার সেন্ট জন বন্দর থেকে সৌদি আরবের পথে রওনা দেয়। এর আগে বৃষ্টি ও ঘন কয়াশা উপেক্ষা বহু মানুষ এসব অ...

চীনে কানাডীয় নাগরিকের মৃত্যুদণ্ড

Image
এই রায়কে 'ভয়ঙ্কর' বলে অভিহিত করেছে রবার্টের পরিবার। ছবি: সংগৃহীত। মাদক পাচারের অপরাধে চীনের একটি আপিল আদালত কানাডার এক নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে। ২০১৮ সালে রবার্ট শেলেনবার্গ (৩৬) নামের ওই কানাডীয় নাগরিককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছিল একটি নিম্ন আদালত। কিন্তু দেশটির আপিল আদালত সোমবার ওই ব্যক্তির মৃত্যুদণ্ডের রায় দিল। চীনের আপিল আদালত জানায়, অপরাধের তুলনায় রবার্টের আগের শাস্তি অনেক নমনীয় ছিল। নতুন এ রায়কে ‘ভয়ঙ্কর’ বলে অভিহিত করেছে রবার্টের পরিবার। রবার্টের এক আত্মীয় বিবিসিকে মেইলে জানায়, এটা ভয়ঙ্কর, দুর্ভাগ্যজনক ও হৃদয়বিদারক ঘটনা। এমন রায়ে উদ্বেগ প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কাল রায়ের পূর্বে রবার্ট বলেন, আমি কোন মাদক পাচারকারী নই। আমি চীনে পর্যটক হিসেবে ঘুরতে এসেছিলাম। আরো পড়ুন:  গ্রামবাসীর অ্যাকাউন্টে হাজার হাজার ‘ভুতুড়ে টাকা’! চীন থেকে অস্ট্রেলিয়ায় ২২৭ কেজি মেথামফেটামিন পাচারের পরিকল্পনার দায়ে ২০১৪ সালে চীনা পুলিশ রবার্টকে আটক করে। কয়েক সপ্তাহ আগে কানাডায় চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ে’র শীর্ষস্থানীয় কর্মকর্তা মেং ওয়াংঝু’কে গ্রেফতারের ফল...