Posts

Showing posts from January 9, 2018

উ. কোরিয়াকে পারিবারিক পুনর্মিলনের প্রস্তাব দ. কোরিয়ার

Image
দক্ষিণ কোরিয়া মঙ্গলবার উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনাকালে আগামী মাসে অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিকে দুই কোরিয়ার মধ্যে পারিবারিক পুনর্ির্মলনের প্রস্তাব দিয়েছে। দুই বছরের বেশি সময়ের মধ্যে এই প্রথমবারের মতো বিবদমান দেশ দুটির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ১৯৫০-৫৩ সালে দুই কোরিয়ার মধ্যে যুদ্ধের সময় অনেক পরিবারের সদস্য পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আর এটা দু’দেশের মধ্যে সংঘাতের অন্যতম প্রধান আবেগজ ইস্যু। দক্ষিণ কোরিয়ার উপ একত্রীকরণমন্ত্রী চাং হায়ে সাং সাংবাদিকদের বলেন, দক্ষিণ কোরিয়া নতুন চাঁন্দ্রবর্ষে পারিবারিক পুনর্মিলন আয়োজনের আহ্বান জানিয়েছে। সময়টি পিয়েওঙ্গচাং গেমসের মাঝামাঝিতে পড়ে। খবর এএফপির।

আফগানিস্তানে তালেবানের ৩ সিনিয়র সদস্য গ্রেফতার

Image
জঙ্গি গোষ্ঠী তালেবানের সিনিয়র তিন সদস্যকে গ্রেফতার করেছে আফগান পুলিশ। দেশটির পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশ থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানায়। খবর সিনহুয়ার। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘আফগান পুলিশ পাকতিকা প্রদেশের জিরুক এলাকায় তালেবান জঙ্গি গ্রুপের বিরুদ্ধে অভিযান চালিয়ে এ সন্ত্রাসী গ্রুপের তিন সিনিয়র সদস্যকে গ্রেফতার করে।’ গ্রেফতারকৃতদের পরিচয় প্রকাশ না করে বিবৃতিতে আরো বলা হয়, গ্রুপটি পাকতিকা প্রদেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর প্রধান পরিকল্পনাকারী। বিবৃতিতে আরো বলা হয়, সেখান থেকে জঙ্গিদের ব্যবহৃত একটি গাড়ি আটক করা হয়। এ গ্রেফতারের খবরের ব্যাপারে তালেবান জঙ্গি গ্রুপের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। সিনহুয়া। ইত্তেফাক/সেতু

আফগানিস্তানে সামরিক ঘাঁটিতে জঙ্গি হামলায় ২৯ সেনা হতাহত

Image
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় উরুজগান প্রদেশের একটি সেনা ঘাঁটিতে তালেবান জঙ্গিদের হামলায় অন্তত নয় আফগান সেনা নিহত ও অপর ২০ জন আহত হয়েছে। মঙ্গলবার স্থানীয় এক কর্মকর্তা একথা জানান। প্রাদেশিক ওই কর্মকর্তা নাম প্রকাশ না করে বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, ‘সশস্ত্র জঙ্গিরা রবিবার রাতে কাফতার খানায় সেনাদের একটি শিবিরে হামলা চালায়। এলাকাটি প্রাদেশিক রাজধানী তিরিন কোতের উপকণ্ঠে অবস্থিত। সেনা সদস্যরা হামলাকারীদের প্রতিরোধ করে। এ সময় উভয়পক্ষের মধ্যে কয়েকঘণ্টা বন্দুকযুদ্ধ হয়।’ তিনি আরো জানান, বন্দুকযুদ্ধে বেশ কয়েকজন জঙ্গিও হতাহত হয়েছে। তবে ঠিক কতজন হতাহত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কারণ জঙ্গিরা সঙ্গীদের লাশ নিয়ে যায়। প্রদেশটি তালেবনাদের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। সিনিয়র প্রাদেশিক সেনা কর্মকর্তা রহমত শাহ্ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সিনহুয়া। ইত্তেফাক/সেতু

সিরিয়ায় ইসরাইলের বিমান ও রকেট হামলা

Image
সিরিয়ার বিভিন্ন অবস্থান লক্ষ্য করে রাতভর বিমান ও রকেট হামলা চালিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। এতে ‘সামরিক অবস্থানের’ কাছের এলাকায় ক্ষতি হয়েছে। মঙ্গলবার সিরিয়ার সামরিক বাহিনীর এক বিবৃতিতে একথা বলা হয়।  এ ব্যাপারে বিস্তারিত উল্লেখ না করে বিবৃতিতে আরো বলা হয়, তারাও ইসরাইলের একটি বিমান লক্ষ্য করে ‘হামলা’ চালিয়েছে। তবে ইসরাইলি বিমান সিরিয়ার কোনো অঞ্চলকে টার্গেট করেছিল তা স্পষ্ট জানা যায়নি। খবর এএফপি’র। ইত্তেফাক/সেতু

জাপানের কাছে ক্ষমা চাইলো যুক্তরাষ্ট্র

Image
জাপানে সম্প্রতি মার্কিন সামরিক সরঞ্জামের কারণে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটায় দেশটির কাছে ক্ষমা চেয়েছে যুক্তরাষ্ট্র। এসব দুর্ঘটনার কারণে দেশব্যাপী মার্কিনবিরোধী ক্ষোভ তৈরি হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।  টোকিওতে মন্ত্রণালয়ের এক মুখপাত্র একথা জানান। ওকিনাওয়ায় সোমবার মার্কিন সামরিক হেলিকপ্টারের জরুরি অবতরণসহ বেশ কয়েকটি দুর্ঘটনার কারণে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইৎসুনোরি ওনোদেরার কাছে ক্ষমা চেয়েছেন। দুই দিন আগেও জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপটিতে একই ধরণের জরুরি বিমান অবতরণের ঘটনা ঘটে। দ্বীপটিতে জাপানে মোতায়েন অর্ধেকেরও বেশি মার্কিন সেনা রয়েছে। জাপানে বর্তমানে ৪৭ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র মন্ত্রীর বরাত দিয়ে বলেন, ‘ম্যাটিস মাফ চেয়েছেন।’ এএফপি। ইত্তেফাক/সেতু

আমরণ অনশন শুরু মাদ্রাসা শিক্ষকদের

Image
জাতীয়করণের দাবিতে মঙ্গলবার সকাল এগারোটা থেকে আমরণ অনশন শুরু করেছেন স্বতন্ত্র ইবতেদায়ী (প্রথম থেকে ৫ম শ্রেণি) মাদ্রাসার শিক্ষকরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা ৮ দিন অবস্থান ধর্মঘটের পর মঙ্গলবার থেকে একই স্থানে এ অনশন কর্মসূচি শুরু তারা।  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি সভাপতি কাজী রুহুল আমিন চৌধুরী বলেন, অবস্থান কর্মসূচির এক সপ্তাহ পরও সরকার থেকে কোনো সাড়া না পাওয়ায় মঙ্গলবার থেকে আমরা আমরণ অনশনে যেতে বাধ্য হয়েছি।  অনশনরত শিক্ষকরা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ২২ থেকে ৩০ হাজার টাকা বেতন পান। কিন্তু আমরা কোনো বেতন পাই না। অথচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো আমরাও পাঠদান করছি। শিক্ষকরা জনিয়েছেন, সারাদেশে মাদ্রাসা বোর্ড থেকে নিবন্ধিত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা ১৮ হাজার ১৯৪টি হলেও চালু আছে ১০ হাজারের মতো। এসব মাদ্রাসায় শিক্ষক আছেন প্রায় ৫০ হাজার। এর মধ্যে ১ হাজার ৫১৯টি মাদ্রাসার ৬ হাজার ৬৭৬ জন শিক্ষক সরকার থেকে কিছু ভাতা পান। এর মধ্যে প্রধান শিক্ষকেরা মাসে আড়াই হাজার টাকা এবং সহকারী শিক্ষকেরা পান ২ হাজার ৩০০ টাকা। অন্যরা সরকার থেকে কোনো বেতন-ভাতা পা...

সামরিক হটলাইন পুনরায় চালু করতে সম্মতি দুই কোরিয়ার

Image
উত্তর ও দক্ষিণ কোরিয়া মঙ্গলবার দেশ দুটির মধ্যকার সামরিক হটলাইন পুনরায় চালু করতে সম্মত হয়েছে। সিউলের এক কর্মকর্তা একথা জানান। খবর বার্তা সংস্থা এএফপি’র।  বেসামরিক আন্তঃসীমান্ত টেলিফোন লাইন পুনরায় চালু হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশ দুটি সামরিক হটলাইন পুনঃস্থাপনে সম্মত হল। ওই কর্মকর্তা বলেন, ‘আমাদের পক্ষ থেকে আগামীকাল সকাল ৮টা থেকে সামরিক টেলিফোনটি ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ এএফপি। ইত্তেফাক/সেতু

ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ২.৬ ডিগ্রি

Image
তীব্র শৈত্যপ্রবাহে দেশের উত্তরের শেষ প্রান্ত পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গতকাল সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। আবহাওয়া অধিদপ্তরে ১৯৪৮ সাল থেকে তাপমাত্রার রেকর্ড আছে। সেই হিসাব বলছে এটি গত ৬৯ বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে ১৯৬৮ সালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এত দিন পর্যন্ত সেটাই ছিল দেশের সবচেয়ে কম তাপমাত্রার রেকর্ড। গতকাল আবহাওয়া অধিদপ্তরের কর্তব্যরত পূর্বাভাস কর্মকর্তা আব্দুর রহমান এ তথ্য দিয়ে বলেন, আরো দুই থেকে তিন দিন এ অবস্থা থাকবে। ১০ তারিখের পর থেকে সারা দেশে তাপমাত্রা বাড়বে। জোরাল পশ্চিমী ঝঞ্ঝার কারণে কনকনে ঠান্ডা বাতাস হু হু করে ধেয়ে আসায় তাপমাত্রা নেমে যাচ্ছে। গতকাল দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে নীলফামারীর সৈয়দপুরে। এরপরই রয়েছে নীলফামারীর ডিমলা উপজেলায় সর্বনিম্ন ৩ ডিগ্রি সেলসিয়াস। রাজারহাটে ৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরে ৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। এখানে সর্বনিম্ন ...