আফগানিস্তানে সামরিক ঘাঁটিতে জঙ্গি হামলায় ২৯ সেনা হতাহত

আফগানিস্তানে সামরিক ঘাঁটিতে জঙ্গি হামলায় ২৯ সেনা হতাহত
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় উরুজগান প্রদেশের একটি সেনা ঘাঁটিতে তালেবান জঙ্গিদের হামলায় অন্তত নয় আফগান সেনা নিহত ও অপর ২০ জন আহত হয়েছে। মঙ্গলবার স্থানীয় এক কর্মকর্তা একথা জানান।
প্রাদেশিক ওই কর্মকর্তা নাম প্রকাশ না করে বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, ‘সশস্ত্র জঙ্গিরা রবিবার রাতে কাফতার খানায় সেনাদের একটি শিবিরে হামলা চালায়। এলাকাটি প্রাদেশিক রাজধানী তিরিন কোতের উপকণ্ঠে অবস্থিত। সেনা সদস্যরা হামলাকারীদের প্রতিরোধ করে। এ সময় উভয়পক্ষের মধ্যে কয়েকঘণ্টা বন্দুকযুদ্ধ হয়।’
তিনি আরো জানান, বন্দুকযুদ্ধে বেশ কয়েকজন জঙ্গিও হতাহত হয়েছে। তবে ঠিক কতজন হতাহত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কারণ জঙ্গিরা সঙ্গীদের লাশ নিয়ে যায়। প্রদেশটি তালেবনাদের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। সিনিয়র প্রাদেশিক সেনা কর্মকর্তা রহমত শাহ্ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সিনহুয়া।
ইত্তেফাক/সেতু

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা