Posts

Showing posts from September 15, 2021

৭৪ বছরে এই প্রথম মিস আয়ারল্যান্ড হলেন কৃষ্ণাঙ্গ নারী

Image
  পামেলা উবা ১৯৪৭ সাল থেকে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে ‘মিস আয়ারল্যান্ড’ প্রতিযোগিতা। কিন্তু ৭৪ বছরে এই প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে মিস আয়ারল্যান্ডের খেতাব জিতলেন পামেলা উবা। ২৬ বছর বয়সী পামেলা পেশায় একজন মেডিকেল সায়েন্টিস্ট। পামেলা বর্তমানে গ্যালওয়ের একটি হাসপাতালে কর্মরত আছেন। এর আগে তিনি মিস গ্যালওয়ে- ২০২০ এর খেতাব অর্জন করেন। মিস আয়ারল্যান্ড খেতাব জেতার পর পামেলা বলেন, এটি আশ্চর্যজনক মনে হচ্ছে আমার। আমি কখনোই ভাবিনি যে আমি এ অবস্থানে থাকবো। এটি একটি অসাধারণ অনুভূতি। আমি এমন একজন হয়ে উঠলাম, যাকে দেখে কৃষ্ণাঙ্গ তরুণীরা বলবে, 'সে এটা করতে পারলে আমরাও পারবো। আগামী বছর ক্যারিবিয়ানের পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২২ মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা তার পরবর্তী লক্ষ্য। পামেলা সাত বছর বয়সে তার মা ও তিন ভাইবোনের সাথে দক্ষিণ আফ্রিকা থেকে আয়ারল্যান্ড প্রজাতন্ত্রে চলে যান।    বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

দেশে ফিরলেন আফগানিস্তানে আটকে পড়া আরও ৬ বাংলাদেশি

Image
  তালবানদের দখলে থাকা আফগানিস্তান থেকে আরও ৬ জন বাংলাদেশি দেশে ফেরত এসেছেন। কাবুল ত্যাগ করে স্পেনের মার্কিন ঘাটিতে আশ্রয় পাওয়া এই বাংলাদেশিরা বুধবার দুপুরে তার্কিশ এয়ারলেইন্সের একটি ফ্লাইটে ঢাকায় এসে পৌছান। তারা আফগানিস্তানে জার্মানির একটি সংস্থায় কাজ করতেন।   ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানায়, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দ্বারা আফগানিস্তান থেকে উদ্ধার হওয়া ছয় বাংলাদেশি স্পেনের মালাগা বিমানবন্দর থেকে ঢাকা এসেছেন। আফগানিস্তানে উদ্ধারের পর তাদেরকে প্রথমে গত ২৮ আগস্ট সৌদি আরবের রিয়াদে নেয়া হয়। তারপর গত ৩০ আগস্ট মার্কিন সামরিক বিমানে করে স্পেনের রোটা সামরিক ঘাঁটিতে নামিয়ে দেয়া হয়। স্পেনের দক্ষিণে আটলান্টিক উপকূলে রোটা বেজ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন একটি সামরিক বিমান ও নৌ ঘাটি। মার্কিন সামরিক বাহিনীর তত্ত্বাবধানে রোটা সামরিক ঘাঁটিতে অস্থায়ীভাবে অবস্থান করছিলেন এই ৬ বাংলাদেশি। তারা বাংলাদেশে ফিরে আসার জন্য দূতাবাসের সহযোগিতা চান এবং ঢাকাস্থ পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে দেশে ফেরাতে সহযোগিতা করার জন্য দূতাবাসকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়। মাদ্রিদস্থ বাংলাদে...