Posts

Showing posts from July 29, 2018

উত্তেজনা বাড়িয়ে রুশ এস-৪০০ পরীক্ষার অপেক্ষায় চীন

Image
বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে ব্যস্ত ক্ষমতাধর দেশগুলো। চলছে ভয়ঙ্করসব আবিষ্কার আর পাল্টাপাল্টি মহড়া। তারই জের ধরে এবার প্রথমবারের মতো রাশিয়ার কাছ থেকে কেনা এস-৪০০ মিসাইল প্রতিরক্ষাব্যবস্থা পেল চীন। জানা গেছে, বেইজিংকে এই প্রতিরক্ষাব্যবস্থার সব সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে, প্রতিরক্ষাসামগ্রী দ্রুত পরীক্ষা করে দেখতে চায় চীন। চীনের পিপলস লিবারেশন আর্মির বহরে কবে নাগাদ এস-৪০০ যুক্ত হবে তা পরিষ্কার নয়। তবে দ্রুত আমদানি ও পরীক্ষার ঘোষণায় প্রমাণ হয় শিগগিরই তা চীনের অস্ত্রাগারে যুক্ত করার আশা করা হচ্ছে। রাশিয়ায় প্রশিক্ষণ নেয়া চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) দলটি চলতি বছরের জুলাইয়ের শেষ বা আগস্টের প্রথম দিকে নিজেদের মাটিতে ওই প্রতিরক্ষাব্যবস্থা পরীক্ষা করে দেখার পরিকল্পনা করছে বলে জানা গেছে।  উল্লেখ্য, সহজেই বহনযোগ্য রাশিয়ার তৈরি ট্রায়াম্ফ নামে পরিচিত এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাটি। এই প্রতিরক্ষাব্যবস্থাটি ২৫০ কিলোমিটার উঁচুতে থাকা উড়োজাহাজ, ক্রুজ অথবা ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম।  ২০১৫ সালের এপ্রিলে রা...

যে কারণে ৩৬০ কোটি টাকার সুড়ঙ্গ দেখে ক্ষুব্ধ ক্রোয়েশিয়ার মানুষ!

Image
ক্রোয়েশিয়ার দক্ষিণে ৪৪ মিলিয়ন ডলার বা প্রায় ৩৬০ কোটি টাকার বেশি খরচ করে পাহাড়েরর ভেতর দিয়ে একটি সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল যানজট কমানোর জন্য। কিন্তু এখন তারা বুঝতে পারছে না, এই সুড়ঙ্গ তাদের কি কাজে লাগবে। আরটিএল ক্রোয়েশিয়ার খবর অনুযায়ী, ওমিস শহরের যানজট কমানোর উদ্দেশ্যে বাইপাস তৈরির জন্য একটি পাহাড়ের ভেতর দিয়ে ওই সুড়ঙ্গটি নির্মাণ করা হচ্ছিল। ওমিস ব্রিজ নামের একটি স্থানে সুড়ঙ্গের মুখ বের হবার কথা, যার ফলে ওমিসের বাসিন্দারা সহজেই উপকূলের সড়কে উঠতে পারবে। সুড়ঙ্গের কারণে শহরের ট্রাফিক জ্যাম কমবে বলেও আগে করা হয়েছিল। ছয় বছর আগে সুড়ঙ্গটির নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু ১৪৭১ মিটার নির্মাণের পর দেখা গেল, সেটি বেরিয়েছে পাহাড়ের একটি খাদের ওপর, যেখান দিয়ে যাবার কোন পথ নেই। মূলত এ নিয়েই ক্ষুব্ধ ওমিস শহরের মানুষজন। ফ্রানি নামের একজন ব্যাঙ্গ করে বলছেন, 'এটা তাদের জন্য যেন একটা মজার ব্যাপার। হয়তো তারা ভেবেছে, ওখানে ব্যাটম্যান থাকে। শহরের জন্য যেখানে যানজট, সেখানে কোন খরচ করা হয়নি, কোন কাজ করা হয়নি। আরটিএল বলছে, শহরের কর্তৃপক্ষ স্বীকার করেছে যে, পুরো প্রকল্পট...

মুক্তি পেল সেই প্রতিবাদী ফিলিস্তিনি কিশোরী তামিমি

Image
আহেদ তামিমি। ফিলিস্তিনের পশ্চিম তীরের বাসিন্দা তামিমি ইসরায়েলি আগ্রাসন ও দখলদারিত্বের বিরুদ্ধে এক প্রতিবাদী মুখ। অধিকৃত পশ্চিমতীরে দখলদার ইসরাইলি সেনাদের চড়থাপ্পড় ও লাথি দেয়ার অভিযোগে গত বছর তাকে আটক করা হয়েছিল। রবিবার ইসরায়েলের শ্যারন কারাগার থেকে মুক্তি পেয়েছেন আহেদ তামিমি। ইসরাইলের এক কারা মুখপাত্র বলেন, শ্যারন কারাগার থেকে তামিমি মুক্তি পেয়েছে। সে পশ্চিমতীরে তার গ্রামের পথে রয়েছে। এর আগে, অধিকৃত পশ্চিমতীরে তার গ্রাম নাবি সালেহে নিজ পরিবারের সদস্যদের ওপর বিনাকারণে হামলার ঘটনায় ক্ষুব্ধ তামিমি দুই সেনাসদস্যের ওপর চড়াও হন। তিনি সেনাদের চড় ও লাথি মারেন। এ ঘটনার ভিডিও অনলাইনে ভাইরাল হয়ে গেল তিনি প্রশংসা কুড়ান। পরে গত বছরের ১৯ ডিসেম্বর তাকে আটক করা হয়েছিল। এ ঘটনায় তামিমির মা নারিমান এবং তার চাচাতো বোন নাওরকেও আটক করা হয়। এর আগে আহেদের বাবা বাসেম আল তামিমি বলেন, তার মেয়ে ১৯ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু তার মুক্তির দিন এগিয়ে আনা হয়েছে। বিশেষ মূল্যায়নে ইসরাইলি কারা কর্তৃপক্ষ কারও কারা মেয়াদ কমিয়ে আনতে পারেন। গত মার্চে দেশটির সামরিক আদালত তাকে আট মাসের সাজা দিয়েছেন। ফিলিস...

মুসলিম তরুণীর আকুতি ‘আমায় একটু একা থাকতে দিন’

Image
বেশ ভালই চলছিল ভারতের কেরালার একটি বেসরকারি কলেজের বিএসসি তৃতীয় বর্ষের নারী শিক্ষার্থী হানান হামিদের।  কোচির মাধবনা এলাকার বাসিন্দা হানানের তালাকপ্রাপ্ত মা জাইরাবির চিকিৎসা, ভাইয়ের স্কুলের খরচ, নিজের কলেজে পড়ার খরচ চালানো-সবমিলিয়ে সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার জন্য নিজের মতো লড়াই করছিলেন হানান।  প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠেই ওঠেই পাশের বাজারে গিয়ে মাছ কিনে এনে পাশের এক বন্ধুর বাসায় ফ্রিজে রেখে আসতো হানান। এরপর বাসায় এসে একটু পড়াশোনা করে সাড়ে ৭ টা নাগাদ বাস ধরে বাসা থেকে ৬০ কিলোমিটার দূরে কলেজে চলে যেতো সে। কলেজ শেষ করেই ওই মাছ নিয়ে এরনাকুলামের থাম্মানাম বাজারে বসে মাছ বিক্রি করতো হানান।  এরপর সেই রুপি দিয়েই চাল-ডাল-শব্জি কিনে বাড়ি ফিরতো সে। সংসার চালাতে হানানের এই হাড় ভাঙা পরিশ্রমের খবর গত বুধবার প্রকাশিত হয় মালয়ালাম পত্রিকা ‘দৈনিক মাতৃভূমি’তে। বৃহস্পতিবার সকাল থেকেই কার্যত বিখ্যাত হয়ে যায় হানান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তার গল্প।  সাধারণ মানুষ থেকে রাজনীতিবিদ, পরিচালক সকলের হৃদয় ছুঁয়ে যায়। অসংখ্য শুভেচ্ছা আসতে থাকে। সেই সাথে আর্থিক সহায়ত...

ইহুদি রাষ্ট্র ঘোষণা করায় ইসরায়েলি সাংসদের পদত্যাগ

Image
ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র ঘোষণা করায় সংসদ থেকে পদত্যাগ করেছেন দেশটির আইনপ্রণেতা জোহেইর বাহলুল (৬৭)। ইসরায়েলকে ইহুদিদের রাষ্ট্র ঘোষণা করে আইন প্রণয়ন করায় গতকাল শনিবার তিনি সংসদ নেসেটকে 'বর্ণবাদী' ও 'ধ্বংসাত্বক' বলেও অভিহিত করেন। নেসেটে গত ১৯ জুলাই ওই বিতর্কিত আইন পাশ করা হয়। সংসদে আরব জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন  জোহেইর বাহলুল। এ আইনের ফলে ইসরায়েলে সংখ্যালঘু আরবরা বৈষম্যের সম্মুখীন হবে বলেও দাবি করেছেন এ রাজনীতিবিদ।  বিরোধী দল জিওনিস্ট ইউনিয়ন পার্টির এই সদস্য আরও বলেন, 'আমি নেসেট থেকে পদত্যাগ করছি। আমি ধ্বংসাত্মক, বর্ণবাদী ও উগ্রপন্থী সংসদকে বৈধতা দিতে চাই না। এ আইন আমাকে এবং যারা আমাকে এখানে পাঠিয়েছে তাদেরকে শোষণের হাতিয়ার।' সূত্র: বিবিসি বিডি প্রতিদিন/ফারজানা 

যুক্তরাষ্ট্রের ইরান ভীতি, আরব ন্যাটো গড়তে তৎপর ট্রাম্প

Image
মধ্যপ্রাচ্যের দেশ মিশর, জর্ডানসহ ছয়টি উপসাগরীয় রাষ্ট্রকে নিয়ে একটি নিরাপত্তা ও রাজনৈতিক জোট গড়তে তৎপর হয়েছে ট্রাম্প প্রশাসন। এ অঞ্চলে ইরানের প্রভাব খর্ব করতেই এমন জোট গড়তে চাচ্ছে তারা। আর এ জোটকে মধ্যপ্রাচ্য ও মার্কিন কর্মকর্তারা আরব ন্যাটো নামেই ডাকছেন। বার্তা সংস্থা রয়টার্স যুক্তরাষ্ট্র ও আরব কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, দেশগুলোর মধ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, সামরিক প্রশিক্ষণ, সন্ত্রাস বিরোধীতাসহ আঞ্চলিক অর্থনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রে গভীর সহযোগিতা বাড়াতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। পরীক্ষামূলকভাবে মধ্যপ্রাচ্যের কৌশলগত জোট (এমইএসএ) বলে নাম দেয়া হয়েছে এটির। ট্রাম্প প্রশাসনের প্রত্যাশা, আরব ন্যাটো নিয়ে আলোচনা করতে আগামী ১২ ও ১৩ অক্টোবর ওয়াশিংটনে একটি সম্মেলনেরও আয়োজন হতে পারে। কয়েক মাস আগে থেকেই জোটের ধারনা নিয়ে কাজ চলছে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। ফলে মার্কিন-ইরান সম্পর্ক আরও গভীর তলানিতে গিয়ে ঠেকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর আগে গত বছরে সৌদি আরবে ডোনাল্ড ট্রাম্পের সফরকে সামনে রেখে দেশটির কর্মকর্তারা একটি নিরাপত্তা চুক্তির কথা বলেছিল। কিন্তু জোটের প্রস্তাব নিয়ে তখন কাজ শ...

নয় বছর পর বিদেশের মাটিতে বাংলাদেশের সিরিজ জয়

Image
তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটিং নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচ জিতেছে বাংলাদেশ। শনিবার রাতে ওয়েস্ট ইন্ডিজকে ১৮ রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় মাশরাফি বাহিনী। নয় বছর পর এটি বিদেশের মাটিতে প্রথম কোনও ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের। শুরুতে ব্যাট করে ছয় উইকেটে ৩০১ রান করে বাংলাদেশ। জবাবে ওয়েস্ট ইন্ডিজ থেমেছে ছয় উইকেটে ২৮৩ রান করে। বাংলাদেশের ছূঁড়ে দেয়া ৩০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ক্রিস গেইল, শাই হোপ ও রোভম্যান পাওয়েল তিনজন হাফসেঞ্চুরি করেন। তাতেও কাজের কাজ হয়নি। এভিন লুইস ও ক্রিস গেইলের ওপেনিং জুটি ভাঙে ৫৩ রানে। এ সময় মাশরাফির বলে লুইস আউট হন ৩৩ বল থেকে মাত্র ১৩ রান করে। এরপর গেইল-হোপের ‍জুটি ভাঙে ১০৫ রানে। এ সময় গেইল ফিরেন রুবেলের বলে। তার আগেই ৬৬ বলে ছয়টি চার ও পাঁচটি ছক্কার মারে করেন গেইল করেন ৭৩ রান।  এরপর হেটমায়ের-হোপের জুটি দলকে নিয়ে যান ১৭২ রান পর্যন্ত। ৩০ রান করা হেটমায়ের এ সময় মাশরাফির দ্বিতীয় শিকারে পরিণত হন। এর পরপরই কাইরন পাওয়েল রান আউট হয়ে যান। পরবর্তী ব্যাটসম্যানদের মধ্যে রোভম্যান পাওয়েল ও শাই হোপ দুর্দান্ত ব্যাট করলেও...