উত্তেজনা বাড়িয়ে রুশ এস-৪০০ পরীক্ষার অপেক্ষায় চীন

উত্তেজনা বাড়িয়ে রুশ এস-৪০০ পরীক্ষার অপেক্ষায় চীন
বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে ব্যস্ত ক্ষমতাধর দেশগুলো। চলছে ভয়ঙ্করসব আবিষ্কার আর পাল্টাপাল্টি মহড়া। তারই জের ধরে এবার প্রথমবারের মতো রাশিয়ার কাছ থেকে কেনা এস-৪০০ মিসাইল প্রতিরক্ষাব্যবস্থা পেল চীন।
জানা গেছে, বেইজিংকে এই প্রতিরক্ষাব্যবস্থার সব সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে, প্রতিরক্ষাসামগ্রী দ্রুত পরীক্ষা করে দেখতে চায় চীন।
চীনের পিপলস লিবারেশন আর্মির বহরে কবে নাগাদ এস-৪০০ যুক্ত হবে তা পরিষ্কার নয়। তবে দ্রুত আমদানি ও পরীক্ষার ঘোষণায় প্রমাণ হয় শিগগিরই তা চীনের অস্ত্রাগারে যুক্ত করার আশা করা হচ্ছে।
রাশিয়ায় প্রশিক্ষণ নেয়া চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) দলটি চলতি বছরের জুলাইয়ের শেষ বা আগস্টের প্রথম দিকে নিজেদের মাটিতে ওই প্রতিরক্ষাব্যবস্থা পরীক্ষা করে দেখার পরিকল্পনা করছে বলে জানা গেছে। 
উল্লেখ্য, সহজেই বহনযোগ্য রাশিয়ার তৈরি ট্রায়াম্ফ নামে পরিচিত এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাটি। এই প্রতিরক্ষাব্যবস্থাটি ২৫০ কিলোমিটার উঁচুতে থাকা উড়োজাহাজ, ক্রুজ অথবা ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম। 
২০১৫ সালের এপ্রিলে রাশিয়ার সঙ্গে চুক্তি করে এই ক্ষেপণাস্ত্রব্যবস্থার প্রথম আন্তর্জাতিক ক্রেতা হয়েছিল চীন। ৩০০ কোটি মার্কিন ডলারের চুক্তি অনুযায়ী গত সপ্তাহে চীন প্রথম চালানের সরবরাহ পায়। চলতি বছরের শেষ নাগাদ দ্বিতীয় চালান চীনে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: স্পুটনিক নিউজ
বিডি প্রতিদিন/ ২৯ জুলাই ২০১৮/ ওয়াসিফ 

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা