Posts

Showing posts from November 8, 2017

রাজধানীতে গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ

Image
                                                        প্রতীকী ছবি রাজধানীর কামরাঙ্গীরচরে লিপি আক্তার (২৫) নামে এক গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। বধুবার ভোরের দিকে কামরাঙ্গীর চরের আলী নগর তিন নম্বর গলিতে এ ঘটনা ঘটে। লিপির মা হাজেরা বেগমের অভিযোগ, যৌতুকের জন্য স্বামী জাহাঙ্গীর প্রায়ই লিপিকে মারপিট করতো। কয়েকদিন আগে তাকে ৫৫ হাজার টাকা দিয়েছি। টাকা নিয়ে সে জুয়া খেলে। এখন ফের সে টাকা চাইছে। জাহাঙ্গীর টাকার জন্যই আমার মেয়ের গায়ে কেরোসিন ঢেলে তাকে মারার চেষ্টা করেছে। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, গৃহবধূ লিপিকে ভোরে তার স্বামী জাহাঙ্গীর হোসেন ও দেবর রনি অগ্নিদগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে বার্ণ ইউনিটে ভর্তি করেন। বিডি প্রতিদিন/৮ নভেম্বর ২০১৭/হিমেল

নেটদুনিয়ায় বিকিনিতে ভাইরাল সোনম কাপুর

Image
বলিউডের হালের হার্টথ্রুব অভিনেত্রীদের একজন সোনম কাপুর। এবার নেটদুনিয়ায় তার বিকিনি পরিহিত ছবি ও ভিডিও ঝড় তুলেছে। মূলত তার এক বন্ধুর মাধ্যমে একটি ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় বলিপাড়ায়। তারপর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে সেটি। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, শুটিংয়ের মাঝেও নিজের জন্য সময় বের করে নিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতেছিলেন সোনম। ‘ভীর দি ওয়েডিং’-এর শুটের ফাঁকে হাতে একটু সময় পেয়েই বোন রিয়া ও প্রিয় বান্ধবী স্বরাকে নিয়ে পৌঁছে গিয়েছেন সুইমিং পুলে।   আর সেখানে অফ শোল্ডার বিকিনিতে নায়িকার বিশ্রামের কাহিনি নিজের ইনস্টাগ্রামে ফাঁস করে দিয়েছেন স্বরা ভাস্কর। অনিল-কন্যার এ রূপ ইতিমধ্যেই তিন লক্ষেরও বেশি দর্শক দেখে ফেলেছেন। কেউ করেছেন প্রশংসা, কেউ আবার নিন্দা। তবে নিন্দার তোয়াক্কা কোনও দিন করেননি সোনম। পর্দার সামনেও বোল্ড হতে তেমন আপত্তি করেননি অভিনেত্রী। তাঁর স্টাইল সেন্সেরও বেশ কদর রয়েছে গ্ল্যামার জগতে। তারই নমুনা মিলল এই ছবিতে। নতুন বছরেই মুক্তি পাবে পরিচালক শশাঙ্ক ঘোষের ‘ভীর দি ওয়েডিং’। ইতিমধ্যেই ছবির প্রথম ঝলকে করিনা, সোনমের পাশাপাশি নজর কেড়েছেন স্বরা ভাস্...

গোটা পৃথিবী তোলপাড় করা ভুতুড়ে হাঙরের ভিডিও!

Image
                                          সংগৃহীত ছবি পৃথিবীতে প্রতিনিয়ত ঘটছে নিত্য নতুন সব ঘটনা।   প্রাণি জগত, সমুদ্রের তলদেশ, মানব সমাজ সর্বত্র এসব ঘটনার ছড়াছড়ি।   কিন্তু পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো ভুতুড়ে হাঙরের বিচরণের ভিডিও ধরা পড়ে ২০০৯ সালে। যেটি গোটা বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছিল। ভিডিওটিতে দেখা যায়, ঘোলাটে, প্রাণহীন, নিশ্চল দু’টো চোখ। তীক্ষ্ণ ফলার মতো সামনের দিকে ঠিকরে এসেছে নাকটা। চোয়ালের আকার আর মাথাটাকে ঘিরে থাকা ছোপগুলো যেন কোনও সুদূর প্রাগৈতিহাসিক সময়ের চিহ্ন বহন করছে। ‘ভুতুড়ে হাঙর’। আরও একটা নাম রয়েছে তার— শিমেরা। গ্রিক পূরাণে এই নাম প্রথম খুঁজে পাওয়া গিয়েছিল। সমুদ্র বিশেষজ্ঞ বা সমুদ্রজীবীদের কাছে ভুতুড়ে হাঙর কিন্তু পরিচিত নাম। কিন্তু শুধু নামটাই পরিচিত, অস্তিত্বটা কারও কাছেই তেমন স্পষ্ট ছিল না। ভুতুড়ে হাঙরের সঙ্গে আলাপ হোক, নাবিকরা এমনটা চানও না সচরাচর। কেন চান না, নামটা শুনলেই সেটা বেশ খানিকটা স্পষ্ট হয়ে যায়। আতঙ্কটা প্রথম বার হানা দিয়েছ...

২৪ ঘণ্টার মাথায় আরো এক সউদী শাহজাদা নিহত / ইনকিলাব ডেস্ক:

Image
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে শাহজাদা মানসুর বিন মুকরিন নিহতের ২৪ ঘণ্টার মাথায় সউদী আরবের আরও একজন শাহজাদা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আবদুল আজিজ বিন ফাহাদ নামের এ শাহজাদা পবিত্র আল আকসা মসজিদ ও ফিলিস্তিনিদের স্বাধীকারের পক্ষে সোচ্চার ছিলেন। সিয়াসাত ডেইলি এবং ইন্ডিয়া টুডে’র প্রতিবেদনে তার মৃত্যুর কথা বলা হয়েছে। নির্ভরযোগ্য সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তবে টুইটারে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সিয়াসাত ডেইলি’র প্রতিবেদনে বলা হয়েছে, শাহজাদা মানসুর বিন মুকরিন নিহতের কয়েক ঘণ্টার মধ্যেই রাজপরিবারের কনিষ্ঠতম এ শাহজাদা নিহত হন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই)-এর সাবেক স্পেশাল এজেন্ট আল এইচ সৌফান তার নিহতের খবর নিশ্চিত করেছেন। টুইটারে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘আবদুল আজিজ-এর মৃত্যু সম্পর্কে নিশ্চিত হওয়া হওয়া গেছে। তার বয়স ছিল ৪৪ বছর। এর আগে সাবেক ক্রাউন প্রিন্সের পুত্র শাহজাদা মানসুর বিন মাকরিন’কে মৃত ঘোষণা করা হয়।’ এ টুইটে অবশ্য শাহজাদা আবদুল আজিজ বিন ফাহাদের মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’র খবরে বলা হয়েছে, খবর পাওয়া যাচ্ছে শাহজা...

মেট্রো রেল প্রকল্পে ব্যবহৃত হবে বসুন্ধরা সিমেন্ট

Image
বসুন্ধরা সিমেন্ট ও ইতালিয়ান-থাই কম্পানির মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ও আইটিডির প্রকল্প পরিচালক ইউচেন রুনগ্রুজিরাট। ছবি : কালের কণ্ঠ অ-   অ   অ+ দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বসুন্ধরা সিমেন্ট ও ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট পাবলিক কম্পানি লিমিটেডের (আইটিডি) মধ্যে একটি চুক্তি হয়েছে। এ চুক্তির আওতায় দুই লাখ টন বসুন্ধরা সিমেন্ট নেবে আইটিডি। এসব সিমেন্ট দেশের প্রথম মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নে ব্যবহার করা হবে। গতকাল শনিবার রাতে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ও আইটিডির প্রকল্প পরিচালক ইউচেন রুনগ্রুজিরাট। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে আইটিডির প্রকল্প পরিচালক ইউচেন রুনগ্রুজিরাট বলেন, ‘বাংলাদশের বসুন্ধরা সিমেন্ট আস্থার প্রতীক। বাজারে এর সুনাম ও সক্ষমতার কথা বিবেচনা করে এবং অনেক যাচাই-বাছাই করে আমরা বাংল...

ব্রাহ্মণবাড়িয়ায় ৪০ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক ২

Image
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ৪০ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে উপজেলার মরিচাকান্দি গ্রাম থেকে তাদেরকে আটক করা হলেও বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার নাজমুল আরেফিন পরাগ। আটকরা হলেন— ঝর্ণা বেগম (৫০) ও সুমন (২৪)। এরা সম্পর্কে মা-ছেলে। র‌্যাব কর্মকর্তা জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি গ্রামের নিজবাড়ি থেকে অভিযান চালিয়ে ঝর্ণা ও তার ছেলে সুমনকে আটক করা হয়। আটকরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় তদন্ত চলছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। ইত্তেফাক/এএম।

নিয়মিত কফি পানে দীর্ঘায়ু

Image
আমাদের দেশে কফির চেয়ে চা পানের প্রচলন বেশি। কিন্তু কফি পান দীর্ঘায়ু হতে সাহায্য করে এমন তথ্য বিশেষজ্ঞদের। আমেরিকান কেমিক্যাল সোসাইটির একটি গবেষণায় জানা গেছে, অসুস্থ মানুষের টোটকা হিসেবে কাজ করে ক্যাফেইন। ক্রনিক কিডনি ডিজিসে এই টোটকা ম্যাজিকের মতো কাজ করে। গবেষণায় আরো বলা হয়েছে, যারা নিয়মিত কফি পান করে তাদের কঠিন ব্যাধিতে আক্রান্ত হবার সম্ভাবনা সাধারণ মানুষের থেকে ২৪ শতাংশ কম। এছাড়া নিয়মিত কফি পান ডায়াবেটিস হবার সম্ভাবনা কমিয়ে দেয়। কফিতে অ্যান্টি অক্সিডেন্ট থাকে বলে এটি এন্টি এজিং-এর উপাদান হিসেবে অতুলনীয়। কফি শরীরের ফ্যাট রাখে যা শরীরে শক্তি যোগান দেয়। কফি বিষণ্ণতা কাটাতেও সাহায্য করে। লেখক : ত্বক, লেজার এন্ড এসথেটিক বিশেষজ্ঞ

গুগলের মার্চেন্ট একাউন্টে যুক্ত হলো বাংলাদেশ

Image
গুগল কর্তৃপক্ষ তাদের মার্চেন্ট একাউন্টে বাংলাদেশকে যুক্ত করেছে। গুগলের সাপোর্ট সেন্টার ‘লোকেশনস ফর ডেভেলপার অ্যান্ড মার্চেন্ট রেজিস্ট্রেশন’ বিভাগে মঙ্গলবার রাতে বাংলাদেশের নাম যুক্ত করা হয়। এর ফলে বাংলাদেশি অ্যান্ড্রয়েড ডেভলপাররা এখন থেকে ‘গুগল পে’তে অ্যাপ বিক্রি করতে পারবে। এদিকে, গুগলের ‘লোকেশনস ফর ডেভেলপার অ্যান্ড মার্চেন্ট রেজিস্ট্রেশন’ বিভাগে বাংলাদেশ যুক্ত হওয়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, গুগল বাংলাদেশের মোবাইল এপ্লিকেশন ডেভেলপারদের দীর্ঘদিনের দাবি পূরণ করায় তিনি আনন্দিত।  পলকের উদ্ধৃতি দিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী গত বছরের মার্চে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে সিনিয়র কাউন্সিলর উইলসন এল হোয়াইটের নেতৃত্বে গুগল কর্তৃপক্ষের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছিলেন। বৈঠকের অন্যতম এজেন্ডা ছিলো, বাংলাদেশের ডেভেলপাররা যেন মার্চেন্ট একাউন্ট করতে পারে, যা দিয়ে ইন-এপ্লিকেশন পেমেন্ট ও পেইড-এপ্লিকেশনপাবলিশ করা সম্ভব।  তিনি বলেন...

ববিতা এখন কানাডায়

Image
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ববিতা এখন কানাডায় অবস্থান করছেন। ছেলের সাথে সময় কাটাতে সেখানে গিয়েছেন। ববিতার একমাত্র ছেলে অনিক অন্টারি'র ওয়াটার ল্যু ইউনিভার্সিটিতে পড়ছেন। এই ফাঁকে কয়েকদিন সময় কাটালেন নায়ক রাজ-রাজ্জাকের মেজো ছেলে বাপ্পীর পরিবারের সাথে। টরন্টোস্থ বাপ্পীর বাসায় থাকেন এবং তাদের নিয়ে নায়গ্রা ফলস দেখতে যান। ববিতা ইত্তেফাককে বলেন, রাজ্জাক ভাইয়ের সাথে দীর্ঘকাল একসাথে কাজ করেছি, কত স্মৃতি তার সাথে। আমরা তো এক পরিবারের মতোই। তাই আমি তাদের সান্ত্বনা দিয়ে এবং সমবেদনা জানাতে এসেছি। আমরা দুইদিন খুব স্মৃতিকাতর হয়ে সময় কাটালাম। বাপ্পীও আমাকে পেয়ে খুব আবেগপ্রবণ হয়ে উঠে। ববিতা আরো বলেন, এবার টরন্টো ফোবানা থেকে নায়করাজ রাজ্জাককে মরণোত্তর সন্মাননা দেয়া হয়েছে। তাতে আমি খুব খুশি হয়েছি। ইত্তেফাক/জামান

মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে, মনে হচ্ছে অ্যাওয়ার্ড পেয়ে গেছি’

Image
জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালো থেকো’ মুক্তি পাচ্ছে ২২ ডিসেম্বর। ছবিটি প্রযোজনা করেছে টাইগার মিডিয়া। গত ঈদে ছবিটি মুক্তির কথা থাকলেও ব্যবসায়িক কারণে পিছিয়ে যায়। ছবিটি প্রযোজনা ও পরিবেশনা করছে দি অভি কথাচিত্র। নির্বাহী প্রযোজক হিসেবে আছেন জাহিদ হাসান অভি। ডিসেম্বর ছবিটি মুক্তি নিয়ে দারুণ উচ্ছ্বসিত চিত্রনায়িকা তানিন সুবহা।  ছবিটি নিয়ে তানিন সুবহা বলেন, আমি এতো বেশি এক্সাইটেড যে, ছবির মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে, আর মনে হচ্ছে আমি যেন কোনো অ্যাওয়ার্ড পেয়ে গেছি। এই ছবিটি আমার জন্য অনেক স্পেশাল। কারণ রাজু ভাইয়ের সাথে প্রথম কাজ করেছি, তানিন সুবহার আরও তিনটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। এরমধ্যে রয়েছে কামরুল কাজলের ‘অবাস্তব ভালোবাসা’, মুকুল নেত্রবাদির ‘দেমাগ’ জাভেদ জাহিদের ‘দুই রাজকন্যা’।  বর্তমানে গাজী জাহাঙ্গীরের ‘প্রেমের বাঁধন’, ইমদাদুল হক খানের ‘মন নিয়ে লুকোচুরি’, মিজানুর রহমান শামীমের ‘বীর বাঙ্গালী ও ‘দাদা গুরু দুর্গা দেধান’, জাভেদ জাহিদের ‘বিড়ঙ্গনা’, মুকুল নেত্রবাদির ‘রাজা রানির গল্প’, মির্জা সাখাওতের ‘স্বপ্ন যাত্রা’, রুবেল মাহমুদের ‘গল্পকার’ ছবির শুটিং নিয়...

চীনে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প

Image
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়া সফরকালে চীনে পৌঁছেছেন। দক্ষিণ কোরিয়া সফর শেষে বুধবার তিনি চীনের রাজধানী বেইজিং পৌঁছান। এ সময় চীনের প্রেসিডেন্ট শি জিন পিং বিমানবন্দরে তাকে স্বাগত জানান। জাপান সফরের মধ্য দিয়ে ১২ দিনব্যাপী এশিয়ায় চলমান মিশন শুরু করেন ট্রাম্প। সফরসঙ্গী হিসেবে স্ত্রী মিলেনিয়াও তার সঙ্গে রয়েছেন। চীন সফরে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি সংকট নিয়ে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে আলাপ করবেন ট্রাম্প। এছাড়া দুদেশের ব্যবসা বাণিজ্য উন্নয়ন সংক্রান্ত বিষয়েও দুদেশের মধ্যে আলোচনা হবে। চীন পৌঁছার আগে ট্রাম্প চাইনিজ প্রেসিডেন্ট শি জিন পিংয়ের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, রাজনৈতিক বিজয়ের পর আমি তার সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি। ইত্তেফাক/কেআই

প্রাণ বাঁচাতে সৌদি যুবরাজের ভরসা ইরান

Image
শিয়রে শমন। ঝুলছে মৃত্যুর খাঁড়া। তাই প্রাণ বাঁচাতে সৌদি রাজপরিবারের কয়েকজন যুবরাজ পালিয়ে ইরান চলে যেতে চেয়েছিলেন। সুন্নি আরবের চরম বিপক্ষে অবস্থানকারী শিয়া ইরান কি তাদের আশ্রয় দিতে চেয়েছিল? এমনই প্রশ্ন ওঠেছে বিভিন্ন মহলে। অসমর্থিত সূত্র থেকে একাধিক অন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুই রাজপুত্রের রহস্যজনক মৃত্যুর মাঝেই আরও রাজপুত্রের অন্তর্ধান ঘিরে জটিল হয়েছে পরিস্থিতি। ইরানে পালিয়ে গিয়েছেন সিংহাসনের আরও এক দাবিদার তুর্কি বিন মহম্মদ বিন ফাহাদ। তিনি প্রয়াত সৌদি বাদশা ফাহাদ বিন আবদুল আজিজ আল সৌদের বড় ছেলে। এমনিতেই ইরান বনাম সৌদি আরব দ্বন্দ্বে আড়াআড়ি বিভক্ত হয়ে আছে। সৌদি রাজপরিবারের অন্তর্দন্দ্ব সেই ফাটল আরও চওড়া করবে বলেই মনে করছে বিশেষজ্ঞরা। বিশেষ ক্ষমতাবলে আরব রাজপরিবারের অভ্যন্তরেই দুর্নীতি দমন অভিযান মধ্যেই নির্দেশ দেন বর্তমান যুবরাজ তথা দেশের ভবিষ্যৎ বাদশা মহম্মদ বিন সালমান। সেই নির্দেশের বলে ১১ জন যুবরাজ, একাধিক প্রাক্তন ও বর্তমান মন্ত্রী, নৌসেনা প্রধানকে বন্দি করা হয়েছে। এরপরেই আরব ছাড়তে হুড়োহুড়ি শুরু হয়েছে। সিংহাসনের পথ মসৃণ করতেই...

তিন প্রেমিককে হত্যাকারী সেই জাপানি নারীকে ফাঁসির আদেশ

Image
অনেক ভেবেচিন্তেই জাপানি সংবাদ মাধ্যম তার নাম দিয়েছিল 'ব্ল্যাক উইডো'। দেবে না-ই বা কেন, স্বভাবে-চরিত্রে এতটাই যার মিল...! 'ব্ল্যাক উইডো' নাম্নী কালো মেয়ে মাকড়সা বৈশিষ্ট্যে ভারি অদ্ভুত। একবার নিজের শারীরিক চাহিদা মিটে গেলে, সঙ্গীকে মেরে ফেলতে কুণ্ঠা করে না এতটুকু। বছর সত্তরের চিসাকো কাকেহিও তাই। অন্তত তিন প্রেমিককে প্রেমের ফাঁদে ফেলে, তাদের সঙ্গে ডেটিং করে, এরপর ভালোবাসায় আচ্ছন্ন করে এক পর্যায়ে খুন করেন। কপাল জোরে খালি বেঁচে গিয়েছেন চতুর্থ প্রেমিক। প্রেমিকার আড়ালে চিসাকো কাকেহির এই খুনে মানসিকতা প্রকাশ্যে আসার পরেপরেই জাপানের মিডিয়া তার নাম দিয়ে দেয় 'ব্ল্যাক উইডো। ' বিচারে দোষী সাব্যস্ত কাকেহিকে জাপানের এক আদালত মঙ্গলবার মৃত্যুদণ্ড সাজা দিয়েছে। জানা গেছে, ডেটিং সাইটের সাহায্যে বেছে বেছে ধনী ব্যক্তিদের প্রেমের জালে জড়াতের চিসাকো কাকেহি। তার প্রেমিকরাও তারই মতো, সত্তরের আশপাশে সবাই। এরপর সম্পদ অর্থকড়ি হাতিয়ে নিতেন এক পর্যায়ে প্রেমিককে বিষে না ফেরার দেশের টিকিট ধরিয়ে দিতেন। এমনকী নিজের স্বামীও রয়েছে এই তালিকায়। বিয়ের মাসখানেকের মাথায় ৭৫ বছর বয়সি স্বা...

বেইজিং পৌঁছেছেন ট্রাম্প

Image
এশিয়া সফরকালে চীনে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ কোরিয়া সফর শেষে বুধবার তিনি চীনের রাজধানী বেইজিং পৌঁছান। এ সময় চীনের প্রেসিডেন্ট শি জিন পিং বিমানবন্দরে তাকে স্বাগত জানান।  জাপান সফরের মধ্য দিয়ে ১২ দিনব্যাপী এশিয়ায় চলমান মিশন শুরু করেন ট্রাম্প। সফরসঙ্গী হিসেবে স্ত্রী মিলেনিয়াও তার সঙ্গে রয়েছেন। চীন সফরে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি সংকট নিয়ে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে আলাপ করবেন ট্রাম্প।  এছাড়া দুদেশের ব্যবসা বাণিজ্য উন্নয়ন সংক্রান্ত বিষয়েও দুদেশের মধ্যে আলোচনা হবে। বিডি প্রতিদিন/০৮ নভেম্বর ২০১৭/এনায়েত করিম

অতিরিক্ত ডিআইজি হলেন ৩৩ পুলিশ কর্মকর্তা

Image
পদোন্নতি দিয়ে ৩৩ পুলিশ সুপারকে অতিরিক্ত ডিআইজি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ অধিশাখার উপসচিব মো ইলিয়াস হোসেন স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশনা কার্যকর করা হয়। পদোন্নতিপ্রাপ্তরা হলেন— সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. রেজাউল করিম, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. হারুন-অর-রশিদ, ডিএমপির উপ-পুলিশ কমিশনার শেখ নাজমুল আলম, পুলিশ অধিদপ্তরের এআইজি গাজী মো. মোজাম্মেল হক, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মহাঃ আশরাফুজ্জামান, ঢাকা এসবির বিশেষ পুলিশ সুপার এ জেড এম নাফিউল ইসলাম, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আবুল ফয়েজ, পুলিশ অধিদপ্তরের এআইজি এস এম আক্তারুজ্জামান, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. ইমাম হোসেন, নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম, এসপিবিএন পুলিশ সুপার মো. হায়দার আলী খান, পুলিশ অধিদপ্তরের এআইজি মো. মনিরুল ইসলাম, এসবির বিশেষ পুলিশ সুপার মো. আজাদ মিয়া, পুলিশ অধিদপ্তরের এআইজি মো. মাহবুবুর রহমান ভুঁইয়া, ডিএমপির উপ-পুলিশ কমিশনার বেগম আতিকা ইসলাম, পুলিশ অধিদপ্তরের এআইজি রুহুল আমীন, সিলেটের (এসএমপি) উপ-পুলিশ বাসু দেব বনিক, সিএমপির উপ-পুলিশ কমিশনার মো. সুজায়েত ইসলাম, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. মোজা...

ভূমিকম্প অনুভূত

Image
রাজধানীসহ সারা দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৭।   ৪ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা রাজ্য থেকে ১৮ কিলোমিটার পূর্বে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার। ঢাকা থেকে ভূমিকম্প উৎপত্তিস্থলের দূরত্ব ছিল ৭২ কিলোমিটার পূর্বে। বিডি প্রতিদিন/০৮ নভেম্বর ২০১৭/আরাফাত

নর্থ সাউথের শিক্ষক সিজারকে পাওয়া যাচ্ছে না

Image
                                                    মুবাশ্বার হাসান সিজার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সহকারী অধ্যাপক মুবাশ্বার হাসান সিজারকে গতকাল মঙ্গলবার বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে রাতে খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোতাহার হোসেন। জিডি করার তথ্যের সত্যতা নিশ্চিত করেছে খিলগাঁও থানা। জিডি নম্বর ৪০৪। মুবাশ্বার হাসান সিজারের চাচা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) জ্যেষ্ঠ গবেষণা ফেলো মঞ্জুর হোসেন প্রথম আলোকে বলেন, গত ২৫ অক্টোবর কেউ একজন ছাত্র পরিচয় দিয়ে সিজারকে খুঁজতে বাসায় এসেছিল। সিজার তখন ছিলেন না। এরপর থেকেই সিজার নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন। পরে সিজার নিরাপত্তার জন্য বাসায় সিসি ক্যামেরাও স্থাপন করেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা বেলাল আহমেদ বলেন, গতকাল তিনি সমাজবিজ্ঞান অনুষদে খোঁজ নিয়ে জেনেছেন, মঙ্গলবার মুবাশ্বার হাসান ...

টেলিটকের সার্ভার থেকে তথ্য চুরি

Image
সরকারের মালিকানাধীন মোবাইল ফোন কোম্পানি টেলিটকের কেন্দ্রীয় তথ্যভান্ডার (সার্ভার) থেকে গ্রাহকের বায়োমেট্রিক নিবন্ধনের তথ্য চুরির অভিযোগে রংপুর ও ঢাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে সিআইডি। তাঁদের কাছ থেকে চুরি করা তথ্য দিয়ে নিবন্ধিত টেলিটকের ১ হাজার ১৭২টি সচল সিম কার্ড উদ্ধার করা হয়। তিনজনের মধ্যে দুজনকে রোববার রংপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন রংপুরে টেলিটকের কাস্টমার কেয়ার সেন্টারের সুপারভাইজার আহমেদ জাহিদ আনোয়ার (৩০) ও রংপুর সিটি করপোরেশনের কম্পিউটার অপারেটর মাহমুদুল হাসান মামুন (৩০)। তাঁদের কাছ থেকে চুরি করা তথ্য দিয়ে নিবন্ধিত ১ হাজার ১৫০টি সচল টেলিটকের সিম কার্ড উদ্ধার করা হয়েছে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার ঢাকার মতিঝিল থেকে ২২টি সিম কার্ডসহ সাইদুল শেখ (২২) নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়। সিআইডি জানায়, টেলিটকের নিবন্ধিত গ্রাহকের নাম-পরিচয়, জাতীয় পরিচয়পত্রের তথ্য থেকে শুরু করে আঙুলের ছাপ (বায়োমেট্রিক তথ্য) পর্যন্ত সার্ভার থেকে চুরি করেছে চক্রটি। এরপর সেই তথ্যগুলো দিয়ে সিম নিবন্ধন করে মোবাইল ব্যাংকিং (বিকাশ, রকেট ইত্যাদি) অ্যাকাউন্ট খোলার জন্য বাজারে বি...

এক মিনিট সময় থাকলে প্লিজ পড়ুন।

Image
এক মিনিট সময় থাকলে প্লিজ পড়ুন। . বর্তমান সময়ে চাকরী পাওয়া খুব কঠিন কাজ;আর চাকরী পাওয়া গেলেও তাতে পারিশ্রমিক কম।বড় সমস্যা হল তাতে ফুল টাইম কাজ করতে হয়।এজন্য যারা  স্টুডেন্ট তারা ফুল টাইম কাজ করে লেখাপড়া করতে পারে না। অনলাইন চাকরীর সুবিধা হল এটাতে তেমনভাবে সময় দিতে হয় না এবং যেকোনো স্থান থেকে করা যায়।এক কথায় এটা ভ্রাম্যমান চাকরী,যা কেউ করতে পারবে। . চাকরীর কিছু যোগ্যতা এবং রুলস:- একটা ভালো স্মার্ট ফোন লাগবে;পিসি হলে হবে না ইন্টারনেট সম্পর্কে ভালো ধারনা থাকতে হবে whatsapp ইউজ করা শিখতে হবে কারন চাকরীটা whatsapp এর দ্বারাই শিখনো হবে। . চাকরীর বেতন এবং ইনভেস্ট:- কোনো ইনভেস্ট লাগবে না কাজ শেখার পর অর্থাৎ ইনকাম হওয়ার পর আপনার কাছ থেকে চার্জ নেওয়া হবে আপনি যদি কাজটা শিখতে পারেন তবে বেতন দৈনিক ১০০০+ হবে . বিশেষ সুবিধা:- যতদিন পর্যন্ত কাজ না শিখতে পারবেন ততদিন পর্যন্ত আপনাকে বিরক্ত করা হবে ইনকাম না হওয়া পর্যন্ত আপনার কোনো চার্য লাগবে না। . সুতারাং চাকরী করার আগ্রহ থাকলে আমাদের whatsapp নামবার (+96555066131) এ JOB লিকে মেসেজ করুন। Source Source:  Amar Kanti Chakma  shared...