Posts

Showing posts from November 17, 2019

ট্রাম্প আটশ’কোটি ডলার দিতে চান জাপানকে

Image
জাপানকে ৮শ’ কোটি ডলার দিতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাপানে মার্কিন সৈন্য অবস্থানের জন্য এ বরাদ্দ দিচ্ছেন বলে জানা গেছে। ট্রাম্পের এমন ঘোষণার কারণে মিত্রদেশগুলোকে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর একটা চাপ হিসেবে দেখছেন অনেকে। খবর রয়টার্স এর। জানা গেছে, বর্তমানে জাপানে ৫৪ হাজার মার্কিন সৈন্য রয়েছে। ২০২১ সালের মার্চে তাদের অবস্থানের মেয়াদ শেষ হবে। গত জুলাইয়ে তৎকালীন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন এবং জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এশিয়া বিষয়ক পরিচালক ম্যাট পটিনগার জাপানের কর্মকর্তার কাছে প্রেসিডেন্টের প্রস্তাবের কথা জানিয়েছিলেন। তবে এটাকে অবাস্তব বলছে জাপান। ইতোমধ্যে জাপান অনেক বেশি অর্থ দিচ্ছে যুক্তরাষ্ট্রকে। এই রিপোর্টকে ভুল বলে উল্লেখ করেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী।  বিডি-প্রতিদিন/শফিক

১৫০ যাত্রী নিয়ে মাঝ আকাশে বিপাকে ভারতীয় বিমান, রক্ষা করল পাকিস্তান

Image
প্রতীকী ছবি বর্তমানে চরম বৈরী সম্পর্ক বিরাজ করছে ভারত ও পাকিস্তানের মধ্যে। জম্মুকাশ্মীরে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে সম্প্রতি উত্তেজনা ছড়িয়ে পড়ে এই দু’দেশের মধ্যে। এরপর ভারত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা দিলে চরমে পৌঁছে সেই উত্তেজনা। তবে চরম বৈরী সম্পর্কের মধ্যেও মাঝ আকাশে ১৫০ যাত্রী নিয়ে ভারতীয় একটি বিমান বিপাকে পড়লে সেটি রক্ষা করেছে পাকিস্তান। পাকিস্তান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তৎপরতায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় বিমানটি। প্রাণে বেঁচে যান বিমানের যাত্রীরা। বৃহস্পতিবার বিমানটি ভারতের জয়পুর থেকে ওমানের রাজধানী মাসকাটের দিকে উড়ে যাচ্ছিল। ভারতের সংবাদমাধ্যম আউটলুক জানায়, সেদিন পাকিস্তানের দক্ষিণ সিন্ধু প্রদেশে প্রাকৃতিক পরিবেশ ভাল ছিল না। ঘন ঘন বজ্রবিদ্যুৎ হচ্ছিল। করাচির আকাশসীমায় বিমানটি বজ্রবিদ্যুতের মুখে পড়ে। যার কারণে বিমানটি ৩৬,০০০ ফুট উচ্চতা থেকে ৩৪,০০০ ফুট উচ্চতায় নেমে আসে। এরপর পাইলট নিকটবর্তী বিমানবন্দরে জরুরি প্রটোকল মেনে বিপদ বার্তা পাঠায়। পাকিস্তানের বিমান পরিবহণ নিয়ন্ত্রক পাইলটের আহ্বানে সাড়া দিয়ে...

অগ্নি-২ ক্ষেপণাস্ত্রের রাত্রিকালীন সফল পরীক্ষা চালাল ভারত (ভিডিও)

Image
পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি-২ ক্ষেপণাস্ত্রের রাত্রিকালীন সফল পরীক্ষা চালানোর দাবি করেছে ভারত। শনিবার রাতে উড়িষ্যা উপকূলের বালেশ্বরে ডক্টর আবদুল কালাম দ্বীপ থেকে এ পরীক্ষা চালানো হয়।  খবর টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে ও দ্য হিন্দুর। প্রতিবেদনে বলা হয়েছে, শক্তিশালী এই ক্ষেপণাস্ত্রটি ২০০০ কিলোমিটার দূরত্বে শত্রুপক্ষের ওপর হামলা চালাতে সক্ষম। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি রাতের অন্ধকারে লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করছে কিনা তা নিশ্চিত হতে উচ্চক্ষমতাসম্পন্ন রাডারের ব্যাটারি, টেলিমেট্রি অবজারভেশন স্টেশন, ইলেকট্রো-অপটিক ইন্সট্রুমেন্ট এবং নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ মোতায়েন ছিল। আগের পরীক্ষাগুলো সফলভাবে শেষ হওয়ার পর ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত হয় পরমাণু অস্ত্র বহনে সক্ষম মাঝারি পাল্লার এই ক্ষেপণাস্ত্র। এবার রাত্রিকালীন পরীক্ষা সফলভাবে সম্পন্ন করল ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্রটি। এর আগে গত ২৮ আগস্ট গজনভি নামে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের রাত্রিকালীন পরীক্ষা চালায় পাকিস্তান। ভূমি থেকে ভূমিতে ন...

গণহারে লেজার কামান উৎপাদনের সিদ্ধান্ত ইরানের

Image
সামরিক শক্তিতে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে ইরান। দেশটির আকাশ প্রতিরক্ষায় বিপুলভাবে লেজার কামান তৈরির উদ্যোগ নিয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় । ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি শনিবার দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী জেনারেল কাসেম তাকিযাদেহর বরাতে এ তথ্য জানায়। এ ব্যাপার জেনারেল তাকিযাদেহ জানান, এ লেজার কামানের প্রযুক্তি অর্জনের পেছনে কাজ করেছে শত্রুপক্ষের ড্রোন ও ছোট ছোট আকাশযানের হুমকি থেকে দেশকে নিরাপদ রাখার বিষয়টি। গবেষণাগারে সফলভাবে এ প্রযুক্তির পরীক্ষা চালানোর পরিপ্রেক্ষিতে ইরান আকাশ প্রতিরক্ষায় এ প্রযুক্তি মোতায়েন করার জন্য লেজার কামানের গণহারে উৎপাদনের উদ্যোগ নিচ্ছে বলে জানান তাকিযাদেহ। উল্লেখ্য, এর আগে আগস্টে ইরান নিঃশব্দে চলা সামরিক আকাশযানের প্রতিরক্ষায় লেজার বিম ব্যবহার করে কামান তৈরির পরিকল্পনার কথা জানায়। বিডি প্রতিদিন/ ওয়াসিফ

তেলের দাম বাড়ায় ইরানজুড়ে বিক্ষোভ, নিহত ২

Image
ইরানে জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ। ছবি সংগৃহীত ইরান সরকার হঠাৎ পেট্রলের দাম বৃদ্ধি এবং সবার জন্য নির্দিষ্ট পরিমাণ পেট্রল বরাদ্দ করার রেশন ব্যবস্থা কার্যকর করার ঘোষণা দেয়ার পর থেকে সেদেশে বিক্ষোভ শুরু হয়েছে। এখন পর্যন্ত সংঘাতে অন্তত ২ জন মারা গেছে। পেট্রল থেকে ভর্তুকি উঠিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়ার পর শুক্রবার পেট্রলের দাম অন্তত শতকরা ৫০ ভাগ বৃদ্ধি পেয়েছে। দেশটির কর্তৃপক্ষ বলছে, তারা দরিদ্রদের জন্য অর্থ বরাদ্দ করার পরিকল্পনা থেকে পেট্রলের দাম বাড়িয়েছে। ২০১৫ সালে ওয়াশিংটন ইরান পরমাণু চুক্তি থেকে সরে আসার পর যুক্তরাষ্ট্র ইরানের ওপর নানারকম নিষেধাজ্ঞা আরোপ করার পর থেকে অর্থনৈতিকভাবে বেশ ভুগতে হচ্ছে ইরানকে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, শুক্রবার বিক্ষোভকারীরা জালানি মজুদ থাকা একটি গুদামে হামলা চালিয়ে আগুন জ্বালিয়ে দিতে চাইলে পুলিশের সাথে সংঘর্ষে একজন মারা যায়। সিরজান শহরের এই ঘটনা বাদেও বেহবাহান শহরে একজন মারা গেছে। এছাড়াও রাজধানী তেহরানসহ কেরমানশাহ, ইসফাহান, তাবরিজ, করদজ, শিরাজ, ইয়াজদ, বোশেহর ও সারি শহরে বিক্ষোভের খবর ...