Posts

Showing posts from July 12, 2019

দুই দিনের জন্য পর্যটকদের সাজেক ভ্রমণ বাতিলের অনুরোধ

Image
সাজেক, রাঙ্গামাটি। ছবি: সংগৃহীত রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে দুইদিনের জন্য ভ্রমণ বাতিল করতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছে স্থানীয় কটেজ মালিক সমিতি। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সাজেক কটেজ মালিক সমিতি। ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েকদিনের টানা বর্ষণজনিত কারণে যেকোনো সময় সাজেকের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার আশংকা থাকায় পর্যটকদের ঝুঁকিমুক্ত রাখতে ১২ থেকে ১৩ জুলাই পর্যন্ত পর্যটকদের ভ্রমণ বাতিলের অনুরোধ করেছে কটেজ মালিক সমিতি। আরও পড়ুন:   বন্যা মোকাবেলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: ত্রাণ প্রতিমন্ত্রী বিষয়টির সত্যতা নিশ্চিত করে সাজেকের কটেজ মালিক সমিতির সভাপতি সুবর্ণ দেব বর্মা বলেন, 'গত কয়েকদিনের প্রবল বর্ষণে আমরা সাজেক সড়কটি নিয়ে বেশ চিন্তিত আছি। যেকোনো সময় সড়কটি দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তাই পর্যটকদের ঝুঁকিমুক্ত রাখতে কটেজ মালিকদের পক্ষ থেকে ১২ ও ১৩ জুলাই দুইদিন ওই এলাকায় ভ্রমণ বাতিলের অনুরোধ জানানো হয়েছে।' ইত্তেফাক/জেডএইচডি

কিমকে উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান ঘোষণা

Image
কিম জং-উনকে আনুষ্ঠানিকভাবে দেশটির রাষ্ট্রপ্রধান এবং সেনাপ্রধান ঘোষণা করা হয়েছে। ছবি: রয়টার্স। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে আনুষ্ঠানিকভাবে দেশটির রাষ্ট্রপ্রধান এবং সেনাপ্রধান ঘোষণা করা হয়েছে। বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তির প্রস্তুতি হিসেবে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার নতুন সংবিধানে এ ঘোষণা দেওয়া হয়েছে। উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে দীর্ঘদিন ধরে শান্তিচুক্তির জন্য আহ্বান জানাচ্ছিল। ১৯৫০ থেকে ৫৩ সাল পর্যন্ত দুই কোরিয়ার মধ্যকার যুদ্ধ কোনো শান্তিচুক্তি ছাড়াই যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়ে যায়। এর ফলে দুই দেশের মধ্যে যে যুদ্ধের আবহ বজায় রয়েছে, তারও ইতি টানতে চাইছে উত্তর কোরিয়া। গতকাল বৃহস্পতিবার সরকারি গণমাধ্যম নায়িনারায় দেশটির নতুন সংবিধান প্রকাশিত হয়। সংবিধানে ২০১৬ সালে গঠিত শীর্ষ পরিচালনা পর্ষদ স্টেট অ্যাফেয়ার্স কমিশনের (এসএসি) চেয়ারম্যান কিম জং-উনকে ‘কোরিয়ার নাগরিকদের সর্বোচ্চ প্রতিনিধি’ বলা হয়। এর মধ্য দিয়ে তাঁকে রাষ্ট্রপ্রধান এবং সেনাপ্রধানের মর্যাদা দেওয়া হয়েছে। পূর্বের সংবিধানে কিম জং-উনকে সাধারণভাবে ‘শীর্ষ নেতা’ বলা হয়...

ত্রিভুবনে ফের রানওয়ে থেকে ছিটকে পড়লো বিমান

Image
বিমানটি পড়ে আছে। উদ্ধার করা হচ্ছে। ছবি: দ্যা হিমালায়ান নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে আবারো ছিটকে পড়েছে যাত্রীবাহী বিমান। শুক্রবার স্থানীয় সময় বেলা ১১টা ৫ মিনিটে ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি ছিটকে পড়ে। এতে দুই যাত্রী আহত হয়েছেন। বাকিরা সুস্থ আছেন। এক টুইট বার্তায় ইয়েতি এয়ারলাইন্স জানায়, এনওয়াইটি- ৪২২ ফ্লাইটটি নেপালের উত্তরাঞ্চল থেকে ৬৬ যাত্রী নিয়ে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। বিমানে ৬৬ যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৬৪ জন প্রাপ্তবয়স্ক। আর দুজন শিশু। তিনজন ছিলেন ক্রু। বিমানবন্দরের একজন কর্মকর্তা জানান, বিমানটি রানওয়ে থেকে ছিটকে ২০ মিটার ভেতরে চলে যায়। আরো পড়ুন:  ধোনির আউট নিয়ে আইসিসির মজা, খেপেছেন ভারতীয়রা বার্তা সংস্থা এএফপি জানায়, ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনার পর দেশটির একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। নেপালে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ফলে পিচ্ছিল রানওয়েতে অবতরণ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারনা করছে বিমানবন্দর ...

সিরিয়ার উত্তরাঞ্চলে ব্যাপক সংঘর্ষ, শতাধিক যোদ্ধা নিহত

Image
ফাইল ছবি সিরিয়ার উত্তরাঞ্চলে সরকারি বাহিনী ও জিহাদিদের মধ্যে ব্যাপক সংঘর্ষে একশোর বেশি যোদ্ধা নিহত হয়েছে। এদিকে অস্ত্রবিরতি চুক্তি সত্ত্বেও বিরোধীদের শক্ত ঘাঁটি এলাকায় সহিংসতা বেড়ে গেছে। বৃহস্পতিবার যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা একথা জানায়। খবর এএফপির। মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, বুধবার থেকে শুরু হওয়া সর্বশেষ সহিংসতায় আট বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের মধ্যে ছয়জন জিসর আল- শুঘুর শহরে সরকারি বাহিনীর বিমান হামলায় নিহত হয়। এই ছয়জনের মধ্যে এক শিশু রয়েছে। ব্রিটেন ভিত্তিক ওই মানবাধিকার সংস্থা জানায়, সেখানে বুধবার রাত থেকে শুরু হওয়া ব্যাপক যুদ্ধ ও বিমান হামলায় সরকারি বাহিনীর কমপক্ষে ৫৭ সদস্য এবং ৪৪ জিহাদি ও অনুগত বিদ্রোহী নিহত হয়েছে। পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আবদেল রাহমান বলেন, ‘ওই এলাকায় সরকারি বাহিনীর বিমান ও কামান হামলা অব্যাহত থাকায় সেখানে এখনো লড়াই চলছে। আরো পড়ুন :  পদ্মা সেতু নিয়ে গুজব রটানোয় চট্টগ্রামে যুবক গ্রেফতার জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এসব হামলার কঠোর নিন্দা এবং তিনি হাসপাতালসহ বেসামরিক নাগরিক ও বেসামরিক স্থাপনা রক্ষা ক...

নবীগঞ্জে বিপদসীমার ওপরে কুশিয়ারার পানি

Image
হবিগঞ্জ। ছবি: গুগল ম্যাপ থেকে হবিগঞ্জের নবীগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিবিয়ানা পাওয়ার প্ল্যান্টের নিকটবর্তী পারকুল এলাকায় নদীর বাঁধের মাত্র ১ ফুট নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। যে কোন সময় বাঁধ উপচে পাওয়ার প্ল্যান্ট আক্রান্ত হওয়ার আশংকা করছে পানি উন্নয়ন বোর্ড। ফলে শুক্রবার সকাল থেকে বাঁধের ওই স্থানে বালুর বস্তা ফেলে তা উঁচু করার চেষ্টা করা হচ্ছে। এ তথ্য জানিয়েছেন হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। তিনি বলেন, ‘আমিসহ পাউবোর জেলার কর্মকর্তারা সকাল থেকে নদীর তীরে অবস্থান করছি। সেখানে আমরা বাঁধ রক্ষার কাজ তদারকি করছি।’ আরও পড়ুন:  চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে শিশুসহ নিহত ২ জানা গেছে, ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুশিয়ারা নদীতে শুক্রবার সকাল থেকে পানি বাড়তে থাকে। দুপুরের পর পানি বিপদসীমার ওপরে চলে যায়। সন্ধ্যা ৬টায় নদীর পানি বিপদসীমার ৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ইত্তেফাক/নূহু