দুই দিনের জন্য পর্যটকদের সাজেক ভ্রমণ বাতিলের অনুরোধ

সাজেক, রাঙ্গামাটি। ছবি: সংগৃহীত
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে দুইদিনের জন্য ভ্রমণ বাতিল করতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছে স্থানীয় কটেজ মালিক সমিতি। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সাজেক কটেজ মালিক সমিতি।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েকদিনের টানা বর্ষণজনিত কারণে যেকোনো সময় সাজেকের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার আশংকা থাকায় পর্যটকদের ঝুঁকিমুক্ত রাখতে ১২ থেকে ১৩ জুলাই পর্যন্ত পর্যটকদের ভ্রমণ বাতিলের অনুরোধ করেছে কটেজ মালিক সমিতি।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে সাজেকের কটেজ মালিক সমিতির সভাপতি সুবর্ণ দেব বর্মা বলেন, 'গত কয়েকদিনের প্রবল বর্ষণে আমরা সাজেক সড়কটি নিয়ে বেশ চিন্তিত আছি। যেকোনো সময় সড়কটি দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তাই পর্যটকদের ঝুঁকিমুক্ত রাখতে কটেজ মালিকদের পক্ষ থেকে ১২ ও ১৩ জুলাই দুইদিন ওই এলাকায় ভ্রমণ বাতিলের অনুরোধ জানানো হয়েছে।'
ইত্তেফাক/জেডএইচডি
Comments