Posts

Showing posts from August 1, 2017
Image
প্রকাশ : ১ আগস্ট, ২০১৭ ০৮:৩১   অনলাইন ভার্সন আপডেট : ১ আগস্ট, ২০১৭ ১৩:৪৮   প্রিন্ট করুন  পুরুষদের স্তনের মধ্যে লুকিয়ে রয়েছে ভয়ানক রোগ অনলাইন ডেস্ক Currently 0/5 1 2 3 4 5 গড় রেটিং:  0 /5 (0 টি ভোট গৃহিত হয়েছে) পুরুষের স্তন! বিষয়টি অনেকে মজা করে উড়িয়ে দেন। কেউ বা বলেন অতিরিক্ত মোটা হাওয়ার কারণেই এই অবস্থা! কিন্তু আপনি কি জানেন ‘পুরুষদের স্তন’ বিষয়টির মধ্যে লুকিয়ে রয়েছে ভয়ানক রোগ। যার বিজ্ঞানসম্মত নাম গোইনোকোম্যাস্টিয়া। এ রোগের বিষয়ে কিছু তথ্য তুলে ধরা হলো। কোন কোন পুরুষের স্তনবৃন্তের ঠিক নীচে শক্ত টিশু তৈরি হয়। বেশ লম্বা হয় সেই টিশু। দুটি বৃন্তের নীচেই গজিয়ে ওঠে। ফলে শক্ত ও টাইট হওয়ার পরিবর্তে নরম হয়ে ওঠে বুক। সামনের দিকে ঝুলে আসে। দেখে মনে হয় নারীর মতোই দুটি স্তন। চিকিৎসা বিজ্ঞানে যাকে বলা হয় গাইনোকোম্যাস্টিয়া। ওয়েস্ট্রোজেন ও টেস্টোস্টেরন হরমোনের ভারসাম্য হারালে পুরুষের স্তনবৃন্তের নীচে টিশু তৈরি হতে পারে। নিষিদ্ধ ড্রাগ, ডাক্তারের প্রেসক্রাইব না করা ওষুধ খেলেও হতে পারে এই ধরণের রোগ। নারীর শরীরে ওয়েস্ট্রোজেন হ...
Image
আগামী বছরের গোড়াতেই ভারতের জোড়া চন্দ্রাভিযান সংবাদ সংস্থা ৩০ জুলাই, ২০১৭, ১৮:৩৫:৫০ | শেষ আপডেট: ৩০ জুলাই, ২০১৭, ১৯:৩২:০৯ 5.4K 11   চন্দ্রযান-২। থবি সৌজন্যে: ইসরো। ভারতের দু’-দু’টি চন্দ্রাভিযান হবে আগামী বছরের গোড়ার দিকেই। একটি ইসরোর ‘চন্দ্রযান-২’। অন্যটি টিম ইন্ডাসের চন্দ্রাভিযান। দু’টিই হবে দেশের মাটি থেকে। টিম ইন্ডাসের মহাকাশযানও চাঁদ মুলুকে রওনা হবে ইসরোর বানানো পিএসএলভি রকেটে চেপেই। আগে চাঁদের কক্ষপথে ২০০৮ সালে ইসরো পাঠিয়েছিল ‘চন্দ্রযান-১’। আর টিন ইন্ডাসের চন্দ্রাভিযানে একই সঙ্গে পাঠানো হবে অরবিটার, ল্যান্ডার ও রোভার। তার মানে, একটি কৃত্রিম উপগ্রহ তো চক্কর মারবেই চাঁদের কক্ষপথে, তার সঙ্গে চাঁদের মাটিতে নামানো হবে একটি ল্যান্ডার। চাঁদের মাটি পরীক্ষা করতে চষে বেড়ানোর জন্য পাঠানো হচ্ছে একটি রোভারও। আরও পড়ুন-  সৌরমণ্ডলের বাইরে এই প্রথম চাঁদ দেখল মানুষ ইসরো সূত্রের খবর, চাঁদে একই সঙ্গে অরবিটার, ল্যান্ডার ও রোভার পাঠানোর লক্ষ্যে ভারতের মহাকাশ গবেষণা সংস্থার বাণিজ্যিক শাখা ‘অ্যানট্রিক্স’-এর সঙ্গে ইতিমধ্যেই চুক্তি হয়...
Image
ডোভালের সঙ্গে কথা হচ্ছে জানজুয়ার, ইঙ্গিত দিলেন পাক রাষ্ট্রদূত সংবাদ সংস্থা নয়াদিল্লি ১ অগস্ট, ২০১৭, ১৮:৪৩:১৭ | শেষ আপডেট: ১ অগস্ট, ২০১৭, ১৮:৪৫:৩৩ 287   শীঘ্রই ভারত থেকে বিদায় নিচ্ছেন আবদুল বাসিত। নয়াদিল্লিতে এ বার নতুন হাইকমিশনার পাঠাচ্ছে ইসলামাবাদ। বিদায়ী রাষ্ট্রদূত ইঙ্গিত দিয়ে গেলেন, দু’দেশ ফের নিজেদের মধ্যে আলোচনা শুরু করতে সচেষ্ট হয়েছে। —ফাইল চিত্র। ভারত এবং পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে কথাবার্তা চলছে। দু’দেশের দুই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং নাসির খান জানজুয়া পরস্পরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। এমনটাই জানালেন নয়াদিল্লিতে নিযুক্ত বিদায়ী পাকিস্তানি হাইকমিশনার আবদুল বাসিত। দু’দেশের মধ্যে আলোচনা ঠিক কোন পর্যায়ে চলছে, দুই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে কবে কথা হয়েছে, সে বিষয়ে বিশদে কিছু জানাননি তিনি। তবে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর ইঙ্গিত, অতি সম্প্রতি অজিত ডোভালের সঙ্গে কথা হয়েছে নাসির খান জানজুয়ার। ভারত ও পাকিস্তান আবার আলোচনার টেবিলে আসতে পারে বলেও বাসিত আশা প্রকাশ করেছেন। আরও প...
Image
ডোকলাম: পশ্চিমী মিডিয়া পক্ষপাতদুষ্ট, বলল চিন সংবাদ সংস্থা বেজিং ১ অগস্ট, ২০১৭, ১৭:৪১:৪১ | শেষ আপডেট: ১ অগস্ট, ২০১৭, ১৭:৪২:৫১ 2K   ডোকলাম। -ফাইল চিত্র। ডোকলাম ইস্যুতে পশ্চিমী সংবাদমাধ্যমগুলি ভারতের প্রতি ‘পক্ষপাতদুষ্ট’। ভারত গণতান্ত্রিক দেশ বলেই ডোকলাম নিয়ে একটানা ভারতের পক্ষেই কথা বলে চলেছে পশ্চিমী সংবাদমাধ্যম। চিনা কমিউনিস্ট পার্টির মুখপত্র ‘গ্লো‌বাল টাইমস’-এর একটি সস্পাদকীয়তে মঙ্গলবার এই অভিযোগ করা হয়েছে। তাতে লেখা হয়েছে, ‘‘চিনের চেয়ে দুর্বল বলেই ভারত পশ্চিমী দুনিয়ার সহানুভূতি কুড়িয়ে নিতে পারছে’’। গত দু’-আড়াই মাস ধরে বেজিং যে সুরে অভিযোগটা করে চলেছে ভারতের বিরুদ্ধে, সেই একই সুর বেরিয়ে এসেছে চিনা কমিউনিস্ট পার্টির মুখপত্রের এ দিনের সম্পাদকীয়তে। লেখা হয়েছে, ‘‘ভারত অবৈধ ভাবে চিনের ভূখণ্ডে ঢুকে পড়েছে। আন্তর্জাতিক নিয়ম-বিধির পরোয়া না করে চিন ও ভূটানের মধ্যে চলা ‘আঞ্চলিক বিরোধে’ একতরফা ভাবে নাক গলিয়েছে। কিন্তু তার পরেও পশ্চিমী সংবাদমাধ্যমের কাছ থেকে সহানুভূতি কুড়িয়ে নিচ্ছে ভারত। পশ্চিমী সংবাদমাধ্যম ভারতকেই পরিস্থিতির শিকার ব...
Image
উ. কোরিয়ান সাবমেরিনের ‘অস্বাভাবিক’ কার্যকলাপ শনাক্তের দাবি যুক্তরাষ্ট্রের অনলাইন ডেস্ক ০১ আগষ্ট, ২০১৭ ইং ১২:১৫ মিঃ মার্কিন সামরিক বাহিনী জানাচ্ছে, তারা উত্তর কোরিয়ান বাহিনীর ব্যবহৃত সাবমেরিনের ‘অত্যন্ত অস্বাভাবিক’ কার্যকলাপ শনাক্ত করেছে। এ মাসের মধ্যেই দ্বিতীয়বারের মতো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরে এই ধরণের কার্যক্রমকে উত্তর কোরিয়ার পরবর্তী কোনো অস্ত্র পরীক্ষা হিসেবেও দেখছে তারা।  মার্কিন সংবাদ সংস্থা- সিএনএনকে সেদেশের এক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ‘উত্তর কোরিয়া এবার সাবমেরিন থেকেও অস্ত্র প্রয়োগের পরীক্ষা চালাতে যাচ্ছে। আমরা তাদের এমন কিছু কার্যকলাপ পর্যবেক্ষণ করেছি যাতে প্রতীয়মান হয় যে- তারা ডুবোজাহাজ থেকেই নতুন কোনো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের চেষ্টা চালাচ্ছে।’ ওই কর্মকর্তা আরো জানান, ‘আমরা  উত্তর কোরিয়ান ডুবোজাহাজের ইঞ্জিন চালু করতে দেখেছি। এমনকি পানির ওপরে ভাসমান অবস্থায় ওই ডুবোজাহাজের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের যন্ত্রাংশ থেকে বাষ্প ও ধোঁয়া ওঠতেও দেখেছি।’ ডুবোজাহাজটি সিনপো নেভাল শিপইয়ার্ডের কাছাকাছি স্থানে রাখা ছিল বলেও জানান তিনি। সিএনএন...
Image
কাশ্মীরে ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গি আবু দুজানা নিহত অনলাইন ডেস্ক ০১ আগষ্ট, ২০১৭ ইং ১৩:৫৭ মিঃ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জয়েন্ট অ্যান্টি টেরর অপারেশনে মোস্ট ওয়ান্টেড জঙ্গি আবু দুজানা নিহত হয়েছে। আবু দুজানা কাশ্মীরে অসংখ্য জঙ্গি হামলার জন্য দায়ী বলে ধারণা করা হয়, তার এনকাউন্টারের সময় পাথর ছুড়ে বিক্ষোভকারীদের দিকে পুলিশ গুলি ছুড়লে এক জন বেসামরিক ব্যক্তি নিহত হয়।   আবু দুজানার মৃত্যু ভারতীয় নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য হিসেবে গণ্য হচ্ছে।    জানা গেছে, আবু দুজানা পুলওয়ামার হাকিপোরা গ্রামে সহযোগী আরিফ হারারির সঙ্গে অবস্থান করছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা ভোর সাড়ে চারটার দিকে তার অবস্থান ঘিরে ফেলা হয়। পাকিস্তানে জন্ম নেয়া আবু দুজানা সেখানে তার স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তার আগের গতিবিধি অনুসরণ করে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ।   নিজস্ব সূত্রের বরাতে এনডিটিভি জানায়, নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা গুলি শুরু করে যার ফলে পাল্টা গুলি করে। নিরাপত্তা বাহিনী পরবর্তীতে বাড়িটি উড়িয়ে দেয়, তাদের দাবি আর কোনো উপায় ছিল না তাকে আটকানোর।...
Image
রূপপুরে ভারী যন্ত্রপাতি পরিবহনে নদী ড্রেজিংয়ে ৯৫৬ কোটি টাকার প্রকল্প ইত্তেফাক রিপোর্ট ০১ আগষ্ট, ২০১৭ ইং ১৯:২১ মিঃ নির্মাণাধীন রূপপুর পারমানবিক বিদ্যুত্ কেন্দ্রের ভারী যন্ত্রপাতি সমুদ্রবন্দর হতে পরিবহনের জন্য নৌ-পথ ব্যবহার করা হবে। এজন্য ‘মোংলা হতে চাঁদপুর-মাওয়া-গোয়ালন্দ হয়ে পাকশী পর্যন্ত নৌ-রুটের নাব্যতা উন্নয়ন’ শীর্ষক প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।   মঙ্গলবার শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলনকেন্দ্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে এই অনুমোদন দেয়া হয়েছে। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, রূপপুর পারমাণিবিক বিদ্যুত্ কেন্দ্রের ভারী মালামাল পরিবহন নিরাপদ ও সহজতর করার লক্ষ্যে চট্টগ্রাম ও মোংলা বন্দর হতে নৌ-পথে রূপপুর পর্যন্ত নদীর নাব্যতা উন্নয়ন ও সংরক্ষণ করাই প্রকল্পটির মূল উদ্দেশ্য। এ জন্য ব্যয় ধরা হয়েছে ৯৫৬ কোটি টাকা।   পরিকল্পনামন্ত্রী জানান, ভারত হয়ে যেসব বড় বড় নদী বাংলাদেশের নদীগুলোর সাথে যুক্ত হয়েছে সেগুলোকে ভারতে সাথে যৌথভাবে ড্রেজিং করার একটা খসড়া সিদ্ধান্ত হয়েছে।...
Image
ক্লান্তি মেটাতে এক গ্লাস বেদানার জুস কড়চা ০১ আগষ্ট, ২০১৭ ইং ১২:০৪ মিঃ   বেদানা কার না প্রিয়। ক্লান্তি মেটাতে এক গ্লাস বেদানার জুস সবারই পছন্দ। সেই সাথে বেদানার রয়েছে অসংখ্য ঔষধি গুণাবলি। চলুন জেনে নিই বেদানার উপকারিতা।      ১. ডাইরিয়ার সমস্যায় বেদানা খুবই উপকারী। দিনে দুই তিন বার বেদানার জুস খেতে পারলে এ সমস্যা থেকে অনেকাংশেই মুক্তি পাওয়া যায়। ২. শীতের সময় জ্বর, ঠাণ্ডা, কাশি থেকে বাঁচার জন্য বেদানার জুস খেতে পারেন। ৩. অজীর্ণ রোগের উপশমে বেদানার রস উপকারী। ৪. বমিভাব দূর করতে হলে মধু ও বেদানার রস সম পরিমাণে মিশিয়ে পান করুন। ৫. বেদানায় প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে, যার ফলে আপনার শরীরের কোলেস্টরেল নিয়ন্ত্রণে থাকে। ৬. হার্টে অক্সিজেন সরবরাহে ও রক্ত চলাচল ভালো রাখতে বেদানার রস উপকারী। গবেষণায় দেখা গেছে, তিন মাস প্রতিদিন এক কাপ করে বেদানার রস খেলে হার্টের মাসলে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি পায়। ৭. ফলিক অ্যাসিড, ভিটামিন-সি, সাইট্রিক অ্যাসিড ট্যানিন-সমৃদ্ধ বেদানা ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। ৮. প্রোস্ট্রেট ক্যান্সার ও স্কিন ক্যা...
Image
চুরি করতে এসে শ্যাম্পেন খেয়ে ঘুম! অনলাইন ডেস্ক ০১ আগষ্ট, ২০১৭ ইং ১৭:৫৭ মিঃ অস্ট্রেলিয়ায় এক ব্যক্তির বিরুদ্ধে দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করে শ্যাম্পেন খেয়ে ঘুমিয়ে পড়ার অভিযোগ তুলেছে পুলিশ। শুক্রবার পশ্চিম অস্ট্রেলিয়ায় এসপেরান্সে দুপুরে ঘটে এই ঘটনা।   জানা গেছে, ৩৬ বছর বয়সী ওই ব্যক্তি এক নারীর বাসায় দরজা ভেঙে প্রবেশ করে। এরপর ওই নারীর বাসায় থাকা ‘বেশ দামি’ শ্যাম্পেন খেয়ে তারই বিছানায় ঘুমিয়ে পড়ে। ওই নারী বাসায় এসে দেখে ওই চোর তার বিছানায় ঘুমিয়ে আছে। স্থানীয় পুলিশের সিনিয়র সার্জেন্ট রিচার্ড মুর বলেন, ওই নারী বাইরে এসে পুলিশকে ফোন করে জানায়। ঘটনাস্থলে ‍পুলিশ এসে দেখে ওই ব্যক্তি বেঘোরে ঘুমুচ্ছে।   ওই ব্যক্তিকে পরবর্তীতে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কারণ সে প্রচণ্ড মাতাল অবস্থায় ছিল। তার বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হচ্ছে। বিবিসি।   ইত্তেফাক/সাব্বির 
Image
সিদ্দিকুরকে চাকরি দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী অনলাইন ডেস্ক ০১ আগষ্ট, ২০১৭ ইং ১৭:৪৪ মিঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দৃষ্টিশক্তি হারাতে বসা তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানকে চাকরি দেয়া হবে।   তিনি বলেন, সিদ্দিকুর যাতে একটি চোখেও দেখতে পান সেজন্য চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা করছেন। উল্লেখ্য, সিদ্দিকুর রহমান চিকিৎসার জন্য বর্তমানে ভারতে অবস্থান করছেন।   জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎবার্ষিকী ও শোকের মাস আগস্ট উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।   ‘রোগীর সেবায় হই আরো যত্নবান’ থিম ধারণ করে বিশ্ববিদ্যালয় চত্বরে বঙ্গবন্ধুর ম্যূরালে শ্রদ্ধা নিবেদন, নার্সিং সেবার মানোন্নয়ন ও সকল ওয়ার্ডকে মডেল ওয়ার্ডে উন্নীতকরণের দৃঢ় শপথ এবং ‘চিকনগুনিয়া ২০১৭ : ঢাকা এক্সপেরিয়েন্স’ শীর্ষক সেমিনারের মধ্য দিয়ে বিএসএমএমইউ মাসব্যাপী এ কর্মসূচির আয়োজন করে। এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ ...
Image
ইউএনও তারিক সালমনকে মন্ত্রিপরিষদ বিভাগে বদলি অনলাইন ডেস্ক ০১ আগষ্ট, ২০১৭ ইং ১৫:৩১ মিঃ আলোচিত উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী তারিক সালমনকে মন্ত্রিপরিষদ বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব হিসেবে বদলি করেছে সরকার। বরগুনা সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্ব পালন করে আসা এই কর্মকর্তাকে বদলি করে মঙ্গলবার (১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আলিয়া মেহের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে।    তারিক সালমন বরিশালের আগৈলঝাড়ার ইউএনও থাকাকালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে ‘বঙ্গবন্ধুর ছবি বিকৃত করে ছাপিয়েছিলেন’ অভিযোগ করে বরিশাল জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ওবায়েদ উল্লাহ সাজু গত ৭ জুন মামলা করেন।   ওই মামলায় গত ১৯ জুলাই দুই ঘণ্টা হাজতবাসের পর জামিন পান তারিক সালমন। সে সময় আদালত প্রাঙ্গণে তাকে পুলিশের ধরে নেওয়ার ছবি প্রকাশ হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা হয়।   আগৈলঝাড়া উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশুদিবস-২০১৭ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় পুরস্...
Image
আলাদা হলো তোফা ও তহুরা, অবস্থা ‘স্বাভাবিক' ইত্তেফাক রিপোর্ট ০১ আগষ্ট, ২০১৭ ইং ১৫:০৭ মিঃ জোড়া লাগা যমজ শিশু তোফা ও তহুরাকে অস্ত্রপচারের মাধ্যমে আলাদা করা হয়েছে। ওই দুই শিশু স্বাভাবিক আছে বলে ঢাকা মেডিকেল সূত্রে জানা গেছে। তাদেরকে আলাদা করার পর দুটো অপারেশন থিয়েটারে রাখা হয়েছে। ডাক্তাররা দুই দলে ভাগ হয়ে কাজ করছেন। এই প্রক্রিয়া শেষ করতে আরও সময় লাগবে।   আজ দুপুর আড়াইটার দিকে অস্ত্রোপচারে অংশ নেওয়া বিভিন্ন বিভাগের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক সাংবাদিকদের এসব তথ্য জানান।   এর আগে হাসপাতালের পরিচালক মো. মিজানুর রহমান জানান, আজ মঙ্গলবার সকালে জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে এই অস্ত্রোপচার শুরু হয়।   ইত্তেফাক/এমআই  
Image
প্রকাশ : ১ আগস্ট, ২০১৭ ১১:২৮   অনলাইন ভার্সন আপডেট : ১ আগস্ট, ২০১৭ ১৩:৫৫   প্রিন্ট করুন  সৌদি জোটের অবরোধ চ্যালেঞ্জ করে বিশ্ব বাণিজ্য সংস্থায় কাতার অনলাইন ডেস্ক Currently 0/5 1 2 3 4 5 গড় রেটিং:  0 /5 (0 টি ভোট গৃহিত হয়েছে) সংগৃহীত ছবি নতুন করে দোহার উপর  বাণিজ্য অবরোধ  আরোপ করেছে সৌদি আরব ও তার সহযোগী তিন দেশ। আর তাদের এ অবরোধকে চ্যালেঞ্জ করে এবার বিশ্ব বাণিজ্য সংস্থায় বৃহৎ আকারে আইনি অভিযোগ করেছে কাতার। কাতারের বিশ্ব বাণিজ্য সংস্থার পরিচালক আলী আলওয়ালিদ আল-থানি জানান, সৌদি আরব, বাইরান ও সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে সোমবার এ অভিযোগ দায়ের করা হয়েছে। এতে সৌদিসহ তিন দেশের বিরুদ্ধে করা অভিযোগের ও প্রতিশোধমূলক বাণিজ্য অবরোধ নিষ্পত্তি করতে ৬০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে কাতার। অন্যথায় বিশ্ব বাণিজ্য সংস্থায় করা আইনি অভিযোগের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছে দেশটি। এদিকে, কাতারের দায়ের করা অভিযোগ বিষয়ে আগামী সপ্তাহে উদ্যোগী হতে পারে বিশ্ব বাণিজ্য সংস্থা। তবে অভিযোগের বিষয়ে এখনও সৌদি ও তার সহযোগীদের কোনো প...