Posts

Showing posts from July 30, 2018

বিশ্বকে নৌশক্তি দেখাল পুতিন

Image
রাশিয়ার নৌবাহিনী দিবসের কুচকাওয়াজে যুদ্ধজাহাজ পরিদর্শন করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: এএফপি সেন্ট পিটার্সবার্গের কাছে পানিতে ৪০টি যুদ্ধজাহাজ চালিয়ে নৌশক্তির প্রদর্শন করল রাশিয়া। দেশটির বার্ষিক নৌবাহিনী দিবস উপলক্ষে রোববার নৌ-কুচকাওয়াজের এ আয়োজন করা হয়। যুদ্ধট্যাংক বহনে সক্ষম নতুন উভচর জাহাজ, ডুবোজাহাজ, দূরনিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী জাহাজও প্রদর্শন করা হয়। সিএনএন ও এএফপির খবরে বলা হয়, রাশিয়ার নৌবাহিনীর চার হাজারেরও বেশি সদস্য কুচকাওয়াজে অংশ নেন। ৪০টি যুদ্ধজাহাজের মধ্য প্রথমবারের মতো পানিতে ভাসে রণতরি অ্যাডমিরাল গরশকভ। যুদ্ধজাহাজের ২৬টি ছিল নতুন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কুচকাওয়াজ পরিদর্শন করেন। এ বছরের মার্চে পুতিন ঘোষণা দিয়েছিলেন, তাঁর সামরিক বাহিনীতে নতুন এমন অস্ত্র যুক্ত হতে চলেছে, যা ন্যাটো জোটের প্রতিরক্ষাকে ‘অকার্যকর’ করে দিতে সক্ষম। তাঁর এ ঘোষণার কারণেই কুচকাওয়াজের দিকে মনোযোগ ছিল সবার। আর এ সুযোগে বিশ্বকে নিজের নৌশক্তি দেখিয়ে দিলেন পুতিন। ৪০টি যুদ্ধজাহাজ চালিয়ে বিশ্বকে নৌশক্তি দেখাল রাশিয়া। ছবি: তাস রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানায়, কুচ...

ফেসবুকে ভাইরাল : 'উই ওয়ান্ট জাস্টিস'

Image
বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদে বিমানবন্দর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে বিভিন্ন স্কুল-কলেজের শত শত শিক্ষার্থী। এসময় 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগানে মুখরিত হয়ে উঠে বিমানবন্দর সড়ক। বিক্ষোভরত শিক্ষার্থীদের হাতে বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার এবং ফেস্টুন দেখা যায়। তবে অধিকাংশ শিক্ষার্থীর ফেস্টুনে লেখা ছিল 'উই ওয়ান্ট জাস্টিস'।     সোমবার সকাল সাড়ে ৯টা থেকে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এসময় বিমানবন্দর সড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকাল ৪টায় আন্দোলনরত শিক্ষার্থীদের সরিয়ে দেয় পুলিশ। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। উল্লেখ্য, গতকাল কুর্মিটোলায় বাস চাপায় শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় আরও বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়।  বিডি প্রতিদিন/৩০ জুলাই ২০১৮/আরাফাত

মিয়ানমারের ভূমিধ্বসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৩

Image
মিয়ানমারের উত্তরাঞ্চলের খনি এলাকায় গত সপ্তাহের ভূমিধ্বসের পর রবিবার ২৩ টি লাশ উদ্ধার করা হয়েছে। দেশটির কচিন রাজ্যে এ ভূমিধ্বসে ২৭ জন নিখোঁজ হয়। সোমবার স্থানীয় ৭-ডে নিউজ একথা জানায়। উদ্ধার হওয়া এসব লাশের মধ্যে দু’টির পরিচয় পাওয়া যায়নি। হপাকান্ত খনি অঞ্চলে হওয়া এই ভূমিধ্বসের ঘটনায় এখনো চারজন নিখোঁজ রয়েছে। তাদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকালে শহরের উপকণ্ঠে সিক মু গ্রাম এলাকায় আয়িয়ার ইয়াদানার কোম্পানির একটি অব্যবহৃত খনি স্থলে ৯১.৪ মিটার উঁচু দেয়াল ভেঙ্গে পড়লে ব্যাপক ভূমিধ্বসের ঘটনা ঘটে। এদিকে গত ১৪ জুলাই এ অঞ্চলের সান-খার ও লন-খিন গ্রামে একই ধরনের ভূমিধ্বসের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৭ নিহত ও ৪৩ জন আহত হয়। বাসস। ইত্তেফাক/ জেআর