Posts

Showing posts from July 30, 2017
Image
স্ত্রীর শ্রাদ্ধেও বাড়ি যাননি তিনি ছেলেকে করেছেন ত্যাজ্য। বাবা কাশীবাসী। মা সেখানেই কলেরায় মারা গিয়েছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শেষ জীবন এ রকমই। গত কাল ছিল তাঁর মৃত্যুর ১২৬ বছর। সুমন্ত্র চট্টোপাধ্যায় ৩০ জুলাই, ২০১৭, ০০:০০:০০ | শেষ আপডেট: ৩০ জুলাই, ২০১৭, ০১:০১:৫১   ছবি: কুনাল বর্মণ সাল ১৮৭৫, তারিখ ৩১ মে। স্থান কলকাতা। গভীর রাত। অভিমানে ক্ষতবিক্ষত এক জন আমহার্স্ট স্ট্রিটের ৬৩ নম্বর বাড়িতে দোতলার একটি ঘরে বসে নিজের হাতে লিখছেন তাঁর ইচ্ছাপত্র বা উইল। তাঁকে শুধু তাঁর একমাত্র পুত্র বা পরিবার আহত করেনি, তাঁকে রক্তাক্ত করেছে তথাকথিত শিক্ষিত সমাজ, ইংরেজ শাসক, সেই শাসকদের করুণা-লোভী জমিদার শ্রেণির বাবু সম্প্রদায়, এমনকী তাঁর পরম আরাধ্যা জননী। মাত্র পঞ্চান্ন বছর বয়সেই উইল লিখছেন তিনি।   পঁচিশটি অনুচ্ছেদে সম্পূর্ণ এই উইল। এতে রয়েছে তাঁর নিজের সম্পত্তির তালিকা, পঁয়তাল্লিশ জন নরনারীকে নির্দিষ্ট হারে মাসিক বৃত্তি দেবার নির্দেশ। এর মধ্যে ছাব্বিশ জন তাঁর অনাত্মীয়। এ ছাড়াও ব্যবস্থা আছে দাতব্য চিকিৎসালয় ও মায়ের নামে স্থাপিত বালিকা বিদ্যালয়ে...
Image
বেজিংকে না চটাতে নির্দেশ প্রধানমন্ত্রী মোদীর অগ্নি রায় নয়াদিল্লি ৩০ জুলাই, ২০১৭, ০২:৫০:১৩ | শেষ আপডেট: ৩০ জুলাই, ২০১৭, ০৫:০৭:৫৫ 5.7K 25   চিন নিয়ে আর খুঁচিয়ে ঘা করার প্রয়োজন নেই বলে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেজিংয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের দৌত্যের মাধ্যমে ডোকলাম সঙ্কটের সমাধান সূত্র খোঁজার চেষ্টা শুরু করেছে মোদী সরকার। প্রধানমন্ত্রী তাঁর মন্ত্রিসভার সতীর্থ, সেনাপ্রধান, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক-সহ সংশ্লিষ্ট সবাইকে মুখে কুলুপ আঁটতে নির্দেশ দিয়েছেন। আলোচনার মাধ্যমে সঙ্কটমোচনের যে চেষ্টা শুরু হয়েছে তা যেন ভেস্তে না যায় সে ব্যাপারে প্রয়োজনীয় সতর্কতা নিচ্ছে বিদেশ মন্ত্রকও। কূটনৈতিক সূত্রের ব্যাখ্যা, এর আগে সেনাপ্রধান বিপিন রাওয়ত অথবা প্রতিরক্ষা মন্ত্রী অরুণ জেটলির চিন-বিরোধী গর্জনে পরিস্থিতি আরও ঘোরালো হয়েছে। ক্রমশ অনমনীয় হয়েছে চিনের মনোভাব। সে দেশের সরকারি মুখপত্রের মাধ্যমে প্রায় প্রতি দিন ভারতকে নিশানা করা হয়েছে তীব্র ভাবে। আপাতত অজিত ডোভালকে পাঠিয়ে বরফ গলানোর প্রক্রিয়া শুরু করেছে সাউথ ব্লক। সেপ্...
Image
রাশিয়া থেকে আসছে আরও ৪৮টি কপ্টার, চুক্তি চূড়ান্ত হওয়ার পথে সংবাদ সংস্থা ঝুকোভস্কি (রাশিয়া) ৩০ জুলাই, ২০১৭, ১৮:২০:৩৮ | শেষ আপডেট: ৩০ জুলাই, ২০১৭, ১৮:২৩:৫৭   ২০০৮ থেকে ২০১৬-র মধ্যে ১৫১টি নতুন এমআই-১৭ভি-৫ কপ্টার কিনেছে ভারত। এ বার আরও ৪৮টি কেনার তোড়জোড়। —ফাইল চিত্র। আরও একটি সামরিক চুক্তির তোড়জোড়। রাশিয়ার কাছ থেকে ৪৮টি এমআই-১৭ হেলিকপ্টার নিতে পারে ভারতীয় বাহিনী। কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে বলে রুশ অস্ত্র রফতানিকারী সংস্থার এক শীর্ষকর্তা জানিয়েছেন। এ বছরের শেষ দিকে চুক্তিতে সিলমোহর পড়তে পারে বলে মনে করা হচ্ছে। এমআই-৮ এবং এমআই-১৭ গোত্রের প্রায় ৩০০টি হেলিকপ্টার ভারতীয় বাহিনীর হাতে ইতিমধ্যেই রয়েছে। অত্যন্ত কম সময়ে বাহিনী, বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র এবং রসদ স্থানান্তরিত করতে এই হেলিকপ্টারের জুড়ি নেই। ৮০টি এমআই-১৭ভি-৫ হেলিকপ্টার কেনার জন্য ২০০৮ সালে রুশ সংস্থা রসবোরোনেক্সপোর্টের সঙ্গে চুক্তি করেছিল ভারত। ২০১৩-র মধ্যে সেই কপ্টারগুলি ভারতের হাতে চলে আসে। আরও ৭১টি এমআই-১৭ভি-৫ কেনার জন্য ২০১২-১৩ অর্থবর্ষে রুশ সংস্থাটির সঙ্গে চুক্তি হয়...
Image
প্রকাশ : ৩০ জুলাই, ২০১৭ ১৩:৩৮   অনলাইন ভার্সন আপডেট : ৩০ জুলাই, ২০১৭ ১৪:০৮   প্রিন্ট করুন  'মার ছক্কা' দিয়ে বড় পর্দায় হিরো আলমের অভিষেক অনলাইন ডেস্ক Currently 3.25/5 1 2 3 4 5 গড় রেটিং:  3.3 /5 (4 টি ভোট গৃহিত হয়েছে) ব্যতিক্রমী সব মিউজিক ভিডিও বানিয়ে আলোচনায় আসেন বগুড়ার ছেলে হিরো আলম। এবার বড় পর্দায় অভিষেক হচ্ছে তার। ছবির নাম 'মার ছক্কা'। বিষয়টি হয়তো হিরো আলম ভক্তরা বিশ্বাস করতে চাইবেন না। সিনেমার কাজ শেষ হয়ে গেছে। হিরো আলম এখন বড় পর্দায় নিজের অভিষেকের বিষয়ে অপেক্ষার প্রহর গুণছেন। অথচ হিরো আলম নিজেও বিষয়টি বিশ্বাস করতে পারছেন না। বড় পর্দায় অভিষেক বলে কথা! হিরো আলম বলেন, এটি আমার প্রথম চলচ্চিত্র। আমি কখনও কল্পনা করিনি যে আমি চলচ্চিত্রে কাজ করার সুযোগ পাব। এজন্য সত্যিই নির্মাতার কাছে কৃতজ্ঞ। আশা করি সবাই এই সিনেমাটি হলে গিয়ে দেখবেন। 'মার ছক্কা' ছবিটি পরিচালনা ও প্রযোজনা করেছেন পরিচালক মঈন বিশ্বাস। এতে আরও অভিনয় করেছেন রোহান, কোয়েল, ওমর সানী, অরুনা বিশ্বাস, আলেকজান্ডার বো, সাদেক বাচ্চু, রাবিনা বৃষ্টি, তন্দ্রা...
Image
প্রকাশ : ৩০ জুলাই, ২০১৭ ১০:৩৭   অনলাইন ভার্সন আপডেট : ৩০ জুলাই, ২০১৭ ১৪:৫০ Share প্রিন্ট করুন  রাতে গোসলের উপকারিতা অনলাইন ডেস্ক Currently 0/5 1 2 3 4 5 গড় রেটিং:  0 /5 (0 টি ভোট গৃহিত হয়েছে) অনেকে প্রায়ই বলে থাকেন রাতে কিছুতেই ভালো ঘুম হয় না, কিংবা ঘুম আসতে দেরি হয়। নানা রকম চেষ্টাতেও লাভ হয় না। ঘুমের সমস্যার থেকে মুক্তি পাওয়ার একটি অতি সহজ উপায় রয়েছে। সেটি হল রাতে গোসল। গোসল শুধুমাত্র ভালো ঘুমের ওষুধই নয়, এর রয়েছে অনেক সুফল। • সারাদিনের ক্লান্তি দূর করতে যেমন গোসলের জুড়ি নেই, তেমনই ত্বকের জন্যেও গোসল পারফেক্ট। রাতে ঘুমাতে যাওয়ার আগে গোসল করলে ত্বকের উপর জমে থাকা ময়লা পরিষ্কার হয়ে যায়। বেশি রিফ্রেশ লাগে দিন শেষে। • প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে বেশ খানিকটা সময় নিয়ে গোসল করতে পারলে তার প্রভাব পড়ে আপনার ব্লাড প্রেশারেও। গোসল স্ট্রেস কমানোর পাশাপাশি আপনার রক্তচাপও কমাতে সাহায্য করে। বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন
Image
প্রকাশ : ৩০ জুলাই, ২০১৭ ১২:১৮   অনলাইন ভার্সন আপডেট : ৩০ জুলাই, ২০১৭ ১৭:১৪ Share প্রিন্ট করুন  চীনা সেনাদের যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন শি জিনপিং অনলাইন ডেস্ক Currently 5.00/5 1 2 3 4 5 গড় রেটিং:  5.0 /5 (1 টি ভোট গৃহিত হয়েছে) আন্তর্জাতিক মহলে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে ভারত-চীন। আর তারই জের ধরে চীনা সেনাদের সতর্ক করে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রেসিডেন্ট শি জিনপিং। যুদ্ধকে মাথায় রেখে আরো শক্তিশালী সেনাদল গঠন করার কথাও তিনি বলেছেন বলে জানা গেছে। প্রসঙ্গত, আগামী ১ অগাস্ট চীনা সেনা তাদের ৯০তম প্রতিষ্ঠা দিবস পালন করতে চলেছে। ১০০০বর্গ কিলোমিটারেরও বেশি স্থান জুড়ে রয়েছে তাদের সবথেকে বড় ট্রেনিং বেস। ডোকালাম নিয়ে ভারত-চীন সমস্যার মধ্যেই পালিত হবে চীনা সেনাদের এই প্রতিষ্ঠা দিবস। সম্প্রতি পিএলএ এক বার্তা দেয়, ডোকালামে আরো চীনা সেনা মোতায়েন করা হবে। যার সমর্থনে কথা বলেন চীনের প্রতিরক্ষা মন্ত্রকের উচ্চপদস্থ কর্ণেল য়ু কিয়ান। বিডি-প্রতিদিন/৩০ জুলাই, ২০১৭/ওয়াসিফ
Image
প্রকাশ : ২৯ জুলাই, ২০১৭ ১১:৩৭   অনলাইন ভার্সন আপডেট : ২৯ জুলাই, ২০১৭ ১২:৫০ Share প্রিন্ট করুন  সৌদিতে এক বাংলাদেশি হাজীর মৃত্যু অনলাইন ডেস্ক Currently 0/5 1 2 3 4 5 গড় রেটিং:  0 /5 (0 টি ভোট গৃহিত হয়েছে) প্রতীকী ছবি সৌদি আরবের মক্কা নগরীতে খন্দকার এ আর ইউসুফ (৭৮) নামে এক বাংলাদেশি হাজীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মক্কা হজ মিশনের হজ আইটি হেল্প ডেস্কের তথ্য অনুয়ায়ী, শুক্রবার সৌদি আরবের মক্কা মোকাররমায় ইউসুফ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার বাড়ি নেত্রকোনা জেলার সদর উপজেলায়। তার পাসপোর্ট নম্বর- বিএম ০৯২৩২৫৩। বিডি প্রতিদিন/২৯ জুলাই ২০১৭/হিমেল
Image
Image
Image
প্রকাশ : ২৯ জুলাই, ২০১৭ ২২:৪৫   অনলাইন ভার্সন আপডেট : ২৯ জুলাই, ২০১৭ ২২:৫৮   প্রিন্ট করুন  দালাই লামার সফর বাতিল না করলে বিনিয়োগ বন্ধ: চীন অনলাইন ডেস্ক Currently 5.00/5 1 2 3 4 5 গড় রেটিং:  5.0 /5 (1 টি ভোট গৃহিত হয়েছে) আফ্রিকার দারিদ্র কবলিত দেশ বতসোয়ানায় তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামাকে ঢুকতে দিলেই ক্ষতি হবে। তার সফর বাতিল করা হোক। আর সফর বাতিল না করা হলে দেশটিতে বিনিয়োগ বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছে চীন। বতসোয়ানায় যত বিদেশি বিনিয়োগ হয় তার বৃহত্তম অংশীদার হল চীন। ফলে বেজিংয়ের হুমকি চিন্তিত সে দেশের সরকার।   চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং জানিয়েছেন, কোনও অবস্থায় দালাই লামার সফর মেনে নেওয়া হবে না। আগামী মাসে চতুর্দশ দালাই লামার বতসোয়ানা সফর সূচি নির্ধারিত। রাজধানী গ্যাবোর্নিতে মানবাধিকার সংক্রান্ত একটি সম্মেলনে তার ভাষণ দেওয়ার কথা। আগামী ১৭-১৮ অগাস্ট তিনি এই দেশেই থাকবেন। সফরে বতসোয়ানার প্রেসিডেন্টের সঙ্গে করার কথা রয়েছে। এরই মধ্যে চীন সরকারের হুমকিতে ছড়িয়েছে চাঞ্চল্য...
Image
সেরা বাঙালি’ পুরস্কার পেলেন মাশরাফি ও জয়া তারিক হাসান, কলকাতা প্রতিনিধি ৩০ জুলাই, ২০১৭ ইং ০৮:৩১ মিঃ   দুজনেই নিজের নিজের জগতের দিকপাল। একজন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক। আরেকজন জয়া আহসান। বাংলাদেশের নামকরা অভিনেত্রী। সেরার সেরা হয়েছেন চিরতরুণ অভিনেতা, সকলের প্রিয় সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর হাতে পুরস্কার তুলে দিলেন কবি শঙ্খ ঘোষ।   মাশরাফির কথা কে না জানেন। শুধু বাংলাদেশ নয়, তাঁর খেলার ভক্ত এপার বাংলা মানে পশ্চিমবঙ্গের জনতাও। মাঠে তিনি নামলেই ঝড় ওঠে বাঙালির মনে। ক্রিকেট ক্ষেত্রে অবদানের জন্য তাঁকে দেওয়া হলো আনন্দবাজার গ্রুপের টিভি চ্যানেল এবিপি আনন্দের পক্ষ থেকে ‘সেরা বাঙালি’ পুরস্কার। গতকাল শনিবার তাঁর হাতে পুরস্কার তুলে দেন ভারতের মহিলা ক্রিকেট দলের নিয়মিত সদস্য, পশ্চিমবঙ্গের মেয়ে ঝুলন গাঙ্গুলি।   একই বিষয় প্রযোজ্য জয়া আহসানের ক্ষেত্রেও। শুধু বাংলাদেশ নয় তাঁর অভিনয়ের ভক্ত এপার বাংলায়ও। কলকাতায় সিনেমায় তিনি নিয়মিত অভিনয় করছেন। কোনও সিনেমায় জয়া আহসান আছেন শুনলে দর্শকরা হল মুখো হচ্ছেন। হাউসফুল হয়ে যাচ্ছে।   পুরস্কার পে...