Posts

Showing posts from March 23, 2019

ফুঁ দিয়ে কণা ওড়াচ্ছে, মেঘ দিয়ে মুখ ঢাকছে বেন্নু! দেখল নাসার যান

Image
গ্রহাণু ‘বেন্নু’। ছবি- নাসা কাউকেই তার মুখ দেখাতে চায় না  ‘ বেন্নু ’ । পাছে চট করে কেউ দেখে না ফেলে তাকে, তাই মেঘ দিয়ে তার মুখ ঢেকে রাখে বেন্নু। পৃথিবীর খুব কাছাকাছি থাকা একটি গ্রহাণু বা অ্যাস্টারয়েড। আগামী ২০০ বছরের মধ্যে এই বেন্নুরই আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে পৃথিবীর বুকে। তার মাটি তুলে আনবে বলে, নাসা ওই ‘ঘাতক’ গ্রহাণুর মুলুকে পাঠিয়েছিল একটি মহাকাশযান। ‘ওসিরিস-রেক্স’। সেই মহাকাশযানই জানাতে পেরেছে বেন্নুর এই ‘মুখরক্ষা’র কৌশল।  নাসার মহাকাশযান জানিয়েছে, ফুঁ দিয়ে তার পিঠ থেকে ছোট ছোট কণাদের মহাকাশে উড়িয়ে দিচ্ছে বিশাল ওই গ্রহাণু বা অ্যাস্টারয়েড। আর সেই উড়ে যাওয়া কণারা তৈরি করছে ঘন মেঘ। সেই মেঘেই নিজের মুখ ঢাকছে গ্রহাণু ‘বেন্নু’। কেন গ্রহাণু বেন্নুতে অভিযান, দেখুন ভিডিয়ো অতীতে যে অনেক বড় বড় ধাক্কা সামলাতে হয়েছে তাকে, বিশাল বিশাল উল্কা যে তার পিঠে আছড়ে পড়ছে বহু বার, ওসিরিস-রেক্স জানিয়েছে, বেন্নু আজও তার ‘স্মৃতিচিহ্ন’ বয়ে চলেছে। অসম্ভব রুখুসুখু বেন্নুর গোটা পিঠ। এতটাই উঁচু-নিচু, এতটাই আঁকাবাঁকা, এতটাই উথালপাতাল তার বুকে যে তার মাটি তুলে আন...

প্রধানমন্ত্রীকে ডাকসুর আজীবন সদস্য করার প্রস্তাব

Image
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসেদের (ডাকসু) আজীবন সদস্য করার প্রস্তাব করা হয়েছে। ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক শাহরিমা তানজিনা অর্ণি শনিবার ডাকসুর প্রথম কার্যকরী সভায় প্রস্তাবটি উত্থাপন করলে তাতে আপত্তি জানান ডাকসুর ভিপি নুরুল হক নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেন। এই দুজন ছাড়া ডাকসুর বাকি সদস্যরা এ প্রস্তাবে সমর্থন দেন। প্রস্তাবে আপত্তি জানিয়ে নুরুল হক নুর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সম্মানিত ব্যক্তি। এই বিতর্কিত নির্বাচনের মাধ্যমে যে ডাকসু, সেখানে তার মতো সম্মানিত ব্যক্তিকে সদস্য করা ঠিক হবে না। তার কথার সঙ্গে একমত প্রকাশ করেন সমাজসেবা সম্পাদকও। এ বিষয়ে জিএস গোলাম রাব্বানী বলেন, যেখানে অধিকাংশ সদস্য মত দিয়েছেন সেখানে একজনের আপত্তি গ্রহণযোগ্য নয়। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

নির্বাচনে দেব আর ভারতীর লড়াই

Image
দেব জমে উঠেছে  পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচন । নির্বাচনী ময়দানে প্রার্থীরা নেমে পড়েছেন। জয় নিয়ে বিভিন্ন দলের প্রার্থীদের মধ্যে চলছে পাল্টাপাল্টি চ্যালেঞ্জের লড়াই। পশ্চিমবঙ্গে এবার  তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  ৪২ জন প্রার্থীর মধ্যে পাঁচজন তারকা প্রার্থী দাঁড় করিয়েছেন। তাঁরা হলেন দেব, শতাব্দী রায়, মুনমুন সেন, মিমি চক্রবর্তী ও নুসরত জাহান। তৃণমূল এই পাঁচ আসনে জয় নিয়ে নিশ্চিত। তবে সাধারণ মানুষের মধ্যে সংশয় রয়েছে। তাঁরা মনে করছেন, ২০১৪ সালে তারকা প্রার্থীরা যেভাবে সহজ জয় পেয়েছিলেন, এবার তা নাও হতে পারে। তারকা প্রার্থীরা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতা বলেছেন, ভোটাররা তারকা প্রার্থীদের কথা শুনবেন। কিন্তু ভোট দেবেন বিজেপিকে। তাঁরা জানেন, দিল্লিতে সরকার গড়তে হলে চাই বিজেপিকে। কংগ্রেস অত দূর যেতে পারবে না। আর তৃণমূলের তো কথাই নেই। তারা তো পশ্চিমবঙ্গে সীমাবদ্ধ। তৃণমূলের এই তারকা প্রার্থীদের মধ্যে রয়েছেন বাংলা সিনেমার নায়ক দেব। আসল নাম দীপক অধিকারী। তিনি ২০১৪ সালে প্রথম লোকসভা নির্বাচনে অংশ নেন। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল আসন থেক...

ওবায়দুল কাদের সুস্থ আছেন: চিকিৎসক

Image
ওবায়দুল কাদের। ছবি: বাসস সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন। তাঁর এন্ডো ট্রাকিয়াল টিউব খুলে ফেলা হয়েছে এবং আস্তে আস্তে ঘুমের ওষুধ কমিয়ে আনা হচ্ছে। সিঙ্গাপুরে অবস্থানরত ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক এবং নিওরোলজিস্ট অধ্যাপক ডা. আবু নাসার রিজভী শনিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা) মেডিকেল বোর্ডকে উদ্ধৃত করে পরিবারের সদস্য ও অন্যদের এ তথ্য জানান।  টিউব খোলার পর ডা. রিজভীর সঙ্গে ওবায়দুল কাদেরের কথা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।  বুধবার মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে।  এ সময় হাসপাতালের লবিতে ওবায়দুল কাদেরের সহধর্মিণী ইসরাতুন্নেসা কাদের, সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, ছোট ভাই আবদুল কাদের মীর্জাসহ তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

কিমকে ‘ব্যাপক পছন্দ’ ট্রাম্পের, তাই নিষেধাজ্ঞা প্রত্যাহার!

Image
গত বছর ট্রাম্প বলেছেন, কিমের প্রেমে পড়েছেন তিনি। ছবি: সংগৃহীত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার ওপর আন্তর্জাতিক চাপ জোরদারে তার নিজ দেশের অর্থ বিভাগের আরোপ করা নিষেধাজ্ঞা শুক্রবার আকস্মিক বাতিলের ঘোষণা দিয়েছেন। খবর এএফপি’র। টুইটারে দেয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ‘মার্কিন অর্থ বিভাগের আজকের ঘোষণায় বলা হয় যে অতিরিক্ত কঠোর নিষেধাজ্ঞা উত্তর কোরিয়ার ওপর ইতিমধ্যে বিদ্যমান নিষেধাজ্ঞাগুলোর সাথে যুক্ত করা হবে। এসব অতিরিক্ত নিষেধাজ্ঞা আমি আজ প্রত্যাহার করে নেয়ার নির্দেশ দিয়েছি।’ তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, প্রেসিডেন্টের টুইটার বার্তায় ভবিষ্যতের যে অবরোধের কথা বলা হয়েছে তা এষনও ঘোষিত হয়নি। আগামী কয়েকদিনের মধ্যে তা ঘোষিত হওয়ার কথা রয়েছে। প্রেসিডেন্টের নারী মুখপাত্র সারাহ স্যান্ডার্স বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে পছন্দ করেন এবং তিনি মনে করছেন না যে এসব অবরোধের দরকার আছে। আরো পড়ুন:  ‘ইসলাম গ্রহণ করবেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট’ এছাড়া গত বছর ট্রাম্প বলেছেন, কিমের প্রেমে পড়েছেন তিনি। ইত্...

সন্ত্রাস ও হিংসা মোকাবেলায় একসঙ্গে কাজ করতে পাকিস্তানকে আহ্বান মোদির

Image
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: সংগৃহীত পাকিস্তানের গণতান্ত্রিক দিবস বা জাতীয় দিবস উপলক্ষ্যে প্রতিবেশী পাকিস্তানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির শুভেচ্ছা গ্রহণ করে তাকে ধন্যবাদও জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার (২৩ মার্চ) এক রকম কূটনৈতিক শিষ্টাচার মেনে পাকিস্তানকে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদি। পাকিস্তানের গণতান্ত্রিক দিবসে সন্ত্রাসবাদ ও হিংসা মোকাবেলায় দুই দেশের সকলকে একসঙ্গে কাজ করার আহ্বানের পাশাপাশি এক টুইটার বার্তায় মোদি লেখেন, 'পাকিস্তানের জাতীয় দিবসে সকল পাক নাগরিককে জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। উপমহাদেশের মানুষের এই মুহূর্তে উচিত গণতন্ত্র বাঁচাতে এবং শান্তি ও উন্নতির জন্য হাতে হাত মিলিয়ে কাজ করা'। একই সঙ্গে সন্ত্রাস ও হিংসা মোকাবিলায় এ অঞ্চলের সবাইকে একসঙ্গে কাজ করার বার্তাও দেন মোদি। আরও পড়ুন:   ওবায়দুল কাদের শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ এদিকে মোদির পাঠানো শুভেচ্ছার জবাব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। অপর একটি টুইট বার্তায় তিনি তা...

মোদি বড়লোক ও চোরদের চৌকিদার: রাহুল

Image
ভারতের কংগ্রেস দলীয় সভাপতি রাহুল গান্ধী। ফাইল ছবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধারণ মানুষদের নয় বরং অনিল আম্বানি-নীরব মোদীর মতো মতো ধনী, দুর্নীতিবাজ, ও চোরদের চৌকিদার। এমন মন্তব্য করেছেন ভারতের কংগ্রেস দলীয় সভাপতি রাহুল গান্ধী। পশ্চিমবঙ্গের মালদহে লোকসভা নির্বাচন সামনে রেখে আয়োজিত জনসভায় এই কথা বলেন তিনি। উল্লেখ্য লোকসভা নির্বাচনে জিততে চৌকিদার ক্যাম্পেইন শুরু করেছেন বিজেপি। রাহুল বলেন, ‘প্রধানমন্ত্রী সারা দিন মিথ্যা কথা বলেন। প্রথমে বললেন আমি চৌকিদার, প্রধানমন্ত্রী নই। এখন বলছেন দেশের সবাই চৌকিদার। মোদীজি, সবার বাড়িতে চৌকিদার থাকে না। আপনি অনীল আম্বানি, মেহুল চোকসি আর নীরব মোদীর মতো বড়লোক ও চোরদের চৌকিদার। দেশ ভক্তির কথা বলেন আর ভারতের ৩০ হাজার কোটি টাকা অনীল আম্বানিদের টাকা পাইয়ে দেন।’ রাহুল সমালোচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। বলেন, ‘মমতাজি বাংলায় কর্মসংস্থানের ব্যবস্থা করেননি। কৃষকদের জন্য কিছু করেননি। একজন ব্যক্তির জন্য সরকার পরিচালিত হয়। আর অন্যদিকে প্রধানমন্ত্রী আচমকা একদিন রাতে ভাবলেন তাঁর ৫০০ এবং হাজার টাকার নোট পছন্দ নয়। তাই বাতিল ক...

সংসদে লুকিয়ে চকলেট খেয়ে ক্ষমা চাইলেন ট্রুডো!

Image
পার্লামেন্টে ভোটাভুটির সময় লুকিয়ে চকলেট খাচ্ছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ভেবেছিলেন কারও নজরে পড়বেন না। কিন্তু তার ধারণা ভুল হয়েছে। ট্রুডোর চকলেট খাওয়া প্রথম নজরে আসে কনজার্ভেটিভ সংসদ সদস্য স্কট রিডের। এরপরই তিনি স্পিকারের কাছে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে ভরা পার্লামেন্টে সবার সামনে উঠে দাঁড়িয়ে ঘটনার জন্য ক্ষমা চান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কারণ, পার্লামেন্ট হাউসে বসে লুকিয়ে চকলেট বা অন্য কোনও কিছু খাওয়া আইনত নিষিদ্ধ। আর এই নিয়ম লঙ্ঘনের কারণেই তিনি স্পিকারের কাছে ক্ষমা চান। এসময় স্পিকারের উদ্দেশে ট্রুডো বলেন, আসলে আমার কাছে একটা চকলেট বার ছিল। সেটাই খাচ্ছিলাম। এজন্য আমি ক্ষমাপ্রার্থী। বিডি প্রতিদিন/হিমেল

চীনের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের মহড়া যুক্তরাষ্ট্রের

Image
মার্কিন কমান্ডো বাহিনী চীনের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের মহড়া চালিয়েছে। ভারত এবং প্রশান্ত মহাসাগরে চীনের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের প্রতি লক্ষ্য রেখে একটি দ্বীপ দখলের মাধ্যমে এ মহড়া চালানো হয়েছে। মহড়ার অংশ হিসেবে মার্কিন কমান্ডো বাহিনী জাপানের একটি ক্ষুদ্র দ্বীপ দখল করে নিয়েছে। মহড়া চালাকালে রাডার ফাঁকি দিতে সক্ষম বা স্টেলথ এফ-৩৫ যুদ্ধবিমান বহর এবং রকেট নিক্ষেপকারী গোলন্দাজ ইউনিটের সহযোগিতা নেয়া হয়। মহড়ার অংশ হিসেবে মার্কিন মেরিন, সেনা এবং বিমান বাহিনীর সদস্যরা আগ্রাসন চালিয়ে দখল করে নেয় জাপানের লি জিমা দ্বীপ। অগ্রবর্তী ঘাঁটি দখলের অভিযান হিসেবে পরিচিত এক্সপিডিশন অ্যাডভানস বেজ অপারেশন্স বা ইএবিও নামের মহড়া দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হওয়ার পর আর চালানো হয় নি। ওকিনওয়ার উপকূলে অবস্থিত দ্বীপটিতে মার্কিন সেনাদের নামানোর আগে নজরদারি এবং গোয়েন্দা তৎপরতা চালায় মার্কিন বিমান সেনারা। মার্কিন মেরিন কোরের বিবৃতিতে বলা হয়েছে, দ্বীপের বিমানক্ষেত্র দখলের লক্ষ্যে ছয়শ' মাইল জুড়ে মেরিনদের মোতায়েন করা হয়েছিল। বিমানক্ষেত্র দখলের পর সেখানে এফ-৩৫বি যুদ্ধবিমান এবং সি-১৩০ সুপার হারকিউলিস বিম...

চীনে পর্যটকবাহী চলন্ত বাসে আগুন, নিহত ২৬

Image
সংগৃহীত ছবি চীনের হুনান প্রদেশের একটি মহাসড়কে পর্যটকদের বহনকারী চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন। এছাড়া অন্ততপক্ষে ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।  শনিবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে হুনান প্রদেশের হানসু জেলার চাংদিতে এ ঘটনা ঘটেছে। বাসটিতে ৫৩ যাত্রী, একজন ট্যুর গাইড এবং দুইজন চালকসহ মোট ৫৬ জন ছিলেন। ঘটনার প্রাথমিক তদন্তের জন্য চালক দু’জনকে আটক করেছে পুলিশ। ঘটনায় ৩০ জন আহত হবার ব্যাপরটি নিশ্চিত করেছেন চাংদির স্থানীয় কর্তৃপক্ষ। এ ব্যাপারে হুনান প্রদেশের এক মুখপাত্র জানিয়েছেন, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা খুবই গুরুতর।  এদিকে ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, ৫৯ সিটের বাসটির ভেতরের অংশ পুড়ে কালো হয়ে গেছে। বাসটির ভেতরে থাকা কোনো উপকরণ থেকেই অগ্নিকাণ্ডের সূচনা বলে ধারণা করা হচ্ছে। বিডি প্রতিদিন/ ওয়াসিফ

নদী বাঁচাও ৩৮ মোহাম্মদপুরের সেই জমি খনন করে হচ্ছে নদ

Image
দখল-দূষণে মৃতপ্রায় তুরাগের প্রাণ ফিরিয়ে আনতে উদ্ধার করা ভূমি খনন করে ফের সৃষ্টি করা হচ্ছে পানিপ্রবাহ। সেই সঙ্গে জোরকদমে চলছে দখলদার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। রাজধানীর পাশ দিয়ে বহমান নানা দিক দিয়ে গুরুত্বপূর্ণ এ নদটিকে বাঁচাতে এবারই প্রথমবারের মতো উচ্ছেদের পাশাপাশি খনন কাজ চালাচ্ছে বিআইডব্লিউটিএ। গত বৃহস্পতিবার নদের বসিলা অংশে আমিন-মোমিন হাউজিংয়ে গিয়ে দেখা গেছে, নদীতীর থেকে প্রায় ৩০০ ফুট দূরে ছয়টি এক্সাভেটর দিয়ে চলছে খনন কাজ। উপস্থিত বিআইডব্লিউটিএ কর্মকর্তারা জানান, এ পুরো এলাকাটাই ছিল নদী। ভরাট করে হাউজিং গড়ে তোলা হয়েছে। খনন করে আবারও তুরাগকে স্বরূপে ফেরানো হবে। বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক এ কে এম আরিফ উদ্দিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আগে শুধু উচ্ছেদ করা হতো। পরে আবার দখল হয়ে যেত। অবৈধ দখলদারদের কারণে নদীটি আজ মৃতপ্রায়। এবার উচ্ছেদের পাশাপাশি খননের উদ্যোগ নেওয়া হয়েছে। আমিন-মোমিন হাউজিংয়ের দখল ও ভরাটকৃত জমি লম্বায় প্রায় ২৮শ ফুট ও চওড়ায় কোথাও ২৫০ ফুট, কোথাও ৪০০ ফুট। তুরাগের একটি চ্যানেল বন্ধ করে নদীর জায়গা দখল করে গড়ে উঠেছিল হাউজিং কোম্পানিটি। পুরোটা খনন করতে প্র...

ভিতর থেকে বদলে যাচ্ছে বাংলাদেশ

Image
স্বাধীনতার প্রায় পাঁচ দশকে এসে শিল্পায়নের সিঁড়িতে উঠে ভিতর থেকে বদলে যাচ্ছে বাংলাদেশ। তলাবিহীন ঝুড়িখ্যাত সেই ব-দ্বীপ রাষ্ট্র এখন তৈরি পোশাকের বৃত্ত ভেঙে গাড়ি থেকে জাহাজ, সিমেন্ট থেকে কাগজ, ওষুধ থেকে পাদুকা, ইস্পাত থেকে বিলেট নানা শিল্পে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে। হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে এসব খাতে। সত্তর দশকের কুটিরশিল্প আর আশির দশকের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বাংলাদেশে স্থাপন হচ্ছে নতুন নতুন শিল্প-কারখানা। অর্থনীতিকে নিয়ে যাচ্ছে নতুন উচ্চতায়। সংশ্লিষ্টরা জানান, একসময় কমমূল্যের তৈরি পোশাক ছিল বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান উৎস। এখন পরিবেশবান্ধব নতুন নতুন গ্রিন ফ্যাক্টরি গড়ে উঠছে। পোশাক খাতেও এখন বড় বড় বিনিয়োগ আসছে। মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিল তৈরি পোশাক খাতে বিশ্বের সেরা ১০টি গ্রিন ফ্যাক্টরির যে স্বীকৃতি দিয়েছে- এর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়সহ ৭টি বাংলাদেশের। এসব ফ্যাক্টরিতে উৎপাদন হচ্ছে উচ্চমূল্যের পোশাক ও ডেনিম পণ্য। চীনকে হটিয়ে ইউরোপের বাজারে এখন শীর্ষস্থান দখলে নিয়েছে বাংলাদেশে তৈরি ডেনিম পোশাক। এক দশক আগেও দেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বড় ...

৫ বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মাননা দিল বাংলাদেশ প্রতিদিন

Image
দশম বর্ষে পদার্পণ উপলক্ষে পাঁচ বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মাননা দিয়েছে বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের (ইডব্লিউএমজিএল) সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে সঙ্গে নিয়ে তাদের হাতে এ সম্মাননা তুলে দেন বিশিষ্ট শিল্পপতি ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। শনিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রী হলে বাংলাদেশ প্রতিদিনের দশম বর্ষে পদার্পণের অনুষ্ঠানে এ সম্মাননা তুলে দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন কবি শামসুর রাহমান (মরণোত্তর), কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন, খ্যাতিমান অভিনেত্রী কবরী সারোয়ার ও ববিতা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব হানিফ সংকেত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড...