Posts

Showing posts from April 4, 2019

তালেবানের হামলায় নিহত ৩৫ আফগান সেনা

Image
আফগানিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বাদগিস প্রদেশের বালামোরগাবে শত শত তালেবান হামলা চালিয়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র কায়েস মাঙ্গাল বৃহস্পতিবার বলেছেন, রাত ১২টার দিকে তালেবান জঙ্গিরা ওই হামলা চালায়। তিনি জানান, নিরাপত্তা বাহিনী বেসামরিক জনগণের ক্ষয়-ক্ষতি রোধের লক্ষ্যে কয়েকটি চেক পোস্ট থেকে পিছু হটে গেছে। এখনো ওই এলাকায় সংঘর্ষ চলছে এবং আফগান বিমান বাহিনী তালেবান জঙ্গিদের ওপর বিমান হামলা চালিয়েছে বলেও তিনি জানান। তবে কায়েস মাঙ্গাল এ সংঘর্ষে তালেবান বা সরকারি বাহিনীর হতাহতের খবর জানাননি। কিন্তু বালামোরগাব জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা আব্দুলওয়ারিশ শিরজাদ জানিয়েছেন, তালেবানের হামলায় অন্তত ৩৫ আফগান সৈন্য নিহত এবং সমান সংখ্যক সদস্য আহত বা বন্দি হয়েছেন। এদিকে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক টুইটার বার্তায় দাবি করেছেন, তাদের জঙ্গিরা বালামোরগাব জেলার পাঁচটি নিরাপত্তা চৌকি দখল করেছে। হামলায় ১২ সরকারি সৈন্য নিহত এবং ২১ সৈন্য তালেবানের হাতে আটক হয়েছে বলেও দাবি করেছেন তিনি। কোনোপক্ষই সংঘর্ষে তালেবানের ক্ষয়-ক্ষতি সম্পর্কে কিছু জানা...

জাপান সম্রাটের অন্য জীবন

Image
অতিথিদের অভ্যর্থনা জানাচ্ছেন জাপানের রাজদম্পতি। এএফপি ফাইল ছবি সম্রাটের সব কাজ রাজকীয় হবে, সেটাই স্বাভাবিক। জাপান সম্রাটও বছরজুড়ে দেশের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও আয়োজনের পুরোভাগে থাকেন। তাঁর স্বাক্ষর ছাড়া প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্ট ও সরকারের সদস্যদের আনুষ্ঠানিক মনোনয়ন হয় না। তিনি রাষ্ট্রের নির্বাহী ক্ষমতার প্রধান ব্যক্তি নন বটে, তবে নতুন বছরের প্রাতরাশ আর শিন্তো প্রার্থনার রীতি থেকে শুরু করে রাষ্ট্রীয় সফর ও পার্লামেন্টের অধিবেশন উদ্বোধন ছাড়াও জাপানের সম্রাটের রয়েছে বর্ণিল পেশাদার জীবন। তাঁর এই বৈচিত্র্যময় জীবনের একদিকে যেমন রয়েছে রাজনীতি আর আনুষ্ঠানিক দায়িত্ব, তেমনি অন্যদিকে রয়েছে প্রশান্তির কবিতা আর প্রার্থনার সমন্বয়। জাতীয় দায়িত্ব   ১৯৪৭ সালের যুদ্ধ–পরবর্তী সংবিধান অনুযায়ী জাপান সম্রাটের কোনো রাজনৈতিক ক্ষমতা নেই। কিন্তু দেশটির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট বহু দায়িত্ব তাঁকে পালন করতে হয়। প্রধানমন্ত্রী, সাংসদ ও সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট মনোনয়নের যাবতীয় আনুষ্ঠানিক নথিপত্র স্বাক্ষর করতে হয় তাঁকে। প্রতিবছর প্রায় হাজারখানেক নথি স্বাক্ষর করেন সম্রাট। ইম্পিরিয়াল হাউসহোল্ড এজেন্সির তথ্য ...

ময়ূরী এখন ভারতের গুগলপ্রধান

Image
ময়ূরী কঙ্গো ‘পাপা ক্যাহতে হ্যায়’ ছবিতে যুগল হংসরাজের নায়িকা হয়েছিলেন ময়ূরী কঙ্গো। গত শতকের নব্বইয়ের দশকের শেষে ‘ঘর সে নিকালতে হি’ গানটিতে তাঁকে খুব পছন্দ করেছিলেন বলিউডপ্রেমীরা। কিন্তু হুট করে ২০০০ সালের পর অভিনয় ছেড়ে দেন তিনি। সম্প্রতি আবার ভারতে ফিরেছেন ময়ূরী। তবে অভিনেত্রী হিসেবে নয়, ভারতের গুগল ইন্ডাস্ট্রির প্রধান হিসেবে। ২০০৩ সালের ডিসেম্বর মাসে আদিত্য ধিলো নামের এক ভারতীয়কে বিয়ে করেন ময়ূরী। তারপর স্বামীর সঙ্গে পাড়ি জমান নিউইয়র্কে। সেখানে বিপণন ও অর্থায়ন নিয়ে এমবিএ করেন তিনি। সিনেমা ছেড়ে দেওয়ার উদ্দেশ্য ছিল করপোরেট জগতে ক্যারিয়ার গড়া। পড়া শেষে ২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত নিউইয়র্কের বেশ কয়েকটি করপোরেট প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। মা হওয়ার সময় আবার ফেরেন ভারতের নয়াদিল্লির গুড়গাঁয়ে। সেই থেকে আবারও মুম্বাই ও বেঙ্গালুরু যাওয়া–আসা শুরু হয় তাঁর। ময়ূরী কঙ্গো ময়ূরীর প্রথম ছবি ‘নাসিম’। মুক্তি পায় ১৯৯৫ সালে। বেশ কিছু টেলিভিশন ধারাবাহিকেও অভিনয় করেছিলেন তিনি। সেগুলোর মধ্যে ‘কহি কিসি রোজ’, ‘কিটি পার্টি’, ‘কেয়া হাদসা কেয়া হকিকত’, ‘কারিশমা: দ্য মিরাকলস অব ডেসটিনি’ উল্লেখযোগ্য। অজয় দ...

মিয়ানমারের সঙ্গে কখনো দ্বন্দ্বে জড়াব না: প্রধানমন্ত্রী

Image
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিয়ানমারের সঙ্গে দ্বন্দ্বে না জড়িয়ে আলোচনার মাধ্যমে  রোহিঙ্গাদের  নিজ দেশে ফেরানোর প্রচেষ্টা চালিয়ে যাবে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে গিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন। আজ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে গিয়ে শেখ হাসিনা বলেন, ‘যেহেতু তারা (মিয়ানমার) আমাদের নিকটবর্তী প্রতিবেশী, তাই আমরা কখনো তাদের সঙ্গে দ্বন্দ্ব জড়াব না; বরং আমাদের আলোচনার মাধ্যমে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে, যাতে তারা তাদের নাগরিকদের ফিরিয়ে নেয়।’ প্রধানমন্ত্রী বলেন, ‘মানবিক কারণে প্রায় ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। এটি বিশ্বের কাছে বিস্ময়কর ব্যাপার যে আমরা কীভাবে এত বিপুলসংখ্যক মানুষকে আশ্রয় প্রদান এবং তাদের রক্ষা করতে পেরেছি।’ শেখ হাসিনা বলেন, ‘আমরা মিয়ানমারের সঙ্গে কোনো দ্বন্দ্বে জড়াইনি। আমরা আলোচনা করেছি এবং তাদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছি। আমাদের উদ্দেশ্য মিয়ানমারের সঙ্গে আলোচনার মাধ্যমে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানো।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ জন্য সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান।...

গুগলে বিজ্ঞাপন দিয়ে সেরা বিজেপি, পিছিয়ে কংগ্রেস

Image
শুধু গুগলেই বিজ্ঞাপন দিয়ে ১.২১ কোটি রুপি খরচ করেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। বৃহস্পতিবার সার্চ ইঞ্জিন গুগলের ইন্ডিয়া ট্রান্সপারেন্সি রিপোর্ট প্রকাশিত হয়। এতে বলা হয়েছে, ১৯ ফেব্রুয়ারির পর গুগলে সে সব রাজনৈতিক দল বিজ্ঞাপন দিয়েছে, তার মধ্যে প্রথম স্থানে বিজেপি। ৫৫৪টি বিজ্ঞাপন দিয়েছে দলটি।  ১০৭টি বিজ্ঞাপনে ১.০৪কোটি টাকা খরচ করে দ্বিতীয় স্থানে রয়েছে ওয়াইএসআর কংগ্রেস। ওই দলের প্রার্থীর প্রচারে প্রায় ২৬ হাজার টাকা ব্যয় করেছেন পাম্মি সাই চরণ রেড্ডি। অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর দলের হয়ে যে দুটি সংস্থা প্রচারের দায়িত্ব রয়েছে, তারাও নজিরবিহীনভাবে খরচ করছে অনলাইন বিজ্ঞাপনে। গুগলের দাবি, পরমান্ন স্ট্র্যাটেজি সংস্থা ৫৩টি বিজ্ঞাপনের জন্য ৮৫.২৫ লক্ষ টাকা এবং ডিজিটাল কনসাল্টিং ৩৬ বিজ্ঞাপনের জন্য ৬৩.৪৩ লক্ষ টাকা খরচ করে। গুগলেই বিজ্ঞাপন প্রকাশের দিক দিয়ে ষষ্ঠ স্থানে আছে কংগ্রেস। গুগলের দাবি, মাত্র ৫৪ হাজার ১০০ রুপি খরচ করেছে অনলাইন বিজ্ঞাপনে। তা-ও আবার মাত্র ১৪ বিজ্ঞাপন দেয় কংগ্রেস। গুগল জানিয়েছে, বিজ্ঞাপন বিধি লঙ্ঘনের জন্য ১১টি রাজনৈতিক দলের বিজ্ঞাপন নিষিদ্ধ...

ভারতের দুশ্চিন্তা বাড়িয়ে ডোকলামে নির্মাণ কার্যক্রম চালাচ্ছে চীন

Image
ভুটানের পশ্চিমাংশের মালভূমি অঞ্চল ডোকলামে সড়ক ও হেলিপোর্ট তৈরির পরিকল্পনা করছে চীন। স্যাটেলাইট ইমেজে চীনের এমন কার্যক্রমের ছবি ধরা পড়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।  চীনের লিবারেশন আর্মিকেও সেই অঞ্চলে টহল দিতে দেখা গিয়েছে। ইয়াটং ও টিসোনা সেক্টরে পিপল’স লিবারেশন আর্মি কড়া পাহাড়ায় রয়েছে বলে খবর। ২০১৭ সালে ৭২ দিন ধরে ডোকলামের ট্রাইজংশনে ঘাঁটি গেড়েছিল লিবারেশন আর্মি।  সেসময় ভারতীয় সেনাবাহিনী বাধা দেয়। শেষ পর্যন্ত আলোচনার পর বেইজিং ও দিল্লি সীমান্ত থেকে বাহিনী উঠিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়।  অরুণাচলকে দক্ষিণ তিব্বত বলে দীর্ঘদিন বলে দাবি করছে চীন। অরুণাচলের নিকটবর্তী ভারত-চীন সীমান্তে সোনার খনির সন্ধান পাওয়া গিয়েছে বলে খবর রয়েছে। যার ফলে  অরুণাচল সীমান্তবর্তী নিজেদের ভূখণ্ডে জোরকদমে খননকাজ শুরু করেছে চীন। মাটির নিচে থাকা এই বিপুল সম্পদের আনুমানিক মূল্য নাকি প্রায় ৬০০ কোটি মার্কিন ডলার। এই স্বর্ণখনির অধিকার পেতে চাইছে চীন। চীনা সংবাদমাধ্যমের খবর, হুনজে কাউন্টিতে জোরকদমে চলছে খননকাজ। তবে ডোকলামে চীনের রাস্তা নির্মাণের উদ্দেশ্য আলাদা। ...