ভারতের দুশ্চিন্তা বাড়িয়ে ডোকলামে নির্মাণ কার্যক্রম চালাচ্ছে চীন

ভুটানের পশ্চিমাংশের মালভূমি অঞ্চল ডোকলামে সড়ক ও হেলিপোর্ট তৈরির পরিকল্পনা করছে চীন। স্যাটেলাইট ইমেজে চীনের এমন কার্যক্রমের ছবি ধরা পড়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
চীনের লিবারেশন আর্মিকেও সেই অঞ্চলে টহল দিতে দেখা গিয়েছে। ইয়াটং ও টিসোনা সেক্টরে পিপল’স লিবারেশন আর্মি কড়া পাহাড়ায় রয়েছে বলে খবর।
২০১৭ সালে ৭২ দিন ধরে ডোকলামের ট্রাইজংশনে ঘাঁটি গেড়েছিল লিবারেশন আর্মি। সেসময় ভারতীয় সেনাবাহিনী বাধা দেয়। শেষ পর্যন্ত আলোচনার পর বেইজিং ও দিল্লি সীমান্ত থেকে বাহিনী উঠিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়।
অরুণাচলকে দক্ষিণ তিব্বত বলে দীর্ঘদিন বলে দাবি করছে চীন। অরুণাচলের নিকটবর্তী ভারত-চীন সীমান্তে সোনার খনির সন্ধান পাওয়া গিয়েছে বলে খবর রয়েছে। যার ফলে অরুণাচল সীমান্তবর্তী নিজেদের ভূখণ্ডে জোরকদমে খননকাজ শুরু করেছে চীন। মাটির নিচে থাকা এই বিপুল সম্পদের আনুমানিক মূল্য নাকি প্রায় ৬০০ কোটি মার্কিন ডলার। এই স্বর্ণখনির অধিকার পেতে চাইছে চীন।
চীনা সংবাদমাধ্যমের খবর, হুনজে কাউন্টিতে জোরকদমে চলছে খননকাজ। তবে ডোকলামে চীনের রাস্তা নির্মাণের উদ্দেশ্য আলাদা। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, মূলত শিলিগুড়ি করিডরে ঝামফেরি রিজ হয়ে শিলিগুড়ি করিডরে ঢোকার চেষ্টা করছে চীন।
সূত্র: জি নিউজ
সূত্র: জি নিউজ
বিডি প্রতিদিন/ফারজানা
Comments