Posts

Showing posts from November 6, 2017

সু চিকে রক্ষা করে সঙ্কট সমাধানের চেষ্টা / মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা চাচ্ছে না ইউরোপ-আমেরিকা

Image
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মায়ের অপেক্ষায় ক্রন্দনরত এক শিশু। ছবি: এএফপি। রোহিঙ্গা সঙ্কট নিরসনে চাপ সৃষ্টির জন্য মিয়ানমারের ওপর এখনই অর্থনৈতিক নিষেধাজ্ঞার মতো কঠোর পদক্ষেপে যেতে চাইছে না ইউরোপ ও আমেরিকা। পশ্চিমা দেশগুলোর মতে, এর ফলে মিয়ানমারের গণতন্ত্রায়ন প্রক্রিয়াই হুমকির মুখে পড়তে পারে। কোনঠাসা হয়ে পড়তে পারেন দেশটির ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি। তাই সু চিকে রক্ষা করে বিকল্প হিসেবে কূটনৈতিক প্রচেষ্টার দিকেই জোর দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির আজ নয়া দিগন্তের সাথে আলাপকালে বলেন, সমস্যার সমাধানের বেশ কয়েকটি পথ রয়েছে। যুক্তরাষ্ট্র বা ইইউ তাদের পথে সমস্যার সমাধান করতে পারলে আমাদের আপত্তি থাকার কোনো কারণ নেই। মিয়ানমারে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকলে এ সমস্যাটি সমাধানের সুযোগ অপেক্ষাকৃত বেশি। তিনি বলেন, বাংলাদেশে মিয়ানমারের অভ্যন্তরীণ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করছে না। আমরা চাচ্ছি কফি আনান কমিশনের রিপোর্টের আলোকে রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান, যাতে এই সঙ্কটের পুনরাবৃত্তি না হয়। পশ্চিমা দেশগুলোও রোহ...

২০১৮ সালে সরকারি ছুটি ২২ দিন

Image
২০১৮ সালের ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামী বছর সাধারণ ও নির্বাহী ছুটি মিলিয়ে ২২ দিন ছুটি থাকবে। এরমধ্যে ৭ দিন পড়েছে শুক্র ও শনিবার। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার মন্ত্রিসভার বৈঠকে ছুটির তালিকা অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসে ১৪ দিন সাধারণ ছুটি থাকবে। সাধারণ ছুটির মধ্যে ৪ দিন সাপ্তাহিক ছুটির দিন (শুক্র ও শনিবার) পড়েছে। এ ছাড়া বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসে ৮ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। এ ছুটির মধ্যে তিনটি সপ্তাহিক ছুটির দিন পড়ে গেছে।’ আজকের সভায় পটুয়াখালীর পায়রাবন্দে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র স্থাপনে সরকারের মালিকানাধীন রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড ও চীনের প্রতিষ্ঠান চায়না নর্থ ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (নোরিনকো) মতো যৌথ উদ্যোগে কোম্পানি গঠনের লক্ষে এ–সংক্রান্ত চুক্তি এবং সংবিধির খসড়া অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া আজকের সভায় ওয়েজ আর্নার বোর্ড-২০১৭–এর খসড়া অনুমোদন দেওয়া হয়।

কেনো ইহুদীরা এত বুদ্ধিমান হয়?

Image
ইসরাইলের কয়েকটি হাসপাতালে তিন বছর মধ্যবর্তীকালীন কাজ করার কারনেই বিষয়টি নিয়ে গবেষনা করার চিন্তা আমার মাথায় আসে। এতে অমত করার কোনই সুযোগ নেই যে, ইহুদীরা ইন্জিনিয়ারিং, সংগীত, জ্ঞ্যান বিজ্ঞান সহ জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই অন্যদের থেকে অনেক অনেক এগিয়ে এবং বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে। প্রসাধনী, খাদ্য, অস্ত্র, ফ্যাশন, ফিল্ম ইন্ডাষ্ট্রি ইত্যাদি সহ (হলিউড) পৃথিবীর প্রায় সত্তর ভাগের কাছাকাছি ব্যবসা প্রতিষ্ঠান এদের দখলে। দ্বিতীয় বছর আমি যখন ক্যালিফোর্নিয়া ফেরত যাচ্ছিলাম তখন এই চিন্তা আমার মাথায় আসে যে, স্রষ্টা কেনো তাদেরকে এই বিশেষ ক্ষমতা(বুদ্ধিমত্তা) দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এটা কি নিতান্তই কোনো কাকতালীয় ব্যাপার নাকি ব্যাপারটা মনুষ্যসৃষ্ট? ফ্যাক্টরি থেকে যেমন বিভিন্ন জিনিস বানানো যায় তেমন করে কি বুদ্ধিমান ইহুদী বানানো সম্ভব? সকল তথ্য উপাত্ত সঠিক ভাবে সংগ্রহ করে আমার গবেষনা শেষ করতে প্রায় আট বছর সময় লেগে যায়, যেমন তাদের খাদ্যাভাস, সংস্কৃতি, ধর্ম, গর্ভাবস্থার প্রস্তুতি ইত্যাদি এবং পরবর্তীতে এসব আমি অন্যান্য জাতির সাথে তুলনা করব। প্রথমেই শুরু করা যাক মহিলাদের গর্ভাবস্...

সুফী মোস্তাফিজুর রহমান ‘বিশ্ববিখ্যাত সিল্করুটের সঙ্গে উয়ারী-বটেশ্বর যুক্ত ছিল’

Image
প্রথম আলো:  নরসিংদীর উয়ারী-বটেশ্বরে খননকাজে আপনার আগ্রহ জন্মেছিল কী কারণে? কেন মনে হয়েছিল যে এখানে একটি প্রাচীন সভ্যতা থাকতে পারে? সুফী মোস্তাফিজুর রহমান:  ১৯৯৬ সালে মহাস্থানগড়ে আমি আমার পিএইচডির কাজ শুরু করি। পিএইচডি কাজের অংশ হিসেবেই মহাস্থানগড়ের ধাঁচের একটি অঞ্চল হিসেবে উয়ারী-বটেশ্বরে যাই। দিলীপকুমার চক্রবর্তীর বইটি আমার আগেই পড়া ছিল। উয়ারী-বটেশ্বর যে একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক এলাকা, তা প্রথম ১৯৩০-এর দশকেই স্থানীয় স্কুলশিক্ষক হানিফ পাঠান বলেছিলেন। তাঁর ছেলে স্কুলশিক্ষক হাবিবুল্লা পাঠানও এ কথা বহুদিন ধরেই বলছিলেন। সমস্যা হলো, তথাকথিত উচ্চশিক্ষিত সমাজে স্কুলশিক্ষকদের আমরা খুব বেশি গুরুত্ব দিই না। আমার পিএইচডি শেষ হওয়ার পর ২০০০ সাল থেকে আমি উয়ারী-বটেশ্বরে খননকাজ শুরু করি। এর আগেও জাতীয় জাদুঘরের একাধিক কর্মকর্তা সেখানে গেছেন, কিন্তু আধুনিক ও প্রত্নতাত্ত্বিক পন্থায় সেখানে খননকাজ হয়নি। স্থানীয় কৃষকেরা জমি চাষ করতে গিয়ে বা বৃষ্টির সময় মাটি সরে গেলে বিভিন্ন সময় মুদ্রা বা পুঁতি পাওয়া গেছে। প্র আ:  তরুণ প্রত্নতাত্ত্বিক হিসেবে খননকাজে কোনো বাধা পাননি? আমাদের দেশে প্র...

আবাসিক সুবিধায় ১১ মডেল বিদ্যালয় হবে পার্বত্য অঞ্চলে

Image
পার্বত্যনিউজ ডেস্ক: পার্বত্য তিন জেলার দুর্গম এলাকায় ১১টি আবাসিক মডেল হাইস্কুল নির্মাণ করবে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে ‘তিন পার্বত্য জেলায় নতুন আবাসিক বিদ্যালয় স্থাপন ও বিদ্যমান বিদ্যালয়ে আবাসিক ভবন নির্মাণ’ নামে একটি প্রকল্প তৈরি করছে। সরকারি অর্থায়নে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬৯৪ কোটি ২৬ লাখ টাকা। মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে এসব স্কুল নির্মাণ করতে মন্ত্রণালয় একাধিকবার সভা করেছে। গত বছরের ৮ আগস্ট প্রকল্প যাচাই কমিটির সভার সিন্ধান্ত অনুযায়ী, স্কুল স্থাপনের স্থান পরিদর্শন করতে একাধিকবার সভা করা হয়েছে। সভায় তিন জেলার ১০টি স্থানের সুপারিশ করা হয়।  স্থানগুলো হচ্ছে- বান্দরবান সদর উপজেলার হ্লাপাইমুখ, আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়ন, রুমা উপজেলার রেমাক্রী পাংসা, রোয়াংছড়ি উপজেলার বেতছড়া (তারছা)। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন, বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন। খাগড়াছড়ির রামগড় উপজেলার লামকুপাড়া, লক্ষীছড়ি উপজেলার হাজাছড়ি মাস্টারপাড়া, মাটিরাঙা উপজেলার ধলিয়া। এছাড়া পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্...

স্বামীর সঙ্গে মরুভূমিতে মাহি জাগো বাংলা রিপোর্ট

Image
ঢাকা অ্যাটাক’ বাংলাদেশের পরেই মুক্তি পেয়েছে দুবাইয়ের বেশ কিছু পেক্ষাগৃহে। ফলে প্রচারণা চালাতে ছবিটির পুরো ইউনিট এখন দুবাইয়ে রয়েছে। অন্যদিকে ছবিটির অভিনেতা-অভিনেত্রী ও কুলাকুশলীদের সংবর্ধনাও দিয়েছে সংযুক্ত আরব আমিরাতে থাকা প্রবাসী বাংলাদেশিরা। শনিবার স্থানীয় সময় রাতে দুবাইয়ের মভেনপিক হোটেলে এ সংবর্ধনা দেওয়া হয়। এতে ছবিটির পরিচালক দীপংকর দীপন, কাহিনীকার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সানি সানোয়ার, নায়ক আরেফিন শুভ ও নায়িকা মাহিয়া মাহি উপস্থিত ছিলেন। এরপর থেকেই বেশ ফুরফুরা মেজাজে রয়েছে চিত্রনায়িকা মাহিয়া মাহি। প্রচারণার কাজ শেষ করে তিনি ঘুরে বেড়াচ্ছেন মরুর দেশটির মনোরম সব লোকেশনে। আজ সোমবার নিজের ফেসবুক ওয়ালে বেশ কিছু ছবি পোস্ট করেছেন এই নায়িকা। সেখানে স্বামীর সঙ্গে সতেজ দেখা গেল মাহিকে। অবশ্য তাদের সঙ্গী হয়ে ছিলেন ‌‘ঢাকা অ্যাটাক’ ছবির পরিচালক দীপঙ্কর দীপনসহ আরও অনেকেই। মরুভূমির বুকে এক বৃক্ষ পেয়ে তাতে চড়ে বসেছেন মাহি। ক্যামেরায় পোজ দিয়েছেন হাসিমুখে। কিছু ছবিতে মাহির স্বামী অপুকে দেখা গেল সালমান শাহ স্টাইলে মাথায় কাপড় বাঁধা। বোঝা গেল, ব্যস্ত জীবনের ফাঁক গলে হঠাৎ ...

পুলিশের কাছে পুজেমনের আত্মসমর্পণ/ জাগো বাংলা ডেস্ক

Image
কাতালোনিয়ার ক্ষমতাচ্যুত নেতা কার্লেস পুদেমন এবং তার চারজন সাবেক উপদেষ্টা বেলজিয়ামের পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। সোমবার সকালের মধ্যে একজন তদন্তকারী বিচারক সিদ্ধান্ত নেবেন যে স্পেনের একজন বিচারকের জারি করা ইউরোপীয় গ্রেফতারি পরোয়ানা তিনি কার্যকর করবেন কিনা। বিচারক তাদের গ্রেফতার করার সিদ্ধান্ত নিলে বেলজিয়ামকে ৬০ দিনের মধ্যে তাদের স্পেনে পাঠিয়ে দিতে হবে। শুক্রবার ওই পরোয়ানা জারি করা হয়েছিল। অবশ্য আদালত মানবাধিকারের কারণ দেখিয়ে এ পরোয়ানা প্রত্যাখ্যানও করতে পারে। কাতালোনিয়ায় স্বাধীনতার ওপর গণভোটের পর মাদ্রিদ সেখানে প্রত্যক্ষ শাসন জারি করলে পুজেমন বেলজিয়ামে পালিয়ে যান। ওই গণভোটকে স্পেনের আদালত অসাংবিধানিক বলে ঘোষণা করে। তিনি বলেছিলেন, তিনি সুষ্ঠু বিচারের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত স্পেনে ফিরবেন না। তিনি এবং তার চারজন সহযোগীর বিরুদ্ধে বিদ্রোহ, দেশদ্রোহিতা, সরকার তহবিলের অপব্যবহার, আইন অমান্য, এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে। পুজেমনের সহযোগীরাও এখন পুলিশের হেফাজতে রয়েছেন। এরা হলেন সাবেক কৃষিমন্ত্রী মেরিটশেল সেরেট, সাবেক স্বাস্থ্যমন্ত্রী এ্যান্টনি কোমিন, ...

পরমাণু অস্ত্রাগার দখলে নিতে উ. কোরিয়ায় স্থলবাহিনী ঢোকাতে হবে'/জাগো বাংলা ডেস্ক

Image
উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রাগারকে যদি কব্জায় নিতে হয়, তা হলে মার্কিন স্থলবাহিনীকে উত্তর কোরিয়ায় ঢুকতেই হবে। এ ছাড়া আর কোনও পথ নেই বলে মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগনের তরফ থেকে চিঠি দিয়ে মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ কংগ্রেসের সদস্যদেরকে জানানো হয়েছে। এই মুহূর্তে কতটা? যুদ্ধ হলে কেমন ক্ষয়ক্ষতি হতে পারে? মার্কিন কংগ্রেসের দুই এমপি জানতে চেয়েছিলেন মার্কিন প্রতিরক্ষা বিভাগের কাছে। পেন্টাগন জয়েন্ট স্টাফ-এর ভাইস ডিরেক্টর চিঠি লিখে মার্কিন কংগ্রেসের সদস্যদের প্রশ্নের জবাব দিয়েছেন। সেই চিঠিতেই পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রাগারগুলি চিহ্নিত করে সব পরমাণু অস্ত্র যদি নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায় আমেরিকা, তা হলে উত্তর কোরীয় ভূখণ্ডে বাহিনী পাঠানো ছাড়া অন্য কোনও উপায় নেই। তবে তেমন কোনও পদক্ষেপে বড়সড় ক্ষয়ক্ষতির আশঙ্কাও থাকছে বলে পেন্টাগনের নেতারা মনে করছেন। মার্কিন বাহিনী উত্তর কোরিয়ার ভূখণ্ডে পা রাখলেই কিম জং উন জীবাণু অস্ত্র এবং রাসায়নিক অস্ত্র প্রয়োগ করতে পারেন বলে পেন্টাগনের আশঙ্কা। সে ক্ষেত্রে বিপুল সংখ্যক প্রাণহানি হতে পারে। আর বিমানহামলা বা ক্ষেপণ...

বেসরকারি মেডিকেলে ভর্তির বিজ্ঞপ্তি /জাগো বাংলা রিপোর্ট

Image
দেশের বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদফতর। অধিদপ্তরের নির্দেশনা বলা হয়েছে, ১৫ নভেম্বর থেকে জাতীয় মেধাতালিকার ভিত্তিতে ছাত্র-ছাত্রী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, ১৮ নভেম্বর থেকে আবেদনপত্র বিতরণ শুরু, ২৬ নভেম্বর পর্যন্ত আবেদনপত্র গ্রহণ, ২৮ নভেম্বর প্রাপ্ত সকল আবেদনের কোটাভিত্তিক পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এবং ২ ডিসেম্বর থেকে ছাত্রছাত্রী ভর্তি প্রক্রিয়া শুরু করবে বেসরকারি মেডিকেল কলেজগুলো। এছাড়া অধিদফতরের নির্দেশনাতে বলা হয়েছে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি প্রক্রিয়া শেষ করে ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে সকল মেডিকেল কলেজে ক্লাস শুরু হবে। রাজধানীসহ সারা দেশে ৬৯টি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৬ হাজার ২৫০টি। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা, শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. মো. আবদুর রশীদ জানান, একটি বাংলা ও একটি জাতীয় দৈনিকে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করার পাশাপাশি প্রতিটি মেডিকেল কলেজেকে তাদের নিজস্ব ওয়েবসাইটেও এ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। গত ৬ অক্টোবর সরকারি ও বেসরকারি উভয় মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছর ভর্তি পরীক্ষ...

ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্রের অধিকারী শীর্ষ ১০ দেশ

Image
প্রযুক্তির উন্নয়নের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পরাশক্তিদের সমরাস্ত্রের প্রতিযোগিতা। নিত্য নতুন ক্ষেপণাস্ত্র মজুদ বাড়িয়ে চলছে রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, উত্তর কোরিয়া ও ইরান। চলুন জেনে নিই ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্রের অধিকারী শীর্ষ ১০টি দেশ ও তাদের ক্ষেপণাস্ত্রের নাম- ১. ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে বিশ্বে সবচেয়ে এগিয়ে রয়েছে রাশিয়া। পৃথিবীর সবচেয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আর-৩৬এম রয়েছে রাশিয়ারই হাতে। এর পাল্লা ১৬ হাজার কি.মি। এছাড়া ১০ হাজার ৫০০ কি.মি পাল্লার ভয়ঙ্কর আরএস-২৪ ক্ষেপণাস্ত্রও রাশিয়ার অন্যতম শক্তির প্রতীক। ২. দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পাল্লার ক্ষেপণাস্ত্র ইউজিএম-১৩৩ ট্রাইডেন্ট২। এই ক্ষেপণাস্ত্র ১১ হাজার ৫০০কি.মি দূরে আঘাত হানতে পারে। চীনের দীর্ঘতম ক্ষেপণাস্ত্রের চেয়ে পাল্লা কম হলেও, মার্কিন অস্ত্রাগারে মজুত বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র আমেরিকাকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্ষেপণাস্ত্র শক্তির স্বীকৃতি দিয়েছে। ৩. ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে চীন পৃথিবীতে তৃতীয় স্থানে চীনা ক্ষেপণাস্ত্র ডংফেং-৫এ-এর পাল্লা ১৩ হাজার কিলোমিটার। ৪. ফ্রান্স চতুর্থ বৃহত্তম ক্ষেপণাস্ত...

২০১৮ সালে সরকারি ছুটি ২২ দিন

Image
আগামী ২০১৮ সালে নির্বাহী আদেশে ৮ দিন ছুটিসহ মোট ২২ দিন সরকারি ছুটি ভোগ করবে বাংলাদেশ, যার মধ্যে ৭ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আগামী বছরের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, নতুন বছরে সরকারি ছুটি ২২ দিন। এরমধ্যে সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ৮ দিন। সাধারণ ছুটির মধ্যে চারদিন শুক্র-শনি ও নির্বাহী আদেশে সরকারি ছুটিতে তিনদিন পড়েছে শুক্র-শনিবার। চলতি ২০১৭ সালে মোট ২২ দিন সরকারি ছুটি ছিল, যার ১০ দিনের ছুটি পড়েছিল সাপ্তাহিক ছুটির মধ্যে। আর গত বছরও ২২ দিন সরকারি ছুটি ছিল, যার চার দিনের ছুটি পড়েছিল সাপ্তাহিক ছুটির দিনে। বিডি-প্রতিদিন/০৬ নভেম্বর, ২০১৭/মাহবুব

পরমাণু ঘাঁটি ধ্বংস করতে উত্তর কোরিয়ায় ঢুকবে মার্কিন সেনা?

Image
উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রাগার নিয়ন্ত্রণ বা ধ্বংস করতে দেশটির অভ্যন্তরে প্রবেশ করবে মার্কিন সেনাবাহিনী- এমনটাই ইঙ্গিত যুক্তরাষ্ট্রের। পেন্টাগণের পক্ষ থেকে এক চিঠিতে এই ঘোষণা দেওয়া হয়েছে। উত্তর কোরিয়ার অস্ত্রাগারগুলোকে চিহ্নিত করার কথাও বলা হয়েছে ওই চিঠিতে। আর এতে করে যুদ্ধের আশঙ্কা এই মুহূর্তে কতটা? এমনই প্রশ্ন রাখা হয়েছিল মার্কিন প্রতিরক্ষা বিভাগের কাছে। উত্তরে পেন্টাগণের জয়েন্ট স্টাফ'র ভাইস ডিরেক্টর চিঠি লিখেছেন। সেই চিঠিতেই জানানো হয়েছে, উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রাগারগুলো চিহ্নিত করে সব পরমাণু অস্ত্র যদি নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র, তাহলে উত্তর কোরিয়ার ভূখণ্ডে সেনাবাহিনীকে পাঠানো ছাড়া অন্য কোন উপায় নেই। তবে এমন পদক্ষেপে বড়সড় ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে বলেও পেন্টাগণ মনে করছে।   মার্কিন বাহিনী উত্তর কোরিয়ার ভূখণ্ডে পা রাখলেই কিম জং উন জীবাণু অস্ত্র এবং রাসায়নিক অস্ত্র প্রয়োগ করতে পারে বলে পেন্টাগণের আশঙ্কা। বিমান হামলা বা মিসাইল ছোঁড়ার কথা ভাবা গেলেও, উত্তর কোরিয়ার ভূখণ্ডে সেনাবাহিনী ঢোকানোর ভাবনা খুব একটা সুবিধাজনক পথ নয়, এমনই ইঙ্গিত রয়েছে পেন্টাগণের...

খুঁটিতে বেঁধে শিশু নির্যাতন

Image
লক্ষ্মীপুরে শিশু পিয়াসের পর এবার সুপারি পাড়াকে কেন্দ্র করে অপর এক শিশু মো. শাওনকে খুঁটির সঙ্গে রশি দিয়ে হাত বেঁধে নির্মম নির্যাতন করা হয়েছে। পঞ্চম শ্রেণির ছাত্র শাওনকে নির্যাতনের পর চোর সম্মোধন করে ওই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রভাবশালীরা প্রচার করে। শনিবার উপজেলার চর ফলোয়ান গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল দুপুরে এ ঘটনায় পুলিশ ইমরান নামের একজনকে  আটক করার কথা জানালেও রহস্যজনক কারণে গণমাধ্যমের সামনে তাকে হাজির করা হয়নি। একই সঙ্গে ক্যামেরায় পুলিশের কোনো বক্তব্যও নেওয়া যায়নি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র নির্যাতনের শিকার শাওন স্থানীয় চর ফলোয়ান গ্রামের মৃত মনছুর আলীর ছেলে। জানা যায়, স্থানীয় চর ফলোয়ান গ্রামের মনছুর মিয়ার পরিবারের সঙ্গে একই এলাকার নুর মোহাম্মদের জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছে। সম্পর্কে নুর মোহাম্মদ নির্যাতিত শিশুটির ফুফা। শনিবার সকালে বিরোধীয় ওই সম্পত্তি থেকে সুপারি পাড়ে শিশু শাওন। এরপর নুর মোহাম্মদের কাছ থেকে বাগান ইজারা নেওয়া স্থানীয় প্রভাবশালী ইমরান শিশু শাওনকে আটক করে। একপর্যায়ে স্কুলের পাশে খুঁটির সঙ্গে রশি দিয়ে তার হাত বেঁধে কাঁধে সুপারির ছড়া...

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সৌদি যুবরাজ নিহত

Image
একজন যুবরাজ এবং বেশ কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন। মনসুর বিন মাকরিন নামের ওই যুবরাজ আসির প্রদেশের ডেপুটি গভর্নর ছিলেন। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে উদ্বৃত করে বিবিসি এ খরব জানিয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় আল ইখবারিয়া নিউজ চ্যানেলের খবরে বলা হয়, যুবরাজসহ অন্যান্য কর্মকর্তাদের নিয়ে হেলিকপ্টারটি যাওয়ার সময় ইয়েমেন সীমান্ত সংলগ্ন এলাকায় বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি বিধ্বস্ত হবার কারণ জানা যায়নি। এ ঘটনাটি এমন এক সময় ঘটলো যখন সৌদি আরবে দুর্নীতি বিরোধী অভিযানে ১১জন প্রিন্স, চারজন বর্তমান মন্ত্রী এবং প্রায় ডজন খানেক সাবেক মন্ত্রী আটক হবার পর দেশটিতে তোলপাড় চলছে। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এর নেতৃত্বে এ দুর্নীতি বিরোধী অভিযান চলছে। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে যে যুবরাজ নিহত হয়েছেন, তিনি সাবেক আরেকজন ক্রাউন প্রিন্সের ছেলে। নিহত যুবরাজের পিতাকে ২০১৫ সালে তাঁর সৎ ভাই এবং বর্তমান বাদশাহ সালমান সরিয়ে দিয়েছিলেন। সৌদি সংবাদ মাধ্যম ওকাজ জানিয়েছে, সে হেলিকপ্টারে থাকা বাকিদের ভাগ্যে কী ঘটেছে তা পরিষ্কার নয়। তবে আরোহীদের ক...

হাসির ক্ষমতা

Image
হাসি নিয়ে গবেষণার অন্ত নেই। গত পঁচিশ বছর ধরে এ কাজটি চলছে জোরেসোরে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডাচের কেল্টনার বলেছেন, ‘হাসি আমাদের বিবর্তনের কেন্দ্র এবং মানব আচরণের শক্তিশালী অস্ত্রগুলোর একটি।’ তিনি গবেষণা করছেন হাসির বৈচিত্র্য ও প্রভাবসহ মুখের অভিব্যক্তির গুরুত্ব নিয়ে। হাসতে থাকা শিশুটি ঠিকই জানে, একটি স্বতস্ফুর্ত হাসি জ্ঞাতিত্ব তৈরিতে সাহায্য করে। হাসির কারণে সামাজিক বন্ধন দৃঢ় হয়। এর মাধ্যমে ইতিবাচক মস্তিস্ক রাসায়নিক অবমুক্ত হয়। গ্রামীণ যৌথ পরিবারের সদস্য সুরাইয়া খানম লক্ষ্য করেছেন, তার আট মাস বয়সী মেয়ে রোদেলা বাবা-মা তো বটেই, পরিবারের অন্য সদস্যদের দেখলেও মুখ প্রসারিত করে হু, হা এবং হিহি শব্দ করার চেষ্টা করে। এগুলো আসলে অন্য কিছুই নয়, নতুন পাওয়া হাসির শক্তি। যা সে ব্যবহার করছে পরিচিত অন্যদের কাছ থেকে হাসি আদায় করে নিতে। গোমড়া মুখের সামনে পড়লে অন্যের সৃষ্টিশীল চিন্তাভাবনাও গতি হারিয়ে ফেলে। শিশু বিকাশের বিশেষজ্ঞরা শিশু ও প্রাপ্তবয়স্কদের ইতিবাচক বিনিময়কে বলেন, ‘মিথস্ক্রিয়াগত নৃত্য’। হাসির প্রত্যুত্তরে শিশু হাসি দিলে বুঝতে হবে তার মস্তিস্কের বিক...

টাকার লোভে ৯১ বছরের বৃদ্ধাকে বিয়ে!

Image
                                                            মরিসিও ওসোলা ও তার স্ত্রী ইয়োলান্ডা টরেস আর্জেন্টিনার ২৩ বছরের তরুণ মরিসিও ওসোলা বিয়ে করেন ৯১ বছরের ইয়োলান্ডা টরেসকে। এটা প্রেমের বিয়ে ছিল না। ওই বৃদ্ধার ‘স্বামী’ হিসেবে স্বীকৃতি পেলে তার মরার পর পেনশনের টাকার মালিক হওয়া যাবে এই আশায়। বিয়ের ২৪ দিনের মাথায় ‘হানিমুনে’ গেলে বার্ধক্যজনিত রোগে সেখানেই ওই বৃদ্ধার মৃত্যু হয়। সঙ্গে সঙ্গে পেনশন নিজের নামে করতে মরিসিও উঠে পড়ে লেগে যান। কিন্তু রাজি নয় সরকার। কারণ মরিসিওর প্রতিবেশীরা বলছেন, এই বিয়ের কোনো খবর তাদের কাছে নেই। ওই তরুণ এখন আবেদন করেছেন সুপ্রিম কোর্টে। তার দাবি, ভালোবেসে বিয়ে করেছিলেন টরেসকে, পেনশনের লোভে নয়। তিনি আশায় আছেন কোর্টের রায় তার পক্ষে যাবে। ইত্তেফাক/এমআর