টাকার লোভে ৯১ বছরের বৃদ্ধাকে বিয়ে!

টাকার লোভে  ৯১ বছরের বৃদ্ধাকে বিয়ে!
                                                            মরিসিও ওসোলা ও তার স্ত্রী ইয়োলান্ডা টরেস
আর্জেন্টিনার ২৩ বছরের তরুণ মরিসিও ওসোলা বিয়ে করেন ৯১ বছরের ইয়োলান্ডা টরেসকে। এটা প্রেমের বিয়ে ছিল না। ওই বৃদ্ধার ‘স্বামী’ হিসেবে স্বীকৃতি পেলে তার মরার পর পেনশনের টাকার মালিক হওয়া যাবে এই আশায়।
বিয়ের ২৪ দিনের মাথায় ‘হানিমুনে’ গেলে বার্ধক্যজনিত রোগে সেখানেই ওই বৃদ্ধার মৃত্যু হয়। সঙ্গে সঙ্গে পেনশন নিজের নামে করতে মরিসিও উঠে পড়ে লেগে যান। কিন্তু রাজি নয় সরকার। কারণ মরিসিওর প্রতিবেশীরা বলছেন, এই বিয়ের কোনো খবর তাদের কাছে নেই।

ওই তরুণ এখন আবেদন করেছেন সুপ্রিম কোর্টে। তার দাবি, ভালোবেসে বিয়ে করেছিলেন টরেসকে, পেনশনের লোভে নয়। তিনি আশায় আছেন কোর্টের রায় তার পক্ষে যাবে।
ইত্তেফাক/এমআর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা