শাজাহানপুরে ধানক্ষেত থেকে মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়ার শাজাহানপুরে ধানক্ষেত থেকে এক মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে শাজাহানপুর থানা এলাকার নিশ্চিন্তপুর গ্রাম থেকে আয়েশা খাতুন আশা নামের ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। আয়শা নিশ্চিন্তপুর গ্রামের রাসেল মিয়ার কন্যা। সে নিশ্চিন্তপুর দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে দাদা-দাদী ও ছোটবোনের সঙ্গে একই ঘরে ঘুমিয়ে পড়ে আশা। মাঝরাতে তার দাদী বিছানায় আশাকে দেখতে না পেয়ে পরিবারের অন্য সদস্যদের জানান। পরে পরিবার ও প্রতিবেশিরা অনেক খোঁজাখুঁজির পর বাড়ি থেকে কয়েকশ গজ দূরে একটি ধানক্ষেতে আশার মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। বগুড়া জেলা পুলিশের গণ্যমাধ্যম শাখার দায়িত্বে নিয়োজিত বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল ) সনাতন চক্রবর্তী হত্যাকাণ্ডের ঘটনা নিশ্চিত করে জানান, মেয়েটির মৃত্যু এখনো রহস্যাবৃত। মেয়েটিকে ধর্ষণের প্রাথমিক আলামত মেলেনি। ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেলে পাঠানো হয়েছে। ...