Posts

Showing posts from September 22, 2017

শাজাহানপুরে ধানক্ষেত থেকে মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার নিজস্ব প্রতিবেদক, বগুড়া

Image
বগুড়ার শাজাহানপুরে ধানক্ষেত থেকে এক মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে শাজাহানপুর থানা এলাকার নিশ্চিন্তপুর গ্রাম থেকে আয়েশা খাতুন আশা নামের ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। আয়শা নিশ্চিন্তপুর গ্রামের রাসেল মিয়ার কন্যা। সে নিশ্চিন্তপুর দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে দাদা-দাদী ও ছোটবোনের সঙ্গে একই ঘরে ঘুমিয়ে পড়ে আশা। মাঝরাতে তার দাদী বিছানায় আশাকে দেখতে না পেয়ে পরিবারের অন্য সদস্যদের জানান। পরে পরিবার ও প্রতিবেশিরা অনেক খোঁজাখুঁজির পর বাড়ি থেকে কয়েকশ গজ দূরে একটি ধানক্ষেতে আশার মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়।   বগুড়া জেলা পুলিশের গণ্যমাধ্যম শাখার দায়িত্বে নিয়োজিত বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল ) সনাতন চক্রবর্তী হত্যাকাণ্ডের ঘটনা নিশ্চিত করে জানান, মেয়েটির মৃত্যু এখনো রহস্যাবৃত। মেয়েটিকে ধর্ষণের প্রাথমিক আলামত মেলেনি। ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেলে পাঠানো হয়েছে।                       ...

ভারতে যাওয়ার চেষ্টাকালে কলারোয়ায় ১৩ রোহিঙ্গা আটক /কলারোয়া প্রতিনিধি

Image
সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ ১৩ রোহিঙ্গাকে আটক করেছে। শুক্রবার বেলা ১ টার দিকে কলারোয়া বাসষ্টান্ড থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা দালালের মাধ্যমে ভারতে পাচার হয়ে যাচ্ছিল বলে পুলিশের ধারণা। এদিকে থানা হাজতে আটক রোহিঙ্গারা জানায়, তারা কাজের সন্ধানে রোহিঙ্গা শিবির থেকে পালিয়ে দেশের দক্ষিণাঞ্চলে চলে আসে। এলাকা অপরিচিত হওয়ায় স্থানীয়রা তাদের ধরে পুলিশর হাতে তুলে দিয়েছে। আটক ১৩ রোহিঙ্গা শরণার্থীরা হলো মো: নবী হোসেন (২৭), মোছা: দিলদার বেগম (২১) তার ছেলে আব্দুল রহমান (০১), মো: করিম (২৫), মোছা: আমেনা বেগম (২০) ছেলে মো: আলী নূর (০১) তার স্বামী:-আব্দুল করিম, শহীদুল ইসলাম (২৪), মোছা: জিনু আক্তার (২০) তার স্বামী শহিদুল ইসলাম (২৪) মেয়ে সাবিকুন্নাহার (০৩), সালমা খাতুন (২১) তার ছেলে নুর হোসেন (০২) নুর হায়াত (০১), জমির হোসেন (১৮)। তারা সবাই বার্মার আরাকান রাজ্যের মন্ডুই জেলার মেসেরেনাই থানার মিদ্দাপাড়া গ্রামের বাসিন্দা। গত ১৮ দিন আগে তারা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশ ভূখন্ডে প্রবেশ করে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের মাধ্যম...

মঠবাড়িয়ায় অপহরণের একমাসেও খোঁজ মেলেনি প্রবাসীর স্ত্রীর মঠবাড়িয়া প্রতিনিধি

Image
পিরোজপুরের মঠবাড়িয়ায় অপহরণের একমাসেও খোঁজ মেলেনি মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ফারজানা আক্তার নাজমার (২২)। এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করলেও থানা পুলিশ গৃহবধূ নাজমাকে উদ্ধার করতে পারেনি। অপহৃত নাজমা উপজেলার বাদুরা গ্রামের জালাল পঞ্চায়েতের মেয়ে ও পার্শ্ববর্তী মিরুখালী গ্রামের মালয়েশিয়া প্রবাসী সহিদুল ইসলামের স্ত্রী। থানা সূত্রে জানা যায়, বাদুরা গ্রামের শাহ আলম ফরাজীর ছেলে ভাড়ায় চালিত মটরসাইকেল ড্রাইভার আল মাসুদ (২০) দীর্ঘ দিন ধরে নাজমাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। তাতে সাড়া না দেয়ায় গত ২৪ আগস্ট সকালে নাজমা স্থানীয় বাদুরা বাজারে যাওয়ার পথে শিশু নিকেতন কিন্ডার গার্ডেনের সামনে থেকে আল মাসুদ ও তার দলবল নাজমাকে অচেতন করে মোটর সাইকেলে তুলে নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে অপহৃতের পিতা মো: জালাল পঞ্চায়েত বাদী হয়ে আল মাসুদসহ ৪জন এজাহার নামীয় ও আরও ২জনকে অজ্ঞাতনামা আসামি করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ এ মামলার আসামি মাসুদের পিতা শাহ আলম ফরাজী ও তার মা ফিরোজা বেগমকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলেও মাসুদসহ অন্য সহযোগী আসামিরা পলাতক রয়েছে। মামল...

রোহিঙ্গাদের এইচআইভি, হেপাটাইটিস পরীক্ষার পরিকল্পনা /অনলাইন ডেস্ক

Image
বাংলাদেশে মিয়ানমার থেকে সম্প্রতি আসা রোহিঙ্গা শরণার্থী এবং আশেপাশের এলাকায় পানিবাহিত সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠানগুলো। এরই মধ্যে শরণার্থী কিছু শিশুর মধ্যে হাম ধরা পড়েছে এবং অন্তত দুজন শরণার্থী এইচআইভি আক্রান্ত বলে নিশ্চিত হয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। তবে সরকারি এবং আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, সবচেয়ে বড় আশঙ্কা হচ্ছে ব্যাপকহারে ডায়েরিয়ার প্রকোপ দেখা দিতে পারে। খবর বিবিসির। সরকারি কর্মকর্তারা বলছেন, তারা কয়েকটি সংক্রামক রোগ নির্ণয়ের জন্য শরণার্থীদের মধ্যে বড় আকারে স্বাস্থ্য পরীক্ষা করতে চাইছেন। মিয়ানমার থেকে সম্প্রতি পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে প্রয়োজনীয় টিকা না থাকাটাকে প্রথম থেকেই বড় উদ্বেগ হিসেবে নিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। কক্সবাজার জেলার সিভিল সার্জন ড: আব্দুস সালাম জানিয়েছেন, সংক্রামক রোগের মধ্যে তারা এখন পর্যন্ত ৬ জন হামের রোগী পেয়েছেন এবং তাদের চিকিৎসাও দেয়া হয়েছে। এর বাইরে দুজন এইচআইভি পজেটিভ রোগী পেয়েছেন। গত ১৬ই সেপ্টেম্বর থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে যে হাম এবং পোলিওর টিকা প্রদান এবং ভিটামি...

৬০ হাজারেরও বেশি হজ যাত্রীর প্রত্যাবর্তন /কালের কণ্ঠ অনলাইন

Image
পবিত্র হজ পালন শেষে ৬০ হাজারেরও বেশি হজ যাত্রী সৌদী আরব থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন। আগামী ৫ অক্টোবরের মধ্যে সব হাজী বাংলাদেশে প্রত্যাবর্তন করতে পারবে বলে হজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আজ এক বুলেটিন বার্তায় জানায়, আজ পর্যন্ত ৬০ হাজার ১৫২ জন হজ যাত্রী সৌদী আরব হতে দেশে ফিরছেন। এবারের হজ পালন করতে বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ২২৯ জন সৌদী আরব গেছেন। এর মধ্যে সৌদী আরবে বাংলাদেশের ১৩৫ হজ যাত্রী ইন্তেকাল করেছেন।   সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ ও বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদী আরব থেকে প্রাপ্ত তথ্যে আরো জানা যায়, এ পর্যন্ত গত ৬ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ বিমান ও সৌদী এয়ার লাইন্স ১৭২ ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করে। এরমধ্যে বাংলাদেশ এয়ারলাইন্স ৮০টি ও সৌদী এয়ারলাইন্স ৯২ টি হজ ফ্লাইট পরিচালনা করে বলে হজ অফিস সুত্রে জানা যায়। মোট ৩৭০টি হজ ফ্লাইটের মধ্যে বাংলাদেশ বিমান ১৯১টি ও সৌদী এয়ার লাইন্স ১৭৯টি হজ ফ্লাইট পরিচালনা করবে।   এবছর সৌদী আরবে বাংলাদেশের ১৩৫ জন হজ যাত্রীর মধ্যে ২৯ জন মহিলা রয়েছেন। বাংলাদেশের হজ যাত্রীর মধ্যে...

দুর্গাপূজায় উৎসবের খরচ বাঁচিয়ে রোহিঙ্গাদের সহায়তা করা হবে /কালের কণ্ঠ অনলাইন

Image
দুর্গাপূজায় উৎসবের খরচ বাঁচিয়ে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা করা হবে। সারাদেশের পূজা কমিটিগুলোকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। পরিষদ আজ শুক্রবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে। সংবাদ সম্মেলনে মূল লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস কুমার পাল।   এতে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দীপু, স্বপন কুমার সাহা, কাজল দেবনাথ, বাসুদেব ধর, সাবিত্রী ভট্টাচায নির্মল কুমার চ্যাটার্জি, বাবুল দেবনাথ, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি ডি এন চ্যাটার্জি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শ্যামল কুমার রায় প্রমুখ। সংবাদ সম্মেলনে বলা হয়, এবার পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে। সারাদেশে পুজোর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৭৭টি। গতবছর এ সংখ্যা ছিল ২৯ হাজার ৩৯৫টি। গতবারের তুলনায় বেশি ৬৮২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। রাজধানী ঢাকায় এবার পুজো হচ্ছে ২৩১টি, গতবছর এই সংখ্যা ছিল ২২৯। এবছর সবচাইতে বেশি পুজো হচ্ছে চট্টগ্রামে, ১ হাজার ৭৬৭টি। এর পরে দিনাজপুরে ১ হাজার ২৪২। গোপালগঞ্জে পুজো...

রোহিঙ্গাদের সহায়তায় নামছে সেনাবাহিনী /কালের কণ্ঠ অনলাইন

Image
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী আগামীকাল শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন। আজ শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মিয়ানমার থেকে পালিয়ে আসা আশ্রয় প্রার্থী রোহিঙ্গাদের মানবিক সহায়তা সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। জেলা প্রশাসক বলেন, মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের মানবিক সহায়তায় কক্সবাজার জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী রোহিঙ্গা ক্যাম্পে সার্বক্ষণিক কাজ চালিয়ে যাবে। স্যানিটেশন ব্যবস্থা থেকে শুরু করে শেড নির্মাণ ও ত্রাণ বিতরণে কাজ করবে তারা। জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, আশ্রয়হীন রোহিঙ্গাদের জন্য প্রতিদিন ১২৯ ট্রাক খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এতে প্রতিদিন এক লাখ ২০ হাজার রোহিঙ্গা ত্রাণ সুবিধা পাচ্ছে। এছাড়াও প্রতি ঘণ্টায় ২ হাজার লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে।

সৌদিতে নিহত কুমিল্লার তিন যুবকের মরদেহ দেশে পৌঁছেছে নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

Image
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার চান্দিনা ও বরুড়া উপজেলার তিন প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে। আজ শুক্রবার রাতে সৌদি এয়ার লাইন্সের একটি ফ্লাইটে তাদের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। আগামীকাল শনিবার ভোরে তাদের নিজ বাড়িতে মরদেহ পৌঁছানোর কথা রয়েছে এবং সকাল ১১টায় জানাজা শেষে পারিবারিক করবস্থানে তাদেরকে দাফন করা হবে। নিহতরা হলেন কুমিল্লার চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামের কামাল হোসেনের ছেলে আবুল বাসার (৩৮), একই গ্রামের সায়েদ আলীর ছেলে মোহাম্মদ হোসেন (৩২) এবং বরুড়া উপজেলার বড় হাতুয়া গ্রামের সেলিম (৩৩)। দুর্ঘটনায় আহত তিনজনের মধ্যে শ্রীমন্তপুর গ্রামের শরীফের পিতা আমিনুল ইসলাম মেম্বার বিষয়টি নিশ্চিত করেন। প্রসঙ্গত, গত ১২ সেপ্টেম্বর সকালে প্রাইভেট কারযোগে সৌদি আরবের দ্বীযানের উদ্দেশে রওনা হওয়ার পর হাফার আল বাতেন রোডের নারীয়া এলাকায় পৌঁছালে এটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। মারাত্মক আহত অবস্থায় শরীফ, জাকির ও আলমগীর নারীয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। সৌদী আরব থেকে বিষয়টি নিশ্চিত করেছেন নিহত কামাল হোসেনের পিতা আবুল বাস...

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অবৈধ -রাশিয়া /ইনকিলাব ডেস্ক

Image
ইরানের বিরুদ্ধে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞাকে অবৈধ বলে উল্লেখ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে বর্তমানে যুক্তরাষ্ট্র নতুন নতুন নিষেধাজ্ঞা আরোপ করছে এবং সবাই তা আতঙ্কের সঙ্গে প্রত্যক্ষ করছে। ওয়াশিংটনের নিষেধাজ্ঞা চূড়ান্ত পরমাণু সমঝোতা বা জেসিপিওএ’র বিরুদ্ধে হুমকি হয়ে উঠেছে বলেও জানান তিনি। তিনি আরো বলেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞারোপের মধ্য দিয়ে ২০১৫ সালে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর সম্পাদিত চুক্তির লঙ্ঘিত হয়েছে। এক তরফা নিষেধাজ্ঞা আরোপ করা অবৈধ। এতে আন্তর্জাতিক সামগ্রিক প্রচেষ্টাকে গুরুত্বহীন করে তোলা হয়। উল্লেখ্য, ইরানি রকেট ‘সিমোরগ’ পরীক্ষার প্রতিক্রিয়ায় গত জুলাইয়ে দেশটির বিরুদ্ধে আরেক দফা নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। সূত্র: রয়টার্স

কোথাও আক্রান্ত হলেই মুসলিমরা জঙ্গি, কিন্তু আজ বৌদ্ধদেরকে তো জঙ্গি বলা হচ্ছে না -এরদোগান /ইনকিলাব ডেস্ক

Image
মায়ানমারের রাখাইনের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে তুর্কি প্রেসিডেন্ট রিপেস তাইয়্যেপ এরদোগান বলেন, আজকে কোথাও মুসলমানদের দ্বারা আক্রান্ত হলে তাদেরকে জঙ্গি বলা হয়। কিন্তু এখন বৌদ্ধদের দ্বারা মুসলমানরা আক্রান্ত। কিন্তু তাদেরকে জঙ্গি বলা হচ্ছে না। এটাই আজ চরম বাস্তবতা। বৃহস্পতিবার দুপুরে নিউইয়কের্র একটি হোটেলে তার্কিস আমেরিকান ন্যাশনাল স্টিয়ারিং কমিটি আয়োজিত এক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন। রোহিঙ্গা মুসলিমদের রক্ষায় যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেন, রোহিঙ্গাদের চোখ ভিন্ন হতে পারে কিন্ত এ চোখের পানি বিশ্বের সকল মুসলমানের। এরদোগান আরো বলেন, আমার স্ত্রী ও সন্তান ইতোমধ্যে বাংলাদেশ সফর করেছে। রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশার বর্ণনা শুনে গাঁ শিউরে উঠে। আজকে এ জনগোষ্ঠীকে আমাদের রক্ষা করতে হবে। রোহিঙ্গাদের রক্ষায় তুরস্ক বাংলাদেশের পাশে রয়েছে বলেও জানান তিনি। এরদোগান জানান, তুরস্ক ২০১২ সাল থেকে এ পর্যন্ত মায়ানমারের রোহিঙ্গাদের জন্য ৭০ মিলিয়ন ডলারের ত্রাণসহায়তা দিয়েছে। ভবিষ্যতে এটি অব্যাহত থাকবে। এসময় তিনি একটি হাদীসের উদ্ধৃতি দিয়ে বলেন, তিনিই...

জাতিসংঘে ‘ভারত সমর্থিত সন্ত্রাসবাদ’ বন্ধের আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর /ইনকিলাব ডেস্ক

Image
জাতিসংঘ সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে ‘ভারত সমর্থিত সন্ত্রাসবাদ’ বন্ধের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি। পাশাপাশি, বিরাজমান সব সংকট বিশেষ করে কাশ্মীর নিয়ে ভারতের প্রতি সংলাপের আহ্বান জানিয়েছেন তিনি। পাক প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের বিশৃঙ্খলতা সৃষ্টির জন্য সন্ত্রাসবাদীদের প্রকাশ্য ও পরোক্ষভাবে অস্ত্র ও অর্থ যোগানো যদি নয়াদিল্লী বন্ধ রাখে তাহলেই কেবল সংলাপ হতে পারে। জাতিসংঘে দেয়া প্রথম ভাষণে তিনি বলেন, শান্তি ও নিরাপত্তা বজায় রাখার ব্যবস্থাসহ সব অমীমাংসিত বিষয়ে বিশেষ করে কাশ্মীর নিয়ে সংলাপ শুরুর জন্য পাকিস্তান প্রস্তুত রয়েছে। কাশ্মীর নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইশতেহার দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে একজন বিশেষ দূত নিয়োগ দেয়ার আহ্বানও জানান তিনি। কাশ্মীরিদের দমনের জন্য ব্যাপক এবং নির্বিচারে ভারত বল প্রয়োগ করছে বলে অভিযোগ করেন আব্বাসি। কাশ্মীরে তরুণ, নারী এবং শিশুদের প্রতি নির্বিচারে গুলি চালানোয় শত শত কাশ্মীরি নিহত এবং আহত হয়েছে বলে উল্লেখ করেন তিনি। কাশ্মীরে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ছররা গুলি ব্যবহার এবং রাষ্ট্রীয় নীতি হিসেবে ধর্ষণ বন্ধ করার আহ্...

৬৫ লাখ রুপিতে ১ বোতল পানি!

Image
                                    ৬৫ লাখ রুপিতে ১ বোতল পানি ২০১৮ সালে  যুক্তরাষ্ট্রের বেভারলি হিলস ড্রিংক কোম্পানি ভারতে বাজারজাত করবে সোনার চেয়েও দামি পানি। ‘বেভারলি হিলস ৯০এইচ২ও’ নামের এই বোতলজাত পানির এক বোতলের দাম পড়বে ৬৫ লাখ রুপি! এই পানির স্বাদ হবে রেশমের মতো কোমল, ঠান্ডা ও খুবই হালকা। এই পানির বোতলের নকশা করেছেন একজন বিখ্যাত স্বর্ণশিল্পী। বোতলের ঢাকনা তৈরি করা হয়েছে ১৪ ক্যারেট ওজনের সাদা সোনা, ৬০০টি সাদা ও ২৫০টি কালো হিরা দিয়ে। ওই বোতলে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলীয় পাঁচ হাজার ফুট উচ্চতার একটি পাহাড় থেকে সংগ্রহ করা বসন্তকালীন প্রাকৃতিক পানি দেওয়া হবে। সূত্র : ইন্ডিয়া টাইমস

প্রেমের ফাঁদে ফেলে যুবককে খুন : লাশের খোঁজে ৩ দিন ধরে মেঘনায় তল্লাশী /কুমিল্লা সংবাদদাতা

Image
                              নিহত কামরুল হাসান খন্দকার কুমিল্লার আদালতে এসে পরিচয়। তারপর পরকীয়া প্রেম। শেষ পরিণতি খুন। গত ৬ সেপ্টেম্বর দাওয়াত দিয়ে জেলা সদর থেকে কুমিল্লার তিতাস উপজেলায় নিয়ে গভীর রাতে দাউদকান্দি মেঘনা-গোমতী সেতুর পাশে ট্রলারে উঠিয়ে খুন করে নদীতে ফেলা দেয়া হয়েছিল কামরুল হাসান খন্দকার নামে এক যুবককে। লাশের সন্ধানে দাউদকান্দি থানা পুলিশের সহায়তায় কোতয়ালী থানা পুলিশ গত তিন দিন ধরে মেঘনা-গোমতী নদীতে তল্লাশি চালালেও আজ শুক্রবার সকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশের খোঁজ মেলেনি। নিহত কামরুল জেলার সদর দক্ষিণ উপজেলার নেউরা সৈয়দপুর গ্রামের আবদুর রহমান খন্দকারের ছেলে এবং তিনি কুমিল্লা ক্লাবের কর্মচারী ছিলেন। এ হত্যাকান্ডের ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতারকৃত আল-মামুন ও তার স্ত্রী নার্গিস আক্তার গত বুধবার সন্ধ্যায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পুলিশ ও আসামিদের জবানবন্দি সূত্রে জানা যায়, জেলার তিতাস উপজেলার ছোলাকান্দি গ্রামের মোশারফ হোসেন মুকুল মেম্বারের ছেলে আসামি আল-মামুনের (৩৫) নামে অস...

রোহিঙ্গাদের বের করে দিতে অনড় অবস্থানে ভারত /কূটনৈতিক প্রতিবেদক

Image
জাতিসঙ্ঘ মানবাধিকার কমিশনের কঠোর সমালোচনার মুখেও অবৈধভাবে বসবাসকারী রোহিঙ্গাদের বের করে দিতে অনড় অবস্থানে রয়েছে ভারত। ভারতের কেন্দ্রীয় সরকার বিষয়টিকে মানবিক দৃষ্টিকোন থেকে দেখতে নারাজ। গতকাল দিল্লিতে জাতীয় মানবাধিকার কাউন্সিল আয়োজিত এক সেমিনারে দেয়া বক্তব্যে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এমন অভিমত ব্যক্ত করেছেন। তিনি বলেন, রোহিঙ্গাদের উদ্বাস্তু হিসাবে চিহ্নিত করার মত ভুল করবেন না। ভারতে তারা রাজনৈতিক আশ্রয়েও নেই। উদ্বাস্তুর মর্যাদা পেতে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হয়। এ জন্য কোনো মহল থেকে ভারত সরকার আবেদন পায়নি। এছাড়া ভারত উদ্বাস্তু বিষয়ক জাতিসঙ্ঘ সনদে সই করেনি। তাই বৈধ পন্থায় রোহিঙ্গাদের বের করে দিলে আন্তর্জাতিক কোনো প্রটোকল ভঙ্গ হবে না। রাজনাথ সিং বলেন, অন্যের মানবাধিকার নিয়ে যারা উদ্বিগ্ন, ভারতীয়দের অধিকার নিয়েও তাদের ভাবতে হবে। ইস্যুটির সাথে দেশের নিরাপত্তা জড়িত, যার সাথে ভারত সরকার সমঝোতা করতে পারে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের পর মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ভারত থেকে ফিরিয়ে নিতে আগ্রহ প্রকাশ করেছে। তিনি বলেন, রোহিঙ্গাদের ঢল নিয়ে বাংলাদেশ সমস্য...

মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতন জাতিগত নিধন: ব্রিটিশ এমপি

Image
মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নির্যাতন জাতিগত নিধন, বর্বরোচিত ও মানবাধিকারের লংঘন বলে মন্তব্য করেছে বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদল। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক প্রেস ব্রিফিংয়ে তারা এ মন্তব্য করেন। ৩ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ব্রিটিশ কনজারভেটিভ পার্টির এমপি অ্যান মেইন। এই প্রতিনিধি দলের অপর দু’জন এমপি হলেন পল স্কালি ও উইলকুইন্স। অ্যান মেইন বলেন, রোহিঙ্গাদের মিয়ানমার থেকে বের করে দেয়া হয়েছে। এটি একটি মানবসৃষ্ট ট্র্যাজেডি। এটা যে একটি জাতিগত নিধন তাতে কোনও সন্দেহ নেই। রাখাইনে গণহত্যা সংগঠিত হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, গণহত্যার সংজ্ঞা আমার জানা নেই। তবে সেখানে যা ঘটেছে তা খুবই ভয়ঙ্কর। আমরা খুবই মর্মাহত, সেখানে বৃদ্ধ ও শিশুদের হত্যা করা হয়েছে। আমরা জানি না সেখানে কতজনকে খুন করা হয়েছে। তবে যা হয়েছে তা অবশ্যই ভয়ংকর।   তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে সামর্থ্যানুযায়ী বাংলাদেশ যা করছে তা প্রশংসনীয়। প্রতিনিধিদলটি গত মঙ্গলবার কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যায়। যুক্তরাজ্যের ক্ষ...

মুসলিম হবে বলাতে পুজাকে খুন না করে বাংলাদেশে নিয়ে এলো কালো পোশাকধারীরা: খুন করেছে পরিবারের ৫ সদস্য

Image
এন এ নিউজ ডেস্ক: ২০১৩ সালে পূজা মল্লিক (২২) এর সাথে আশিষ মল্লিকের বিবাহ হয়।বর্তমানে রাজা নামে ৩ বছরের একটি শিশু রয়েছে তাদের। মিয়ানমারের আরাকান রাজ্যের মংডুর রেইক্যা পাড়ার ফকিরা বাজারস্থ ছিল তাদের বাড়ী। ফকিরা বাজারে স্যালুন দোকান ছিল স্বামী আশিষ মল্লিকের। স্বামী, সন্তান, শ্বশুর,শ্বাশুড়ি সহ ৭ সদস্যকে নিয়ে ভালোই চলছিল পূজার সংসার। কিন্তু গত ২৭ আগস্ট ভোররাতে হঠাৎ করে গুলির শব্দে ঘুম ভাঙ্গে সবার। বাইরে বেরোতেই দেখা যায় কালো পোশাকধারীর দল। ঘরের চার পাশের ঘর গুলোতে জ্বলছে দাউদাউ করে আগুন। আগুনের তাপ, ঘরবাড়ি পোড়ানো লেলিহান শিখা এবং গুলির শব্দ। কিছু বুঝে ওঠার আগেই ঘরের সব পুরুষকে বেঁধে ফেলে কালো পোষাকধারীরা। একে একে হত্যা করা হয় পূজার স্বামী আশিষ, শ্বশুর বলরাম, শাশুড়ি অনু বালা, দেবর খুশিস কুমার ও ননদ ঝুনু বালাকে। পরিবারের ৫ সদস্যকে হত্যার পর পুজার পালা। কিন্তু পুজাকে হত্যা না করে শর্ত দিয়ে থাকে কালো পোশাকধারীর দল। পুজা মল্লিক জীবন বাচাঁতে মেনে নেন তাদের শর্ত। কালো পোশাকধারীর দল জোর পূর্বক পুজার হাতের শাখাঁ ভেঙ্গে ফেলে এবং সিঁধুর মুছে ফেলে। পুজাকে নিয়ে করা হয় যৌন পুর্তি। এরপর ভোরকা পরিয়ে প...

যেভাবে হাতছাড়া স্বাধীন আরাকান /মুফতি হুমায়ুন রশিদ

Image
আজকের নির্যাতিত আরাকানের মুসলমানদের রয়েছে গৌরবময় অতীত। একসময় আরাকান রাজ্যের রাজা বৌদ্ধ হলেও তিনি মুসলমান উপাধি গ্রহণ করতেন। তাঁর মুদ্রায় ফারসি ভাষায় লেখা থাকত কালেমা। আরাকান রাজদরবারে কাজ করতেন অনেক বাঙালি মুসলমান। বাংলার সঙ্গে আরাকানের ছিল গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক। ১৪০৬ সালে আরাকানের ম্রাউক-উ রাজবংশের প্রতিষ্ঠাতা নরমিখলা ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে বাংলার তৎকালীন রাজধানী গৌড়ে চলে আসেন। গৌড়ের শাসক জালালুদ্দিন শাহ নরমিখলার সাহায্যে ৩০ হাজার সৈন্য পাঠিয়ে তাঁকে বিতাড়নকারী বর্মি রাজাকে উত্খাতে সহায়তা করেন। নরমিখলা ইসলাম কবুল করেন ও মোহাম্মদ সোলায়মান শাহ নাম নিয়ে আরাকানের সিংহাসনে বসেন। ম্রাউক-উ রাজবংশ ১০০ বছর আরাকান শাসন করেছে। এর ফলে সেখানে মুসলিম ব্যবসায়ী, বুদ্ধিজীবী, কবি ও শিল্পীদের পৃষ্ঠপোষকতা বৃদ্ধি পায়। মধ্যযুগে বাংলা সাহিত্যচর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল রোসাং রাজদরবার। মহাকবি আলাওল রোসাং দরবারের রাজকবি ছিলেন। তিনি লিখেছিলেন মহাকাব্য পদ্মাবতী। এ ছাড়া সতী ময়না ও লোর-চন্দ্রানী, সয়ফুলমুলক, জঙ্গনামা প্রভৃতি কাব্যগ্রন্থ রচিত হয়েছিল রোসাং রাজদরবারের আনুকূল্যে ও ...

৫ নাবালক ছাত্রের সঙ্গে যৌন সম্পর্কে শিক্ষিকা, অতঃপর...!/ অনলাইন ডেস্ক/বিডি-প্রতিদিন

Image
ক্লাস ফাঁকি দিয়ে নাবালক ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক তৈরির অভিযোগে এক শিক্ষিকাকে গ্রেফতার করল পুলিশ৷ তবে ওই শিক্ষিকার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ প্রথম নয়৷ ২০১২ সালেও পাঁচ নাবালক ছাত্রের সঙ্গে একই কাজ করার অভিযোগে জেল খেটেছিলেন তিনি৷ চুয়াল্লিশ বছরের এমা ওয়েব স্বামী বাড়িতে না থাকলে নাবালক ছাত্রদের সঙ্গে সহবাস করতেন৷ সংবাদ সংস্থা ডেইলি মেলের খবর অনুযায়ী, এক ১৬ বছরের কিশোরকে সাহায্য করার জন্যে নিযুক্ত করা হয়েছিল তাকে৷ এই সুযোগেই এমা ওই নাবালকের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ান৷ তাকে মাঝেমধ্যে বিভিন্ন উপহারও দিতেন এমা৷ এরপরেই একদিন ওই ছাত্রকে বাড়ি পৌঁছে দেোয়ার কথা বলে নিজের গাড়িতে তুলে নেন এমা৷ রাস্তার জ্যামে গাড়ি আটকে থাকায় গাড়িতেই তাকে জড়িয়ে ধরেন এমা৷ এমনকি তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে তার সঙ্গে যৌনতা স্থাপণ করেন৷ এরপরে ক্লাস ফাঁকি দিয়ে নির্জন জঙ্গলে সেই নাবলককে নিয়ে গিয়ে ফের একই কাজ করেন এমা৷ এমা নিজে দুই সন্তানের জননী৷ ২০১২ সালেও পাঁচ নাবালকের সঙ্গে একই কাজ করায় ৩২ মাস জেলে ছিলেন এমা৷ তবে এটি এমার একপ্রকার রোগ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা৷ এই কারণেই তাকে এবারের রেহাই দিয়েছে আদাল...

থাইল্যান্ডে রাস্তার পাশে পুঁতে রাখা বোমায় ৪ সেনা নিহত /অনলাইন ডেস্ক/বিডি প্রতিদিন

Image
থাইল্যান্ডে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে চার সেনা নিহত ও বেসামরিক নাগরিকসহ আরও ছয়জন আহত হয়েছেন। শুক্রবার দক্ষিণের মুসলিম অধ্যুষিত ইয়ালা প্রদেশের পাতানি শহরে নির্মাণাধীন একটি সড়কে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। ইসলামপন্থি জঙ্গিরাই বোমাটি পুঁতে রেখেছিল বলে ধারণা করছে পুলিশ। নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ওই অঞ্চলের নিরাপত্তা বাহিনীর মুখপাত্র বলেন- 'বোমা পুঁতে রাখা দলটি আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করার বহু পুরাতন এই কৌশলটি ব্যবহার করেছে। ” যদিও এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি।   বিডি প্রতিদিন/২২ সেপ্টেম্বর ২০১৭/এনায়েত করিম

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মুম্বাই স্টেশনের যে ভিডিওটি! /অনলাইন ডেস্ক/বিডি-প্রতিদিন

Image
                                                                            ফাইল ছবি স্টেশনে ট্রেন ধরার জন্য অপেক্ষা করছেন অংসখ্য যাত্রী। আর তাদের ভিজিয়ে দিয়ে স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে ট্রেন। ভারতের মুম্বাইয়ের শহরতলিতে নালাসোপারা স্টেশনের এই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ইউটিউবে তার দর্শক সংখ্যা ছাড়িয়েছে ৯ লক্ষেরও বেশি। ভিডিওতে দেখা যাচ্ছে যে, রেল স্টেশনে ভিড়। সাতসকালেই ট্রেন ধরার অপেক্ষায় অফিসযাত্রীরা। আগের দু’দিনের মুষলধারে বৃষ্টির পর সবে তা একটু থেমেছে। তবে শহরের বিভিন্ন প্রান্তে এখনও পানি স্টেশনে ট্রেন ঢুকতে দেখেই এগিয়ে গেলেন অফিসযাত্রীরা। রেললাইনে তখনও জমা পানি। বৃষ্টির পানি জমে থাকায় এমনিতেই সব ট্রেন আস্তে-ধীরে চলছে। কিন্তু সকলকে অবাক করে দ্রুত গতিতে স্টেশনে ঢুকল ট্রেনটি। কেউ কিছু বোঝার আগেই উত্তাল ঢেউয়ের মতো লাইনের জমা পানি এসে পড়ল যাত্রীদের গায়ে।   রেললাইনের নোংরা প...

ভারতীয় যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি করবে 'রোলস রয়েস'/অনলাইন ডেস্ক/বিডি প্রতিদিন

Image
ডিআরডিও'র সঙ্গে যৌথ উদ্যোগে ভারতের যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি করছে ব্রিটিশ সংস্থা রোলস রয়েস। টার্বাইন প্রযুক্তি ব্যবহার করে এই ইঞ্জিন তৈরি করা হচ্ছে। 'Trent 700' জেট ইঞ্জিন তৈরি করছে ওই সংস্থা। গ্যাস টার্বাইন প্রযুক্তি নিয়ে কাজ করার জন্য দীর্ঘদিন ধরেই ডিআরডিও'র সঙ্গে কথা বলছে রোলস রয়েস। প্রযুক্তি আদান-প্রদানের ক্ষেত্রে ভারতের সঙ্গে কথাও বলেছেন ব্রিটিশ সরকার। সামরিক সরঞ্জাম উন্নয়নের জন্যে দুই দেশ একত্রে কাজ করবে। শুধু যুদ্ধবিমান নয়, বিমানবাহী রণতরীও দুই দেশের বিজ্ঞানীদের সাহায্য নিয়ে গড়ে তোলা হচ্ছে। কিছুদিনের মধ্যেই তা জলে নামিয়ে পরীক্ষা করা হবে।   প্রসঙ্গত, ভারতের ঐতিহ্যবাহী রণতরীগুলো আসলে ব্রিটেনেরই ছিল। কিছুদিন আগে সেগুলো কার্যকাল শেষ হয়েছে। রোলস রয়েসের সঙ্গে বানানো যুদ্ধ বিমানগুলো থাকবে অত্যাধুনিক প্রযুক্তি। থাকবে gas turbine engine। যেগুলো যুদ্ধবিমানগুলো আরও দ্রুত আকাশে উড়তে সাহায্য করবে। যদিও যুদ্ধবিমানের ব্যাপারে দুই দেশের মধ্যে কোনও পাকা চুক্তি হয়নি। তবে উভয়েই কথাবার্তায় খুশি। খুব শিগগিরই ভারত এবং রোলস রয়েস এই বিষয়ে চুক্তি করবে বলেই জানা গেছে।   গত এ...

চীনে মুসলিম বিরোধী শব্দ বাদ /অনলাইন ডেস্ক/বিডি প্রতিদিন

Image
মুসলিম ধর্মের বিরুদ্ধে বিদ্রুপ ছাড়ায় এমন শব্দগুলো সোশ্যাল মিডিয়া থেকে বাদ দিল চীন। দেশটির সরকারি সংবাদপত্র গ্লোবাল টাইমসে বলা হয়েছে, চীনের ইন্টারনেট ব্যবহারকারীদের ‌ইসলাম ভীতি রয়েছে এমন শব্দগুলো চীনের সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষ বাদ দিয়ে দিয়েছেন। নেট ব্যবহারকারীরা অবশ্য বলছেন, মুসলিমদের তুষ্ট করতেই এই শব্দ বাদ দেওয়া হয়েছে। চীনে এখন কম করে দুই কোটি এক লাখ মুসলিম রয়েছেন। অধিকাংশই ইউঘুর শিয়াংজিনে থাকেন। আর হু মুসলিমরা থাকেন নিনশিয়া প্রদেশে। মুসলিমদের নিয়ে খুব একটা স্বস্তিতে নেই চীনও। মাঝেমাঝেই বিক্ষোভ দেখাচ্ছেন তারা।   শিয়াংজিন প্রদেশে ইস্ট তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট (‌ইটিআইএম)‌ নামের সংগঠন বিক্ষোভ দেখিয়েছে। এখানে ইউঘুরদের প্রভাব কমাতে হান জনজাতীয়দের বসবাসে অনুমতি দেওয়া হয়েছে বলে অভিযোগ। তাই নিয়েই এই বিক্ষোভ।   চীনের পাল্টা অভিযোগ, দেশে বেশ কয়েকটি জঙ্গি হামলার পিছনে রয়েছে ‌ইটিআইএম। তাদের অনেক সদস্যই সিরিয়া থেকে আইএসের প্রশিক্ষণ নিয়ে এসেছে। নিষিদ্ধ হওয়ার পরে 'গ্রিন রিলিজিয়ন' বা 'পিসফুল রিলিজিয়ন'র মতো শব্দ ব্যবহার করে সার্চ করা হচ্ছে। বিডি প্রতিদিন/২১ সেপ্টেম্বর ...

২ মাসের মধ্যে ফের ভারত ভ্রমণে বাধা বাংলাদেশিদের জন্য নয় /অনলাইন ডেস্ক/বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

Image
ভ্রমণ ভিসায় একবার ভারত ভ্রমণের পর দুই মাসের মধ্যে ফের ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে, তবে তা বাংলাদেশিদের জন্য নয়, পাকিস্তান, সুদানসহ কয়েকটি দেশের জন্য। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন সূত্র। গত কয়েকদিন ধরে ভুল বোঝাবুঝিতে ভ্রমণ ভিসায় বেনাপোল, আগরতলা, চাতলাপুরসহ দেশের বিভিন্ন ইমিগ্রেশন দিয়ে একবার ভারত ভ্রমণের দুই মাস পূর্ণ হওয়ার আগেই যারা ফের যাচ্ছিলেন তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছিলো। অনেক ভ্রমণকারী এ সময়ে ভারতে না ঢুকতে পেরে ফিরে এসেছেন। অনেকে আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করতে যাওয়া নিয়ে বিড়ম্বনায় পড়েন। বিষয়টি হাইকমিশনের দৃষ্টিগোচর হলে এটা ভুল বোঝাবুঝি ও সাময়িক বিভ্রান্তি জানিয়ে বলা হয়েছে, এ নিষেধাজ্ঞা বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য নয়। এটা পাকিস্তান, সুদানসহ মুষ্টিমেয় কয়েকটি দেশের জন্য প্রযোজ্য। বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

প র্য বে ক্ষ ণ : রোহিঙ্গারা কি বাঙালি? হাসান শাহরিয়ার/বিডিপ্রিতিদিন

Image
বিশ্বায়ন ও মুক্তবাজার অর্থনীতির ফলশ্রুতিতে আগের বিশ্ব আর নেই। সব দেশই বদলে গেছে, বিভিন্ন সংস্কৃতির সমাহারে হয়ে উঠেছে বহুজাতিক। কোনো দেশই এখন আর বিশেষ এক বা একাধিক জাতিগোষ্ঠীর জন্য চিহ্নিত নয়। উন্নত বিশ্বের বিভিন্ন দেশে সুশিক্ষিত ইমিগ্রেন্টরা শুধু সরকারেই নয়, বেসরকারি প্রতিষ্ঠানেও উচ্চপদে আসীন রয়েছেন। এমনকি এমপি-মন্ত্রীও হচ্ছেন। কিন্তু দীর্ঘদিন অবরুদ্ধ থাকার পর বার্মা বা মিয়ানমার এখনো পেছন দিকে হাঁটছে। সে দেশের উগ্র জাতীয়তাবাদীরা বিশ্বাস করে, ‘বর্মীর জন্য বার্মা’। দুই সপ্তাহ আগে মিয়ানমারের সরকারপন্থি উগ্র জাতীয়তাবাদী একটি গ্রুপ সে দেশের আমেরিকান দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। তাদের দাবি ছিল ‘রোহিঙ্গা’ শব্দটি যেন আর ব্যবহূত না হয়। কারণ ‘এই নামে তাদের দেশে কোনো জাতিগোষ্ঠী নেই। তারা বাংলাদেশ থেকে এসেছে। তারা বাঙালি এবং সন্ত্রাসী। তাদের অধিকাংশই ১৯৭১ সালের যুদ্ধের সময় থেকে সেদেশে অবৈধভাবে বসবাস শুরু করেছে। ’ আমেরিকান দূতাবাসের কর্মকর্তারা তাদের কথা কতটুকু বিশ্বাস করেছেন জানি না, তবে বিশ্ব সংবাদ মাধ্যম তাদের কথায় সায় দেয়নি। এই জাতীয়তাবাদের দোহাই দিয়েই সেনাবাহিনীর সঙ্গে ক্ষমতা ভাগা...

আফগান যুদ্ধে ‘বলির পাঁঠা’ হতে চাই না : জাতিসংঘে পাকিস্তান /অনলাইন ডেস্ক/বিডি প্রতিদিন

Image
পাকিস্তানের প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি বৃহস্পতিবার জাতিসংঘে বলেছেন, 'আফগান যুদ্ধে পাকিস্তান বলির পাঁঠা হতে চায় না। খবর এএফপি’র। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে আব্বাসি আফগানিস্তান বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন কৌশলের সুস্পষ্ট সমালোচনা না করলেও পাকিস্তানের ওপর নতুন করে দায়ভার চাপানোয় স্পষ্টভাবে তার অসন্তুষ্টির কথা প্রকাশ করেছেন। আব্বাসি বলেন, ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমন অভিযানে আমাদের ভূমিকার কারণে অনেক ভোগান্তি ও ত্যাগ স্বীকার করতে হচ্ছে। এক্ষেত্রে সামরিক বাহিনীকে দায়ী করা বা আফগানিস্তানের রাজনৈতিক অচলাবস্থা হবে পাকিস্তানের জন্য বিশেষভাবে পীড়াদায়ক। ’ তিনি বলেন, ‘আমরা কারো বলির পাঁঠা হতে প্রস্তুত নই। ’ আব্বাসি বলেন, ‘এক্ষেত্রে পাকিস্তানের মাটিতে আফগান যুদ্ধ মোকাবেলা করতে ইসলামাবাদ প্রস্তুত নয়। ’ তিনি আরও বলেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর হামলার পর সন্ত্রাসবাদ দমনে মার্কিন অভিযান শুরুর পর থেকে জঙ্গিদের হাতে পাকিস্তানের ২৭ হাজার নাগরিক নিহত হয়েছেন। তিনি আফগানিস্তানে জঙ্গি নির্মূলের বিষয়ের ওপর অগ্রাধিকার দেয়ার আহ্বান জানান। তবে এক্ষেত্...