ভারতে যাওয়ার চেষ্টাকালে কলারোয়ায় ১৩ রোহিঙ্গা আটক /কলারোয়া প্রতিনিধি


সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ ১৩ রোহিঙ্গাকে আটক করেছে। শুক্রবার বেলা ১ টার দিকে কলারোয়া বাসষ্টান্ড থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা দালালের মাধ্যমে ভারতে পাচার হয়ে যাচ্ছিল বলে পুলিশের ধারণা।
এদিকে থানা হাজতে আটক রোহিঙ্গারা জানায়, তারা কাজের সন্ধানে রোহিঙ্গা শিবির থেকে পালিয়ে দেশের দক্ষিণাঞ্চলে চলে আসে। এলাকা অপরিচিত হওয়ায় স্থানীয়রা তাদের ধরে পুলিশর হাতে তুলে দিয়েছে।
আটক ১৩ রোহিঙ্গা শরণার্থীরা হলো মো: নবী হোসেন (২৭), মোছা: দিলদার বেগম (২১) তার ছেলে আব্দুল রহমান (০১), মো: করিম (২৫), মোছা: আমেনা বেগম (২০) ছেলে মো: আলী নূর (০১) তার স্বামী:-আব্দুল করিম, শহীদুল ইসলাম (২৪), মোছা: জিনু আক্তার (২০) তার স্বামী শহিদুল ইসলাম (২৪) মেয়ে সাবিকুন্নাহার (০৩), সালমা খাতুন (২১) তার ছেলে নুর হোসেন (০২) নুর হায়াত (০১), জমির হোসেন (১৮)।
তারা সবাই বার্মার আরাকান রাজ্যের মন্ডুই জেলার মেসেরেনাই থানার মিদ্দাপাড়া গ্রামের বাসিন্দা। গত ১৮ দিন আগে তারা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশ ভূখন্ডে প্রবেশ করে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের মাধ্যমে তিনি জানতে পারেন রোহিঙ্গাদের একটি দল কলারোয়ায় অবস্থান করছে। তাদের উদ্ধার করার জন্য থানার উপ-পরিদর্শক অমিত কুমার দাসকে পাঠানো হয়। এসময় ভারত সীমান্তমুখী রাস্তা কলারোয়া হাসপাতাল রোড মোড় থেকে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম নাগরিক বলে স্বীকার করায় থানায় নিয়ে আসা হয়। আটককৃতদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
সাতক্ষীরা পুলিশ সুপার মো: আলতাফ হোসেন পিপিএম রোহিঙ্গা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তিনি বিকাল চারটার দিকে কলারোয়া থানায় বসে রোহিঙ্গাদের সাথে কথা বলেছেন।  আটককৃতদের পুলিশী তত্বাবধানে কক্সবাজারের উখিয়া থানার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া চলছে।
                                                     

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা