Posts

Showing posts from September 19, 2019

মোদি-শি বৈঠকে কাশ্মীর আলোচনার প্রধান বিষয় নাও হতে পারে: চীন

Image
ছবি: সংগৃহীত আসন্ন মোদি-শি বৈঠকে আলোচনার প্রধান বিষয় কাশ্মীর নাও হতে পারে বলে জানিয়েছে চীন। আগামী অক্টোবরে ভারত সফরে আসবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সে সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি অনানুষ্ঠানিক বৈঠক করার কথা রয়েছে শি'র। খবর এনডিটিভির। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনাইং বেইজিংয়ে সাংবাদিকদের বলেন, ‘কাশ্মীর ওই বৈঠকের আলোচ্য সূচিতে থাকবে কিনা আমি নিশ্চিত নই কারণ এটি একটি অনানুষ্ঠানিক বৈঠক হবে। আমাদের উচিত দুই দেশের শীর্ষনেতা কী নিয়ে আলোচনা করতে চান তা তাঁদের উপরেই ছেড়ে দেয়া।’ তিনি আরও বলেছেন, তবে আমার মনে হয় যে আলোচনার মধ্যে অবশ্যই কাশ্মীর প্রসঙ্গ উঠবে। কাশ্মীর ইস্যু সমাধানের বিষয়ে চীনের অবস্থান সম্পর্কে ওই মুখপাত্র বলেন, আমরা কাশ্মীরকে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক ইস্যু হিসাবেই দেখছি। ‘আমরা জানি যে কাশ্মীর সম্পর্কে জাতিসংঘের একটি নির্দিষ্ট প্রস্তাব রয়েছে। আমরা আশা করি ভারত ও পাকিস্তানের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হবে’, বলেন হুয়া চুনাইং। আরও পড়ুন:  কেউ জাকির নায়েককে নিতে...

‘বাহুবলী’র প্রভাস এবার রাবণ

Image
‘বাহুবলী’র পর আবার রাজা, রাজদরবারে দেখা যাবে প্রভাসকে। ‘রামায়ণ’ ছবিতে আরও আছেন হৃতিক ও দীপিকা। ছবি: টুইটার দক্ষিণ ভারতের ব্লকবাস্টার ছবি ‘বাহুবলী’। এই সিরিজের দুই ছবির পৌরাণিক চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন দক্ষিণের অন্যতম জনপ্রিয় অভিনেতা ‘রেবেল স্টার’ প্রভাস। এরপর হিন্দি ছবিতেও সবর উপস্থিতি। কয়েক দিন আগে শোনা গেল হিন্দিতে একটি রোমান্টিক প্রেমের ছবি করতে যাচ্ছেন। এবার শোনা গেল ‘রামায়ণ’ নিয়ে তৈরি করা ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ‘সাহো’ অভিনেতা প্রভাস। প্রায় দুই বছর বিরতির পর প্রভাস সম্প্রতি বড় বাজেট হিন্দি ছবি ‘সাহো’ নিয়ে ফেরেন পর্দায়। তবে হাল আমলের প্রেক্ষাপটে নির্মিত ছবিটির সাড়া মোটামুটি। দর্শক ও সমালোচকদের প্রতিক্রিয়াও মিশ্র। ৩৫০ কোটি রুপি বাজেটের ছবিটির আয় প্রায় ৫০০ কোটি ছুঁই ছুঁই। তিন সপ্তাহে ধরে চলা ছবিটির হিন্দি ভার্সন বেশ সাড়া ফেললেও তেলেগুসহ অন্য ভার্সনগুলো সাড়া ফেলতে পারেনি। তবে এরই মধ্যে জানা গেল, আবারও প্রভাস হিন্দি ছবিতে। ‘রামায়ণ’ ছবিতে একসঙ্গে দেখা যাবে প্রভাস, হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোনকে। ছবি: টুইটার ‘দঙ্গল’-এর সাফল্যর পর তিন বছরের অপেক্ষা। এরপরই সম্প্রতি ‘ছিছোরে’ ...

ইসরায়েলের হামলায় ইরানিপন্থী ১৭ বিদ্রোহী নিহত

Image
ফাইল ছবি সিরিয়ার পশ্চিমতীরে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ইরানপন্থী ১৭ জন বিদ্রোহী নিহত হয়েছেন। মঙ্গলবার শেষরাতের দিকে ইরাক সীমান্তের কাছে ইউফ্রেটিস ভ্যালিতে এই ঘটনা ঘটে। ভ্যালির আলবু কামালে ইরানি রেভ্যুলিউশনারি গার্ড ও ইরাকি বিদ্রোহীদের একটি জোটের তিনটি স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নামক সংস্থার বরাত দিয়ে থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য সিরিয়ান অবজারভার ও দ্য জেরুজালেম পোস্ট। ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থাটি জানায়, নিহত ১৭ জন বিদ্রোহীর মধ্যে ১০ জনই ইরাকি সেনা ছিল। গত সপ্তাহে সৌদি তেলক্ষেত্রে হামলার জন্য তেহরানকে দায়ী করার পর থেকেই মার্কিন শক্তির সঙ্গে ইরানি শক্তির দ্বন্দ্ব-সংঘাত নতুন মাত্রা পেয়েছে। এ ঘটনার পর দুপক্ষে উত্তেজনা আরও বেড়ে গেছে। দুই সপ্তাহের মধ্যে সিরিয়ার পশ্চিমতীরে এটি দ্বিতীয় হামলা। মানবাধিকার সংস্থাটির তথ্যমতে, ৯ সেপ্টেম্বর আরেকটি বিমানহামলায় ১৮ জনের মৃত্যুর ঘটনা ঘটে। হামলাগুলোর জন্য সোদি-ইজরায়েল জোটকে দায়ী করে লেবাননভিত্তিক জঙ্গিগোষ্ঠী হিজবুল্লাহ। গত বছরের জুনে ইরাক সীমান্তের কাছে এরকমই আরেকটি হামলায়...

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন শনিবার

Image
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাচ্ছেন। আগামী ২৭ সেপ্টেম্বর দুপুরে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন তিনি। একই দিনে নিউইয়র্কের প্যালেস হোটেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। প্রায় এক সপ্তাহ নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী একাধিক গুরুত্বপূর্ণ সাইড ইভেন্টেও অংশ নেবেন। প্রধানমন্ত্রীর জাতিসংঘের অধিবেশনে যোগদান উপলক্ষে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশন শুরু হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার থেকে। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে শুরু হবে আনুষ্ঠানিক বিতর্ক। এতে ১৯৩টি দেশের রাষ্ট্র, সরকার অথবা তাদের প্রতিনিধিরা যোগ দিচ্ছেন। এই উচ্চ পর্যায়ের অধিবেশনের সাধারণ বিতর্ক পর্ব আগামী ২৪ সেপ্টেম্বর হতে ২৯...

ড্রোন ব্যবহারে অভিষেক হতে পারে যেসব ড্রোনের মাধ্যমে

Image
স্ন্যাপটেইন এস৫সি ওয়াইফাই এফপিভি ড্রোন দাম ও সামর্থ্যের বিচারে ড্রোন নানা প্রকারের হয়ে থাকে। অনেক দামী ড্রোনও আছে যা সহজেই ব্যবহার করা যায়। স্পর্শ করেই এসব ড্রোন উড়ানো যায় আবার ড্রোনকে নামিয়ে আনা যায়। আবার দামে সস্তা হলেও কিছু কিছু মডেলের ড্রোন আছে যেগুলো ব্যবহার করা অনেক সহজ। আকারে ও দামের দিক দিয়ে যেমন নানা রকমের ড্রোন আছে তেমনি একেক মডেলের ড্রোন বিশেষ বিশেষ ক্ষেত্রে ব্যবহৃত হয়। রেসিং, ছবি বা সেলফি তোলার জন্যও ড্রোন ব্যবহৃত হয়ে থাকে। যারা আগে কখনো ড্রোন ব্যবহার করেননি তাদের জন্য কিছু ড্রোন নিয়ে সম্প্রতি একটি ফিচার প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ফোর্বস।  স্ন্যাপটেইন এস৫সি ওয়াইফাই এফপিভি ড্রোন আমাজন থেকে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে এ ড্রোন। এক টাচেই ড্রোনটি উড়ানো ও নামিয়ে আনা যায়। নির্দিষ্ট উচ্চতায় স্বয়ংক্রিয়ভাবে স্ন্যাপটেইন ড্রোনটি শূন্যে ভাসিয়ে রাখা যায়। ৭২০পি ভিডিও ট্রান্সমিশন থেকে ৮০ মিটার দূরত্ব পর্যন্ত, গেমপ্যাড স্টাইল কন্ট্রোলার, ড্রোন কী দেখছে তা ভিআর হেডসেটের মধ্য দিয়ে দেখা যায় এ ড্রোনে। এটির প্রতি হাত নাড়ালেই তুলে ফেলবে সেলফি। পোটেনসিক আপগ্রেডেড এ২০ মিনি ড্র...