‘বাহুবলী’র প্রভাস এবার রাবণ
- Get link
- X
- Other Apps

প্রায় দুই বছর বিরতির পর প্রভাস সম্প্রতি বড় বাজেট হিন্দি ছবি ‘সাহো’ নিয়ে ফেরেন পর্দায়। তবে হাল আমলের প্রেক্ষাপটে নির্মিত ছবিটির সাড়া মোটামুটি। দর্শক ও সমালোচকদের প্রতিক্রিয়াও মিশ্র। ৩৫০ কোটি রুপি বাজেটের ছবিটির আয় প্রায় ৫০০ কোটি ছুঁই ছুঁই। তিন সপ্তাহে ধরে চলা ছবিটির হিন্দি ভার্সন বেশ সাড়া ফেললেও তেলেগুসহ অন্য ভার্সনগুলো সাড়া ফেলতে পারেনি। তবে এরই মধ্যে জানা গেল, আবারও প্রভাস হিন্দি ছবিতে।

রাম হৃতিক রোশন, সীতা দীপিকা পাড়ুকোন আর রাবণের ভূমিকায় থাকছেন প্রভাস। ‘রামায়ণ’-এ প্রভাসের ভূমিকা নায়কের শত্রু হিসেবে। রামের শত্রু রাবণ। দক্ষিণী ছবিতে নায়ক হিসেবে ঝড় তোলার পর এবার খলনায়কের চরিত্রে প্রভাস কীভাবে ধরা দেন, তা নিয়েই আপাতত আলোচনা তুঙ্গে। তবে এর আগে ‘বিল্লাহ’ নামের একটি ছবিতে অ্যান্টিহিরোর রোল করেছেন প্রভাস। অমিতাভ বচ্চনের ‘ডন’-এর রিমেক ‘বিল্লাহ’। এখন আলোচনা সব মিলিয়ে বলিউড অপেক্ষা করছে এক ব্লকবাস্টার ছবির জন্য। এখন দেখার অপেক্ষা নীতিশ তিওয়ারির ৬০০ কোটি রুপির বাজেটের ছবি ‘রামায়ণ’ কেমন করে। তথ্যসূত্র: পিঙ্ক ভিলা, টুইটার, নিউজ এইটিন

- Get link
- X
- Other Apps
Comments