Posts

Showing posts from January 18, 2020

বিজেপির সমালোচনার জবাব দিল ওয়াশিংটন পোস্ট

Image
রয়টার্স ফাইল ছবি। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি আমাজনের প্রধান নির্বাহী ভারত সফরে এসে বিজেপির নেতাদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পাননি। ‘দ্য ওয়াশিংটন পোস্ট’-এর সম্পাদকীয় নীতির প্রতি ক্ষুব্ধ ক্ষমতাসীন দল বিজেপি। দলের বিদেশবিষয়ক বিভাগের প্রধান বিজয় চৌথিওয়ালে বলেছেন, ওই পত্রিকার ভারতবিষয়ক সংবাদ পরিবেশনা নিয়ে প্রচুর সমস্যা রয়েছে। আমাজনের মালিকানাধীন ‘ওয়াশিংটন পোস্ট’-এর জ্যেষ্ঠ সম্পাদক বিজয় চৌথিওয়ালে বক্তব্যের প্রতিক্রিয়ায় টুইটে লিখছেন, জেফ বেজোস ‘ওয়াশিংটন পোস্ট’-এর সাংবাদিকদের কী লিখতে হবে, তা বলে দেন না। এর আগে বার্তা সংস্থা রয়টার্সকে চৌথিওয়ালে বলেছেন, ওই সংবাদপত্রের নীতি অত্যন্ত পক্ষপাতদুষ্ট। ১১৬ বিলিয়ন মার্কিন ডলারের মালিক বেজোস সম্প্রতি তিন দিনের সফরে ভারতে এসেছিলেন। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের জন্য সময় চেয়েছিলেন তিনি। কিন্তু বেজোসকে ‘অ্যাপয়েন্টমেন্ট’ দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করেননি মোদি। শুধু প্রধানমন্ত্রী নন, মন্ত্রিসভার কোনো সদস্যই বেজোসের সঙ্গে দেখা করেননি। সফরে এসে ২০২৫ সালের মধ্যে ভারতে ১০০ কোটি ডলার (প্রায় ৭ হাজার ৯২ কোটি রুপি) বিনিয়োগ ও ১০ লা...

রাশিয়ার রহস্যময় ‘মৃতের শহর’

Image
রাশিয়ার দুর্গম দারগাভ গ্রামের কাছে ককেশাস পর্বতে মৃতের শহর। এখানে রয়েছে ৯৯টি সমাধিঘর। ছবি: বিবিসির সৌজন্যে রাশিয়ার দুর্গম দারগাভস গ্রামের কাছে বেশ কিছু মধ্যযুগীয় সমাধি রয়েছে। এলাকাটিকে ‘মৃতের শহর’ বলা হয়ে থাকে। প্রাচীন এই সমাধিস্থলে রয়েছে ঢালু ছাদের ৯৯টি সমাধিঘর। প্রতিটিতে রয়েছে একটি করে জানালা। আর প্রতিটি ঘরে শতাধিক মরদেহ। কিছু মরদেহ ভালোভাবে সংরক্ষিত। এসব মরদেহের মাংস এখনো হাড়ের সঙ্গে লেগে রয়েছে। এসব সমাধিঘরে ১০ হাজারের বেশি মরদেহ রয়েছে। অনেক মৃত ব্যক্তিকে কাপড়চোপড়, মালিকানাধীন জিনিসপত্রসহ সমাধিতে রাখা হয়েছে। জর্জিয়া সীমান্তের পরই অবস্থিত রহস্যময় এই সমাধিস্থল কবে নির্মিত, বিষয়টি এখনো ধারণামাত্র। তবে ইতিহাসবিদেরা ক্রমে এর ইতিহাস উন্মোচন করছেন। সমাধিঘরে মরদেহের হাড়গোড়। ছবি: বিবিসির সৌজন্যে ষোড়শ শতাব্দীতে রাশিয়ার দক্ষিণাঞ্চলের দুর্গম কৃষিজমি সমাধিক্ষেত্র হিসেবে ব্যবহৃত হতে থাকে। তবে এই মৃতের শহরের উৎপত্তির বিষয়টি এখনো অস্পষ্ট। একটি তত্ত্বে বলা হয়েছে, ত্রয়োদশ শতাব্দীতে মোঙ্গল ও তাতারদের (তুর্কি জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত একটি উপজাতি) আক্রমণে যখন অঞ্চলটি বিপন্ন হয়ে পড়ে, তখন ক...

ঢাকা সিটির ভোট পেছাল

Image
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। ফাইল ছবি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের তারিখ পেছানো হয়েছে। নতুন তারিখ অনুযায়ী আগামী পয়লা ফেব্রুয়ারি দুই সিটিতে ভোটগ্রহণ হবে। নির্বাচন কমিশন কার্যালয়ে বৈঠকে শেষে ভোটের তারিখ পরিবর্তনের কথা জানান প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। এর আগে ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ জানুয়ারি ভোট হওয়ার কথা ছিল। সরস্বতী পূজার কারণে ভোটগ্রহণের তারিখ পেছানোর দাবিতে সোচ্চার ছিলেন বিভিন্ন সংগঠন। ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি, মেয়র প্রার্থীসহ সবাই পূজার দিনে ভোটগ্রহণের বিপক্ষে ছিল। তবে নির্বাচন কমিশন শুরু থেকেই ৩০ তারিখে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে অনড় ছিল। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ইসির এই সিদ্ধান্তের ব্যাপারে আন্দোলন করে আসছিল। আজ নির্বাচন কমিশন ভোটের তারিখ পেছানো নিয়ে বৈঠকে বসে। পরে সন্ধ্যায় জানানো হয় ভোট ৩০ জানুয়ারির পরিবর্তে পয়লা ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে। আরও সংবাদ বিষয়:

এসএসসি পরীক্ষা পেছাল

Image
এসএসসি পরীক্ষা। প্রথম আলো ফাইল ছবি। এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়েছে। পরিবর্তিত সময় অনুযায়ী এখন এই পরীক্ষা শুরু হবে ৩ ফেব্রুয়ারি। পূর্ব ঘোষণা অনুযায়ী এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ১ ফেব্রুয়ারি। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। আরও সংবাদ বিষয়:

পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ডের রায়ের আপিল নাকচ

Image
ফাইল ছবি পাকিস্তানের সাবেক সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল আবেদন নাকচ করে দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। আপিল আবেদনের আগে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। রাষ্ট্রদ্রোহ মামলায় বিশেষ আদালতের দেওয়া রায়কে চ্যালেঞ্জ করে গত বৃহস্পতিবার আপিল আবেদন করেন মোশাররফের আইনজীবী। শুক্রবার সেই আবেদন বাতিল করে দেন আদালত। এর আগে গত ১৭ ডিসেম্বর লাহরের একটি বিশেষ আদালত পারভেজ মোশাররফকে মৃত্যুদণ্ডের সাজা দেন। বিডি প্রতিদিন/হিমেল

মিয়ানমারে চীনের প্রেসিডেন্ট, রাখাইনে হবে সমুদ্রবন্দর

Image
অংসান সু চি (বামে) ও শি জিন পিং। ফাইল ছবি শুক্রবার দুই দিনের সফরে মিয়ানমার পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ক্ষমতায় আসার পর শি জিনপিংয়ের প্রথম সফর এটি। আর ১৯ বছর পর চীনের কোনও প্রেসিডেন্টের মিয়ানমার সফর এটি। শি জিনপিংয়ের এই সফরকে চীনের গ্লোবাল বেল্ট ও রোড উদ্যোগের অংশ হিসেবে দেখছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা। মিয়ানমারের ডেপুটি বাণিজ্যমন্ত্রী অং জেঁইয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়, জিনপিং তার সফরে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি, প্রেসিডেন্ট উইন মিনত ও সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের সঙ্গে বৈঠক করবেন। তাদের এই বৈঠকে চামসু বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ ও রাখাইন রাজ্যে ১৩০ কোটি ডলার ব্যয়ে গভীর সমুদ্রবন্দর নির্মাণে চুক্তি হওয়ার কথা রয়েছে। এছাড়া প্রায় হাজার কোটি ডলারের বিনিয়োগ চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। বৈঠকগুলো আজ শনিবার রাজধানী নেইপিদোতে অনুষ্ঠিত হতে পারে। ২০১৩ সালে ক্ষমতায় আসেন শি জিনপিং। ইতোমধ্যে আসিয়ানভুক্ত সব দেশ সফর করেছেন তিনি। শুধু বাকি ছিল মিয়ানমার। বিশ্লেষকরা বলছেন, ঐতিহাসিক এই সফরের মাধ্যমে মূলত মিয়ানমারকে কাছে পেতে চাইছে চীন। আর এটা চ...

খালি পেটে রসুন খাওয়ার উপকারিতা

Image
অনেকের কাছেই সকালে খালি পেটে কাঁচা রসুন খাওয়াটা ভীষণ অস্বাস্থ্যকর মনে হতে পারে। কিন্তু খালি পেটে রসুন খাওয়া দেহের জন্য ভীষণ স্বাস্থ্যকর একটি ব্যাপার। খালি পেটে রসুন খেলে এমন কিছু উপকার হয়, যেটা অন্য খাবারের সাথে রান্না করা অবস্থায় খেলে হয় না। এটি শুধু বিভিন্ন ধরণের রোগ দূরই করে না, পাশাপাশি বিভিন্ন রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। তবে আর দেরি না করে চলুন জেনে নেই খালি পেটে রসুন খাওয়ার উপকারিতা সম্পর্কে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে : অসংখ্য মানুষ যারা উচ্চ রক্তচাপের শিকার তারা দেখেছেন, রসুন খাওয়ার ফলে তাদের উচ্চ রক্তচাপের কিছু উপসর্গ উপশম হয়। রসুন খাওয়ার ফলে তারা শরীরে ভাল পরিবর্তন দেখতে পায়। শরীরকে ডি-টক্সিফাই করে : অন্যান্য ঔষধের তুলনায় শরীরকে ডি-টক্সিফাই করতে রসুন কার্যকরী ভূমিকা পালন করে। বিশেষজ্ঞদের মতে, রসুন প্যারাসাইট, কৃমি পরিত্রাণ, জিদ, সাঙ্ঘাতিক জ্বর, ডায়াবেটিস, বিষণ্ণতা এবং ক্যান্সার এর মত বড় বড় রোগ প্রতিরোধ করে। প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক : গবেষণায় দেখা গেছে, খালি পেটে রসুন খাওয়া হলে এটি একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক এর মতো কাজ করে। সকালে নাস...

চীনে ২৯ বছরের মধ্যে সর্বনিম্ন প্রবৃদ্ধি

Image
ছবি-সংগৃহীত গত তিন দশকের মধ্যে সর্বনিম্ন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে পড়েছে চীন। ২০১৯ সালে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ১ শতাংশ। গত ২৯ বছরের মধ্যে এটিই সবচেয়ে কম প্রবৃদ্ধি চীনের। অভ্যন্তরীণ চাহিদা কমার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধের নেতিবাচক প্রভাবে দেশটির প্রবৃদ্ধির এই হাল। প্রবৃদ্ধি বাড়ানোর প্রয়াসে সরকার গত দুই বছর ধরেই নানা ব্যবস্থা নিয়েছে। দেশটির ব্যাংকগুলো ঋণ নিতে উত্সাহিত করেছে গ্রাহকদের। বিশেষ করে ক্ষুদ্র ক্ষুদ্র কোম্পানিকে ওঠাতে চাইছে সরকার। গত বছর স্থানীয় মুদ্রায় ঋণের পরিমাণ ছিল রেকর্ড ২ দশমিক ৪৪ ট্রিলিয়ন। তবে সমস্যা হচ্ছে বিনিয়োগও কমে গেছে রেকর্ড পরিমাণ। -বিবিসি ইত্তেফাক/এসআর

১০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব তালেবানের

Image
[ছবি: সংগৃহীত] যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রত্যাশিত চুক্তি স্বাক্ষর হলে ১০ দিনের যুদ্ধবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে তালেবান। এই সময়ে আফগান সরকারি বাহিনীর ওপরও হামলা হ্রাসের কথা জানিয়েছে সংগঠনটি। আফগানিস্তানে মার্কিন বাহিনীর বিরুদ্ধে তালেবানের ১৮ বছরের যুদ্ধ অবসানে ২০১৮ সালের জুন থেকে দোহায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শুরু করে তালেবান। এ বছরের সেপ্টেম্বরে উভয় পক্ষের আলোচকরা একটি চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছানোর কথা বললেও পরে তা বাতিল করে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর তিন মাসের মাথায় শনিবার নতুন করে আনুষ্ঠানিক আলোচনায় বসে দুই পক্ষ। এর আগে অবশ্য উভয় পক্ষের তরফেই অনানুষ্ঠানিক আলোচনার বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। সর্বশেষ এই আলোচনা যদি সফল হয় তবে আফগানিস্তানে দীর্ঘদিন ধরে চলা সংঘাতের অবসান হবে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, তালেবানের শীর্ষ নেতারা মার্কিন সেনাদের সঙ্গে ১০ দিনের যুদ্ধবিরতির ব্যাপারে আলোচনা করেছেন এবং সম্মতি জানিয়েছেন। একই সঙ্গে এই সময়ে আফগান সরকারি বাহিনীর ওপর হামলাও কমাবে তারা। আরো পড়ুন:  নির্ভয়া ধর্ষণ-হত্যা : ...

যুক্তরাষ্ট্র ‘বেজার’ হলেও ইরানের সঙ্গে উৎসব করবে ভারত

Image
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ (ডানে) [ছবি: সংগৃহীত] তেহরানের সঙ্গে ওয়াশিংটনের তুমুল উত্তেজনায় সৃষ্ট পরিস্থিতিতে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর পূর্তি উপলক্ষ্যে উৎসবের আয়োজন করতে চলেছে ভারত। রাইসিনা সংলাপের শেষ দিন ১৭ জানুয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে কাজ শুরু করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। জারিফ-জয়শঙ্কর বৈঠকের পর এ বিষয়ে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। নয়াদিল্লির সংবাদমাধ্যম বলছে, যৌথ উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ভারত-ইরান সম্পর্কের ৭০ বছর পূর্তি উদ্যাপন করা হবে। কী কী কর্মসূচি নেওয়া হবে, তার তালিকা করা হচ্ছে এবং তা শিগগির চূড়ান্ত হবে। আরো পড়ুন:  ট্রাম্পের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করবে তেহরান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমারের দেওয়া ঐ বিবৃতিতে বলা হয়, জাভেদ জারিফের সঙ্গে জয়শঙ্করের বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়েও আলোচনা হয়েছে। দুই দেশ বাণিজ্যিক সম্পর্ক আরো বাড়বে। এছাড়া বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও মতবিনিময় করেছে উভ...

অবশেষে ত্রিপুরায় স্থায়ী বসবাসের অনুমতি পেলো ব্রুরা

Image
প্রায় ২২ বছর পর ত্রিপুরায় স্থায়ী বসবাসের অনুমতি পেলো মিজোরাম রাজ্য থেকে আসা ৩৫ হাজার ব্রু বা রিয়াং জনজাতি অংশের মানুষ। ব্রু বা রিয়াং এ জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে অস্থায়ী ভাবে ত্রিপুরা রাজ্যের উত্তর জেলার কাঞ্চনপুর ও পানিসাগর এলাকায় বসবাস করছিল।  বৃহস্পতিবার দিল্লিতে ত্রিপুরা সরকার, মিজোরাম সরকার এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর মধ্যে এক বৈঠকের পর তাদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেয় ভারত সরকার।  ১৯৯৭ সালে জাতিগত দাঙ্গার কারণে রিয়াং অংশের মানুষ মিজোরাম ছেড়ে ত্রিপুরায় আশ্রয় নিয়েছিল। এরপর থেকে তারা ত্রিপুরায় রয়েছে। রাজ্যে বিজেপি সরকারের শরিক দল আইপিএফটির সহ-সভাপতি মঙ্গল দেববর্মা বলেন, ব্রু বা রিয়াং জনজাতি অংশের মানুষের স্থায়ী পুনর্বাসনের জন্য ভারত সরকারের কাছে বারবার দাবি জানানো হচ্ছিল। অবশেষে সরকার দাবি মেনে নিয়েছে। এটা খুশির খবর। এদের জন্য এককালীন চার লাখ রুপি এবং দুই বছর রেশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআই (এম) এর রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য পবিত্র কর বলেন, দীর্ঘ ২২ বছর পর জনজাতি অংশের মানুষগুলোর সমস্যার একটি সমাধ...

ইরানের আরেক কমান্ডারের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

Image
ব্রায়ান হুক ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র আরেক কমান্ডারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র।  মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান অ্যাকশন গ্রুপের প্রধান ব্রায়ান হুক শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ইরানের দক্ষিণাঞ্চলীয় খুজিস্তান প্রদেশে আইআরজিসির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান শাহভারপুরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ব্রায়ান হুক জেনারেল শাহভারপুরের বিরুদ্ধে হাস্যকর অভিযোগ তুলে তাকে মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকার ২০১৮ সালের ৮ মে ইরানের পরমাণু সমঝোতা থেকে তার দেশকে বের করে নিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর ওয়াশিংটন বহুবার ইরানের বহু প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়। সূত্র: পার্সটুডে বিডি প্রতিদিন/কালাম