Posts

Showing posts from November 6, 2018

সোহরাওয়ার্দীতে ঐক্যফ্রন্টের জনসভা শুরু

Image
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা দুপুর ২টায় শুরু হয়েছে। দুপুরে জনসভা শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান নেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে নেতাকর্মী-সমর্থকদের ভিড়। জনসভায় আগত নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে সকাল থেকেই সংগীত পরিবেশন করেন জাসাসের শিল্পীরা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। প্রধান বক্তা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, কৃষক-শ্রমিক-জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ এ জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

‘ভিক্ষা’ করতে চীনে ইমরান খান!

Image
সরকারি চ্যানেল হয়ে করল সরকারের দুর্নাম! পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খানের চীনের বেইজিংয়ে বক্তব্য দেয়ার সময় বেগিং বা ভিক্ষা শব্দটি ব্যবহার করে দেশটির সরকারি চ্যানেল পিটিভি।  খবর বিবিসির । তবে ঘটনাটি ভুলবশত ছিল বলে ইতোমধ্যে ক্ষমা চেয়েছে পাকিস্তানের রাষ্ট্রীয় চ্যানেলটি।   মূল ঘটনা, নতুন প্রধানমন্ত্রী ইমরান খান দেশের অর্থনীতি চাঙ্গা করতে সাহায্যের আবেদনে পাড়ি জমিয়েছেন চীনে। এরই পরিপ্রেক্ষিতে রবিবার চীনের রাজধানী বেইজিংয়ের সেন্ট্রাল পার্টি স্কুলে তিনি ভাষণ দিচ্ছিলেন। সেটি সরাসরি সম্প্রচার করছিল পিটিভি। কিন্তু ডেডলাইনে বিশাল ভুল। বেইজিংয়ের বদলে টিভি স্ক্রিনে বড় হরফে ইংরেজিতে লেখা বেগিং। সেটি স্থায়িত্ব ছিল প্রায় ২০ মিনিট। এরপর টিভি কর্মকর্তাদের নজরে পড়লে তা সরিয়ে নেয়।  ইতোমধ্যে ইন্টারনেটে ভাইরাল হয়েছে পিটিভির এই কাণ্ড। অনেকে মন্তব্য করেছেন, ভুল করে হলেও সত্যিটাই বলেছে পিটিভি। আবার কেউবা লিখেছেন, সত্যি লিখার জন্য ধন্যবাদ। সত্য কখনো চাপা থাকে না। এমন ভুলে পিটিভির পক্ষ থেকে ক্ষমা চাইলেও তা মেনে নিতে পারছে না পাক প্রশাসন। ইতোমধ্যে দেশটির তথ্য-সম্প্রচারমন্ত্রী ফাওয়া...

পরমাণু ত্রিশক্তি ক্ষেপণাস্ত্র সম্পন্ন রাষ্ট্রে পরিণত হলো ভারত

Image
ফাইল ছবি আন্তর্জাতিক মহলে উত্তাপ ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। তারই জের ধরে এবার পরমাণু ত্রিশক্তি ক্ষেপণাস্ত্র সম্পন্ন রাষ্ট্রে পরিণত হলো ভারত। এই শক্তির অর্থ হলো সাগর, স্থল এবং আকাশপথে একইসঙ্গে সমানভাবে পরমাণু শক্তিধর ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করতে পারা।  এই সাফল্য ঘোষণা করে সোমবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, যেসব দেশ সারাক্ষণ পরমাণু হামলার ব্ল্যাকমেল করে থাকে, এটা হলো তাদের প্রতি আমাদের জবাব। পরমাণু বিজ্ঞানী এবং ভারতের নৌবাহিনীকে তিনি অভিনন্দন বার্তায় বলেছেন, ভারতকে জগৎসভায় আরও উঁচু করে দেয়ায় আপনাদের এই কৃতিত্বে ভারতবাসী কৃতজ্ঞ। ভারতীয় পরমাণু শক্তির কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের আওতায় দেশটিতে প্রথম পরমাণু শক্তিসম্পন্ন আইএনএস অরিহন্ত সাবমেরিন সফল ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মহড়ায় সাফল্য অর্জন করে ফিরেছে। এই প্রক্রিয়াকে বলা হয় ডেটারেন্স টহলদারি। অর্থাৎ ভারত এবং আন্তর্জাতিক পানিসীমার বিভিন্ন সমুদ্রপথে সফর সেরে গভীর সমুদ্র অভ্যন্তর থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মহড়া দিয়েছে অরিহন্ত। সেই মহড়া সফর সাফল্যের সঙ্গ...

সাগরতলে মাছের সঙ্গে ঘুমাতে চান?

Image
১৫ মিলিয়ন ডলার খরচ করে সাগরতলে হোটেলটি বানানো হয়েছে। পানির নিচের সাড়ে ১৬ ফুটের কক্ষটিতে রাতে মাছের এমন আনাগোনা থাকবে। ছবি: কনরার্ড হোটেল সাগরতলে মাছের সঙ্গে ঘুমাতে চান? শুনে হয়তো হাসবেন। বলবেন, জনপ্রিয় কোনো ছায়াছবির গাঁজাখুরি গল্প। বাস্তবে সত্যিই আছে এমন হোটেল। কোথায়? মালদ্বীপের রাঙ্গালি দ্বীপে। সাগরতলে আবাসিক হোটেল গড়েছে তারা। যুক্তরাষ্ট্রের বহুজাতিক ব্যবসায়িক প্রতিষ্ঠান হিলটন ওয়ার্ল্ডওয়াইড পরিচালিত হোটেল ও রিসোর্ট প্রতিষ্ঠান কনরাড মালদ্বীপ রাঙ্গালি দ্বীপে বিলাসবহুল দোতলা আবাসিক হোটেলটি বানিয়েছে। হোটেলটি চালুও হয়েছে। বলা হচ্ছে, পানির নিচে কাচঘেরা আবাসিক হোটেলে থাকার ব্যবস্থা সারা বিশ্বের মধ্যে এটিই প্রথম। ছবি: কনরার্ড হোটেল বলা হচ্ছে, পানির নিচে আবাসিক হোটেলে থাকার ব্যবস্থা সারা বিশ্বের মধ্যে এটিই প্রথম। আন্ডার সি হোটেলের দিক দিয়ে এটি বিশ্বের সবচেয়ে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি আবাসিক হোটেল। দোতলা হোটেলের ওপরের তলা পানির ওপরে হলেও নিচের তলার পুরোটাই পানির নিচে। সেখানে সাড়ে ১৬ ফুট আয়তনের রুমের সঙ্গে আছে শৌচাগার। হোটেলে যাঁরা থাকবেন, তাঁরা অনুভব করবেন যেন মাছের সঙ্গেই ঘুরছেন, ফি...

উত্তেজনা বাড়িয়ে পারমাণবিক চুল্লি নির্মাণ করছে সৌদি

Image
সামাজিক নানা সংস্কারের পর এবার সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দেশের প্রথম পারমাণবিক গবেষণা চুল্লি স্থাপন করতে যাচ্ছেন। সোমবার বিন সালমান একটি পারমাণবিক গবেষণা চুল্লির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়। এ ব্যাপারে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) বলছে, দেশটির রাজধানী রিয়াদের কিং আব্দুল আজিজ সিটিতে সফরকালে বিজ্ঞান ও প্রযুক্তির সম্প্রসারণে পারমাণবিক চুল্লির সাতটি প্রকল্পের উদ্বোধন করেন যুবরাজ সালমান। এসপিএ এর চেয়ে বেশি কিছুর তথ্য দেয়নি। তবে এটা বলা যায় যে, সাধারণত পারমাণবিক গবেষণা, উন্নয়ন ও শিক্ষার উদ্দেশে চুল্লি স্থাপন করা হয়। এদিকে, এটি নির্মাণে ব্যয় কতো হতে পারে তারও কোনো কিছু জানা যায়নি। বিডি প্রতিদিন/ ওয়াসিফ

মার্কিন নিষেধাজ্ঞাকে পাত্তা দিল না ইরান

Image
হাসান রুহানি ( ছবি: সংগৃহীত ) আমেরিকার নিষেধাজ্ঞাকে পাত্তা না দিয়ে উল্টো একধরণের হুঁশিয়ারি দিল ইরান। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের কঠোর অবরোধ গর্বের সাথে উপেক্ষা করবে।   ইরানের তেল ও আর্থিক খাতের ওপর যুক্তরাষ্ট্রের এ যাবতকালের সবচেয়ে কঠোর অবরোধ সোমবার কার্যকর হচ্ছে।এর প্রতিক্রিয়ায় রুহানি আরো বলেন, আমি ঘোষণা করছি, আপনাদের অবৈধ ও অন্যায্য অবরোধ আমরা গর্বের সঙ্গে পাশ কাটিয়ে যাবো। কারণ, এটি আন্তর্জাতিক নীতি বিরুদ্ধ।   গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে করা পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন। নতুন আরোপিত এ অবরোধ ওয়াশিংটন এ যাবতকালের সবচেয়ে কঠোর বলে বর্ণনা করেছে। এ অবরোধের লক্ষ্য ইরানের তেল রূপ্তানী বন্ধ করা এবং দেশটিকে আন্তর্জাতিক অর্থনৈতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন করে ফেলা।   কিন্তু রোববার রুহানি সিবিএসের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে বলেন, দেখ আমরা কি করেছি।আমরা পূর্বের যে কোন সময়ের তুলনায় বাজারে আরো বেশি অপরিশোধিত তেল নিয়ে এসেছি।   তিনি আরো বলেন, তারা অব্যাহতভাবে আমাদের বার্তা দিয়ে যাচ্ছে, চল ...