Posts

Showing posts from July 17, 2019

বছরের শেষ চন্দ্রগ্রহণ আজ

Image
বছরের শেষ চন্দ্রগ্রহণ দেখা যাবে আজ বুধবার। এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং আফ্রিকার বিভিন্ন অংশ থেকে এই গ্রহণ দেখা যাবে। এই চন্দ্রগ্রহণের দৃশ্য রোবোটিক টেলিস্কোপ সার্ভিস 'স্লোহ'-এর মাধ্যমে অনলাইনে লাইভও দেখা যাবে।  বুধবার পূর্ণিমার চাঁদে পড়বে পৃথিবীর ছায়া। আকাশে মেঘ না থাকলে প্রত্যক্ষ করা যাবে এই গ্রহণ। ১৪৯ বছর আগে শেষ বার গ্রহণ দেখা গিয়েছিল পূর্ণিমার চাঁদে। ১৭ জুলাই রাত ১২টা ১৩ মিনিট নাগাদ গ্রহণ লাগবে চাঁদে। গ্রহণ সর্বোচ্চ মাত্রায় পৌঁছবে রাত ৩টার দিকে। ভোর ৪টা ২৯ মিনিটে আংশিক গ্রহণ কেটে যাবে এবং দেখা যাবে উপচ্ছায়া গ্রহণ। হালকা ছায়া থাকবে চাঁদের গায়ে। ৫টা ৪৭ মিনিট নাগাদ শেষ হবে গ্রহণ। প্রায় ৫ ঘন্টা ৩৪ মিনিট চলবে এই চন্দ্রগ্রহণ। এর মধ্যে ২ ঘন্টা ৫৮ মিনিট হবে আংশিক চন্দ্রগ্রহণ। বিডি প্রতিদিন/ফারজানা

অবশেষে সেই হাফিজ সাঈদ গ্রেফতার

Image
ভারতের মুম্বাই হামলার মূল হোতা হিসেবে অভিযুক্ত পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত দল জামাত উদ দাওয়া (জেইউডি) এর প্রধান হাফিজ সাঈদকে অবশেষে গ্রেফতার করা হয়েছে।  মঙ্গলবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা থেকে তাকে আটক করে দেশটির কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি)। খবর দ্য ডনের। এর আগে, গত ৩ জুলাই জামাত উদ দাওয়া (জেইউডি) এর প্রধান হাফিজ সাঈদ ও তার দলের শীর্ষ ১২ নেতার বিরুদ্ধে দুই ডজন মামলা হয়েছে। অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থ বিনিয়োগের অভিযোগে দেশটির সন্ত্রাসবিরোধী আইন ১৯৯৭-এর অধীনে এই মামলাগুলো দায়ের করা হয়। সে সময় পাকিস্তানের সন্ত্রাস মোকাবিলা বিভাগ জানায়, জামাত-উদ-দাওয়া প্রধানের বিরুদ্ধে ২৩টি এবং ১২ ঘনিষ্ঠের বিরুদ্ধে পাঁচটি ট্রাস্টকে সন্ত্রাসে অর্থ জোগাতে তহবিল বাড়ানোয় মামলা দায়ের করা হয়েছে। পাকিস্তানের পাঁচটি শহরে এসব মামলা দায়ের করা হয়েছে। বিডি-প্রতিদিন/মাহবুব

সামরিক চুক্তিতে নিজস্ব মুদ্রায় লেনদেন করবে ভারত-রাশিয়া

Image
সামরিক চুক্তির ক্ষেত্রে নিজস্ব মুদ্রায় লেনদেন করতে চায় রাশিয়া ও ভারত। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে তারা এমন সিদ্ধান্ত নিয়েছে।  রুবল আর রুপি বিনিময়ের বিষয়ে রাশিয়া ও ভারতের কেন্দ্রীয় ব্যাংক অনুমতি দিয়েছে। তবে এসব কারণে ভারত খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। খবরে বলা হয়, গত কয়েক মাসে রাশিয়া ও ভারতের মধ্যে কোটি ডলারের অস্ত্র বাণিজ্য বেড়েছে। রাশিয়া এরইমধ্যে সাবমেরিন, জাহাজ, ট্যাঙ্ক ও জেটসহ বিভিন্ন সামরিক অস্ত্র রফতানি করেছে ভারতকে। এরমধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এস ফোর হান্ড্রেড কিনতে ভারতের খরচ পড়ছে ৫শ' কোটি ডলার। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র। সূত্র: ব্লুমবার্গ বিডি প্রতিদিন/হিমেল

ইরানের সঙ্গে উত্তেজনা, তৃতীয় যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনায় যুক্তরাজ্য

Image
ফাইল ছবি লন্ডন ও তেহরান সম্পর্কে উত্তেজনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে পারস্য উপসাগরে এবার তৃতীয় যুদ্ধজাহাজ পাঠানোর ঘোষণা দিল যুক্তরাজ্য। এর আগে জিব্রাল্টার প্রণালিতে ব্রিটিশ নৌবাহিনী একটি ইরানি তেল ট্যাংকার আটক করে। এতে উত্তপ্ত হয়ে ওঠে তেহরান-লন্ডন সম্পর্ক। স্থানীয় সময় মঙ্গলবার ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আগামী সেপ্টেম্বর মাসে পারস্য উপসাগরে ‘এইচএমএস কেন্ট’ যুদ্ধজাহাজ মোতায়েন করা হবে। তাদের দাবি, কৌশলগত ওই অঞ্চলে নিরাপত্তা রক্ষার কাজে অংশগ্রহণ ধরে রাখতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তারা আরও জানিয়েছে, ‘দীর্ঘমেয়াদি পরিকল্পনা’র অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং এর সঙ্গে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির কোনো সম্পর্ক নেই। জানা গেছে, বর্তমানে পারস্য উপসাগরীয় অঞ্চলে ‘এইচএমএস মন্ট্রোস’ নামে তাদের যে যুদ্ধজাহাজটি রয়েছে, সেটিকে মেরামতের জন্য ব্রিটেনে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এর পরিবর্তে ‘এইচএমএস ডানকান’ নামে একটি ডেস্ট্রয়ার মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে।  সূত্র: স্কাই নিউজ বিডি প্রতিদিন/ ওয়াসিফ

বিয়ের আগে মেয়েদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা!

Image
ভারতের গুজরাটে বানাসকান্থার দান্তিওয়াড়ার ১২টি গ্রামে কোনও অবিবাহিত মেয়ে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না বলে নির্দেশ জারি করা হয়েছে। ওই এলাকার ঠাকুর সম্প্রদায় সম্প্রতি একটি সভা ডেকে এ নির্দেশ জারি করেছে।  কোনও অবিবাহিত মেয়ে মোবাইল ব্যবহার করলে শাস্তি হিসেবে তার বাবাকে দেড় লাখ রুপি জরিমানা দিতে হবে। এছাড়া বিয়ের সময় ডিজে পার্টি বা বহু টাকার বাজি পোড়ানোও বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিয়েতে অতিরিক্ত খরচ বন্ধ করতেই এই নির্দেশ বলে জানানো হয়েছে।  থাকোর সম্প্রদায়ের বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোনও মেয়ে পরিবারের অমতে বিয়ে করলে তা অপরাধ হিসেবে গণ্য করা হবে। কোনো মেয়ে অন্য গোত্রের ছেলে বিয়ে করলে দেড় লাখ ও কোনো ছেলে অন্য গোত্রের মেয়ে বিয়ে করলে দুই লাখ রুপি জরিমানা দিতে হবে।  সূত্র: এই সময় বিডি প্রতিদিন/ফারজানা 

কাপ্তাই হ্রদে পানির চাপ কমাতে খোলা হয়েছে ১৬টি গেট

Image
রাঙামাটি কাপ্তাই হ্রদে পানির চাপ কমাতে ১৬টি গেট দেড় ফুট খুলে দেওয়া হয়েছে। এসব গেট দিয়ে পানি নামছে ২৭ হাজার কিউসেক গতিতে।  বুধবার সকালে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী এটিএম আব্দুল জাহেদ এ তথ্য নিশ্চিত করেন।  এ প্রকৌশলী আর বলেন, রাঙামাটি কাপ্তাই হ্রদে পানি ধারণ ক্ষমতার সর্বোচ্চ পর্যায় রাখতে এ গেইট খোলা হয়েছে। তিনি বলেন, বেশ কয়েকদিন ধরে ভারিবৃষ্টি অব্যাহত রয়েছে রাঙামাটিতে। নামছে উজান থেকে পাহাড়ি ঢলও। তাই হ্রদের পানি আগের তুলনায় অনেক গুণ বেড়েছে। তাই কাপ্তাই বাধেঁর উপর পানির চাপ কমাতে গেট গুলো খোলা রয়েছে। তবে হ্রদের পানি বৃদ্ধি পাওয়ার কারণে পানি বিদ্যুৎ কেন্দ্রের সবগুলো ইউনিট সচল রয়েছে। বিদ্যুৎও উৎপাদন হচ্ছে ২১২মেঘা ওয়ার্ড।  অভিযোগ রয়েছে, রাঙামাটি কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের গেইট খোলার কারণে তলিয়ে যাচ্ছে  চট্টগ্রামের হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, বোয়াখালী ও পটিয়াসহ বেশকিছু নিম্নাঞ্চল। কর্ণফুলী নদীতে স্রোতের চাপ বাড়ছে। তাই নৌ-যানচলাচলে সতর্কতা অবলম্বন করতে বলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

ভারতের জন্য আকাশসীমা খুলে দিল পাকিস্তান

Image
সম্প্রতি পাকিস্তানের ভেতরে গিয়ে হামলা চালায় ভারতের বিমানবাহিনী। ফাইল ছবি পাকিস্তান নিজেদের আকাশসীমা ব্যবহারে ভারতের উড়োজাহাজগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। আজ মঙ্গলবার এক নোটিশে পাকিস্তান বেসামরিক বিমান কর্তৃপক্ষ দেশটির আকাশসীমার সব রুট ভারতের উড়োজাহাজগুলোর জন্য খুলে দেওয়ার কথা জানিয়েছে। বালাকোটের ঘটনার পর পাকিস্তান ভারতের উড়োজাহাজগুলোর জন্য নিজেদের বেশির ভাগ আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ করেছিল। ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় আধা সামরিক বাহিনীর ওপর আত্মঘাতী জঙ্গি হামলার ঘটনা ঘটে গত ১৪ ফেব্রুয়ারি। এতে ভারতের আধা সামরিক বাহিনীর ৪০ জনের বেশি সদস্য নিহত হন। জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদকে এ হামলার জন্য দায়ী করা হয়। এর প্রতিশোধ হিসেবে ২৫ ফেব্রুয়ারি দুই দেশের নিয়ন্ত্রণরেখায় বালাকোটে জইশ-ই-মোহাম্মদের প্রশিক্ষণ শিবিরে বিমান হামলা চালায় ভারতের বিমানবাহিনী (আইএএফ)। এতে শত শত জঙ্গি নিহত হওয়ার দাবি করে ভারত। এরপর ২৬ ফেব্রুয়ারি থেকে ভারতের উড়োজাহাজগুলোর জন্য ১১টি রুটের মধ্যে দুটি বাদে বাকিগুলো ব্যবহার নিষিদ্ধ করে পাকিস্তান। যে দুটি খোলা ছিল, সেগুলো শুধু দক্ষিণাঞ্চল দিয়ে যেতে পারত। আ...

এইচএসসি’র ফলাফল যথেষ্ট ভালো ও গ্রহণযোগ্য: প্রধানমন্ত্রী

Image
গণভবনে এইচএসসি এবং সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: বাসস প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা ফলাফলের প্রশংসা করে আশাবাদ ব্যক্ত করেছেন, 'শিক্ষার্থীরা আরও মনোযোগী হলে ভবিষ্যতে তারা আরও ভাল ফল করতে পারবে।' বুধবার সকালে গণভবনে ২০১৯'র এইচএসসি এবং সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, '৭৩ দশমিক ৯৩ ভাগ পাস করেছে। এটা যথেষ্ট ভাল এবং গ্রহণযোগ্য ফল। আমি মনে করি শিক্ষার প্রতি শিক্ষার্থীরা আরও মনোযোগী হলে তারা আরও ভাল ফল করতে পারবে, সেটা আমার বিশ্বাস।' এ সময় তিনি মাত্র ৫৫ দিনে ফল প্রকাশ করায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। ছাত্রীদের পাসের হার বেশি হওয়ায় জেন্ডার সমতার কথাটি স্মরণ করিয়ে ছাত্রদেরও পাসের হার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'ছাত্রদের পাসের হারটা বাড়াতে হবে, যাতে জেন্ডার সমতাটা এসে যায়।' প্রধানমন্ত্রী বর্তমান সরকারের বিজ্ঞান, কারিগরি এবং কম্পিউটার শিক্ষা সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ তুলে ধরে '৯৬ সালে তার...

মুম্বাইয়ে শতবর্ষী ভবন ধস, নিহত বেড়ে ১৪

Image
নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ছবি: সংগৃহীত। ভারতের মুম্বাইয়ে শতবর্ষী ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া এতে আহত হয়েছে আরো অনেকে। ধ্বংসাবশেষের নিচে আরো অনেক লোক আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এনডিটিভির। প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের জন বহুল ডোঙ্গরি এলাকায় মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিট নাগাদ ভবনটি ভেঙে পড়ে। মঙ্গলবার দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ধ্বংসস্তূপের নিচে অন্তত ৪০ থেকে ৫০ জন মানুষ আটকে পড়ে আছেন।এখন পর্যন্ত ৯ জনকে উদ্ধার করা হয়েছে বলে খবরে বলা হয়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে ভারতের জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) কয়েকটি দল। এছাড়া এখানকার স্থানীয় লোকেরাও এই ধ্বংসস্তুপ সরানোর কাজে হাত দিয়েছেন। আরো পড়ুন:  আসামে বন্যায় পানিবন্দি অর্ধকোটি মানুষ, নিহত ২০ গত কয়েক সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টির কারণে এলাকার বেশির ভাগ বাড়িই জলমগ্ন। এ কারণেই জীর্ণ ভবনটি ভেঙে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। ইত্তেফাক/এসআর