রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) থেকে সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে যে প্রতিবেদন পাঠানো হয়েছে, তার তথ্য অনুযায়ী ২০১৯-২০ অর্থবছরের প্রথম (জুলাই) মাসে অন্তত ৩৪ ধরনের পণ্য রপ্তানি আগের বছরের তুলনায় বেড়েছে। এগুলো হলো নিট পোশাক, ওভেন পোশাক, নিট ফ্যাব্রিকস, স্পেশাল টেক্সটাইল, ফলমূল, বাইসাইকেল, ক্র্যাবস, তামাক, ক্যামিকেল প্রোডাক্টস, ওষুধ, ফার্নিচার, চামড়াজাত পণ্য, চামড়ার জুতা, কপার ওয়্যার, কার্পেট, শাকসবজি, টেরি টাওয়েলস, প্রকৌশল যন্ত্রাংশ, কাগজ পণ্য, প্লাস্টিক দ্রব্যাদি, ক্যাপ, হ্যান্ডিক্রাফটস, অন্যান্য ম্যানুফ্যাকচারিং দ্রব্য, চা, গলফ সাফট, জুতা (চামড়া ব্যতীত), রাবার, পাট ও পাটজাত পণ্য, জুট ইয়ার্ন অ্যান্ড টোয়াইন, হোম টেক্সটাইল, প্রকৌশল দ্রব্যাদি, জাহাজ, ইলেকট্রিক পণ্য, হিমায়িত ও জীবন্ত মাছ। এর মধ্যে জুলাই মাসে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে হিমায়িত ও জীবন্ত মাছ রপ্তানিতে প্রায় ১০৮ শতাংশ। এরপর বাইসাইকেল রপ্তানিতে ৭৬ দশমিক ৪৯ শতাংশ, প্লাস্টিক-মেলামাইন পণ্যে ৩৭ দশমিক ৩৩ শতাংশ, ওষুধ বা ফার্মাসিউটিক্যালস খাতে ২৯ দশমিক ৯৫ শতাংশ এবং চামড়াজাত পণ্য ও পাদুকায় প্রায় ১৬ দশমিক ৩৯ শতাংশ রপ...