Posts

Showing posts from July 9, 2018

দ্বিতীয় দিনের অভিযান শেষ, থাই ‍গুহা থেকে আরও চারজন উদ্ধার

Image
থাইল্যান্ডের উত্তরাঞ্চলের চিয়াং রাই প্রদেশের লুয়াং নং নন গুহায় অভিযান চালিয়ে দ্বিতীয় দিনেও চার কিশোরকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত গুহা থেকে মোট আটজনকে বের করে আনা হল। দ্বিতীয় দিনের অভিযান সমাপ্ত করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উদ্ধার অভিযানে যুক্ত এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সিএনএন এর খবরে এ তথ্য দেওয়া হয়েছে। থাইল্যান্ডের সরকারী সূত্রে এখনো কোন খবর নিশ্চিত করা হয় নি। এদিকে প্রথম ও দ্বিতীয় দিনের অভিযান শেষে উদ্ধার হওয়ার সংখ্যা দাঁড়াল ৮। এখনো গুহার ভেতরে ৪ কিশোর ও তাদের কোচসহ মোট ৫ জন আটকে আছে। সোমবার স্থানীয় সময় সকাল ১১ টায় দ্বিতীয় দিনের মত অভিযান শুরু করে উদ্ধারকারী ডুবুরিরা। রবিবারের উদ্ধার অভিযানে যাওয়া ডুবুরিরাই এদিন ফের গুহায় প্রবেশ করেন। স্থানীয় সময় বিকেল ৪ টা ২৭ মিনিটে আজকের দিনের প্রথম কিশোরকে গুহা থেকে বের হতে দেখা যায়। তারপর ধারাবাহিকভাবে আরো তিনজনকে বের করে আনে উদ্ধারকারীরা। গুহা থেকে বের করে আনার পর গুহার প্রবেশমুখে অবস্থানরত অ্যাম্বুলেন্সে করে পাশের ফিল্ড হাসপাতালে নিয়ে যায় স্বাস্থ্য কর্মীরা। তারপর সেখানে প্রাথমিক পরীক্ষা শেষে উন্নত চিকিৎসার জন্য ...

ফিফার ফেসবুক পেজে বাংলাদেশের ফুটবল উন্মাদনা

Image
বিশ্বকাপ ফুটবলে কখনো অংশ নিতে পারেনি বাংলাদেশ। তারপরও প্রতি চার বছর পরপর এমন উন্মাদনায় মেতে ওঠে বাংলাদেশ। এবার সেই উন্মাদনাটা আরো বাড়িয়ে দিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বাংলাদেশের ফুটবল সমর্থকদের ভালোবাসা-উন্মাদনা পুরো বিশ্বকে দেখানোর ব্যবস্থা করলো ফিফা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের স্থানীয় সময় ভোর ৫টার সময় ফিফার অফিশিয়াল ফেসবুক পেজে ৪টি ছবি আপলোড করেছে। ছবিগুলোর ক্যাপশনে ফিফা লিখেছে, 'বিশ্বকাপে কখনোই জায়গায় করে নিতে না পারলেও বাংলাদেশ বিশ্বের অন্যতম দেশ যেখানে নিবেদিত ফুটবল সমর্থক রয়েছে।' বিডি প্রতিদিন/০৯ জুলাই ২০১৮/আরাফাত

৯৯ বছরের বৃদ্ধের ধর্ষণের শিকার ১০ বছরের শিশু

Image
১০ বছরের শিশুকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠল ৯৯ বছরের এক বৃদ্ধের ওপর। গত শনিবার  ভারতের চেন্নাই থেকে অবসরপ্রাপ্ত সেই অধ্যক্ষকে গ্রেফতার করেছে পুলিশ।  পুলিশ সূত্রে জানা গেছে, ৯৯ বছরের সেই বৃদ্ধের বাড়িতেই শিশুটি তার পরিবারের সঙ্গে ভাড়া থাকত। সাত সন্তানের বাবা সেই বৃদ্ধ তামিলনাড়ুতে তার বাড়ির ঠিক পাশেই পাঁচটি বাড়ি তৈরি করে সেগুলি ভাড়া দিয়ে দেয়। আক্রান্ত শিশুটির পরিবার গত দু’‌বছর ধরে সেই বাড়িতে ভাড়া রয়েছেন। কিছুদিন ধরে শিশুটির পেটে ব্যাথা হওয়ায় যৌন নির্যাতনের বিষয়টি প্রকাশ্যে আসে।  শিশুটি পুলিশকে জানিয়েছে, বাড়ির মালিকই তার সঙ্গে এ ধরনের আচরণ করেছে। পুলিশ শিশুটির অভিযোগের ভিত্তিতে সেই বৃদ্ধকে গ্রেপ্তার করেছে। পুলিশের জেরার মুখে সেই বৃদ্ধ নিজের দোষ স্বীকার করেছে। অভিযুক্তের পাঁচজন মেয়ে এবং দুই ছেলেসহ অনেক নাতি-নাতনি এবং তাদেরও সন্তান রয়েছে। প্রত্যেকেই তামিলনাড়ুতে থাকেন।     বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

মাকে বাঁচাতে দুই পথশিশুর লড়াই

Image
ছবি : সংগৃহীত ঘর নাই। পথেই তাদের জীবন। তাইতো রোগ-শোক-দুর্যোগ যেটাই আসুক না কেন পথেই তাদের ঠিকানা হয় পথই তাদের আশ্রয় হয়। এই ফুটপাথবাসীদের জীবনের একটি করুন চিত্র দেখা গেলো রাজধানীর পথে। স্থান ধানমন্ডির সোবাহান বাগ মসজিদ সংলগ্ন ফুটপাথে। জ্বরে অসুস্থ মা শুয়ে আছেন পথে। গায়ে জড়ানো একটি কাঁথা। জ্বরে কাতর মায়ের মাথায় পানি দিচ্ছে ছোট ছোট দুই শিশু! মিনারেল ওয়াটারের পানির বোতল দিয়ে মাথায় পানি ঢালছিলো তারা। শনিবার এই দৃশ্যটি দেখে ছবি তুলে ও ভিডিও করে ফেসবুকে পোস্ট করেন সাইফুল ইসলাম জুয়েল নামের এক সংবাদ কর্মী। প্রবাস হাসান নামেও একজন এই ঘটনার দৃশ্য ধারন করে পোস্ট করেন। প্রভাস লিখেছেন, ‘হাঁটছিলাম রাস্তার পাশে চোখ যেতেই দৃষ্টি আটকে গেলো, এই মহিলাকে আমি এর আগেও লেকের আশেপাশে দেখেছি হয়তো ফুল বেচে! আজ দেখলাম শুয়ে আছে, ঘটনা সেটা না ঘটনা হচ্ছে এই বাচ্চার কাজ দেখে, মাথায় পানি দিতে দেখে জিজ্ঞেস করলাম কি হয়েছে, বললো জ্বর আসছে মায়ের! আমি অবাক হলাম এইটুকু একটা বাচ্চা কিভাবে বুদ্ধি করে মায়ের মাথায় জল দিচ্ছে, অথচ আমাদের সমাজে অনেক ছেলে মেয়েই আছে সুস্থ মায়েরই ...

সম্রাটদের ভুবনে স্বাগত

Image
ভ্লাদিমির পুতিন, সি চিন পিং, রিসেপ তাইয়েপ এরদোয়ান, ডোনাল্ড ট্রাম্প। এক অদ্ভুত সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বিশ্ব। আমরা মুখে বলছি, সভ্যতা এগিয়ে যাচ্ছে। কিন্তু বাস্তবে আমরা পেছনের দিকে হাঁটছি। অন্তত বৈশ্বিক শাসনব্যবস্থার বর্তমান প্রবণতা সে কথাই বলছে। বৈশ্বিক রাজনীতির ‘মোড়ল’ থেকে শুরু করে ‘পাতি’ দেশের নেতারাও এখন আর নিছক শাসক থাকতে চাইছেন না। তাঁদের ঝোঁক ‘সম্রাট’ হওয়ার দিকে। বাঁধাধরা নিয়মের মধ্যে থেকে রাষ্ট্র পরিচালনায় তাঁদের সুখ নেই। তাঁরা অসীম ক্ষমতার অধিকারী হয়ে ‘জাহাঁপনা’ হতে মরিয়া। প্রাতিষ্ঠানিক বাধ্যবাধকতা ও জবাবদিহির ঊর্ধ্বে উঠে তাঁরা রাষ্ট্রের সর্বময় কর্তৃত্বের অধিকারী হতে চান। তাঁরা যা বলবেন, যা করবেন, সবাই তা ‘জো হুকুম জাহাঁপনা’ বলে মেনে নেবেন। ইতিমধ্যে বিশ্ব কয়েকজন পরাক্রমশালী সম্রাটের দেখা পেয়ে গেছে। তাঁরা প্রথাগত সম্রাট নন। এই শাসকরূপী সম্রাটদের তালিকায় আছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো প্রমুখ। সবশেষ সম্রাট হওয়ার পথে মা...

১৫ বছর পর লুনুকে খুঁজে পেল পরিবার

Image
প্রায় ১৫ বছর পর চাঁদপুরের মতলব উপজেলার আবুল খায়ের ওরফে লুনু মিয়াকে (৭০) সাতক্ষীরার তালায় খুঁজে পেলেন তার পরিবারের সদস্যরা। উপজেলার পাঁচকিপাড়া গ্রামের ২ ছেলে ও ৫ মেয়ে সন্তানের জনক লুনু মিয়া প্রায় ১৫ বছর আগে চা পানের কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেন নি। চাঁদপুরের শাজাহান সরকার বলেন, “আমার বাবা আবুল খায়ের ওরফে লুনু মিয়া প্রায় পনের বছর আগে চা পানের কথা বলে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেন নি। এতদিন তিনি কোথায় ছিলেন তা আমাদের জানা ছিল না। তবে তিনি মানসিকভাবে কিছুটা অপ্রকৃতিস্থ ছিলেন। পনের বছর ধরে বহু জায়গায় বাবাকে খুঁজেছি।”  তালা উপজেলার ত্রিশমাইল এলাকার চা বিক্রেতা নুর ইসলাম জানান, মাস তিনেক আগে স্থানীয় সাইকেল মিস্ত্রি গাউসের দোকানের সামনে বৃদ্ধ লোকটাকে পড়ে থাকতে দেখে তিনি তাকে তুলে মসজিদের পাশে থাকতে দেন। ক্রমান্বয়ে তার শারিরীক অবস্থার অবনতি হতে থাকে। পরে তার পরিচয় ও ঠিকানা সংগ্রহ করে তিনি গণমাধ্যমকর্মীদের কাছে সরবরাহ করেন। স্থানীয় গণমাধ্যমকর্মী আবুল কাসেম জানান, নুর ইসলামের কাছ থেকে তিনি ঠিকানা সংগ্রহ করেন। চাঁদপুরের মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাশকে ঠিকা...

রূপপুর প্রকল্প: দ্বিতীয় ইউনিট নির্মাণের জন্য লাইসেন্স প্রদান

Image
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) রুশ নকশা অনুযায়ী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিট নির্মাণের জন্য বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনকে লাইসেন্স দিয়েছে। রবিবার রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই লাইসেন্স হস্তান্তর করা হয়েছে বলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর নিশ্চিত করেছেন। এর মাধ্যমে নির্মিতব্য ইউনিটের নকশাটির নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। রাশিয়ার এটমস্ত্রইএক্সপোর্ট (এএসই) ইঞ্জিনিয়ারিং কোম্পানি জেনারেল কন্ট্রাকটর হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ প্রকল্পে কাজ বাস্তবায়ন করছে। এএসই গ্রুপ অব কোম্পানিজের প্রেসিডেন্ট ভ্যালেরি লিমারেনকা বলেন, ‘জেনারেল কন্ট্রাক্টর হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ সম্পর্কিত সকল দায়িত্ব পালন করছে এএসই ইঞ্জিনিয়ারিং কোম্পানি। প্রথম এনার্জি ইউনিটের নির্মাণ কাজ এগিয়ে যাচ্ছে। ১৪ জুলাই দ্বিতীয় ইউনিটের রিয়্যাক্টর ভবনের উদ্বোধনের ভিত্তিতে প্রথম কনক্রিট ঢালাইয়ের প্রস্তুতি চলছে।’ ইত্তেফাক/আরকেজি

নাচের ভিডিও পোস্ট করে ইরানি তরুণী গ্রেফতার

Image
ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করায় ইরানে এক তরুণীসহ বেশ কয়েকজন নাগরিককে আটক করা হয়েছে।মায়েদেহ হোজাবরি নামের ওই তরুণী তার শয়নকক্ষে নাচের ভিডিও ক্লিপ পোস্ট করার পর ব্যাপক ক্ষোভ দেখা গেছে। তবে আইডি সম্পর্কে রিপোর্ট করার পর সেটি বন্ধ করে দেয়া হয়েছে। ইনস্টাগ্রামে তার প্রায় ছয় লাখ ফলোয়ার রয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা গেছে, এক তরুণী, যার ছবি অস্পষ্ট করে দেয়া, কাঁদছেন ও কেঁপে কেঁপে উঠছেন। তিনি নিজের ভিডিও পোস্ট করার উদ্দেশ্য ব্যাখা করেছেন। তিনি বলেন, এটা মনোযোগ আকর্ষণের জন্য পোস্ট করিনি। আমার কিছু ফলোয়ার রয়েছে। তাদের জন্য দিয়েছি। অন্যদের একই কাজে উৎসাহিত করার ইচ্ছা আমার নেই। তিনি বলেন, আমি কোনো দলের সঙ্গে কাজ করি না। কোনো প্রশিক্ষণও গ্রহণ করিনি। কিন্তু আমি নিয়মিত জিম করি। তবে তিনি নিজের নৈতিক স্খলনের কথা স্বীকার করেছেন। তাকে আটকে পর তার ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তার অ্যাকাউন্ট স্থগিত করে দেয়ার পরেও সবার কাছে সেই ভিডিও পৌঁছে গেছে। হোসেন রোনাগি নামের এক ব্লগার বলেন, নাচের জন্য ১৭-১৮ বছরের তরুণীকে গ্রেফতারের কথা শুনলে বিশ্বের যে কেউ হাসবে। বিডি প্রতিদিন/০৯ জুলাই ২০১৮/আরাফ...

গুহায় শিশুদের আটকে পড়ার দায় নিয়ে আবেগঘন চিঠি কোচের

Image
খবরের চ্যানেলে এক নাগাড়ে চেয়ে স্বজনরা। এই বুঝি সুখবরটা এলো! চূড়ান্ত পর্বে উদ্ধারকার্য চলছে এই মুহূর্তে। থাইল্যান্ডের গুহায় আটকে থাকা খুদে ফুটবলারদের উদ্ধারকার্য প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মাঝে মধ্যেই ব্যাহত হচ্ছে। তবে, ফুটবলাররা সুস্থ রয়েছে এইটুকু জেনেই স্বস্তি পাচ্ছেন স্বজনরা। তবে, স্বস্তিতে নেই ওয়াইল্ড বোয়ার্স দলে ২৫ বছর বয়সী কোচের। কোনও মুহূর্তে শিশুদের হাতছাড়া করছেন না আক্কাপুল চানথা। এই খুদে ফুটবলারদের দুর্ভাগ্যে পিছনে নিজেকেই দোষ দিচ্ছেন বারবার।  গুহার ভিতর থেকে উদ্ধারকারীদের মাধ্যমেই একটি চিঠি দিয়ে লেখেন, শিশুরা ভালো আছে। তাদের নিরাপদে রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি। কিন্তু এই পরিস্থিতি হওয়ার জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি। টানা দু'সপ্তাহের বেশি গুহার বাইরে অপেক্ষা করে বসে রয়েছে স্বজনরা। এই চিঠি তাদের কাছে আসতেই কেউ কোচের উপর ক্ষুব্ধ হননি। তাকে কেউ দোষারোপও করেননি।  স্বজনরাদের পক্ষ থেকে কোচের উদ্দেশ্যে পাল্টা জবাব যায় গুহার ভিতর। সেই বার্তায় লেখা ছিল- প্রিয়, কোচ আকে, তোমার দলের ফুটবলারদের স্বজনরা এখনও বিশ্বাস করে এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা, যা যে কোনও...