মাকে বাঁচাতে দুই পথশিশুর লড়াই

ছবি : সংগৃহীত
ঘর নাই। পথেই তাদের জীবন। তাইতো রোগ-শোক-দুর্যোগ যেটাই আসুক না কেন পথেই তাদের ঠিকানা হয় পথই তাদের আশ্রয় হয়।
এই ফুটপাথবাসীদের জীবনের একটি করুন চিত্র দেখা গেলো রাজধানীর পথে। স্থান ধানমন্ডির সোবাহান বাগ মসজিদ সংলগ্ন ফুটপাথে। জ্বরে অসুস্থ মা শুয়ে আছেন পথে। গায়ে জড়ানো একটি কাঁথা। জ্বরে কাতর মায়ের মাথায় পানি দিচ্ছে ছোট ছোট দুই শিশু! মিনারেল ওয়াটারের পানির বোতল দিয়ে মাথায় পানি ঢালছিলো তারা।
শনিবার এই দৃশ্যটি দেখে ছবি তুলে ও ভিডিও করে ফেসবুকে পোস্ট করেন সাইফুল ইসলাম জুয়েল নামের এক সংবাদ কর্মী। প্রবাস হাসান নামেও একজন এই ঘটনার দৃশ্য ধারন করে পোস্ট করেন। প্রভাস লিখেছেন, ‘হাঁটছিলাম রাস্তার পাশে চোখ যেতেই দৃষ্টি আটকে গেলো, এই মহিলাকে আমি এর আগেও লেকের আশেপাশে দেখেছি হয়তো ফুল বেচে! আজ দেখলাম শুয়ে আছে, ঘটনা সেটা না ঘটনা হচ্ছে এই বাচ্চার কাজ দেখে, মাথায় পানি দিতে দেখে জিজ্ঞেস করলাম কি হয়েছে, বললো জ্বর আসছে মায়ের! আমি অবাক হলাম এইটুকু একটা বাচ্চা কিভাবে বুদ্ধি করে মায়ের মাথায় জল দিচ্ছে, অথচ আমাদের সমাজে অনেক ছেলে মেয়েই আছে সুস্থ মায়েরই সেবা করতে চায় না! জিজ্ঞাস করলাম জ্বর কবে আসছে বললো কাল রাতে, ট্যাবলেট খাই নি? টাকা নেই। বললাম চলো মেডিসিন কিনে দেই, ওরে নিয়ে একটু যেতেই দেখলাম আশেপাশে কোন দোকান নেই মেডিসিনের, বললাম তোমরা থাকো, আমি দিয়ে যাব, হয়তো ভেবেছে আর আসবোনা, কিন্তু আসতে দেখে কি হাসি! ট্যাবলেট আর খাবার কিনে দিলাম।’
তাদের ভিডিও এবং ছবি দেখে অনেকেই দুঃখ প্রকাশ করে নানা মন্তব্য করেছেন। ফেসবুকের বিভিন্ন গ্রুপে ও পেইজেও ছড়িয়ে পরে ভিডিওটি।

Comments