Posts

Showing posts from February 8, 2020

আসছে প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা!

Image
চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিশ্বজুড়ে সৃষ্টি করেছে ত্রাস। চীনে এই ভাইরাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭২২ জনের। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে গেছে ৩৪ হাজারে। সেই করনোভাইরাসের টিকা আবিষ্কারের পথে বড় ধাপ পার করতে সক্ষম হলেন অস্ট্রেলিয়ায় বসবাসকারী ভারতীয় ভাইরোলজিস্ট এসএস ভাসন।  মানবদেহ থেকে ভাইরাসটি আলাদা করতে পেরেছেন গবেষকরা। চীনের বাইরে অস্ট্রেলিয়ার কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশনে (CSIRO) করোনাভাইরাস তৈরি করেছেন গবেষকরা। তাদের নেতৃত্বে রয়েছেন ভারতীয় বৈজ্ঞানিক এসএস ভাসন।  গত সপ্তাহে মানবদেহ থেকে সেটিকে আলাদা করেছেন গবেষকরা। প্রিক্লিনিকাল পরীক্ষার জন্য ভাইরাসটির বৃদ্ধির উপরে নজর রাখা হচ্ছে।         অস্ট্রেলিয়ার গবেষণাগারের Dangerous Pathogens দলের নেতৃত্বে রয়েছে এসএস ভাসন। তিনি বলেন, দোহার্টি ইনস্টিটিউটের সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। মানবদেহ থেকে ভাইরাসটি আলাদা করতে পেরেছেন তারা। দ্রুত ভাইরাসের টিকা আবিষ্কারের জন্য সেটির উপরে পরীক্ষা-নিরীক্ষা দরকার।' জানা যায়, ১৬ সপ্তাহের মধ্যে করোনাভাইরাসের টিকা আবিষ...

যে দ্বীপের বাসিন্দারা ভুলতে বসেছেন ‌‘মৃত্যুকে’!

Image
গ্রিসের ছোট্ট দ্বীপ ইকারিয়া। এই দ্বীপের আয়তন মাত্র ২৫৪ বর্গ কিলোমিটার। বাস করেন হাজার দশেক মানুষ। এই দ্বীপের মানুষ অমরত্বের স্বাদ নিয়ে বাস করছে পৃথিবীতে! কারণ সেখানকার মানুষের গড় আয়ু ১০০ বছর। আর রোগ-ব্যাধি বলতে তাদের কিছু নেই।  এখানকার বাসিন্দারা ১০০ বছরেও লাঠি-নির্ভর নন। পাহাড়ি সিঁড়ি ভেঙে একাই উঠে যান গির্জায়। শয্যাশায়ী, মরতে বসা ক্যানসারের রোগীও এখানে এসে সুস্থ হয়ে উঠতে পারেন বিনা চিকিৎসায়। তারপর হৈ হৈ করে কাটিয়ে ফেলতে পারেন অনেক বছর! এমনই জাদু রয়েছে এই দ্বীপে। যেমনটা হয়েছিল ইকারিয়ার বাসিন্দা স্ট্যামাটিস মোরাইটিসের সঙ্গে। দীর্ঘদিন স্ট্যামাটিস ইকারিয়া ছেড়ে চলে গিয়েছিলেন। স্ত্রী-সন্তানদের সঙ্গে আমেরিকার ফ্লোরিডায় থাকতেন। ১৯৭৬ সালে একদিন হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়েন তিনি। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলে চিকিৎসকেরা জানিয়ে দেন, ফুসফুসের ক্যানসারে ভুগছেন তিনি। তার মাত্র নয় মাস আয়ু রয়েছে বলেও জানিয়ে দেওয়া হয়। স্ট্যামাটিসের তখন ৬০ বছর বয়স। জীবেনর শেষ সময়টা তিনি ইকারিয়ায় ছেলেবেলার বন্ধুদের সঙ্গে কাটাতে চেয়েছিলেন। স্ত্রীয়ের সঙ্গে ইকারিয়ায় ফিরে আসেন তিনি। সেখানে আসা...

সাক্ষ্য দেয়ায় ২ কর্মকর্তাকে বরখাস্ত করলেন ট্রাম্প

Image
ছবি: বাঁয়ে ইউরোপীয় ইউনিয়নের মার্কিন প্রতিনিধি গর্ডন সন্ডল্যান্ড এবং ডানে ইউক্রেন বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ লেফট্যানেন্ট কর্ণেল আলেক্সান্ডার ভিন্ডম্যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের মামলায় সাক্ষ্য দেয়ায় দুইজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত কর্মকর্তারা হলেন ইউরোপীয় ইউনিয়নের মার্কিন প্রতিনিধি গর্ডন সন্ডল্যান্ড এবং ইউক্রেন বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ লেফট্যানেন্ট কর্ণেল আলেক্সান্ডার ভিন্ডম্যান ।  খবর বিবিসির। এদিকে গর্ডন সন্ডল্যান্ড এবং ট্যানেন্ট কর্ণেল আলেক্সান্ডার ভিন্ডম্যান দুজনই বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। গত বুধবার মার্কিন সিনেটে অভিশংসনের অভিযোগ থেকে অব্যাহতি পান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এ কারণে ট্রাম্পের বিরুদ্ধে সাক্ষ্য দেয়া অনেক কর্মকর্তারই রদবদল অথবা বরখাস্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ২০১৮ সালের জুলাই মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির একটি ফোনালাপ ফাঁসের পর থেকেই বিতর্ক শুরু হয়। অভিযোগ উঠে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে নিজের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী জো বাইডেন...

চীনের ‘হিরো’ চিকিৎসকের মৃত্যুতে হিতে বিপরীত হলো

Image
চীনের ‘হিরো’ চিকিৎসকের মৃত্যুতে হিতে বিপরীত হলো প্রথম আলো ডেস্ক ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৩:১৯ আপডেট:  ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৩৫     ৫ করোনাভাইরাস সম্পর্কে প্রথম সতর্কবার্তা দেওয়া চিকিৎসক লি ওয়েনলিয়াং। ছবি: সংগৃহীত চীনে করোনাভাইরাস ছড়ানোর শুরুতে সতর্কবার্তা দিয়েছিলেন হুবেই প্রদেশের উহানের চিকিৎসক লি ওয়েনলিয়াং। এই ভাইরাসে সংক্রমিত হয়ে গত বৃহস্পতিবার রাতে তিনি মারা গেছেন। তাঁর মৃত্যুতে চীনের নাগরিকদের মধ্যে এক বিরল প্রতিক্রিয়া দেখা গেল। কারণ, চীনের নাগরিকেরা তাঁর মৃত্যুতে সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। এই ক্ষোভের অন্যতম কারণ হলো ওই সতর্কবার্তা দেওয়ার পর পুলিশ লিকে তিরস্কার করেছিল। পুলিশের অভিযোগ ছিল, তিনি গুজব ছড়িয়েছেন। তাঁর মৃত্যুর পর চীনের সরকার-সমর্থিত ট্যাবলয়েডের সম্পাদক হু সি জিন সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েবুতে লিখেছেন, উহানের উচিত লি ওয়েনলিয়াংয়ের কাছে ক্ষমা চাওয়া। উহান ও হুবেই প্রদেশের কর্মকর্তাদের উচিত হুবেই ও দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া।  দেখা যাচ্ছে, করোনাভাইরাসের সংক্রমণের খবর গোপন করতে চেয়েছিল উহানের কর্তৃপক্ষ। কিন্তু...

মালালাকে গুলি করা সেই জঙ্গি কারাগার থেকে পালিয়েছেন

Image
এহসানুল্লাহ এহসান। ছবি: ফেসবুক শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানের নারী অধিকারকর্মী মালালা ইউসুফজাইকে গুলি করে হত্যাচেষ্টায় অভিযুক্ত তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) মুখপাত্র এহসানুল্লাহ এহসান দেশটির একটি সামরিক কারাগার থেকে পালিয়েছেন। গত বৃহস্পতিবার প্রকাশিত এক অডিওতে এহসানুল্লাহ দাবি করেন, গত ১১ জানুয়ারি কারাগার থেকে পালাতে সক্ষম হন তিনি। মালালা ২০১২ সালে জঙ্গি হামলার শিকার হয়েছিলেন। গুলিতে মাথায় গুরুতর জখম পেয়েছিলেন তিনি। ওই হামলায় সম্পৃক্ত ছিলেন এহসানুল্লাহ। হামলার শিকার হওয়ার পর ২০১৪ সালে মাত্র ১৭ বছর বয়সে শান্তিতে নোবেল পান মালালা। এহসানুল্লাহ পাকিস্তানের বিভিন্ন জঙ্গি হামলায় অভিযুক্ত ছিলেন। ২০১৪ সালে পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে (এপিএস) চালানো হামলার অন্যতম অভিযুক্ত ব্যক্তি ছিলেন তিনি। ওই হামলায় ১৩৪ শিক্ষার্থীসহ মোট ১৪৯ জন নিহত হয়। যুক্তরাষ্ট্র এহসানুল্লাহর মাথার দাম ঘোষণা করেছিল ১০ লাখ মার্কিন ডলার। ইসলামাবাদের বিভিন্ন সূত্রের ভাষ্য অনুযায়ী, ২০১৭ সালে ‘রহস্যজনক পরিস্থিতিতে’ পাকিস্তানের সেনাবাহিনীর কাছে এহসানুল্লাহ আত্মসমর্পণ করেছিলেন।

এবার করোনাভাইরাস থেকে সেরে উঠলেন ৪ ডাক্তার

Image
করোনাভাইরাস থেকে সেরে উঠা ৪ ডাক্তার করোনাভাইরাসের বিষয়ে প্রথম খবর দেয়া চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার লি ওয়েনলিয়াং'র মৃত্যুর পর বেশ সমালোচিত চীনের প্রশাসন। এই ইস্যুতে বেশ ক্ষুব্ধ হয়েছেন চীনের জনগণ। তবে এবার সেই চীনেই প্রাণঘাতী করোনাভাইরাস থেকে সেরে উঠলেন চার চিকিৎসক। এমন খবর প্রকাশ করেছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়া । করোনাভাইরাস থেকে সেরে উঠা ডাক্তররা হলেন বাই হুই, লি চুনফ্যাং, ঝাও ঝিয়াং এবং গুয়ো কিন । শিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, চিকিৎসা করার সময়ই করোনা ভাইরাসে আক্রান্ত হন ওই চার ডাক্তার। সেরে উঠার পর আবারো ওই চার ডাক্তার উহান বিশ্ববিদ্যালয়ের ঝোংনান হাসপাতালে চিকিৎসার কাজে যোগ দিয়েছেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবিও ওই চার ডাক্তার পোস্ট করেছেন। গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এছাড়া বিশ্বের প্রায় ২৫ টি দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। প্রাণঘাতী এ ভাইরাসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৭২২ জন বলে জানিয়েছে চীন সরকার। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বা...

এই মায়াবী হ্রদেই ঘুমিয়ে আছে ভয়ানক স্মৃতি!

Image
প্রতি বছর হাজার হাজার পর্যটকে ভরে যায় এই হ্রদ। বোটিং, স্কিইং, মাছ ধরাসহ রয়েছে আরও নানা রোমাঞ্চকর কার্যকলাপ। লেকের সুদূর-বিস্তৃত নীল জলে হারিয়ে যান পর্যটকেরা। প্রকৃতি এখানে এতটাই মায়াবী যে, লেকের দিকে শুধু তাকিয়ে থেকেই কাটিয়ে ফেলা যায় ঘণ্টার পর ঘণ্টা। কিন্তু জানেন কি এই মায়াবী লেকের উৎপত্তিতে লুকিয়ে রয়েছে ভয়ানক এক বিপর্যয়। অনেক প্রাণের ‘বিনিময়’ পাহাড়ের বুকে গজিয়ে উঠেছে এই হ্রদ। সেই ইতিহাস জানলে শিহরণ জাগতে বাধ্য। হ্রদের এই জায়গাতেই ছিল পাকিস্তানের গিলগিট বেলিচিস্তানের হুনজা গ্রাম। পাহাড়ি পথ বেয়ে স্কুলে পড়তে যেত ছোট ছেলেমেয়েরা। কারাকোরাম পর্বতের নীচ দিয়ে গাড়ি ছুটত সড়ক ধরে। আর এই গ্রামের পাশ দিয়ে বয়ে যেত খরস্রোতা হুনজা নদী। ২০১০ সালে ভয়ানক ভূমিধস হয় এই এলাকায়। চারপাশের কারাকোরাম পর্বত থেকে বিশাল আকারের প্রচুর পাথর হুড়মুড়িয়ে নেমে আসে গ্রামের উপর। মুহূর্তে ধুলিসাৎ হয়ে যায় গোটা গ্রাম। বিশালাকার পাথর হুনজা নদীর গতিপথেও বাধা তৈরি করে। ওই অংশে নদী যেন আচমকাই থমকে দাঁড়িয়ে যায়। প্রাকৃতিক পাথুরে বাঁধ তৈরি হয়ে যায় নদীর গতিপথে। ভয়ঙ্কর এই ভূমিধসের পর কয়েক দিন নিস্তব্ধ...

পাঞ্জাব প্রদেশে পাকিস্তানি যুদ্ধবিমান ‘মিরাজ’ বিধ্বস্ত

Image
পাকিস্তানি বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান ‘মিরাজ’ শুক্রবার নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে উড্ডয়নের পর দেশটির পাঞ্জাব প্রদেশে বিধ্বস্ত হয়েছে। তবে বিমানটি দুর্ঘটনার তাৎক্ষণিক কোনো কারণ জানা যায়নি। এ ব্যাপারে শুক্রবার দেশটির বিমানবাহিনীর এক মুখপাত্র বলেন, বিমানটি থেকে পাইলট নিরাপদে বের হয়ে এসেছেন। তবে বিধ্বস্ত এলাকায় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি। বিমানটির বিধ্বস্তের কারণ অনুসন্ধানের জন্য বিমানবাহিনীর সদর দফতর থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিডি প্রতিদিন/ ওয়াসিফ