Posts

Showing posts from August 10, 2017
Image
আন্তর্জাতিক আদিবাসী দিবস ০৯ আগস্ট ২০১৭, ২০:১৪ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে আজ বুধবার পালিত হলো আন্তর্জাতিক আদিবাসী দিবস। দিবসটি উপলক্ষে সিলেটে শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করে সিলেট বিভাগীয় আদিবাসী দিবস উদ্‌যাপন কমিটি। ছবি: আনিস মাহমুদ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ আদিবাসী ফোরাম আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নিজেদের ভাষা ও সংস্কৃতি তুলে ধরেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণ-তরুণীরা। ছবি: সাইফুল ইসলাম রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নানা সাজে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা। ছবি: সাইফুল ইসলাম রাঙামাটি পৌর প্রাঙ্গণে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে তরুণ-তরুণীরা। ছবি: সুপ্রিয় চাকমা চাঁপাইনবাবগঞ্জ শহরে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীদের নৃত্য। ছবি: প্রথম আলো খাগড়াছড়ি শহরের রাজমুণিপাড়া এলাকায় সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করে বাংলাদেশ আদিবাসী ফোরামসহ বেশ কয়েকটি সংগঠন। ছবি: নীরব চৌধুরী রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে নৃত্য পরিবেশন...

জিংগো বাইলোবা অ্যাটম বোমাতেও মরেনি যে গাছ

Image
জেনেভায় আন্তর্জাতিক রেডক্রসের প্রধান কার্যালয় চত্বরে জিংগো বাইলোবাগাছ l ছবি: লেখক অ্যাটম বোমা বিস্ফোরণের আরও একটি বছর পূর্ণ হলো ৬ আগস্ট। ১৯৪৫ সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে ৬ ও ৯ আগস্ট এই বিস্ফোরণ ঘটেছিল। সেই বিস্ফোরণে ক্ষতির পরিমাণ বিশ্বের কারও অজানা নেই। বলতে গেলে সেখানে জীবিত প্রাণীর অস্তিত্ব খুবই কম ছিল। তবে বিস্ফোরণের পর সেখানে একই প্রজাতির ছয়টি গাছ বেঁচে ছিল। গাছটির নাম জিংগো বা জিংকো। পুরো নাম জিংগো বাইলোবা। হিরোশিমায় বেঁচে থাকা সেই ছয়টি গাছের একটির বংশধর হলো ছবির গাছটি। গত ৯ জুন সুইজারল্যান্ডের জেনেভায় এই গাছের ছবি তোলার সুযোগ হলো। আন্তর্জাতিক রেডক্রসের প্রধান কার্যালয়ের চত্বরে গাছটি দেখে ও ছুঁয়ে স্বভাবতই এক অন্য রকম অনুভূতি হয়েছিল। অ্যাটম বোমার আঘাতের পরও বেঁচে যাওয়া সেই গাছগুলোর একটির বংশধরকে ২০১৩ সালের ৬ আগস্ট সুদূর জাপান থেকে নিয়ে এসে রোপণ করা হয় জেনেভায়। আন্তর্জাতিক রেডক্রসের উদ্যোগে ওই বছর হিরোশিমা দিবস উপলক্ষে তাদের প্রধান কার্যালয় চত্বরে গাছটি রোপণ করা হয়। গাছটি যে গাছের বংশধর, সেই জীবিত গাছটির বয়স এখন ২০০ বছর। জিংগো বাইলোবার (Gingko Biloba) আরেক নাম মেইডেন হেয়ার।...

বিমানের আরও একটি হজ ফ্লাইট বাতিল

Image
পর্যাপ্তসংখ্যক হজযাত্রী না পাওয়ায় আজ বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আরও একটি হজ ফ্লাইট বাতিল হয়েছে। বাতিল হওয়া বিজি-১০৫৫ ফ্লাইটটির আজ সকাল ১০টা ৫৫ মিনিটে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা ছিল। এই নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের গত ১২ দিনে ২২টি হজ ফ্লাইট বাতিল হলো। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ প্রথম আলোকে বলেন, পর্যাপ্তসংখ্যক হজযাত্রী না পাওয়ায় ফ্লাইটটি বাতিল করতে হয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে গতকাল বুধবার বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোসাদ্দিক আহমেদ বিমানের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গতকাল পর্যন্ত ২১টি হজ ফ্লাইট বাতিলের কারণে ৯ হাজার ৮৮৭ যাত্রী পরিবহনের ক্ষমতা হারিয়েছে (ক্যাপাসিটি লস) বিমান। এতে বিমান ৪০ কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। গত ২৪ জুলাই বাংলাদেশ বিমানের হজ ফ্লাইট শুরু হয়। ওই দিন সকালে সরকারি ব্যবস্থাপনায় ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমানের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়ে। চলতি বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজ পালনে সৌদি আর...

কিউবার দুই কূটনীতিককে বহিষ্কার মার্কিন যুক্তরাষ্ট্রের

Image
আবারো অনিশ্চয়তা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র-কিউবা সম্পর্কে। মার্কিন সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, ওয়াশিংটন থেকে দুজন কিউবান কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। কারণ হিসেবে হাভানাতে থাকা কয়েকজন মার্কিন দূতাবাস কর্মকর্তার রহস্যময় শারীরিক সমস্যাকে তুলে ধরা হচ্ছে।   মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হিদার নুরেট বলছেন, গত বছরের শেষ দিকে কিউবায় থাকা বেশ কয়েকজন মার্কিন দূতাবাসের কর্মকর্তা কানে কম শুনতে থাকেন। তাদেরকে তখন জোর করেই দেশে ফিরিয়ে আনা হয়। মার্কিন মুখপাত্র সংবাদ সংস্থা এপি’কে এর কারণ হিসেবে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তবে তাদের সন্দেহ, কিউবার গোয়েন্দা সংস্থা হয়তো এমন কোনো যন্ত্র সেইসব কর্মকর্তার বাসায় বা কর্মস্থলের কাছাকাছি ব্যবহার করেছিল যার কারণে তাদের এমন শ্রবণ সমস্যা দেখা দিতে পারে। সন্দেহ করা হচ্ছে, সেসব যন্ত্রের সাহায্যে উচ্চ কম্পাঙ্কের শব্দ তরঙ্গ প্রবাহ হয়ে এমন শারীরিক সমস্যা সৃষ্টি করেছে। নুরেট আরো জানান, যদিও সেসব সমস্যা প্রাণঘাতী নয়, তবু মার্কিন কূটনীতিকদের দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়। আর এই বিষয়টিকে যুক্তরাষ্ট্র সরকার অত্যন্ত গুরুত্বের...

বাঁচতে হলে সংগ্রাম চালিয়ে যেতে হবে আদিবাসী দিবসে সন্তু লারমা

Image
সরকার ভিন্ন জাতিসত্তার মানুষদের নিশ্চিহ্ন করে দেওয়ার তত্পরতা চালিয়ে যাচ্ছে এমন অভিযোগ করে বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, এসব জাতির মানুষ যদি সমান অধিকার নিয়ে বেঁচে থাকতে চায়, তাহলে তাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। গতকাল বুধবার আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে এ কথা বলেন তিনি। বাংলাদেশ আদিবাসী ফোরাম এ সমাবেশের আয়োজন করে । দাবি পূরণে আলোচনা ও স্লোগান এবং পাহাড় ও সমতলের বিভিন্ন নৃ-গোষ্ঠীর বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়। সমাবেশে রাজধানীস্থ বিভিন্ন জাতিসত্তার প্রতিনিধিরা তাদের দাবি-দাওয়া সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন। গতকাল সকালে সমাবেশের উদ্বোধন করেন লেখক-অধ্যাপক জাফর ইকবাল। তিনি বলেন, দেশে ভিন্ন জাতিসত্তার মানুষেরা নানা সমস্যায় জর্জরিত। তারা তাদের ন্যায্য অধিকার পাচ্ছেন না। তারা ভালো না থাকলে দেশও ভালো চলবে না। কিন্তু দুর্ভাগ্য আমাদের দেশের! বৈচিত্র্যপূর্ণ জীবন যাদের, সেই আদিবাসীদের সংখ্যা দিন দিন কমে আসছে। আদিবাসীরা তাদের ধর্ম, ভাষা, সংস্কৃ...

বাংলাদেশ বিপজ্জনক দল’ অ্যাগারকে নিয়ে উচ্ছ্বসিত স্মিথ

Image
  বাংলাদেশ ইতোমধ্যে প্রমাণ করেছে, উপমহাদেশের কন্ডিশনে বাইরের দলগুলোর জন্য, এমনকি উপমহাদেশের শ্রীলঙ্কার মতো দলের জন্যও তারা ভয়ঙ্কর একটা দল। এই ব্যাপারটা মাথায় নিয়েই আসছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। তিনি বলছিলেন, ‘গত বছর দুয়েকে বাংলাদেশ খুবই উল্লেখযোগ্য উন্নতি করেছে। বিশেষ করে হোমে খেলার ব্যাপারে। তারা গত বছর ইংল্যান্ডকে নক আউট করে দিয়েছে। বাংলাদেশ অবশ্যই একটা ভয়ঙ্কর দল।’   বাংলাদেশ নিয়ে কথা বলার পাশাপাশি স্মিথ খুব উৎসাহ দেখিয়েছেন অ্যাস্টন অ্যাগারকে নিয়ে। স্টিভেন স্মিথের নিজের গল্পটাও প্রায় এমন ছিল। লোয়ার অর্ডার ব্যাটসম্যান, মূলত স্পিনার হিসেবে শুরু করেছিলেন ক্যারিয়ার। আস্তে আস্তে হয়ে উঠেছেন সময়ের সেরা ব্যাটসম্যানদের একজন। এখন অস্ট্রেলিয়া দলে সেই দশা কাটছে অ্যাস্টন অ্যাগারের। স্পিনার পরিচয়ে দলে আসা অ্যাগার ইতোমধ্যে ১১ নম্বরে সর্বোচ্চ টেস্ট ইনিংসটা খেলার বিশ্বরেকর্ডও করে ফেলেছেন। তার অধিনায়ক স্মিথ মনে করেন, একদিন তাকে ছাড়িয়ে যাওয়ার ক্ষমতা আছে অ্যাগারের।   বাংলাদেশ সফরকে সামনে রেখে এখন ডারউইনে ক্যাম্প করছে অস্ট্রেলিয়া দল। সেখানে বিভিন্ন বিষয়ে কথা বলতে...

চন্দনাইশে ভাইয়ের হাতে ভাই খুন

Image
  চট্টগ্রামের চন্দনাইশে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাত ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে বলে জানা গেছে। নিহত সিরাজুল ইসলাম(৩৫) ওই এলাকার মৃত রফিক উদ্দিনের ছেলে।  বুধবার রাত সাড়ে ৮টার সময় চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া দুর্লভ পাড়ায় এ ঘটনা ঘটে।   স্থানীয় সূত্র জানায়, বিয়ের দাওয়াত নিয়ে চাচাত ভাই আবু বকরের(৩২) সঙ্গে সিরাজুলের কথা-কাটাকাটির এক পর্যায়ে আবু বকর ও তার পিতা আমীর উদ্দিন (৬৫) লাঠি নিয়ে চড়াও হয়। এতে সিরাজুল গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় সিরাজুল ইসলামকে উদ্ধার করে চন্দনাইশ সদর হাসপাতালে ও পরে বিজিসি ট্রাষ্ট হাসপাতালে ভর্তি করা হলে রাত ২টার সময় তিনি মারা যান।   খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় নিহতের বড় বোন মুন্নী বেগম বাদী হয়ে দুই জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।   ইত্তেফাক/মোস্তাফিজ  

চাঁদপুরে সন্তান বিক্রির ঘটনায় বাবা আটক

Image
  চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শিশু জাহিদ হোসেনকে বিক্রি করার দায়ে অভিযুক্ত তার বাবা হারুনুর রশিদকে লাকসাম রেলওয়ে জংশন থেকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ। বুধবার বিকেলে তাকে আটক করা হয়।   গত ৫ আগস্ট শিশু জাহিদকে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলায় রাজিবপুর গ্রামের প্রবাসী রাশেদের স্ত্রী হাসিনা আক্তারের নিকট বিক্রি করে দেয়। সন্তানকে না পেয়ে জাহিদের মা বাদী হয়ে ৬ আগস্ট শাহরাস্তি থানায় মানবপাচার আইনে মামলা দায়ের করেন।পরে পুলিশ সোনাইমুড়ি উপজেলা থেকে শিশু জাহিদকে উদ্ধার করে এবং হাসিনা আক্তারকে আটক করে।   শাহরাস্তি অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, পুলিশ সুপারের নির্দেশে আমরা হারুনকে ধরতে তথ্য প্রযুক্তি কাজে লাগিয়েছি। তাকে চাঁদপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।   ইত্তেফাক/মোস্তাফিজ