চন্দনাইশে ভাইয়ের হাতে ভাই খুন
চট্টগ্রামের চন্দনাইশে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাত ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে বলে জানা গেছে। নিহত সিরাজুল ইসলাম(৩৫) ওই এলাকার মৃত রফিক উদ্দিনের ছেলে। বুধবার রাত সাড়ে ৮টার সময় চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া দুর্লভ পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বিয়ের দাওয়াত নিয়ে চাচাত ভাই আবু বকরের(৩২) সঙ্গে সিরাজুলের কথা-কাটাকাটির এক পর্যায়ে আবু বকর ও তার পিতা আমীর উদ্দিন (৬৫) লাঠি নিয়ে চড়াও হয়। এতে সিরাজুল গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় সিরাজুল ইসলামকে উদ্ধার করে চন্দনাইশ সদর হাসপাতালে ও পরে বিজিসি ট্রাষ্ট হাসপাতালে ভর্তি করা হলে রাত ২টার সময় তিনি মারা যান।
খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় নিহতের বড় বোন মুন্নী বেগম বাদী হয়ে দুই জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
ইত্তেফাক/মোস্তাফিজ
Comments