Posts

Showing posts from January 26, 2018

ভারতে ৬৯তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত

Image
প্রবল উৎসাহ উদ্দীপনার সঙ্গে শুক্রবার ভারত জুড়ে পালিত হচ্ছে ৬৯ তম প্রজাতন্ত্র দিবস। এদিন রাজধানী দিল্লির বিজয়চকে সেনাবাহিনীর কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এবার প্রধান অতিথি হিসেবে এই প্রথমবারের জন্য উপস্থিত ছিলেন আশিয়ান গোষ্ঠীভুক্ত দশটি দেশের রাষ্ট্রপ্রধান। এরা হলেন মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহাম্মদ নাজিব বিন তুন আবদুল রাজ্জাক, লাওস’এর প্রধানমন্ত্রী ড. থংলউন সিসৌলিথ, ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগ্যুয়েন জুয়ান ফুক, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী জেনারেল প্রয়্যুত চ্যান ওচা, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি হেসেন লুং, কাম্বোডিয়ার প্রধানমন্ত্রী হান সেন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো,  ব্রুনেইয়ের প্রধানমন্ত্রী দারুসালেম সুলতান হাজি হাসানাল বোলকিয়া মুইজ্জাদ্দিন ওয়াদুল্লাহ, ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দ্যুতার্তে। কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী অরুন জেটলি, আইনমন্ত্র...

ফেসবুক আসক্তির কারণে স্ত্রীকে কুপিয়ে হত্যা

Image
প্রযুক্তি আমাদের অনেক কিছুই দিয়েছে। তবে সোশ্যাল মিডিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি প্রতিনিয়ত ডেকে আনছে অশান্তি। এবার ভারতে ফেসবুকে অতিরিক্ত আসক্তির কারণে মেজাজ হারিয়ে স্ত্রী টুম্পা পালকে (৩৮) কুপিয়ে হত্যা করেছেন স্বামী স্বামী সুরজিৎ (৪৬)। বুধবার ভারতের আলিপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সুরজিৎকে আটক করেছে পুলিশ।  আটক সুরজিৎ পুলিশকে জানান, ফেসবুকই হয়ে উঠেছিল অশান্তির কারণ। অবিরাম ফেসবুকের নেশার পাশাপাশি সেখানে একাধিক পুরুষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে সম্পর্ক তৈরি করেছিলেন স্ত্রী টুম্পা।  ফেসবুক নিয়ে মা-বাবার মধ্যে প্রতিনিয়তই অশান্তি হতো বলে পুলিশকে জানিয়েছেন টুম্পা-সুরজিতের ছোট ছেলেও। পুলিশ জানায়, বুধবার রাতে চেতলার বাড়ি থেকে উদ্ধার হয় টুম্পার রক্তাক্ত মরদেহ। ওই রাতেই সুরজিৎকে গ্রেফতার করে পুলিশ। সুরজিতের বরাত দিয়ে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই টুম্পাকে ফেসবুক থেকে বিরত থাকতে বলে আসছিলেন সুরজিত। কিন্তু টুম্পা পাত্তা দেননি। বুধবার বিকেলেও স্ত্রীকে তার শেষ হুঁশিয়ারি ছিল, ‘ফেসবুক বন্ধ করো।’ দুই দশক আগে বিয়ে হয় টুম্পা এবং সুরজিতের। এরপর থেকে সাহাপুর কলোনিতে দুই ছেলেকে নিয়ে...

যেসব খাবার দৈহিক শক্তি বাড়ায়

Image
খাদ্যাভ্যাস ও দৈহিক শক্তির মাঝে একটি নিবিড় সম্পর্ক রয়েছে। কখনো এটি শরীরকে চাঙ্গা করে তোলে। আবার এমন কিছু খাবার রয়েছে যা খেলে হিতে বিপরীত হয়। তাই দৈনন্দিন খাবারের প্রতি পূর্ণ মনোযোগী হওয়া জরুরি। কেননা, সুখী দাম্পত্য জীবনের জন্য স্বামী-স্ত্রীর মধ্যে ভালো বোঝাপড়া থাকার পাশাপাশি দরকার স্বাস্থ্যকর দৈহিক সম্পর্ক। আর সেক্ষেত্রে বর্তমান যুগে প্রাকৃতিক খাদ্যই অনেক বেশি কার্যকরী হিসেবে বিবেচিত হয়। গবেষণায় দেখা গেছে, খাবার মেনুতে নিয়মিত দুধ, ডিম এবং মধু রাখলে এবং নিয়মতান্ত্রিক জীবন যাপন করলে দৈহিক দুর্বলতা দূর হয়।  এছাড়া দৈহিক শক্তি বাড়াতে আরও যা খাওয়া দরকার :  রসুন : দৈহিক সমস্যা থাকলে এখনই নিয়মিত রসুন খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। স্মরণাতীতকাল থেকেই নারী পুরুষ উভয়েরই দৈহিক শক্তি বাড়াতে রসুনের পুষ্টিগুণের কার্যকারিতা সর্বজনস্বীকৃত। রসুনে রয়েছে এলিসিন নামের উপাদান যা দৈহিক ইন্দ্রিয়গুলোতে রক্তের প্রবাহ বাড়িয়ে দেয়।   ডিম : দৈহিক দুর্বলতা দূর করতে এক অসাধারণ খাবার ডিম। প্রতিদিন সকালে, না পারেন সপ্তাহে অন্তত ৫ দিন ১টি করে ডিম সিদ্ধ করে খান। এতে আপনার দু...

মানুষের ক্লোন তৈরির দ্বারপ্রান্তে বিজ্ঞান!

Image
ঝং ঝং ও হুয়া হুয়া। ছবি: সংগৃহীত। ১৯৯৬ সালে তৈরি হয়েছিল ভেড়ার ক্লোন। জন্ম নিয়েছিল ডলি। ২২ বছর পরে আরও এক ধাপ এগিয়ে গেল বিজ্ঞান। এবার তৈরি হল বাঁদরের ক্লোন। দুই মেয়ে বাঁদরের নাম দেওয়া হয়েছে ঝং ঝং ও হুয়া হুয়া।  এই প্রথম কোনও প্রাইমেট অর্থাৎ দুই হাত-পা ও দু’টি চোখবিশিষ্ট প্রাণীর ক্লোন তৈরি সম্ভব হল। এরপরেই গুঞ্জন, মানুষের ক্লোন তৈরির দিকে অনেকটাই এগিয়ে গেল বিজ্ঞান। সাংহাইয়ের অ্যাকাডেমি অফ সায়েন্স'র গবেষক মু মিংপু জানিয়েছেন, এই আবিষ্কারের ফলে প্রাইমেট প্রজাতির প্রাণীর ক্লোনিং করা আর অসম্ভব নয়।  ডলি দিয়ে শুরু। ভেড়ার পর থেকে কুকুর, বিড়াল হয়ে একে একে এগিয়েছেন বিজ্ঞানীরা। অবশেষে জন্ম লিন ঝং ঝং ও হুয়া হুয়া। ৭ থেকে ৮ সপ্তাহ বয়স তাদের। সেই মিষ্টি চেহারার খুদে বাঁদরদের চেহারা ভাইরাল হয়েছে।   তবে এই সাফল্যের গায়ে গায়ে যে প্রশ্নটা উঠে এসেছে, তা হল মানুষের ক্লোন কবে তৈরি হবে? তবে বিজ্ঞানী মু মিংপু জানিয়েছেন, মানুষের ক্লোন তৈরি করা কঠিন না হলেও তারা এমন কিছু করতে চান না।   বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

মগবাজারে ফিল্মি স্টাইলে অপহরণ চেষ্টা রুখে দিলো জনতা

Image
স্থানীয় জনতা ডিবি পুলিশ পরিচয়ধারী অপহরণকারীদের হাত থেকে এক ব্যক্তিকে উদ্ধার করার পর হামলা চালায় মাইক্রোবাসটির উপর। ছবি: ডেইলি স্টার রাজধানীর ব্যস্ততম এলাকা মগবাজারে দিনদুপুরে  ফিল্মি স্টাইলে অপহরণ চেষ্টা রুখে দিলো জনতা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ডিবি পরিচয়ধারী চার ব্যক্তি টেনে-হিঁচড়ে একজনকে তুলে নেয় মাইক্রোবাসে। কিন্তু, জীবন বাঁচাতে সেই ব্যক্তির চিৎকার সন্দেহ জাগায় পথচারীদের মনে। জনতার ধাওয়া খেয়ে অপরাধীরা মাইক্রোবাসটিকে দ্রুত গতিতে চালিয়ে নিয়ে গেলেও মগবাজার মোড়ের কাছে যানজটে আটকে যায় এটি।  পরে সেই ব্যক্তিকে ফেলে পালিয়ে যায় অপরাধীরা। ফেলে যায় হ্যান্ডকাফ, ওয়াকিটকি ও ঢাকা মেট্রো চ-১৩৯৫৫১ মাইক্রোবাসটিও। জনতা সেই ব্যক্তিকে উদ্ধার করার পর হামলা চালায় মাইক্রোবাসটির ওপর। সব কিছু দেখে শুনে মনে হতে পারে এটি কোনো সিনেমার কাহিনি। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানান, ব্যাংক থেকে প্রায় সাত লাখ টাকা তুলে বাইরে এলে সেই ব্যক্তিকে জোর করে মাইক্রোবাসে ওঠায় অপরাধীরা। সেসময় তাদের হাতে হ্যান্ডকাফ ও ওয়াকিটকি ছিলো। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। প্রত্যক্ষদর্শী মোতালেব...

রপ্তানি হচ্ছে নাট বল্টু স্ক্রু

Image
নিজেদের চাহিদা মিটিয়ে নাট, বল্টু ও স্ক্রু বিদেশে রপ্তানির প্রস্তুতি নিচ্ছে ওয়ালটন। এগুলো বিভিন্ন শিল্প- কারখানায় আসবাবপত্র থেকে শুরু করে ইলেকট্রনিকস, ইলেকট্রিক্যাল, অটোমোবাইলসহ অসংখ্য পণ্য উৎপাদনের  অন্যতম কাঁচামাল। আকারে ছোট হলেও এসব প্রকৌশল পণ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট পণ্যের দীর্ঘস্থায়িত্বের জন্য এগুলো যথেষ্ট মানসম্পন্ন হতে হয়। ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের এসব পণ্য ‘ইন্ডাস্ট্রিয়াল সলিউশনস’ হিসেবেও পরিচিত। বাংলাদেশে এ খাতের রয়েছে বিশাল বাজার, যার বেশির ভাগ আমদানিনির্ভর। ওয়ালটন এখন দেশেই তৈরি করছে আমদানিবিকল্প বিশ্বমানসম্পন্ন নাট, বল্টু ও স্ক্রু। ২০১৭ সালে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের হাইটেক ইন্ডাস্ট্রিজে স্থাপন করা হয়েছে নাট, বল্টু ও স্ক্রুর উৎপাদন কারখানা, যার বার্ষিক উৎপাদন ক্ষমতা ১৮০০ টন। নিজস্ব চাহিদা ৩৬০ থেকে ৪০০ টন। সে হিসাবে প্রায় ১৩০০ টন নাট, বল্টু, স্ক্রু দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহের পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে দেশি কিছু ফার্নিচার, বাইসাইকেল, মোটরসাইকেল ও কিচেন অ্যাপ্লায়েন্সেস প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হয়েছে। এ ধরনের পণ্য দেশে উৎপাদিত...