Posts

Showing posts from January 23, 2020

বাংলাদেশ ও ভারতের মধ্যে চালু হচ্ছে ৩টি সীমান্ত হাট

Image
বাংলাদেশ ও ভারতের মধ্যে খুব শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে তিনটি বর্ডার হাট। দুই দেশের সীমান্তবর্তী মেঘালয় অঞ্চলে নতুন এই হাটগুলো চালু হবে। এছাড়া আরও নয়টি বর্ডার হাট চালুর জন্য অবকাঠামো নির্মাণের কাজ চলছে।  ঢাকার ভারতীয় দূতাবাসের বাণিজ্যিক প্রতিনিধি প্রময়েশ বাসাল গণমাধ্যমকে জানান, দুদেশের মধ্যে অনুষ্ঠিত বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকে আরও দিনটি হাট চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়। এই তিনটি হাটের অবকাঠামো উন্নয়নের কাজ শেষ হয়েছে। এখন শুধু উদ্বোধনের অপেক্ষায়। দেশ দুটির সীমান্তবর্তী মানুষদের জন্য আরও নয়টি বর্ডার হাট চালুর জন্য অবকাঠামো উন্নয়নের কাজ চলছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, আগামী মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের কথা রয়েছে। মোদির ঢাকা সফরের সময় ভিডিও কনফারেন্সের তিনটি বর্ডার হাটের উদ্বোধন হতে পারে। বিডি প্রতিদিন/ফারজানা

Photo

Image

বিশ্বনেতাদের পাতে শুধু শাকসবজি

Image
সুইজারল্যান্ডের দাভোসে গত মঙ্গলবার শুরু হয়েছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ৫০ তম বার্ষিক সম্মেলন। ছবি: রয়টার্স সুইজারল্যান্ডের দাভোসে গত মঙ্গলবার শুরু হয়েছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ৫০ তম বার্ষিক সম্মেলন। বিশ্বের নানা প্রান্ত থেকে ৩ হাজারের মতো বিশ্বনেতা, নীতিনির্ধারক, প্রধান নির্বাহী (সিইও), প্রভাবশালী চিন্তাবিদ ও তারকারা যোগ দিয়েছেন ওই সম্মেলনে। এমন আয়োজনে প্রভাবশালী এই অতিথিদের জন্য আমিষসমৃদ্ধ নামীদামি খাবার থাকাটাই স্বাভাবিক। কিন্তু এবার আর তাঁদের পাতে পড়বে না মুখরোচক এসব খাবার। শুধু নিরামিষ দিয়েই ভোজ সারতে হবে তাঁদের। গতকাল বুধবার ছিল দাভোস সম্মেলনের দ্বিতীয় দিন। এই সম্মেলনে জলবায়ু পরিবর্তন, বিশ্ব অর্থনীতি, সামাজিক উন্নয়নসহ নানা বিষয় নিয়ে আলোচনা করার কথা রয়েছে নেতাদের। আগামীকাল শুক্রবার পর্যন্ত চলবে এই সম্মেলন। জলবায়ু–সংকটের কথা মাথায় রেখেই এবারের সম্মেলনে মাছ, মাংসসহ আমিষজাতীয় খাবার বাতিল করা হয়েছে। নিরামিষ খাবার তৈরির জন্য ডাকা হয়েছে বিশ্বের নামকরা সব নিরামিষ পাচককে। এর মধ্যে রয়েছেন কানাডার শেফ ডগ ম্যাকনিশ। জাতিসংঘের তথ্যমতে, বৈশ্বিক উষ্ণায়নের ...

‘কাউকে তাড়াতে হলে প্রথমে আমাকে তাড়াতে হবে’

Image
দার্জিলিংয়ে মমতার সিএএবিরোধী প্রতিবাদ মিছিল। ছবি: সংগৃহীত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘যদি কাউকে তাড়াতে হয়, তবে প্রথমে আমাকে তাড়াতে হবে। আমি যতক্ষণ আছি, ততক্ষণ এই পাহাড়ের কোনো মানুষের গায়ে হাত দিতে পারবে না। সবাইকে নিয়ে লড়ব। প্রয়োজনে আত্মবলিদান দেব। কিন্তু এই পাহাড় থেকে কাউকে তাড়াতে দেব না।’ গতকাল বুধবার ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) এবং জাতীয় জনসংখ্যা নিবন্ধন (এনপিআর) বিরোধী আন্দোলনে যোগ দিতে দার্জিলিং যান মমতা। সেখানে তিনি ভানুভক্ত ভবন থেকে এক প্রতিবাদ মিছিলে যোগ দেন। ৫ কিলোমিটার পথ হেঁটে তিনি পৌঁছান দার্জিলিংয়ের চকবাজারে। এই প্রথম দার্জিলিংয়ে প্রকাশ্যে কোনো প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করলেন মমতা। মিছিল শেষে চকবাজারে তৃণমূল আয়োজিত এক সমাবেশে যোগ দিয়ে মমতা বলেন, ‘এই পাহাড়ের মানুষও চাইছে না, মানছে না সিএএ, এনআরসি এবং এনপিআর। তারা চাইছে, এসব আইন বাতিল হোক। তাই আমি বলতে চাই, এই পাহাড়ের একজন গোর্খাকেও দেশ থেকে বিতাড়িত করতে দেব না। যদি কাউকে তাড়াতে হয় তবে প্রথমে আমাকে তাড়াতে হবে। আমি যতক্ষণ আছি ততক্ষণ এই পাহাড়ের কোনো মান...

শেষ ইচ্ছার কথা বলছেন না নির্ভয়ার ধর্ষকরা

Image
ছবি: সংগৃহীত। প্রথা অনুযায়ী নির্ভয়া হত্যাকাণ্ডে দণ্ডপ্রাপ্ত ফাঁসির ৪ জন আসামির শেষ ইচ্ছা জানতে চেয়েছিল ভারতের তিহার জেল কর্তৃপক্ষ।তবে নিজেদের পরিবারের সঙ্গে দেখা করা বা অন্য কোনও শেষ ইচ্ছার কথা প্রকাশ করেননি তারা।এমন খবর দিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আগামী ১ ফেব্রুয়ারি ভোর ৬টায় নির্ভয়ার ধর্ষকদের দণ্ডপ্রাপ্ত ৪ আসামির ফাঁসির সাজা কার্যকর করা হবে। এ জন্য পুলিশের পক্ষ থেকে আসামি মুকেশ সিং, বিনয় কুমার, অক্ষয় সিং এবং পবন গুপ্তাকে শেষ ইচ্ছার কথা জিজ্ঞাস করলেও এ সম্বন্ধে কোনও কথাই প্রকাশ করেননি তারা। অনেকেই মনে করছে, এরকম করে আসলে ফাঁসির সাজা আরও পিছিয়ে দেওয়া যায় কিনা সেই ফিকিরও খুঁজছেন তারা। এদিকে অধীর আগ্রহে ওই ৪ আসামির সাজা কার্যকর হওয়ার আশায় প্রহর গুণছেন নির্ভয়ার পরিবার। উল্লেখ্য, ২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে দিল্লিতে বাসের মধ্যে প্যারাম্যাডিক শিক্ষার্থী নির্ভয়াকে ছয়জন মিলে ধর্ষণ করে। পরে তাকে বাস থেকে ছুঁড়ে ফেলে দেয় তারা। এতে গুরুতর আহত হওয়া নির্ভয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় ছয় জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। তাদের ...

লেবাননে হিজবুল্লাহর সমর্থনে সরকার গঠন, বিক্ষোভ

Image
হাসান দিয়াব [ছবি: সংগৃহীত] ইরান ঘনিষ্ঠ শিয়া গোষ্ঠী হিজবুল্লাহ ও তাদের মিত্রদের সমর্থন নিয়ে লেবাননে নতুন সরকার গঠন করেছেন দেশটির প্রধানমন্ত্রী হাসান দিয়াব। মঙ্গলবার হিজবুল্লাহ ও এর মিত্ররা নতুন মন্ত্রিসভার সদস্যদের ব্যাপারে একমত হলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কাটে। তবে সরকারকে মানতে পারছে না বিরোধীরা। গতকাল মন্ত্রিপরিষদের বৈঠকের প্রাক্কালে বৈরুতে ব্যাপক বিক্ষোভ হয়। তারা বলেন, এটা রাবার স্ট্যাম্প সরকার। আগের মানুষগুলোই সরকারের সঙ্গে জড়িত। তাই আমরা এই সরকার মানি না। বিক্ষোভ দমনে পুলিশ গরম পানি নিক্ষেপ করে। - আল জাজিরা ইত্তেফাক/এমআর

ভারতে মোরগের আক্রমণে নিহত ১

Image
ছবি: সংগৃহীত। ভারতের দক্ষিণের রাজ্য অন্ধ্র প্রদেশের প্রাগদাভারাম গ্রামের মোরগের আক্রমণে ৫০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন । বৃহস্পতিবার এমন খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। নিহত ওই ব্যক্তির নাম সারিপাল্লি চানাভেঙ্কাটেশ্বরাম। পুলিশের বরাত দিয়ে সিএনএন জানায়, তিন সন্তানের জনক নিহত ব্যক্তি চানাভেঙ্কাটেশ্বরাম মোরগ লড়াই খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করতেন । এই বিষয়ে অন্ধ্র প্রদেশের পুলিশ কর্মকর্তা ক্রান্তি কুমার বলেন, নিয়মিত মোরগ লড়াই প্রতিযোগিতায় অংশ নিতেন সারিপাল্লি চানাভেঙ্কাটেশ্বরাম। এবার তেমনি এক প্রতিযোগিতায় অংশ নিতে গেলে মোরগটি পালাতে চায়। সেই সময় ধস্তাধস্তির এক পর্যায়ে মোরগের পায়ে থাকা একটি ব্লেড সারিপাল্লির ঘাড়ে লাগে। এতে মারাত্বকভাবে আহত হন সারিপাল্লি চানাভেঙ্কাটেশ্বরাম। পরে হাসপাতালে নেয়ার পর চিকিৎসারত অবস্থায় মস্তিস্কে রক্তক্ষরণ হলে মারা যান তিনি। ১৯৬০ সাল থেকে মোরগ লড়াই খেলা ভারতে নিষিদ্ধ করা হয়েছে। তবে ভারতের বিভিন্ন রাজ্যে এখনো এই খেলা প্রচলিত রয়েছে। এই বিষয়ে ইন্ডিয়াস পিপল ফর এনিমেনলস ফাউন্ডেশনের ট্রাস্টি গৌরি মাউলেখি বলেন, এই দুর্ঘটনা মোরগ লড়াইয়ের ক্ষতি...

ভারতের সঙ্গে দ্বন্দ্ব মেটাতে জাতিসংঘের মধ্যস্থতা চায় ইমরান

Image
ছবি: সংগৃহীত। কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে চলা দ্বন্দ্ব মেটানোর জন্য জাতিসংঘের মধ্যস্থতা দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে এক সংবাদ সম্মেলনে ইমরান খান এই দাবি করেন। খবর আল জাজিরার। সংবাদ সম্মেলনে ইমরান খান বলেন, আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে এই সমস্যা সমাধানের জন্য।আপনারা রাসায়নিক অস্ত্র সমৃদ্ধ দুটি দেশের মধ্যে যুদ্ধ কামনা করতে পারেন না । এসময় নাগরিকত্ব আইন নিয়ে ভারতে চলমান পরিস্থিতি নিয়েও শঙ্কা প্রকাশ করেছন ইমরান খান। ইমরান খান বলেন, আমি শুধু ভাবি যে পথে ভারত চলছে এটা দেশটির জন্য দুর্যোগ বয়ে আনবে। এদিকে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত নিয়েও মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এই ইস্যুতে ইমরান খান বলেন, যদি ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ হয় তাহলে সেটি পৃথিবীর জন্য মারাত্বক হবে। গত বছরের অগাস্টে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা রদ করে সেখানকার বিশেষ রাজ্যের মর্যাদা তুলে দিয়েছে মোদি সরকার। এই ঘটনার পর বিষয়টি নিয়ে প্রবল আপত্তি জানিয়ে সরব হয় পাকিস্তান। কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক স...

বসানো হলো পদ্মাসেতুর ২২তম স্প্যান

Image
পদ্মাসেতু। ছবি: মোস্তাফিজুর রহমান বসানো হলো পদ্মাসেতুর ২২তম স্প্যান। এর মধ্য দিয়ে দৃশ্যমান সেতুর ৩ হাজার ৩শ’ মিটার। বৃহস্পতিবার ১১ টা ৩২ মিনিটে ১৫০ মিটার দৈর্ঘ্যের এই স্প্যান বসানোর কাজ শেষ হয়। সেতুর মাওয়া প্রান্তের ৫ ও ৬ নম্বর পিয়ারের উপর বসানো হলো এই ২২তম স্প্যান। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ইয়ার্ড থেকে রওনা হওয়ার জন্য পজিশনিং করার মধ্য এই স্প্যান বসানোর প্রক্রিয়ার শুরু হয়। পরে ভাসমান ক্রেনবাহী জাহাজ এটি নিয়ে খুঁটির কাছে পৌছায়। ইয়ার্ড থেকে এই খুঁটির দূরত্ব ছিল হওয়ায় অল্প সময়েই স্প্যানটি বসানো সম্ভব হলো। এ মাসে আরও একটি স্প্যান বসার কথা রয়েছে। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, আগামী ২৫ জানুয়ারি চাইনিজ নিউ ইয়ার থাকায় নির্ধারিত সময়ের দু’দিন আগেই এটি খুঁটিতে তোলা হলো। আবহাওয়াসহ সবকিছু অনুকুলে থাকায় বৃহস্পতিবারই স্প্যানটি খুটিতে বসানো হলো। ৬ দশমিক ১৫ কিলোমিটার এই সেতুতে থাকবে মোট ৪২টি পিয়ার। এর মধ্যে ৩৬টি পিয়ার সম্পন্ন হয়েছে। সেতুতে মোট ৪১টি স্প্যান বসবে। যার ২১টি বসে গেছে। আগামী জুলাইয়ে সব স্প্যান বসে যাওয়ার কথা রয়েছে। মূল সেতু নির্মাণ করছে চীনের চা...

শৈত্য প্রবাহ অব্যাহত থাকতে পারে

Image
ফাইল ছবি দেশের কিছু কিছু এলাকায় বয়ে যাওয়া মৃদু ও মাঝারি শৈত্য প্রবাহ অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন আজ বৃহস্পতিবার জানান, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ টাঙ্গাইল, রাঙ্গামাটি ও নওগাঁ অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকায় আরো ২ থেকে ৩ দিন অব্যাহত থাকতে পারে। এরপর চলতি মাসে দেশে আর কোনো শৈত্য প্রবাহের সম্ভাবনা নেই, বরং মাসের শেষে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৬ ডিগ্রি সেলসিয়াস এবং টেকনাফে সর্বোচ্চ ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী ৭২ ঘন্টার শেষের দিকে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। ইত্তেফাক/এএম

ফাইনালে পা রাখতে আজ মাঠে নামবে বাংলাদেশ

Image
ছবি: ইত্তেফাক বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে সেমিফাইনালে আজ বুরুন্ডির মুখোমুখি হবে বাংলাদেশ। বিকাল পাঁচটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই গুরুত্বপূর্ণ ম্যাচে জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করতে চায় মতিন মিয়ারা। তবে জামাল ভূঁইয়া ইনজুরি কাটিয়ে মাঠে ফেরায় বাংলাদেশ শিবিরে কিছুটা স্বস্তির বাতাস বইছে। মতিন মিয়ার জোড়া গোলে শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। ঘরের মাঠে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলকরা প্রতিপক্ষ বুরুন্ডিকে হারিয়ে ফাইনালে পা রাখতে চায় বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে ফিলিস্তিনের কাছে ২-০ গোলে হারার পর দ্বিতীয় ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তবে বাংলাদেশ শিবিরে স্বস্তির খবর হল ইনজুরি কাটিয়ে আজ মাঠে নামবেন দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া। গত দুই দিন কোন অস্বস্তি ছাড়াই তিনি অনুশীলন করেছেন। চলতি টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা বুরুন্ডিও ছেড়ে কথা বলবে না। এর আগে, টুর্নামেন্টের গ্রুপ পর্বে মরিশাসকে ৪-১ ও সিশেলসকে ৩-১ গোলে হারিয়ে বি গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে আসে আফ্রিকার এই দলটি। বুরুন্ডির এনসিমিরিমানা জসপিন মরিশা...

অক্ষয়ের পারিশ্রমিক শুনে হতবাক পরিচালক

Image
বয়স ৫০ পেরিয়েছে। কিন্তু ভক্তদের কাছে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের গ্রহণযোগ্যতা যেন বাড়ছেই। গত বছর তা আরও একবার প্রমাণ করে দিয়েছেন তিনি। ২০১৯ সালে মুক্তি পাওয়া অক্ষয় কুমারের চার ছবিই বক্স অফিসে পেরিয়েছিল একশো কোটির গণ্ডি। ফলে এবার পারিশ্রমিক নিয়ে কড়া পদক্ষেপ নিলেন অক্ষয় কুমার। সম্প্রতি আগামী ছবির প্রস্তাব নিয়ে অক্ষয় কুমারের কাছে হাজির হয়েছিলেন জিরো ছবির পরিচালক আনন্দ রাই। সেই ছবি বক্স অফিসে সেভাবে ফল না করায় এবার নতুন চিত্রনাট্য সাজালেন পরিচালক। সেই ছবির প্রস্তাব নিয়েই তিনি হাজির হয়েছিলেন অক্ষয় কুমারের কাছে। ছবি করার জন্য অভিনেতা চেয়ে বসলেন ১২০ কোটি টাকা।শুনে হতবাক পরিচালক। বিডি-প্রতিদিন/মাহবুব

আমেরিকায় মুসলিম নিষেধাজ্ঞা আরও জোরালো করছেন ট্রাম্প

Image
২০১৭ সালে মুসলিমপ্রধান সাতটি দেশের ভিসাধারীদের বিমানবন্দরে আটকে রেখে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প প্রশাসন। তখন এ বিষয়ে সাময়িক স্থগিতাদেশ জারি করেন আদালত।  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন-বিষয়ক নির্বাহী সেই আদেশে উল্লেখ ছিলো সিরিয়া, ইরাক, ইরান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া ও সুদান-মুসলিমপ্রধান এই সাতটি দেশের নাগরিক অথবা অভিবাসীদের যুক্তরাষ্ট্রে ঢুকতে ৯০ দিন পর্যন্ত ভিসার আবেদন করার সুযোগ পাবেন না।  এদিকে আবারও যুক্তরাষ্ট্রে মুসলিম নিষেধাজ্ঞা জোরালো করতে এর পরিধি ও মেয়াদ বাড়াচ্ছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প জানান, নতুন আরও কিছু দেশের নাম তালিকায় যুক্ত হবে। সুইজারল্যন্ডের দাভোসে চলমান বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।  তিনি জানান, আপনারা দেখতেই পাচ্ছেন যে পৃথিবীতে কি চলছে। আমাদের দেশকে আমাদের নিরাপদ রাখতে হবে।’ তবে কোন দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ হতে পারে সে সম্পর্কে কিছু জানাননি তিনি। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়, বেলারুস, মিয়ানমার, এরিত্রিয়া, কিরগিস্তান, নাইজেরিয়া, সুদান ও তানজানিয়...

ইরানি ব্যবসায়ীদের ভিসা দেয়া বন্ধ করল আমেরিকা

Image
মার্কিন সরকার ইরানের ব্যবসায়ী ও পুঁজি বিনিয়োগকারীদেরকে ভিসা দেয়া বা তাদের ভিসা নবায়ন করা বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় গতকাল বুধবার দেশটির রাষ্ট্রীয় পত্রিকা ‘ফেডারেল রেজিস্টার’-এ প্রকাশিত এক প্রজ্ঞাপনে একথা ঘোষণা করেছে। এতে বলা হয়েছে, ইরানি নাগরিক বা তাদের আত্মায়-স্বজন এখন থেকে আর আমেরিকার কাছে ই-ওয়ান ও ই-টু ভিসার আবেদন করতে বা এ ধরনের ভিসা নবায়নের আবেদন করতে পারবেন না। আজ বৃহস্পতিবার থেকে এ নির্দেশ কার্যকর হবে। আমেরিকায় বিদেশি বড় আকারের পুঁজি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের এই দুই ধরনের ভিসা দেয়া হয়। এই ভিসাপ্রাপ্ত ব্যক্তিরা আমেরিকায় বসবাস করা ও ব্যবসায়িক কার্যক্রম চালানোর সুযোগ পান। মার্কিন যুক্তরাষ্ট্রে এ ধরনের ভিসা নিয়ে ইতোমধ্যে কতো সংখ্যক ইরানি বসবাস করছেন তা স্পষ্ট নয়। বিডি প্রতিদিন/ফারজানা

HF School Students Bangan para Chimbuk Line Bandarban

Image

পামেলার পঞ্চম স্বামী ৭৫ বছর বয়সী জন পিটারস

Image
জন পিটারস ও পামেলা অ্যান্ডারসন। ছবি: সংগৃহীত ১৯৯০ সালে ‘প্লেবয় সেক্সি লেঙ্গরিয়া-২' ছবির মধ্য দিয়ে হলিউডে পা রেখেছিলেন পামেলা অ্যান্ডারসন। এরপর একাধিক ছবিতে তিনি অভিনয় করেছেন। ছবির পাশাপাশি তিনি পর্নস্টার হিসেবেই বেশি পরিচিত। পামেলা মূলত প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদ গার্ল হয়ে আলোচনায় এসেছেন। অবশেষে পঞ্চমবার বিয়ে করলেন পামেলা আন্ডরসন। মঙ্গলবার প্রযোজক জন পিটারসকে বিয়ে করলেন তিনি। পামেলা আন্ডরসনের বয়স ৫২। এবার তিনি বিয়ে করলেন ৭৫ বছর বয়সী প্রযোজক জন পিটারসকে। বিয়ের পর পামেলা জানিয়েছেন, প্রায় ৩০ বছর ধরে ডেট করার পর অবশেষে প্রযোজককে বিয়ে করলেন। আরও পড়ুন:  বাঁশের ঠেকনায় দাঁড়িয়ে আছে ৩৫ বছর আগের ব্রিজ ১৯৯৫ সালে বয়সে ৪ বছরের বড় রকস্টার টমি লিকে বিয়ে করেছিলেন পামেলা অ্যান্ডারসন। দুই পুত্রসন্তান ব্র্যান্ডন এবং ডিলানকে নিয়ে সুখেই কেটেছে তাদের ৩ বছরের সংসার। কিন্তু ১৯৯৮ সালে বিচ্ছেদ হয়ে যায় এই তারকা দম্পতির। টমির পরে কিড রক এবং রিক সালোমানকে বিয়ে করেছিলেন পামেলা। তবে মার্কুস স্কেকেনবার্গকে তিনি বিয়ে করেছিলেন বলে শোনা যায়। কিন্তু তাদের সঙ্গেও খুব বেশি...