লেবাননে হিজবুল্লাহর সমর্থনে সরকার গঠন, বিক্ষোভ

হাসান দিয়াব [ছবি: সংগৃহীত]
ইরান ঘনিষ্ঠ শিয়া গোষ্ঠী হিজবুল্লাহ ও তাদের মিত্রদের সমর্থন নিয়ে লেবাননে নতুন সরকার গঠন করেছেন দেশটির প্রধানমন্ত্রী হাসান দিয়াব।
মঙ্গলবার হিজবুল্লাহ ও এর মিত্ররা নতুন মন্ত্রিসভার সদস্যদের ব্যাপারে একমত হলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কাটে।
তবে সরকারকে মানতে পারছে না বিরোধীরা। গতকাল মন্ত্রিপরিষদের বৈঠকের প্রাক্কালে বৈরুতে ব্যাপক বিক্ষোভ হয়।
তারা বলেন, এটা রাবার স্ট্যাম্প সরকার। আগের মানুষগুলোই সরকারের সঙ্গে জড়িত। তাই আমরা এই সরকার মানি না। বিক্ষোভ দমনে পুলিশ গরম পানি নিক্ষেপ করে। - আল জাজিরা
ইত্তেফাক/এমআর
Comments