Posts

Showing posts from September 24, 2017

সামনে আসছে পূজা

Image
সামনে আসছে পূজা, তাই আগে থেকেই আমাদের সতর্ক হওয়া উচিত...... প্রশ্নঃ আমার প্রশ্ন হল পূজার প্রসাদ খাওয়া কি হারাম? উত্তরঃ ডাঃ জাকির নায়েকঃ------ প্রস্বাদ এই খাবারটা দেওয়া হয় ঈশ্বরের উদ্দেশ্য। হিন্দুরা বিভিন্ন মূর্তির উদ্দেশ্য প্রসাদ দেয়। পবিত্র ক্বুর'আনের মোট চার জায়গায় উল্লেখ করা হয়েছে- সূরাহ বাকারার ১৭৩ নং আয়াতে, সূরাহ মায়িদাহ’র ৩ নং আয়াতে, সূরাহ আন’আমের ১৪৫ নং আয়াতে, এছাড়াও সূরাহ নাহলের ১১৫ নং আয়াতে উল্লেখ করা হয়েছে, “আল্লাহ্‌ তোমাদের জন্য হারাম করেছেন মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস খাওয়া। আর যে পশু জবাই করার সময় আল্লাহ্‌ ব্যতীত অন্য কারো নাম নেয়া হয়েছে” তাহলে যে পশু জাবাই কালে আল্লাহ্‌ ছাড়া অন্য কারো নাম নেয়া হয় সেটা আমাদের জন্য হারাম। আর এই কারনেই ইসলামে পূজার প্রস্বাদ খাওয়া হারাম। আপনি বেদ-এ দেখবেন বেদ বলছে “মহান স্রষ্টার কোন প্রতিমূর্তি নেই”। তার কোন ছবি নেই, তার কোন পেইন্টিং নেই। তাই বেদ অনুযায়ী ঈশ্বরকে খাবার দেয়া নিষিদ্ধ। তাহলে দেখছেন যে বেদও এর বিরুদ্ধে কথা বলছে। মূর্তির উদ্দেশ্য খাবার দেওয়া ভুল। একইভাবে কুরআনও পূজার প্রস্বাদ খেতে মুসলমানদের নিষেধ করেছে। আশা করি আপনি...

Limited Citizenship to Chakma and Hajong Refugees Show Double Standard of the Indian Government

Image
  Union ministry officials said the communities would not have any right to land ownership or tribal rights which may trigger conflict in the region. Shilpa Shaji   22 Sep 2017     Newsclick Image by Trina Shankar Amidst the row over Rohingya refugees and their deportation, the Central government is all set to grant  limited citizenship   to Chakma and Hajong refugees who have been living in India for more than five decades now. Union ministry officials said the communities would not have any right to land ownership or tribal rights which may trigger conflict in the region. During the last week, following Supreme Court’s order to grant citizenship to 54,000 Chakma and Hajong, the Centre took the decision in a meeting chaired by Union Home Minister Rajnath Singh. The meeting was attended by National Security Advisor Ajit Doval, Minister of State for Home Kiren Rijiju and Arunachal Pradesh Chief Minister Pema Khandu. Centre’s decision...

প্লাস্টিকখেকো ছত্রাকের সন্ধান পাকিস্তানের আবর্জনা স্তূপে

Image
‘অবধ্য’ প্লাস্টিককে ভবিষ্যতে বধ করার কি আরও একটি হাতিয়ার এসে গেল সভ্যতার হাতে? বছর দু’য়েক আগে হদিশ মিলেছিল এমন একটি পতঙ্গের শূককীটের যা কুরে কুরে খায় প্লাস্টিককে। গত বছর সন্ধান পাওয়া গিয়েছিল এমন একটি ব্যাকটেরিয়ার, যা ক্ষয় ধরিয়ে দিতে পারে প্লাস্টিকে। এ বার দেখা গেল, প্লাস্টিককে ‘খেয়ে’ ফেলতে পারে বিশেষ এক ধরনের ছত্রাকও! যারা ভেঙে টুকরো টুকরো করে দিতে পারে প্লাস্টিক অণুগুলিকে জোরালো বলে বেঁধে রাখার বন্ড বা ‘হাত’গুলিকে। তার ফলে ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায় প্লাস্টিকের অণুগুলি। কয়েক সপ্তাহের মধ্যেই মাটিতে মিশে গিয়ে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে সেই সব প্লাস্টিক, যারা ১০ লক্ষ বছরেও মাটিতে মিশে যায় না। প্লাস্টিককে বধ করার এমন একটি ছত্রাকের সন্ধান মিলেছে বলে দাবি করেছেন চাইনিজ অ্যাকাডেমি অফ সায়েন্সেসের বিজ্ঞানী, গবেষকরা। পাকিস্তানের গবেষকদের সঙ্গে জোর তল্লাশি চালিয়ে ইসলামাবাদের আবর্জনার স্তূপ থেকে সেই প্লাস্টিক বিনাশী ছত্রাকের হদিশ পেয়েছেন তাঁরা। তাঁদের গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক বিজ্ঞান জার্নাল ‘এনভায়রনমেন্টাল পলিউশান’-এর জুন সংখ্যায়। গবেষণাপত্রটির শিরোনাম- ‘বায়োডিগ্রে...

অন্ধকার গুহায় আটকে ৬০ ঘণ্টা, অভিজ্ঞতা শুনলে শিউরে উঠবেন

Image
কেভ ক্লাবের সদস্যদের সঙ্গে ব্লুমিংটন থেকে ১০ মাইল দূরে সুলিভান গুহায় অভিযানে গিয়েছিলেন ইন্ডিয়ানা ইউনির্ভাসিটির ছাত্র লুকাস কাভার। গুহার ভিতরে ঘুরতে ঘুরতে এক সময় খেয়াল করেন দলের বাকি সদস্যরা আশপাশে কোথাও নেই। হন্তদন্ত হয়ে গুহার এ পাশ ও পাশ ছুটে যান, চিত্কার করে ডাকাডাকি করেন। কিন্তু না, কোথাও কোনও সদস্যকেই দেখতে পাননি লুকাস। আরও পড়ুন:  ওরা আর বেশি দিন নেই, ট্রাম্পের পাল্টা উত্তর কোরিয়াকে তখন বেলা পড়ে এসেছে। ফলে গুহার ভিতরটায় অন্ধকার যেন আরও আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে। বিশালাকায় গুহা, ঘুটঘুটে অন্ধকার, নিস্তব্ধতা— ধীরে ধীরে গ্রাস করছিল লুকাসকে। ভয়ে গলা শুকিয়ে আসছিল তাঁর। কী ভাবে এই গুহা থেকে বেরোবেন ভেবে কুলকিনারা পাচ্ছিলেন না। সঙ্গী বলতে তাঁর আইফোন। নেটওয়ার্কও কাজ করছিল না তাতে। ফলে কারও সঙ্গে যোগাযোগ করাও যে অসম্ভব!  খাবারদাবারও সঙ্গে বিশেষ কিছু ছিল না। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডাও বাড়তে থাকে। একটা সময় তাঁর মনে হয় এখানেই বুঝি সব শেষ। লুকাস জানান, রাতের অন্ধকারে নিস্তব্ধতা ভাঙছিল গুহায় থাকা বাদুরের ঝাঁক। ডানার ঝ়টপটানি, সেই সঙ্গে বিভিন্ন পোকামাকড়ের আওয়াজে পরিবেশ যেন আ...

আন্টার্কটিকায় বেড়াতে যেতে চান? স্বপ্নপূরণ করবে এই সংস্থা

Image
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  আন্টার্কটিকা। বিশ্বের দক্ষিনতম এই মহাদেশের আয়তন অস্ট্রেলিয়ার প্রায় দ্বিগুণ, এবং তার ৯৮ শতাংশই বরফে মোড়া। বরফে আচ্ছন্ন এই মহাদেশ ঘিরে আমাদের মনে রয়েছে হাজারও প্রশ্ন। তবে ঘুরতে যাওয়ার তালিকায় সহজে খুঁজে পাওয়া যায় না আন্টার্কটিকার নাম। কারণ অবশ্যই এখানকার আবহাওয়া। আপনি চাইলেই পৌঁছে যেতে পারবেন না বরফের এই দেশে। প্রতিকূল পরিবেশ এখানে ঘুরতে যাওয়ার অন্যতম বাধা। পাশাপাশি এই ট্যুর খুবই ব্যয়বহুল। কিন্তু এবার মুম্বই থেকে আপনি একেবারে পাড়ি দিতে পারেন বরফের দেশে। এবং এই ট্যুর হতে পারে আপনার সাধ্যের মধ্যে। [ রিয়ালিটি শোয়ে সন্তানের জন্ম দিলেন যুবতী, তারপর কী হল জানেন? ] মুম্বইয়ের এক লাক্সারি ট্রাভেল কোম্পানি সম্প্রতি ঘোষণা করেছে তাঁদের এই নয়া ট্যুর প্ল্যান। আর সেই প্ল্যানেই তাঁরা লঞ্চ করছে তাঁদের নতুন লাক্সারি জাহাজ ‘Le Soléal’। সবমিলিয়ে ২০০ জন সওয়ার হতে পারেন এই জাহাজে। মুলত ভারতীয়দের কথা মাথায় রেখেই এই যাত্রার পরিকল্পনা করেছে এই সংস্থা। চলতি বছরের ৯ ডিসেম্বর মুম্বই থেকে যাত্রা শুরু করবে এই জাহাজ। জাহাজে থাকছে সুস্বাদু খাবারের লম্বা মেনু। আর্জেন্...

চিন-পাকিস্তানকে চাপে রাখতে অত্যাধুনিক ড্রোন কিনছে ভারত

Image
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  মার্কিন প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিসের নয়াদিল্লি সফরের মূল লক্ষ্যই হতে চলেছে ভারত-মার্কিন সামরিক সমঝোতাকে আরও দৃঢ় করে তোলা। আমেরিকার কাছ থেকে ২২টি আন আর্মড হাই টেক মাল্টি মিশন প্রিডেটর ড্রোন কিনতে চায় ভারত। সামুদ্রিক নজরদারির কাজে এই অত্যাধুনিক ড্রোন ব্যবহৃত হবে৷ ভারত মহাসাগরের উপর অতন্দ্র প্রহরীর মতো সজাগ থাকবে এই ড্রোনগুলি৷ এরকম অত্যাধুনিক সমরাস্ত্র ভারতীয় সেনাভাণ্ডারে যুক্ত হলে নৌবাহিনী যে আরও কয়েকগুণ শক্তিশালী হবে, সে কথা মানছেন সমর-বিশেষজ্ঞরা৷ [ উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমাই কি ডেকে আনবে তৃতীয় বিশ্বযুদ্ধ? ] হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করেন৷ মোদির মার্কিন সফরের আগে ভারতীয় নৌবাহিনী মার্কিন প্রতিরক্ষা দপ্তরকে চিঠি লিখে ২২টি প্রিডেটর ড্রোন কিনতে আগ্রহ দেখায়৷ মার্কিন প্রশাসন এখনও আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও সূত্রের খবর, ভারতের দাবি মেনে ড্রোনগুলি নয়াদিল্লির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও ফেলেছে ওয়াশিংটন৷ ড্রোনগুলি বিক্রির বিষয়টি ব্যক্তিগত স্তরে দেখভাল করছেন মার্কিন প্রতিরক্ষা সচিব। নজরদ...

‘বিজ্ঞানী বানাচ্ছে ভারত, পাকিস্তানের সৃষ্টি লস্কর’

Image
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  রাষ্ট্রসংঘের সাধারণ সভার ভাষণে পাকিস্তানকে বেনজির আক্রমণ করলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। ইসলামাবাদকে তুলোধোনা করে বিদেশমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, “আমরা দারিদ্রের বিরুদ্ধে লড়াই করছি, আর পাকিস্তান লড়াই করছে আমাদের সঙ্গে। আমরা বিজ্ঞানী, চিকিৎসক তৈরি করছি আর পাকিস্তান তৈরি করছে জঙ্গি।” এই নিয়ে দ্বিতীয়বার রাষ্ট্রসংঘে ভাষণ দিলেন সুষমা। শনিবার হিন্দিতেই ভাষণ দেন তিনি। [ পাকিস্তানকে ‘জঙ্গিস্তান’ বলে রাষ্ট্রসংঘে আক্রমণ ভারতের ] সুষমা বলেন, “আমরা আইআইটি, আইআইএম, এইমস, ইসরোর মতো প্রতিষ্ঠান তৈরি করেছি। সেখানে পাকিস্তান লস্কর-ই-তৈবা, হাক্কানি নেটওয়ার্ক, হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গি গোষ্ঠী তৈরি করেছে। ভারত ও পাকিস্তান একই সঙ্গে স্বাধীন হলেও আমরা আজ মহাকাশ অভিযান করছি, কিন্তু পাকিস্তান এখনও জঙ্গিদের স্বর্গরাজ্য হিসাবেই রয়ে গিয়েছে। আমরা যখন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছি তখন ইসলামাবাদ শুধুই জঙ্গি তৈরির আঁতুড়ঘর হিসাবে থেকে গিয়েছে। দেশের তরুণ ও যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ নিয়ে তাদের কোনও ভাবনাই নেই।” পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্বকে উদ্দেশ করে বলেন, “নিজ...

রাজনীতি- রোহিঙ্গা ইস্যুতে চীন ভারত রাশিয়ার অবস্থানে চিন্তিত আ’লীগ

Image
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের উন্নয়নসহযোগী দেশ চীন, ভারত ও রাশিয়ার অবস্থানে চিন্তিত ক্ষমতাসীন আওয়ামী লীগ। দেশের চরম এ সঙ্কটকালীন মুহূর্তে বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলোর জোরালো সমর্থন না পাওয়া উল্টো কোনো কোনো ক্ষেত্রে মিয়ানমারকে সরাসরি সমর্থনে বেশ ক্ষুব্ধ সরকার। অবস্থার পরিবর্তনে নানা কৌশলে এগোচ্ছেন সরকারের নীতিনির্ধারকেরা। তবে সরকারের কূটনৈতিক তৎপরতায় ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ মুসলিম বিশ্বের অন্যান্য দেশের মতো উল্লিখিত প্রভাবশালী দেশগুলোও একসময় বাংলাদেশের পাশে দাঁড়াবে বলে আশাবাদী তারা। আওয়ামী লীগ ও সরকারের একাধিক সূত্র জানায়, বাংলাদেশের ওপর রোহিঙ্গাদের এ চাপকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে সরকার। সরকারের প্রভাবশালী নীতিনির্ধারকেরাও বিষয়টি অকপটে বলে আসছেন। এ ইস্যুতে বাংলাদেশের ওপর শুধুমাত্র অতিরিক্ত শরণার্থীর চাপই নয়, বরং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও নতুন মাত্রা যোগ হতে পারে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের প্রকৃত বন্ধু ও সহযোগী এবং উন্নয়নের বিপক্ষে রাষ্ট্রগুলোর মধ্যে একটি সীমারেখা তৈরি করতে পারে এ রোহিঙ্গা ইস্যু, যা বাংলাদেশের ভবিষ্যৎ আন্তর্...

বাংলাদেশে জন্ম নেওয়া রোহিঙ্গা শিশুদের নাগরিকত্ব দেবে সরকার?

Image
মশিউর জারিফ- মিয়ানমারে জাতিগত নিধনযজ্ঞের শিকার হয়ে বাংলাদেশে প্রবেশ করছে লাখো রোহিঙ্গা। এমনকি অনেক নারীই এদেশে প্রবেশের পর জন্ম দিয়েছে শিশু। জন্ম নেওয়া এসব শিশুদের নিয়ে অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন। বাংলাদেশে জন্ম নেওয়া রোহিঙ্গা শিশুরা কি নাগরিকত্ব পাবে? এদেশে জন্ম নেওয়া কয়েকজন রোহিঙ্গা শিশুর বাবা-মায়েদের সঙ্গে কথা বলে জানা যায়, ‘তারা চান এখানে জন্ম নেয়া শিশুরা যেন বাংলাদেশেরই নাগরিক হয়।’ এদিকে রোহিঙ্গা শরণার্থীদের সন্তান এদেশে জন্ম নিলেও বাংলাদেশের নাগরিকত্ব পাবে না রোহিঙ্গা শিশুরা। সরকারের এই সিদ্ধান্তের কথা জানান উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন। জানা যায়, সাম্প্রতিক সময়ে রেকর্ডসংখ্যাক রোহিঙ্গার বাংলাদেশে অনুপ্রবেশের কারণে আপাতত: জন্মনিবন্ধন কার্যক্রম বন্ধ রেখেছে কক্সবাজার জেলা প্রশাসন। সরকারি হিসাবে গত ২৫ দিনে উখিয়া এবং টেকনাফের বিভিন্ন শরণার্থী ক্যাম্পে জন্ম গ্রহণ করেছে প্রায় ২শ’ রোহিঙ্গা শিশু। আর সন্তান জন্মদানের অপেক্ষায় আছেন প্রায় ১৭ হাজারেরও বেশি রোহিঙ্গা নারী। বাংলাদেশে জন্ম নেয়া এসব রোহিঙ্গা শিশুদের...

আমাদের দেশে রোহিঙ্গাদের স্থায়ী আশ্রয় দিতে হবে : এরশাদ

Image
রোহিঙ্গাদের রাখাইনে ফিরে যাওয়া নিয়ে সংশয় প্রকাশ করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, এত বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেয়া অত্যন্ত কঠিন কাজ। এরপরও আমাদের দেশে তাদের স্থায়ীভাবে আশ্রয় দিতে হবে। সেভাবেই পরিকল্পনা করতে হবে। এরশাদ বলেন, সূচি অল্প কয়েকজন রোহিঙ্গাকে নিয়ে যাবেন বলে ভাওতাবাজি করছেন। কারণ রোহিঙ্গাদের তো আইডি কার্ড ও ভিসা নেই। কিভাবে লাখ লাখ রোহিঙ্গদের মধ্য থেকে তাদের বাছাই করবে? শেষ পর্যন্ত ওদের বোঝা আমাদেরই বহন করতে হবে। তিনি রোববার সকালে রংপুর পল্লী নিবাসে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন। চারদিনের সফরে তিনি সকালে রংপুর আসেন। প্রশ্নের জবাবে এ সব কথা বলেন। এ সময় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, মহানগর জাতীয় পার্টির সভাপতি ও জাপার মনোনীত মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, নির্বাহী সদস্য কাউন্সিলর শাফিউল ইসলাম শাফিসহ জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতারা উপস্থিত ছিলেন। এরশাদ বলেন, মুসলিম রহিঙ্গাদের ফেরত নেয়ার বিষয়ে সূচীর দেয়া বক্তব্য ভাওতাবাজি। এরশাদ বলেন, সূচী ...

সাইবেরিয়ায় মাছ ধরছেন পুতিন (আপডেট ফটো)

Image
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেখা যায় দক্ষিণ সাইবেরিয়ার একটি ঠাণ্ডা পানির পাহাড়ি লেকে দাপিয়ে বেড়াতে। তাকে একটি ক্যামোফ্লেজ ওয়েট সুটে মাছ ধরতে, পাওয়ারবোট চালাতেও দেখা যায়। টুভা নামে এলাকাটিতে তিনি দুই দিন ছুটি কাটান। ২০০৯ সাল থেকে প্রতিবছরই সাইবেরিয়ায় এমন অবকাশে যান পুতিন।                            

ভারত যখন বানাচ্ছে আইআইটি, পাকিস্তান তৈরি করছে এলইটি জাতিসংঘে সুষমা স্বরাজ

Image
জাতিসংঘে দেওয়া এক ভাষণে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, ভারত যখন আইআইটি, আইআইএম, এআইআইএমস বানাচ্ছে, তখন পাকিস্তান লস্কর-ই-তৈয়বা এবং হিজবুল মুজাহিদীনের মতো সন্ত্রাসবাদী সংগঠন গড়ে তুলছে। গতকাল শনিবার বিভিন্ন রাষ্ট্রনেতাদের সামনে তিনি একথা বলেন। তিনি বলেন, আমরা যখন দারিদ্র্যের বিরুদ্ধে লড়ছি, তখন পাকিস্তান আমাদের বিরুদ্ধে লড়াই করছে সন্ত্রাসের মাধ্যমে। টাইমস অব ইন্ডিয়া। ইত্তেফাক/সেতু

আল্লামালিক - অস্বীকার করার কারণ নেই

Image
"ফাবিআইয়ি অালায়ি রব্বিকুমা তুকাযযিবান" "অতপর, তোমরা উভয়ে(জ্বীন ও মানুষ) তোমাদের মালিকের কোন কোন অবদানকে অস্বীকার করবে?" --------------------সূরা-আর -রহমান

লন্ডনে শপিংমলে এসিড হামলায় আহত ৬ /অনলাইন ডেস্ক

Image
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে একটি শপিংমলে এসিড হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়েছেন অন্তত ৬ জন। ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে বলে জানাচ্ছে ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসি। লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, শনিবার রাত আটটার দিকে স্ট্র্যাটফোর্ড শপিং সেন্টারে এই হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই শপিং মলের ভেতর কয়েকজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এরপর অতর্কিতে কয়েক দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে ক্ষতিকর তরল পদার্থ ছুড়ে মারে।  সম্প্রতি লন্ডনে বেশ কয়েকটি অ্যাসিড হামলা হয়। গত ১৩ জুলাই দেড় ঘণ্টার ব্যবধানে পাঁচটি আলাদা আলাদা জায়গায় অ্যাসিড হামলা হয়। পরে ২৫ জুলাই রাতে দুই বাঙালির ওপর হামলা হয়। আগস্ট মাসেও অ্যাসিড হামলা হয়। তবে গতকালের এ হামলার ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। বিবিসি। ইত্তেফাক/সেতু

দেশে ফিরলেন প্রধান বিচারপতি ইত্তেফাক রিপোর্ট

Image
                                                                                         ফাইল ছবি দেশে ফিরেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)। শনিবার রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি জাপান থেকে দেশে ফেরেন। গত ১৮ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত এশিয় প্রশান্ত মহাসাগরীয় রাষ্ট্রগুলোর প্রধান বিচারপতিদের সঙ্গে যোগদান শেষে তিনি দেশে ফিরেছেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব অতিরিক্ত জেলা জজ মোহাম্মদ আনিসুর রহমান। এর আগে গত ৮ সেপ্টেম্বর অসুস্থ্য মেয়েকে দেখতে তিনি কানাডা যান। এরপর কানাডা থেকে ১৭ সেপ্টেম্বর তিনি জাপান যান। ইত্তেফাক/এমআর