দেশে ফিরলেন প্রধান বিচারপতি ইত্তেফাক রিপোর্ট
ফাইল ছবি
দেশে ফিরেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)। শনিবার রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি জাপান থেকে দেশে ফেরেন। গত ১৮ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত এশিয় প্রশান্ত মহাসাগরীয় রাষ্ট্রগুলোর প্রধান বিচারপতিদের সঙ্গে যোগদান শেষে তিনি দেশে ফিরেছেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব অতিরিক্ত জেলা জজ মোহাম্মদ আনিসুর রহমান।
এর আগে গত ৮ সেপ্টেম্বর অসুস্থ্য মেয়েকে দেখতে তিনি কানাডা যান। এরপর কানাডা থেকে ১৭ সেপ্টেম্বর তিনি জাপান যান।
ইত্তেফাক/এমআর
Comments