Posts

Showing posts from July 24, 2018

বাংলাদেশে পড়ুয়া নেপালি ছাত্রীদের নিয়ে মন্তব্য করে মন্ত্রীর পদত্যাগ

Image
বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে পড়তে যাওয়া নেপালি ছাত্রীদের নিয়ে বিরূপ মন্তব্য করার পর চাপের মুখে পদত্যাগ করেছেন নেপালের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী শের বাহাদুর তামাং। রাজধানী কাঠমান্ডুতে এক সংবাদ সম্মেলনে নারীদের ব্যাপারে খুব স্পর্শকাতর বিষয়ে তিনি মন্তব্য করেছিলেন এবং তার এই মন্তব্যের ফলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কাছে তিনি দুঃখ প্রকাশ করেন। গত ২০শে জুলাই এক অনুষ্ঠানে মন্ত্রী শের বাহাদুর তামাং বলেছিলেন, "মেডিকেলের উপর যারা বাংলাদেশে লেখাপড়া করতে যায়, সার্টিফিকেট পাওয়ার জন্যে তাদেরকে সেখানে নিজেদেরকে বিক্রি করতে হয়।" তার এই মন্তব্য নেপালে তীব্র বিতর্কের সৃষ্টি করে। বিশেষ করে বাংলাদেশে পড়তে যাওয়া নেপালি শিক্ষার্থীরা মন্ত্রীর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানায়। নেপালি শিক্ষার্থীরা বলেন, কোন ধরনের তথ্যপ্রমাণ ছাড়াই মন্ত্রী তাদের ব্যাপারে মানহানিকর বক্তব্য দিয়েছেন। বাংলাদেশ থেকে এমবিবিএস ডিগ্রি নিয়ে সম্প্রতি নেপালে ফিরে যাওয়া ড. রোজি মানান্ধার বলেন, 'তিনি কি কখনো বাংলাদেশে পড়তে যাওয়া ছাত্রীদের কাছে এ ব্যাপারে খোঁজ নিয়েছিলেন? আমরা সেখানে কতো কষ্ট ...

যে ছবির জন্য মারধর করা হলো ফটোগ্রাফার জীবনকে

Image
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সোমবার ঢুকলেই চোখে পড়েছে বৃষ্টিভেজা এক যুগলের ছবি। আজ মঙ্গলবারও ফেসবুকের ওয়ালে ওয়ালে ঘুরে বেড়াচ্ছে ছবিটি। বলা হচ্ছে, সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে ভাইরাল হওয়া ছবি এটি। ছবিটি তুলেছিলেন অনলাইন পোর্টাল পূর্বপশ্চিমবিডি.নিউজের ফটোগ্রাফার জীবন আহমেদ। এই অপরাধে মঙ্গলবার দুপুরে তাকে টিএসসির বটতলায় মারধর করেছেন তারই পেশার সঙ্গে জড়িত কয়েকজন। এমনটাই অভিযোগ করেছেন জীবন আহমেদ নিজেই।  সোমবার টিএসসির যে স্থান থেকে ওই যুগলের ছবিটি তুলেছিলেন জীবন আহমেদ, একদিন পর আজ মঙ্গলবার সেখানেই (বটতলা) তাঁকে প্রকাশ্যে মারধর করা হয়েছে। লাঞ্ছনাকারীরা সকলেই আলোকচিত্রশিল্পী বলে জানা গেছে।                                                       জীবন আহমেদ বিডি-প্রতিদিন/২৪ জুলাই, ২০১৮/মাহবুব

টরন্টোতে হামলাকারী পাকিস্তানি যুবক ফয়সাল

Image
গত রোববার রাত দশটায় টরন্টোর ড্যানফোর্থ এবং পেইপ এলাকায় গ্রীক টাউনে সংঘটিত সন্ত্রাসী হামলাকারীর নাম এবং পরিচয় জানা গেছে। থর্নক্লিফ এলাকায় বসবাসকারী ২৯ বছর বয়স্ক এই হামলাকারীর নাম ফয়সাল হোসেন। সে একজন পাকিস্তানি কানাডিয়ান। রবিবার ফয়সালের গুলিতে নিহত দুই জনের মধ্যে একজনেও পরিচয়ও প্রকাশ করা হয়েছে। মর্মান্তিক ওই বন্দুক হামলায় নিহতদের একজন রিজ ফেলন ( ১৮)। তিনি সদ্য স্নাতক শেষ করেছেন মেলভের্ন কলেজিয়েট ইনিস্টিটিউট থেকে। রিজের পরিচয় নিশ্চিত করেছেন বিচেস-ইস্ট ইয়র্কের এমপি ন্যাথানিয়েল এরিস্কিন-স্মিথ! তিনি লিবারেল পার্টির সঙ্গে যুক্ত ছিলেন!  নিহত বেসামরিকদের অপর একজন হচ্ছে কিশোরী, বয়স ১০ বছর। পারিবারিক আপত্তির কারণে সেই কিশোরীর ছবি এবং পরিচয় প্রকাশ করা হয়নি। বিভিন্ন গণমাধ্যম ছাড়াও পাকিস্তানি বংশোদ্ভূত কানাডা খ্যাতিমান সাংবাদিক ও লেখক তারেক ফাতাহ টুইটবার্তায় জানিয়েছেন, হত্যাকাণ্ডে জড়িত ফয়সাল হোসেন (২৯) একজন পাকিস্তানি কানাডিয়ান। এদিকে এক লিখিত বিবৃতিতে ফয়সাল হোসেনের বাবা-মা আত্মপক্ষ সমর্থন করে দাবি করেছেন, তাদের ছেলে মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত ছিল। তারা বলেন, ওষুধ এবং চিকিৎসা থ...

কাতারের ওপর ইউএইর অবরোধ ‘জাতিগত বৈষম্য’

Image
দোহায় উপকূল ঘেঁষে গড়ে উঠেছে সারি সারি সুউচ্চ ভবন। রয়টার্স ফাইল ছবি কাতারের ওপর সংযুক্ত আরব আমিরাতের অবরোধ আরোপকে ‘জাতিগত বৈষম্য’ বলে উল্লেখ করেছেন জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত। কাতারের আমিরের মালিকানাধীন সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে এ তথ্য জানানো হয়। সন্ত্রাসবাদে আর্থিক সহায়তা ও মদদ দিয়ে আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরির অভিযোগ তুলে গত বছরের জুনে আকস্মিকভাবে কাতারের ওপর কূটনৈতিক, অর্থনৈতিক ও যোগাযোগের বিভিন্ন ক্ষেত্রে একতরফা অবরোধ আরোপ করা হয়। সৌদি আরবের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর এই অবরোধের ঘোষণা দেয়। পরে আরও তিনটি দেশ এই অবরোধে শামিল হয়। শুরুর দিকে বেশ বেকায়দায় পড়েছিল কাতার। দেশটির সঙ্গে আকাশ, স্থল ও সমুদ্রপথে থাকা যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন করে দেয় অবরোধকারী দেশগুলো। এমনকি অন্যান্য আরব দেশে থাকা কাতারের নাগরিকদের নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশও দেওয়া হয়। তবে দোহা কর্তৃপক্ষ বরাবরই এ অভিযোগ অস্বীকার করেছে। কাতারের ওপর অবরোধ আরোপের ঘটনাকে কয়েক দশকের মধ্যে গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) ইতিহাসের সবচেয়ে কূটনৈতিক বিরোধ বলে মনে করা হয়। এই অবরোধের এক বছর পর গ...

মন লুটেছে লটকন

Image
যত দূর চোখ যায় লটকনের গাছ! ছবি: জুনায়েদ আজীম চৌধুরী বিশ্বকাপ ফুটবলের উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছিল জ্যৈষ্ঠের গরম। সে গরমে সাক্ষাৎ ঘি ঢেলে দিল ব্রাজিল-আর্জেন্টিনার বিদায়। মুখ পাংশু করে মাঝরাতে এদিক-ওদিক ঘুরছি আমরা। এরর মধ্যেই নরসিংদী থেকে ফোন দিল বন্ধু শাহেদ, ‘মামা, খেলা তো শেষ! ঢাকায় থাইকা আর কী করবি, এদিকে চলে আয়।’ মানুষ মনের দুঃখে বনে যায়, আমরা গেলাম নরসিংদী। উদ্দেশ্য একটাই, এখানে বিশাল এলাকাজুড়ে লটকনের বাগান। সেখানে থোকায় থোকায় ধরেছে লটকন। সব পেকে পেকে আমাদের অপেক্ষায় ঝুলে আছে! আমরা গেলেই টুপ টুপ করে ঝরে পড়বে! সাতসকালে মাইক্রো হাজির, সে মাইক্রোতে গাদাগাদি করে আমরা ১১ জন ছুট লাগালাম বন্দী শহরের পালানোর পথের দিকে। পূর্বাচলের রাস্তা ধরে নরসিংদী যেতে যেতেই বেলা ১১টা। সোজা ভৈরবের রাস্তা ধরে যেতে যেতেই শাহেদ জানাল আমরা বাঁ দিকে শিবপুরের রাস্তায় ঢুকলাম। হতাশ সবাই—রাস্তাজুড়ে কাঁঠালগাছের সারি! সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চাকা গড়াল, পথ ফুরাল, তবুও লটকনের দেখা নেই। চোখে উদ্বেগ নিয়ে একবার শাহেদের দিকে তাকাই, একবার মুক্তি ভাবির দিকে তাকাই—এলাকার মানুষ কি তবে ভুল জায়গায় নিয়ে এল! লটকন তো দূ...

ইসরায়েলের ইহুদি রাষ্ট্র ঘোষণা এবং নয়া বর্ণবাদ

Image
ইসরায়েল ইহুদিদের রাষ্ট্র হিসেবে ঘোষিত হলো। এর মধ্য দিয়ে ইসরায়েল আদতে আধুনিক রাষ্ট্রের সংজ্ঞার বিপরীত মেরুতে অবস্থান নিল। আধুনিক রাষ্ট্রে সবাইকে নিয়েই থাকতে হয়। সেখানে ধর্ম, বর্ণ ও জাতিগত কোনো বিভেদ থাকবে না। কিন্তু ইসরায়েলে বসবাসরত আরবসহ অন্যান্য জাতি ও ধর্মীয় সংখ্যালঘুরা ইহুদি জনগোষ্ঠীর সমান অধিকার পাবে না। কিন্তু ইসরায়েল আদৌ আধুনিক রাষ্ট্রের সংজ্ঞায় পড়ে কি না? যে রাষ্ট্রের জন্মই হয়েছে অবৈধভাবে, প্রতিদিন ভূমিপুত্রদের খুন করে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে, তার কাছে আধুনিক গণতান্ত্রিক আচরণ আশা করা বোকামি ও বাতুলতামাত্র। নিজেদের ইহুদিদের রাষ্ট্র বলে ঘোষণা করে ইসরায়েল তার বর্ণবাদী আচরণকে সাংবিধানিক বৈধতা দিল। সামনের দিনগুলোয় ফিলিস্তিনি উদ্বাস্তুর সংখ্যা বাড়বে। মুসলিম ও খ্রিষ্টানদের ইসরায়েল থেকে বের করে দেওয়া হতে পারে। হিটলারের বিশুদ্ধ আর্য জাতির গঠনের প্রয়াসের মতোই বিশুদ্ধ ইহুদি জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা পাবে। পরিশেষে ইসরায়েল একবিংশ শতাব্দীর বর্ণবাদী রাষ্ট্র হিসেবে চিহ্নিত হবে। ইসরায়েল কেন হঠাৎ করে এই ঘোষণা দিল? ইসরায়েল তো একটি ইহুদি রাষ্ট্রই। ইহুদিদের জন্যই পশ্চিমা উদ্যোগ ও ...

১০৮টি রাফায়েল জেট চায় ভারতীয় বিমানবাহিনী

Image
ভারতীয় বিমানবাহিনী সম্প্রতি জানিয়েছে, তাদের কমপক্ষে আরও ছয় স্কোয়াড্রন রাফায়েল জেট দরকার। অর্থ্যাৎ বাহিনীর সামর্থ্য বাড়াতে ১০৮টি রাফায়েল বা এর সমমানের জেট চাই। পাশাপাশি তারা আশা করে যে, চলতি বছরের শেষেই চুক্তি অনুযায়ী বাহিনীর সঙ্গে ৩৬টি ফ্রেঞ্চ ফাইটার জেট যুক্ত হবে।  ভারতীয় বিমানবাহিনীর সাবেক প্রধান চিফ মার্শাল অরুপ রাহা বলেছেন, ১৮ রাফায়েলের দুই স্কোয়াড্রন যথেষ্ট নয়। কমপক্ষে ছয় স্কোয়াড্রন  মিডিয়াম মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফ্ট দরকার। তিনি বলেন, 'আমরা শুধু রাফায়েল জেট চাই তা নয়। আমাদের মাথায় বিকল্প চিন্তাও আছে। আমি চাই রাফায়েল জেটের মতো ক্ষমতাসম্পন্ন বিমান। যাতে সরকার প্রয়োজনের সময় এর ওপর নির্ভর করতে পারে। এ বিষয়ে সরকারই পরবর্তী সিদ্ধান্ত নেবে। আমি আগাম কিছু বলতে পারবো না।' সূত্র: ইকোনোমিক টাইমস বিডি প্রতিদিন/ফারজানা 

রকেট উৎক্ষেপণ কেন্দ্র ভাঙ্গার মধ্য দিয়ে উ. কোরিয়ার প্রতিশ্রুতি রক্ষা!

Image
উত্তর কোরিয়ার পশ্চিমাঞ্চলে অবস্থিত সোহায়ে একটি গুরুত্বপূর্ণ রকেট উৎক্ষেপণ কেন্দ্র ভাঙ্গার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে যাচ্ছে দেশটি। আজ বিভিন্ন আর্ন্তজাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি ইঞ্জিন পরীক্ষা কেন্দ্র ধ্বংস করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে সেটি কোথায় বা কোন কেন্দ্র হবে তা নির্দিষ্ট করে তখন জানানো হয়নি। যদিও সোহায়ে’কে স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে দাবি করে আসছে পিয়ংইয়ং।তবে মার্কিন কর্মকর্তাদের কেউ কেউ মনে করছেন, এখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করা হতো।  উল্লেখ্য, গত জুন মাসে সিঙ্গাপুরে ট্রাম্প-কিমের বৈঠকে কোরীয় উপদ্বীপের সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে কাজ করার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়েছিল। তখন যদিও কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, যুক্তরাষ্ট্রকে দেয়া এ প্রতিশ্রুতি হয়তো রক্ষা করবে না উত্তর কোরিয়া।  বিডি  প্রতিদিন/ এ  মজুমদার

সিরীয় সীমান্তে ইসরাইলের নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চালু

Image
সিরীয় সীমান্তে সোমবার নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে ইসরাইল। এ অবস্থায় এখন দুই দেশের সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতির বিবেচনায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর কাছে দূত পাঠিয়েছে রাশিয়া। খবর বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স’র। খবরে বলা হয়, ইসরাইলের নতুন প্রতিরক্ষা ব্যবস্থা চালু করার বিষয়টি মস্কো  ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ আখ্যায়িত করে এখনই আলোচনার প্রয়োজন বলে জানিয়েছে।  এদিকে দক্ষিণ-পশ্চিম সিরিয়ার যুদ্ধক্ষেত্রগুলো থেকে বেসামরিক প্রতিরক্ষা বাহিনী হোয়াইট হেলমেটস এর স্বেচ্ছাসেবকদের সরিয়ে নিচ্ছে ইসরাইল। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর অনুরোধে তারা এ কাজ করছে বলে রবিবার ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীগুলো (আইডিএফ) জানিয়েছে। উত্তেজনাকর এমন পরিস্থিতিতে ইসরাইল সিরীয় সীমান্তে দু’টি ‘ইন্টারসেপ্টর মিসাইল’ নিক্ষেপ করেছে। ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, মিসাইল দুটি সিরীয় ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম হয়েছে। তবে ইসরাইলি সেনাবাহিনী মিসাইল দু’টো কোন স্থানকে লক্ষ্য করে পাঠিয়েছে, সে ব্যাপারে তারা স্পষ্ট করে কিছু জানায়নি। ইসরাইল গত বছর সেখানে ক্ষুদ্র ...

ব্রিটেনে ইসলাম ভীতি বৃদ্ধির কারণ কী?

Image
ব্রিটেনে ইসলাম ভীতি দিন দিন বেড়েই চলছে। ২০১৭ সালে ব্রিটেনে রেকর্ডসংখ্যক ইসলাম বিদ্বেষী হামলার ঘটনা ঘটেছে যা ২০১৬ সালের চেয়ে শতকরা ২৬ ভাগ বেশি। বলা হচ্ছে, সৌদি আরব ওয়াহাবি মতবাদের মধ্যদিয়ে ঘৃণা ও সন্ত্রাসের বিস্তার ঘটাচ্ছে। পাশাপাশি লন্ডনসহ পুরো পশ্চিমা বিশ্বে ইসলাম সম্পর্কে ব্যাপক অজ্ঞতার কারণেও ব্রিটেনে ইসলাম ভীতি বাড়ছে। এ ব্যাপারে প্রেসটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে লন্ডন থেকে প্রকাশিত ‘পলিটিক্স ফার্স্ট ম্যাগজিন’র সম্পাদক মারকাস পাপাদোগলাস বলেন, ব্রিটেনের লোকজন দ্বিধাগ্রস্ত কারণ তারা মনে করে সৌদি আরব থেকে যা বেরিয়ে আসছে সেটাই ইসলাম। এছাড়া সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ যা করছে তাই হচ্ছে ইসলামের সত্যিকারের রূপ যদিও তা সত্য নয়। এ সময় মারকাস আরও বলেন, সৌদি আরব দেশের ভেতরে ও বাইরে যা প্রচার করছে তা আসলে ইসলাম নয়, এটা হচ্ছে ন্যায়ভ্রষ্টতা এবং শান্তিপূর্ণ একটি ধর্মের বিকৃত ব্যাখ্যা। বিডি প্রতিদিন/ ২৪ জুলাই ২০১৮/ ওয়াসিফ 

আলজেরিয়ায় ২ ফিলিস্তিনি বিজ্ঞানীর মৃত্যু, সন্দেহে মোসাদ!

Image
মালয়েশিয়ায় ফিলিস্তিনি অধ্যাপক ফাদি আল-বাথকে হত্যার ঘটনার পর এবার আলজেরিয়ার একটি অ্যাপার্টমেন্টে দুই ফিলিস্তিনি চিকিৎসা বিজ্ঞানীর মৃতদেহ পাওয়া গেছে। তাদের মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। তবে সন্দেহ করা হচ্ছে তাদের নিহতের পিছনে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’ জড়িত থাকতে পারে। নিহতরা হলেন, গাজা উপত্যকর খান ইউনিসের বাসিন্দা ৩৫ বছর বয়সী মোহাম্মদ আলবানা এবং ৩৪ বছর বয়সী সুলাইমান আল ফারা। আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের শহরতলি জেরাল্ডায় আল ফারা’র অ্যাপার্টমেন্টে তাদের মৃত অবস্থায় পাওয়া যায় গেছে। অনেক ফিলিস্তিনি মনে করছেন, তাদেরকে হত্যা করা হয়ে থাকতে পারে এবং এর জন্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’কে তারা দায়ী করছেন। তবে, আনুষ্ঠানিকভাবে তাদের মৃত্যুর কারণ সম্পর্ক নিশ্চিত করে কিছু বলা হয়নি। এদিকে আলবানা’র ভাই গণমাধ্যমকে বলেন, ‘আমাদের কাছে বিস্তারিত কোনো তথ্য নেই। সেখানে কি ঘটেছে তা জানাতে আলজেরিয়া এবং ফিলিস্তিনি দূতাবাস কর্তৃপ প্রয়োজনীয় সব পদপে গ্রহণ করবে বলে আমি আশা করি।’ সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে বেশ কয়েকজন ফিলিস্তিনি বিজ্ঞানী ও বিশেষজ্ঞ গুপ্ত হত্যার শিকার হয়েছেন। এসব হত্যাকাণ্ড...