টরন্টোতে হামলাকারী পাকিস্তানি যুবক ফয়সাল

টরন্টোতে হামলাকারী পাকিস্তানি যুবক ফয়সাল
গত রোববার রাত দশটায় টরন্টোর ড্যানফোর্থ এবং পেইপ এলাকায় গ্রীক টাউনে সংঘটিত সন্ত্রাসী হামলাকারীর নাম এবং পরিচয় জানা গেছে। থর্নক্লিফ এলাকায় বসবাসকারী ২৯ বছর বয়স্ক এই হামলাকারীর নাম ফয়সাল হোসেন। সে একজন পাকিস্তানি কানাডিয়ান।
রবিবার ফয়সালের গুলিতে নিহত দুই জনের মধ্যে একজনেও পরিচয়ও প্রকাশ করা হয়েছে। মর্মান্তিক ওই বন্দুক হামলায় নিহতদের একজন রিজ ফেলন ( ১৮)। তিনি সদ্য স্নাতক শেষ করেছেন মেলভের্ন কলেজিয়েট ইনিস্টিটিউট থেকে। রিজের পরিচয় নিশ্চিত করেছেন বিচেস-ইস্ট ইয়র্কের এমপি ন্যাথানিয়েল এরিস্কিন-স্মিথ! তিনি লিবারেল পার্টির সঙ্গে যুক্ত ছিলেন! 
নিহত বেসামরিকদের অপর একজন হচ্ছে কিশোরী, বয়স ১০ বছর। পারিবারিক আপত্তির কারণে সেই কিশোরীর ছবি এবং পরিচয় প্রকাশ করা হয়নি। বিভিন্ন গণমাধ্যম ছাড়াও পাকিস্তানি বংশোদ্ভূত কানাডা খ্যাতিমান সাংবাদিক ও লেখক তারেক ফাতাহ টুইটবার্তায় জানিয়েছেন, হত্যাকাণ্ডে জড়িত ফয়সাল হোসেন (২৯) একজন পাকিস্তানি কানাডিয়ান।
এদিকে এক লিখিত বিবৃতিতে ফয়সাল হোসেনের বাবা-মা আত্মপক্ষ সমর্থন করে দাবি করেছেন, তাদের ছেলে মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত ছিল। তারা বলেন, ওষুধ এবং চিকিৎসা থেরাপিও ফয়সালকে সুস্থ করতে পারেনি। তারা নিজেরা শোকার্ত থাকলেও হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।
ইত্তেফাক/ জেআর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা