বাংলাদেশ সংবাদ ঢেউয়ের তালে মন ভেজালেন প্রধানমন্ত্রী নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার ০৬ মে ২০১৭, ২০:৪১ ১৬ সমুদ্রের বিশালতা মানুষকে মুগ্ধ করে, কাছে টানে। সমুদ্রদর্শনের পর আর দশটা সাধারণ মানুষের মতো উচ্ছ্বাসিত-আনন্দিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। ছবি: ফোকাস বাংলা কক্সবাজারের উখিয়া উপজেলার পাথুরে সৈকতখ্যাত ইনানী সমুদ্র উপকূলে আজ শনিবার দুপুরে প্রায় ৮০ কিলোমিটার লম্বা ‘কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ’ সড়কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর ‘বেওয়াচ রিসোর্ট’-সংলগ্ন এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণও দেন। সমুদ্রের জলে পা ভেজালেন প্রধানমন্ত্রী। ছবি: ফোকাস বাংলা ভাষণ শেষে প্রধানমন্ত্রী নেমে পড়েন সমুদ্রসৈকতে। সমুদ্রতীরে যাবেন আর জলে পা ভেজাবেন না, তা কি হয়? হয় না বলেই প্রধানমন্ত্রী নেমে পড়েন ঝিনুকফোটা সাগরবেলায়। তিনি অনেকটা সময় খালি পায়ে হাঁটেন। মন ভেজান সমুদ্রের ঢেউয়ের তালে। প্রায় ১৫ মিনিট তিনি সমুদ্রজলে পা ভিজিয়ে খুঁজে বেড়ান নিজের শৈশবকাল। কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছ...
Posts
Showing posts from May 6, 2017