Posts

Showing posts from July 31, 2019

ফের জোড়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উ. কোরিয়ার

Image
ছবি: সংগৃহীত। আবারো দু’টি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পূর্ব উপকূলে এগুলো উৎক্ষেপণ করা হয়। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে বুধবার সকালে দেশটির পূর্বাঞ্চলীয় ‘ওনস্যান’ এলাকা থেকে ক্ষেপণাস্ত্র দু’টি উৎক্ষেপণ করা হয়। এর আগে উত্তর কোরিয়া গত ২৫ জুলাই একই ধরনের দু’টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। জানা যায়, উত্তর কোরিয়া বুধবার স্থানীয় সময় ভোর ৫টা ৬ মিনিট ও ৫টা ২৭ মিনিটে ওনস্যান বন্দরের কালমা এলাকা থেকে দু’টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। দু’টি ক্ষেপণাস্ত্রই ৩০ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় উঠে ২৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপান সাগরে অবতরণ করে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী জিয়ং কেয়ং-ডু বলেন, আজকের ক্ষেপণাস্ত্র এর আগেরগুলোর চেয়ে ভিন্ন মডেলের। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এ পরীক্ষার ফলে জাপানের নিরাপত্তায় কোনো বিঘ্ন সৃষ্টি হয়নি। গত সপ্তাহে ক্ষেপণাস্ত্র দুটি পরীক্ষার পর উত্তর কোরিয়া জানায়, দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ...

রাশিয়া থেকে চীন আট মিনিটে

Image
রাশিয়া–চীনের সীমান্তের মধ্যকার ক্যাবল কার। ছবি: সিএনএন রাশিয়া ও চীনের মধ্যে যাতায়াতে একটি কেব্‌ল কার তৈরি হচ্ছে শিগগিরই। এর নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, এই কেব্‌ল কারে করে মাত্র আট মিনিটেই রাশিয়া থেকে চীন যাতায়াত করা যাবে। এটিই হতে যাচ্ছে বিশ্বের একাধিক দেশের মধ্যে চলাচলকারী প্রথম আন্তসীমান্ত কেব্‌ল কার। এই কেব্‌ল কারটি রাশিয়ার দক্ষিণ–পূর্বাঞ্চলীয় ব্লাগোভেশচেনস্ক ও চীনের উত্তর–পূর্বাঞ্চলীয় হেইহে শহরের মধ্যে চলাচল করবে। দুই শহরের মধ্যে দূরত্ব প্রায় সাড়ে তিন কিলোমিটার। ভ্রমণের সময় কেব্‌ল কারের যাত্রীরা উপভোগ করতে পারবেন পাহাড় ও নদীর অপরূপ সৌন্দর্য। কেব্‌ল কারটি আমুর নদীর ওপর দিয়ে যাত্রীদের পাখির চোখে দেখার স্বাদ দেবে দুটি দেশের সৌন্দর্য। রাশিয়া-চীন সীমান্তের ওই নদীটি শীতের সময় বরফে ঢাকা থাকে। যা এক অপরূপ দৃশ্য সৃষ্টি করে। যাত্রার সময় আট মিনিট বলা হলেও কেব্‌ল কারটি মাত্র সাড়ে তিন মিনিটেই এক শহর থেকে আরেক শহরে পৌঁছাবে। বাকি সময় ব্যয় হবে কারে ওঠা–নামাসহ আনুষঙ্গিক অন্যান্য কাজে। একেকটি কেব্‌ল কারে একসঙ্গে ৬০ জন পর্যন্ত চড়তে পারবেন। এর বাইরেও ব্যাগপত্র-লাগেজ নেওয়ার ব্যবস্থা থাকবে।...

কলকাতা মাতাল বাংলাদেশি বধূর খাবার

Image
বাংলাদেশের ১৫টি জেলার ঐতিহ্যবাহী খাবার নিয়ে ‘পদ্মাপারের পাকঘর’ আয়োজন আজ শেষ হচ্ছে। ছবি: সংগৃহীত মাছ, মাংস, বিরিয়ানি, নিরামিষসহ নানান ঐতিহ্যবাহী পদে কলকাতা মাতাল বাংলাদেশি খাবার। বাংলাদেশি এক বধূ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে উপকরণ নিয়ে কলকাতায় করেছেন এই রান্নার আয়োজন। বাংলাদেশের ১৫টি জেলার ঐতিহ্যবাহী খাবার নিয়ে কলকাতায় শুরু হয় ‘পদ্মাপারের পাকঘর’ নামের আয়োজনটি। ১৩ দিনের এই আয়োজন আজ বুধবার রাতে শেষ হচ্ছে। ১৯ জুলাই কলকাতার অভিজাত হোটেল দ্য অ্যাস্টরে এ আয়োজন শুরু হয়। বাংলাদেশের নানান ধরনের খাবার নিয়ে এই ‘পদ্মাপারের পাকঘর’ খুলেছিলেন বাংলাদেশের বধূ রাঁধুনি নয়না আফরোজ। নয়নার বাড়ি এখন বাংলাদেশে হলেও তিনি ছিলেন কলকাতার মেয়ে। এক বাংলাদেশিকে বিয়ে করে হয়ে যান বাংলাদেশের বধূ। ১৩ দিনব্যাপী চলা এই পাকঘরে রান্না হয়েছে বাংলাদেশের ১৫টি জেলার নানান ঐতিহ্যবাহী খাবার। একেবারে জিবে জল আনা খাবার। মাছ–মাংস ছাড়াও আয়োজন ছিল নিরামিষ, নানান ফলমূলের নানান পদ। বৈচিত্র্যময় বিরিয়ানি থেকে মাছ ও মাংসের নানান পদ। ইলিশ তো ছিলই। মাছ–মাংসের পদেরও শেষ ছিল না এই পাকঘরে! কলকাতার লোকজন এই খাবার খেয়ে দারুণ অভিভূত। প্রতিদিন কলকা...

ভুলে যাওয়া স্বাদ ফিরল, দরকার এখন জয়ের স্বাদ

Image
আজও শুরুতে ভালো বল করেছেন তাইজুল। ছবি: এএফপি এ সিরিজে বাংলাদেশের বোলাররা খুব বেশি উদ্‌যাপনের সুযোগ পাননি। তাই বোলিংয়ের অন্যান্য দিকগুলোর চিত্র যে করুণ হবে, এটাই স্বাভাবিক। আজ ইনিংসের প্রথম ওভারেই যখন মেডেন পেয়ে গেলেন শফিউল ইসলাম, তখন নিশ্চিতভাবে জানা ছিল এমন কিছু এই সিরিজে প্রথম! এই প্রথমের হিসেবটা হচ্ছে বাংলাদেশি পেসারদের মেডেন ওভার নেওয়ার খতিয়ান। গত ম্যাচে তাইজুল ইসলাম তাই দুই ওভার মেডেন দিলেও সেটা এখানে বিবেচ্য নয়। কিন্তু তাই বলে বাংলাদেশের কোনো পেসার এক ওভারে টানা ছয় বলে কোনো ব্যাটসম্যানকে রান করতে না দেওয়ার অপেক্ষাটা যে ১৫৫ ওভারের সেটা জেনে একটু ধাক্কা লাগাই স্বাভাবিক। ওয়ানডেতে বলুন আর আন্তর্জাতিক ক্রিকেটেই বলুন, বাংলাদেশের কোনো প্রতিষ্ঠিত পেস বোলারের সর্বশেষ কোনো মেডেন দেওয়ার ঘটনা ঘটেছে গত ২ জুলাই। সেদিন ভারতের ৩৯তম ওভারে কোহলি ও পান্ডিয়াকে তুলে নেওয়ার সময় কোনো রান দেননি মোস্তাফিজুর রহমান। এর পর তিন ম্যাচ পার হয়ে গেলেও সেটা করতে পারেননি কোনো পেসার। আজ প্রথম ওভারে মেডেন নিয়েই ক্ষান্ত হননি শফিউল, নিজের তৃতীয় ওভারেও দিয়েছেন মেডেন। সে সঙ্গে তুলে নিয়েছেন আভিস্কা ফার্নান্দোর উ...

ইরানের ৫ পরমাণু কর্মসূচিতে নিষেধাজ্ঞা ছাড় দিতে যাচ্ছে আমেরিকা

Image
ইরানের পাঁচটি পরমাণু কর্মসূচিতে নিষেধাজ্ঞা ছাড় দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এতে রাশিয়া, চীন ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ইরানের সঙ্গে বেসামরিক পরমাণু সহযোগিতা চালিয়ে যেতে পারবে। গত মে মাসে সাতটা নিষেধাজ্ঞার মধ্যে পাঁচটিতে নব্বই দিনের জন্য ছাড় দেয়ার ঘোষণা দেন মাইক পম্পেও। এতে বুশার পারমাণবিক চুল্লি, ফোরডো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা, আরাক পরমাণু কমপ্লেক্স ও তেহরান গবেষণা চুল্লির কার্যক্রম পরিচালনার সুযোগ পায় ইরান। এই নিষেধাজ্ঞা ছাড়ের ক্ষেত্রে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন আপত্তি জানালেও স্টিভেন মানুচিন এর পক্ষেই যুক্তি দিয়েছেন। মানুচিনের যুক্তি, আইন মেনে আগামী পহেলা আগস্ট যদি নিষেধাজ্ঞায় ফের ছাড় দেয়া না হয়, তবে যুক্তরাষ্ট্রকে রাশিয়া, চীন ও ইউরোপীয় ফার্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। রাশিয়া, চীনা ও ইউরোপীয় কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞার সম্ভাব্য ফল নিয়ে ভাবতে আরও সময় চেয়েছেন মার্কিন অর্থমন্ত্রী। এক মার্কিন কর্মকর্তা বলেন, এই নিষেধাজ্ঞা ছাড় যেকোনো সময় প্রত্যাহার করে নেয়া হতে পারে। ইরানের সঙ্গে সম্পর্কের কতটা উন্নয়ন ঘটছে, তার ওপর ন...

ভারতের সেনা ছাউনিতে মর্টার শেল ছুঁড়েছে পাকিস্তান

Image
ফের উত্তেজনা ভারত-পাকিস্তান সীমান্তে। লেফটেন্যান্ট কর্নেলের পদ পাওয়া ক্রিকেটার এম এস ধোনি যখন কাশ্মীর সীমান্তে বন্দুক হাতে টহলে তখনই যেন মুখোমুখি অবস্থান নিয়েছে ভারত ও পাকিস্তান। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলিতে অন্তত তিনজনের প্রাণহানি হয়েছে। সীমান্তের একাধিক জায়গায় ভারতীয় সেনা ছাউনি টার্গেট করে মর্টার শেল ছুঁড়েছে পাকিস্তান সেনা।  জানা গেছে, গতকাল মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান মর্টার শেল ছোঁড়ে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার নওশেরা সীমান্তে। এরপর সীমান্তে দুই দেশের মধ্যে গোলাগুলিতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে নওশেরা সীমান্তের অনেক বাসিন্দাকে বাড়িঘর ছেড়ে সরে যেতে বলা হয়। এর আগে, মঙ্গলবার সারাদিন গোলাগুলিতে দুই পক্ষের তিনসেনার প্রাণহানি হয়। এছাড়া গত রবিবার পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে দশ দিনের এক শিশু নিহত হয় এবং একই ঘটনায় আহত হয় আরও দু’জন। এ নিয়ে চরম উত্তেজনার সৃষ্টি হয় কাশ্মীর সীমান্তে। এর জের ধরে গত সোমবার মানকোট কৃষ্ণ ঘাঁটি ও মেনধারে চলে গোলাগুলি। এই পরিস্থিতিতে ভারত ১০০ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করেছে কাশ্মীরে। খবর টাইমস অব ইন...